নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে........

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

সানজিদা হোসেন

আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।

সানজিদা হোসেন › বিস্তারিত পোস্টঃ

বহতা

০১ লা ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:০৮


একটা মাতাল সূরে গান গাওয়া
কোকিলের বিরহ বসন্ত
চলে গেছে অগোচরে।
এই বসন্তেও ফুল ফুটেছে
অথবা ফোটেনি।
আমার জানা নেই।
আমিতো রুক্ষ মরুভুমির
আপদকালীন বাসিন্দা তখন।

একটা গোটা বর্ষা চলে গেলো
তোমাকে ছাড়া।
আলমারির তাক থেকে
নেপথোলিনের সৌরভ ছড়াল
আমার সাদামাটা নীল শাড়িটা ।
এবছরের বৃষ্টি ছোয়নি আমাদের।

একটা শীত হিম হিম হাওয়া নিয়ে
এগিয়ে আসছে গুটি গুটি পায়ে।
এই শীতে ঠিক তোমার কাছেই থাকবো
দেখে নিও।
রাতের বারান্দায় ধোয়া উড়বে চায়ের কাপে,
গরম গরম পিঠের মৌ মৌ গন্ধ ছুটবে
ছুটির সকাল গুলোয়।
ঘরময় স্বপ্নেরা ছুটবে
আমাদের ছুঁয়ে ।
এই শীতে তোমার বুকের
খুব কাছে থাকবো,
মিলিয়ে নিও।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৩২

জগতারন বলেছেন:
সুন্দর !
ভালোবাসাময় আশা পূরন হোক কামনা করি।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৪

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই শীতে তোমার বুকের
খুব কাছে থাকবো,
মিলিয়ে নিও।

............................................................
আহা ! এমনও আহব্বান
হৃদয়ের তীব্র হাকাকার

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৫

সানজিদা হোসেন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৫

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১২

নার্গিস জামান বলেছেন: আপু, খুব সুন্দর :)

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ আপু

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৮

কনফুসিয়াস বলেছেন: আহ! অনেক সুন্দর কবিতা।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ। আপ্লুত হলাম!

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

নুরহোসেন নুর বলেছেন: অসাধারণ, লিখেছেন।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৪

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.