![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।
তুই একটা তুই ছিলি তাই
ঝুম বরষায় ভিজেও ছিলাম
তুই একটা তুইই ছিলি
হাতের মুঠোয় হাতটা নিলাম।
সেই তুই টা আজকে হটাত
হাতরে মরি কানা গলি
মনটা তো তোর বড়ই ছিলো
হটাত তারে কই হারালি?
নাকি চিনতে ভুল আমারি
মুখোস এটে সং দেখেছি
ভুল বরষা ভালো বেসে
মিথ্যে রঙের জল মেখেছি।
আজকে তাই চোখের কোনে
তারা মেলা আর বসেনা
আজ এখানে ভালোবাসার
আনেক সাধের ফুল হাসেনা।
আজকে শুধু আঁধার কুড়াই
মন খারাপের বিষন বেলা
সবটা কি তোর ভানই ছিলো
ছিলো বুঝি পুতুল খেলা?
২২ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৯
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
২| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২২ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৯
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর । ভালো লাগলো
২২ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৯
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ আপু
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: তুই একটা তুই ছিলি তাই।
বাহ দারুন।
২২ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০০
সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৮
শোভন শামস বলেছেন: সুন্দর, লিখে যান