নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে........

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

সানজিদা হোসেন

আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।

সানজিদা হোসেন › বিস্তারিত পোস্টঃ

রাতের সাথে চাঁদের সাথে

২২ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৫

মুহূর্তেরা হারিয়ে যাবে
নিঝুম রাতে , সঙ্গোপনে
থাকবো মিশে ছায়ায়, মায়ায়
থাকবো জেগে তোরই মনে।
আমায় ভেবেই রাত ভোর তোর
আমায় নিয়েই স্বপ্ন চোখে
দুরের থেকে কাব্যে , সূরে
ডাক দিয়ে যাই অচীন থেকে।
কেমনে আমায় ভূলেই যাবি
রাত পোহালেই অচীন রোদে
ডাকবে ডাহুক বুকের হূহূ
মন মাঝারে দুঃখ বোধে।
যতই খেলিস খেলনা বাটি
আমিই জানি কোন সূরেতে
তোর ভেতরে হয় ঝড় বয়ে যায়
বৃষ্টি, বাতাস, জ্যোৎস্না রাতে।
বারান্দাতে আজো কাটাস
রাত নিঝুমের জোনাক জ্বেলে?
ঝিঁঝিঁ পোকা দল বেধে গায়
আমার কথাই যায় কি বলে?

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৩

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতি---------

২২ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৫

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩০

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভালো লেগেছে
আশাকরি সবার লেখা পড়বেন মন্তব্য করবেন

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩১

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ । জ্বি

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩১

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ :)

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৭

নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয়

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩২

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ :D

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৭

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর কবিতা। শিরোনামটাও ভাল লেগেছে। +

১০ ই জুলাই, ২০২৫ দুপুর ১:০৮

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.