| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক.
সেই দিন গুলো ছিলো জীবনের নতুন গান গাওয়ার দিন, বললে ভুল হলো বুঝি। নতুন গান শুরু করার দিন.....সা..রে ......গা .....মা.......পা...........একটু একটু করে নতুন গান তোলা। ভুল হতে হতে এক সময় জীবনের সুরটাকে ধরে ফেলা।
ওফ! কি অসহ্য আনন্দের দিন।
কাগজে কলমে নয় জীবনের ছক বাধাঁ রুটিন ছিলো মন-মননে। ভোরে সবার জেগে ওঠার আগেই ওঠতাম। সকাল হওয়া আর আমার জীবনের নতুন সূর্য একসাথে পাল্লা দিয়ে উঠতে থাকলো।
দুই.
হঠাৎ করে বাসা বদল। পরিবেশের সাথে সাথে জীবনেরও খানিকটা বদল।
কখনো নির্ঘুম রাতের কল্যাণে ভোর হওয়া দেখা। কালচে আধাঁর থেকে সোনালি সকাল দেখা। কি অদ্ভূত সেই রং।
প্রতিটি রাতের কালো আধাঁর সোনালি সকালে এসে শেষ হয়। আর আমার জীবন থেকে কোন এক অজানা শঙ্কায় সোনালি সকাল থেকে ঘুটঘুটে কালোর দিকে ধাবিত হয়।
তিন.
জানিনা কি করে কেমন করে লাগাম ধরতে পেরেছিলাম। কোন অজানায় গিয়ে আবার নিজেকে ফিরিয়ে আনলাম।
জীবনের চারপাশটা মলিন বাগান। যেখানে পাতা ঝরার উৎসব চলছে।
চোখের জলে বারিষণে নব পল্লব মলিন বাগানে একটু একটু করে প্রাণের সঞ্চার করলো হয়তো বা! রঙিন প্রজাপতির খেলা!
চার.
হয়ত পারবো। হবে নাইবা কেন?
এক অদ্ভূত বিশ্বাস কে জন্ম দিয়েছিলো আমার বুকের ভেতর!
সে আমার গর্ভধারিণী মা।
বুকের ভেতর নিরন্তর ঝরণা ধারার ধ্বণি শুনতে পাই, কি সে কলকল ধ্বণি! ছন্দ হারিয়ে যাওয়া কবিতারা ছন্দ ফিরে পেল। নীর হারা পাখি ফিরে এলো।
তাল কেটে যাওয়া সুর নতুন করে শুরু হলো নির্ভুল ছন্দে গতিতে।
এমনি করে বছর খানেক।
পাচঁ.
বিশাল এক সেতু পারি দিয়ে জীবনের কাছে পৌঁছা। সে কি বিশাল আনন্দ!
পথ হারানো পথিক কেবল জানে।
ছয়.
ছন্দ হীন জীবনের নতুন ছন্দ নতুন সুর নতুন গান।
এলোমেলো ভাবনায়। উন্মাতাল আনন্দে দিন কেটে যায়, সেই সাথে ক্যালেন্ডারের চব্বিশ ছত্রিশটি পাতা বদলে যায়।
নিজের কাছে আজ নিজেকে বড় অচেনা মনে হয়।
সাফল্যের দোর গোড়ায় দাঁড়িয়ে আজ দুঃখ কষ্টকে তিরস্কার করতে খুব ভালো লাগে।
সাত.
নিজের স্বপ্নলোকের চাবি কারো হাতে তুলে দিয়ে নিজেকে হারানো। আবার হারিয়ে যাওয়া।
গহীনে গিয়ে আবার পশ্চাৎগামী।
কি এক নির্ভুল জীবনের ছন্দ! বিধাতার গড়ে দেওয়া। এক আজব কারিগরের হাতে তৈরি দুনিয়া, তার কোথাও কোন ভুল নেই।
নিয়তি এমনি করেই নিয়ে চলল কোন সে অজানার পথে আজও জানি না।
বন্ধুর পথে চলেছি হেটেঁ কতটা সময় গেছে হিসেব মেলাতে পারি না যে!
আট.
অসম্পূর্ণ জীবন স্বস্তি দেয় না কিছুতেই।
প্রকৃতি শূণ্যতা মোটেই পছন্দ করে না।
শূণ্যস্থান পূরণের কি বিশাল যজ্ঞ!!!
চাওয়া=পাওয়া হিসেব কষতে কষতে ধূসর রঙে জীবনের ক্যানভাস আকিঁয়ে অনভ্যস্ত হাতে একটা পর একটা স্বপ্নকে খুন করা।
স্ফুলিঙ্গের মতন স্বপ্নেরা আমার ঘিরে রাখে।
ওফ!! কি অসহ্য!! স্বপ্নের নিদারুণ হাতছানি থেকে কেউ আমায় মুক্তি দাও।
আমার স্বপ্ন গুলো এত সত্যি হয় কিভাবে????
জীবনটা একটা গোলক ধাঁধাঁ। কিসে মিলবে শান্তির সারল্যমাখা ধূলোমাখা একটি সহজ জীবনের পথ.........।
উৎসর্গঃ প্রিয় বন্ধু সুপান্থ সুরাহী।
(সুপান্থের কাছে আমি কৃতজ্ঞ। তার জন্য আজ লিখতে বসা। কিছু কিছু মানুষ থাকে যারা এমন মায়ার জালে জড়িয় ফেলে চাইলেই সেখান থেকে বের হওয়া যায় না।)
২৬ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:২২
নীল কষ্ট বলেছেন: ধন্যবাদ হাসান ভাই
অনেকদিন পর আপনাকে দেখে ভীষণ রকমের ভালো লাগলো
মডুর প্রতি কৃতজ্ঞতা আপনার কমেন্ট ব্যান তুলে নেয়ায়।
২|
২৫ শে আগস্ট, ২০১১ রাত ১০:২৬
সায়েম মুন বলেছেন: অনেক ভাললাগা লেখা!!
২৬ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:২৫
নীল কষ্ট বলেছেন: থ্যাংকু সায়েম মুন
আশা করি ভালো আছেন
ঈদে কি করবেন পরিকল্পনা কি?
৩|
২৬ শে আগস্ট, ২০১১ রাত ৩:১৪
রিয়েল ডেমোন বলেছেন: দারুন হয়েছে। সুপান্থ সুরাহী ভাইকে ইদানিং দেখছি না।
২৬ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:৩১
নীল কষ্ট বলেছেন: ধন্যবাদ রিক
(তুমিত ভাই ছোটখাট প্রেমের দেবতা হয়ে যাচ্ছ-যে হারে ইদানিং প্রেমের গদ্য লেখা চলছে)
সুপান্থ ভাই চুপিচুপি এসে আমাকে গুতা মেরে যান!
৪|
২৬ শে আগস্ট, ২০১১ রাত ৩:১৪
রিয়েল ডেমোন বলেছেন: দারুন হয়েছে। সুপান্থ সুরাহী ভাইকে ইদানিং দেখছি না।
২৬ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:৩২
নীল কষ্ট বলেছেন: আমাকে দেখছেন তো?
৫|
২৬ শে আগস্ট, ২০১১ ভোর ৫:৩৮
কামরুল হাসান শািহ বলেছেন: অনেক ভাল লাগা
২৬ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:৩৪
নীল কষ্ট বলেছেন: অনেক ধন্যবাদ
৬|
২৬ শে আগস্ট, ২০১১ সকাল ৭:২১
নীরব 009 বলেছেন: ওফ!! কি অসহ্য!! স্বপ্নের নিদারুণ হাতছানি থেকে কেউ আমায় মুক্তি দাও।
নীল ভাই, সবগুলোই অসম্ভব ভাল লেগেছে। খুব দ্রুত সব কিছু হাসিতে আনন্দে ভোরে উঠুক এই প্রত্যাশা রেখে গেলাম। ভাল থাকবেন।
শুভ সকাল।
২৬ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:৩৫
নীল কষ্ট বলেছেন: ধন্যবাদ প্রিয় নীরব ভাই
হাসি-আনন্দ আসবে আর যাবে এইত জীবনের খেলা!
৭|
২৬ শে আগস্ট, ২০১১ রাত ১০:২৬
শোশমিতা বলেছেন: অনেক ভালো লাগলো অস্থির সময়ের সংলাপ!
অনেক দিন পর আসলাম আপনার ব্লগে, কেমন আছেন?
২৭ শে আগস্ট, ২০১১ রাত ১২:০৭
নীল কষ্ট বলেছেন: সত্যি আপনাকে দেখে অনেক ভালো লাগলো
শোশমিতা আপনার ব্লগে যাওয়ার ইচ্ছা অনেক কিন্তু কি জানেন সময় করে উঠতে পারিনা। আমি না পড়ে কমেন্ট করি না তাই সেই রকম সময় না হলে প্রিয় ব্লগে যাওয়া হয় না।
আমি আছি ভালো তবে ভেতরটা আমার ভীষণ রকমের অস্থির।
৮|
২৭ শে আগস্ট, ২০১১ রাত ১২:২৬
জিসান শা ইকরাম বলেছেন:
ভালো লেগেছে খুব।
সবাই আমরা অস্থির সময় পার করছি।
বিশাল এক সেতু পারি দিয়ে জীবনের কাছে পৌঁছা। সে কি বিশাল আনন্দ!
পথ হারানো পথিক কেবল জানে। অসাধারন।
২৭ শে আগস্ট, ২০১১ রাত ১২:৪১
নীল কষ্ট বলেছেন: অনেক ধন্যবাদ জিসান ভাই
আপনাকে আমার ব্লগে দেখলে অনেক ভালো লাগে।
অস্থিরচিত্ত মোদের!
৯|
২৮ শে আগস্ট, ২০১১ রাত ২:২৩
শায়মা বলেছেন: তোমাকে শুরু করে দিয়ে সেই তো প্রায় হারাই হারাই অব্স্থা ভাইয়া।![]()
২৯ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৪৩
নীল কষ্ট বলেছেন: আপু ভালমত বুঝিনি কমেন্টটা
একটু বুঝিয়ে দাও না
১০|
২৮ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৫৮
পাহাড়ের কান্না বলেছেন: সোনালী সকালটাকে অকালে ভেজাবে বলে শিং গুটিয়েছে ওরা বেঁধেছে যে জোট।
খুব ভালো লাগলো।
২৯ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৪১
নীল কষ্ট বলেছেন: থ্যাঙ্কু পাক্কা ভাই
১১|
২৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:০৪
অরুদ্ধ সকাল বলেছেন:
সবাই নিজের অনুভুতি মিশিয়ে সরল করে লিখতে পারেনা। আপনি যে নিজের অনুভূতি প্রকাশ করেছেন সেটাই তো মুখ্য বিষয়।
সবচে বড় কথা লেখার মাঝে যে আকর্ষণটা রয়েছে সেটাই তো অনেকেই পারেনা। সেটা আপনি পেরেছেন
লিখতে থাকুন আর আমি ব্লগে না থাকলেও আপনার লেখা এসে পড়ে যাবো।
৩০ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৫৫
নীল কষ্ট বলেছেন: অরুদ্ধ আপনি এত সুন্দর করে মূল্যায়ণ করলেন। সত্যি এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
অনেক দিন আপনার ব্লগে আমার যাওয়া হয়নি, সময় করে না পড়া সব লেখা পড়তে যাবো।
আর আপনি কি ব্লগে না থাকর সিদ্ধান্ত নিয়েছেন।
আমার নিজেরও ব্লগ ছেড়ে দিতে ইচ্ছে হয় কিন্তু আবার আসি।
১২|
২৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:১৭
ত্রাতুল বলেছেন:
অনেক সুন্দর একটা লেখা। সুপান্থ দা'র লেখা খুব ভাল লাগে আমার। মানুষটাকেও অনেক আন্তরিক আর হাসিখুশি মনে হয়।
আপনি কেমন আছেন?
ঈদের শুভেচ্ছা রইল আপনাদের জন্য।
৩০ শে আগস্ট, ২০১১ সকাল ১১:০১
নীল কষ্ট বলেছেন: অনেক ধন্যবাদ ত্রাতুল।
আচ্ছা ত্রাতুল শব্দের অর্থ কি?
তোমার জন্যও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো।
আমি ভালো আছি বলতে পারো আজাইরা টাইম পাস করছি।
বন্ধু সুপান্থের জন্য আমার ব্লগ ছেড়ে যাওয়া হয়না। ভেবেছিলাম কোন পোস্ট দিব না, মাঝে মাঝে শুধু লগইন করে কমেন্ট করবো এভাবে আস্তে আস্তে চলে যাওয়া............।কিন্তু আর হলো?!!
১৩|
৩০ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৪২
বৃষ্টিধারা বলেছেন: অনেক ভালো লাগলো পড়তে ।
শুভ কামনা ।
ঈদ শুভ হোক ।
৩০ শে আগস্ট, ২০১১ সকাল ১১:০৮
নীল কষ্ট বলেছেন: থ্যাঙ্কস আপু
তোমার জন্য আর পিচ্চির জন্য অনেক অনেক শুভকামনা
১৪|
৩০ শে আগস্ট, ২০১১ সকাল ১১:২৪
ত্রাতুল বলেছেন:
ত্রাতুল নামের কোন অর্থ নাই মনে হয়। জাফর স্যারের "ত্রাতুলের জগৎ" থেকেই নামটা নেওয়া। আসল ত্রাতুলের সার্ভারে বন্দি আরেকটা অস্তিত্ব, পরাবাস্তব ত্রাতুল এই আইডিয়াটা খুব পছন্দ হয়েছিল তাই এই নাম নেওয়া। রাতুল মানে লাল সেটা জানি। আবার নিজে নিজে কিছু বানানো যায়, যেমন ধরেন তার + তুল = তার তুল্য অথবা তারার তুল্য। একজন আমাকে তার লিংকে এ্যাড করেছিল তারাটুল নামে। ![]()
আচ্ছা যাইহোক, আমারো আসলে একই অবস্থা। মাঝে মাঝে একদম ছেড়েছুড়ে দিতে ইচ্ছে করে, কিন্তু কিছু মানুষের কারণে ছেড়ে দিতে পারি না। আবার ফিরে ফিরে আসতে হয়। এটা একদিক দিয়ে মন্দ না। ![]()
৩০ শে আগস্ট, ২০১১ সকাল ১১:৩৭
নীল কষ্ট বলেছেন: এই জগতের কোথায় গেলে শান্তি পাব বলো??
সবখানেই ঝামেলা তারপরও এইসব নিয়ে আমাদের বেচেঁ থাকা।
ত্রাতুল নিকটা কিউট লাগে শুনতে।
ব্লগটা চাইলে ছাড়তো পারো তুমি কেউ তোমাকে খুঁজে পাবে না। কিন্তু জীবনের কত দিক থাকে না চাইলেও এসে পরে!
১৫|
৩০ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:৫১
ত্রাতুল বলেছেন:
তা ঠিক! শান্তি হয়তো পুরাপুরি কোথাও নেই। তারপরেও বেঁচে থাকতে হয়। এত না-পাওয়া আর কষ্টের ভীড়েও কিছু কিছু পাওয়ায় বেঁচে থাকাটা দারুণ হয়ে ওঠে। বন্ধুত্ব তার মধ্যে একটা।
ব্লগ ছেড়ে দেয়া যায় চাইলে। কেউ বেশিদিন মনেও রাখবে না। একদিন দুইদিন হয়তো খোঁজ নেবে, তারপরে যে যার মত একদিন ভুলেই যাবে; এটাই নিয়ম। আমার কাছে মনে হয় মা'য়ের ভালবাসা ছাড়া একেবারেই নিস্বাঃর্থ কোন কিছুই এই জগতে নাই। কোন না কোন ভাবে মানুষ আগ্রহ চায়। আমি আপনার প্রতি আগ্রহ না দেখাল আপনি কয়দিন আর দেখাবেন? এটাই স্বাভাবিক। এইজন্যই কাছের মানুষগুলো বেশি আপন হয়ে ওঠে যাদের চাইলেও ছেড়ে দেয়া যায় না। একটা পারস্পরিক সহাবস্থান। নিজের দিক থেকে যতটা পারা যায় ত্যাগ স্বীকার করতে পারাটাই আসল কথা।
থ্যাংক্স ব্রাদার। ![]()
৩০ শে আগস্ট, ২০১১ দুপুর ২:০০
নীল কষ্ট বলেছেন: বাস্তব জীবন আর ব্লগ দুটোর অবস্থান সম্পূর্ণ ভিন্ন।
ব্লগে কারো কথা মনে রাখা খবর নেয়া আর না নেয়া এবং বাস্তবে খবর রাখা সবই বিপরীত ঘটনা।
ব্লগের ব্যাপারটার সাথে জীবন মেলে না।
তুমি ব্লগে একজন মানুষকে যেভাবে চেন বাস্তবে যাও তার সাথে অনেক তফাৎ পাবে।
দুনিয়ার মা' র মতো কেউ হয়না এটা আর বলতে! সবাই অনুভব করে বিশেষ কর কারো জীবনে কোন সংকট সৃষ্টি হলে।
জীবনে অনেক কিছুর মধ্যেও কিছু একটা থাকে ক্ষীণ আশা যা মানুষকে বাচিঁয়ে রাখে। স্বপ্ন ছাড়া জীবন ত জীবন্মৃত!
ধন্যবাদ ত্রাতুল
১৬|
৩০ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৩২
ত্রাতুল বলেছেন:
একদম সত্যি কথা। ভার্চুয়াল আর বাস্তবের ফারাকটা আসলেই অনেক বেশি।
স্বপ্ন দেখবো বলে আমি দু'চোখ পেতেছি।
ভাল থাকবেন ভাই। ![]()
৩০ শে আগস্ট, ২০১১ রাত ৯:৫৪
নীল কষ্ট বলেছেন: অকে প্রিয় ত্রাতুল
১৭|
৩০ শে আগস্ট, ২০১১ রাত ৯:৫৫
পাহাড়ের কান্না বলেছেন: ঈদ মোবারক
৩০ শে আগস্ট, ২০১১ রাত ১০:০১
নীল কষ্ট বলেছেন: thanku পাহাড়ের কান্না
Eid mubarak
১৮|
৩০ শে আগস্ট, ২০১১ রাত ১১:২৩
শায়মা বলেছেন: ওহ সুপান্থ সুরাহী ভাইয়াই এখন বেশ অনিয়মিত। তাই বলেছিলাম।![]()
৩১ শে আগস্ট, ২০১১ সকাল ৮:৪৪
নীল কষ্ট বলেছেন: hu thik boleso
dekho na tar kono patta nai
১৯|
৩১ শে আগস্ট, ২০১১ সকাল ৮:৫৩
মহাপ্রলয়!!! বলেছেন:
১৯ শে অক্টোবর, ২০১১ দুপুর ১:৫১
নীল কষ্ট বলেছেন: এখানে এসে ভ্যাটকাস কেন?
২০|
৩১ শে আগস্ট, ২০১১ সকাল ১১:১৭
জিসান শা ইকরাম বলেছেন: এটা কোন মন্তব্য নয়
অ:ট:
৩১ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:২৫
নীল কষ্ট বলেছেন: Thanku
Eid mubarak
২১|
৩১ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:৩১
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন:
ঈদ মোবারক
৩১ শে আগস্ট, ২০১১ রাত ১১:০৭
নীল কষ্ট বলেছেন: থ্যাঙ্কু বৃভেস
২২|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:১১
সুপান্থ সুরাহী বলেছেন:
প্রিয় নীল,
একটা বিশাল কমেন্টই করতে চেয়েছিলাম। আসরের আজান হয়ে গেল। নামাজে যাই। এত সুন্দর এক্টা লেখা পড়ে মন্টাই ভাল হয়ে গেল...
উপরের কমেন্টে অনেকেই আমাকে স্মরণ করেছেন দেখে ভাল লাগল। এসব কারণেই বেঁচে থাকতে ইচ্ছে করে।
বন্ধু ,
ভালবাসার কোন মূল্যায়ন আমি করবনা। ভালবাসা পেয়েছি এটাই সত্য।ভালবাসাই আমার বোঝা হয়ে ওটা জীবনটাকে টেনে নিয়ে যাচ্ছে।
সময়ের গতি পথে ক্রমশ: এগিয়ে যাই অনন্ত জীবনের পথে। কেউ কেউ পথ আগলে দাঁড়ায়।
বন্ধুবর,
আপ্নিও একজন যে আমাকে আটকে দিয়েছেন...
আবার আসা হবে...
কৈফিয়ত দেব।
১৪ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:০৮
নীল কষ্ট বলেছেন: জীবনের শত জটিলতার মাঝে কিছু কিছু সুখ মানুষকে বাঁচিয়ে রাখে।
ভালোবাসা হচ্ছে সেই জিনিস যার জন্য অনন্তকাল মানুষ কষ্টকে উপেক্ষা করে বাচঁতে পারে শত প্রতিকূলতার মাঝে টিকে থাকে।
জীবনে পরিবারের বাইরে বন্ধুরা হয় সবচেয়ে আপন।
বন্ধু এমন একজন যে ছাড়া জীবন অসুন্দর, ছন্দহীন।
আবার আসার অপেক্ষায়..................
২৩|
০৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৩৫
টুনা বলেছেন: প্রায় নয় মাস আগে আমার একটা পোস্টে মন্তব্য করেছিলেন ।
জবাব দিতে দেরী করার জন্য প্রথমেই ক্ষমা চাইছি ।
জটিল কিনা জানিনা । মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ।
ভাল থাকবেন নিরন্তর ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫০
নীল কষ্ট বলেছেন: আমার মনেই নেই
আর রাগ করবো কেন? তাছাড়া মন্তব্যের জবাব দেখতে আমি যাইনা বললেই চলে মাঝে মাঝে কোন দরকার থাকলে তখন যাই। সামুর পেইজ লোড হতে যে সময় লাগে!
আপনি অনেক দিন পর মনে করে আসলেন থ্যাংকস
২৪|
০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১৮
সামুর মুসা বলেছেন:
আপ্নি কোথায়??
লেখা ভাল লাগছে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩০
নীল কষ্ট বলেছেন: আমি এই ত আছি
ধন্যবাদ মুসা
২৫|
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৩
রুমানা ইসলাম হিমি বলেছেন: অনেক ভালো লাগলো শব্দের খেলা :-)
১৪ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:০২
নীল কষ্ট বলেছেন: ধন্যবাদ হিমি
২৬|
১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১৪
সুপান্থ সুরাহী বলেছেন:
কৈফিয়ত দিব বইলা যে গেলাম আর খবর নাই...
আসলে নীল আমি একটা দু:সময়ের মধ্যে দিযে যাচ্ছি...
ঈদে বাড়িতে ছিলাম। মাঝেমাঝে সামুতে আসলেও কমেন্ট করতামনা... বা পরতামনা...
এখনও আছি..কোন মতন দোয়া চাই সবযেন ভালয় ভালয় হয় শেষ...
যেন বন্ধুকে দিতে পারি কোন সুখবর...
১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৮
নীল কষ্ট বলেছেন: কি সুখবর! চিন্তায় পড়ে গেলাম দু:সময়ের কথা শুনে।
লাইফ আসলে একটা সার্কেল, ভাল-মন্দের চাকায় ঘুরপাক।
দোয়া করি আপনার প্রতি যেন সঠিক বিচারটি করা হয়
২৭|
১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩৪
জাকিয়া তানজিম বলেছেন: আপনার লেখার হাত দারুন ! ভাল লাগলো অনেক।
১৬ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:১৫
নীল কষ্ট বলেছেন: অনেক ধন্যবাদ জাকিয়া
২৮|
১৭ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৬:৪৯
তিথির অনুভূতি বলেছেন: হমম অনেক ভাল লাগল.....
আপনি গল্প/ উপন্যাস লিখলে অনেক ভাল লিখতে পারবেন।
লাইনগুলি মনে ধরে গিয়েছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৪
নীল কষ্ট বলেছেন: অনেক সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ তিথি।
গল্প/ উপন্যাস লেখার কাজ/ চিন্তা চলছে। তোমার উৎসাহ অনুপ্রেরণা দিয়েছে আবার নতুন করে।
২৯|
২১ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:১৬
ফাইরুজ বলেছেন: সব গুলো সুন্দর তবে পাঁচ নং কবিতাটা খুব ভাল লেগেছে। একদম মন ছুঁয়ে গেল পাঁচ নং টা।
২২ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৩৮
নীল কষ্ট বলেছেন: ধন্যবাদ আপু
তোমাকে অনেকদিন পর দেখলাম, কেমন আছো
আসলে এটা কোন কবিতা নয় বলতে কিছু কথামালা মনের অস্থিরতার বহিঃপ্রকাশ
৩০|
২৯ শে সেপ্টেম্বর, ২০১১ ভোর ৪:২৩
সুপান্থ সুরাহী বলেছেন:
কেমন আছেন?
বন্ধু বলেন
আছেন ভালই?
২৯ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৫৪
নীল কষ্ট বলেছেন: আছি বেশ এলোমেলো
জীবন
যন্ত্রণা
হতাশা
দুরাশা
নিরাশা
পাওয়া-না-পাওয়া
কিছু জিনিস হারিয়ে যাওয়া
কি হবে না হবে
..............................এই নিয়ে চলছে....
৩১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৩১
আরজু পনি বলেছেন: গহীনে গিয়ে আবার পশ্চাৎগামী।
.....
ওহ জীবন...তুই হইলি মিথ্যা! মিথ্যা! মিথ্যা!
উঠে আসুন...যতো ওপরে পারা যায়, স্পর্শের বাইরে...
০১ লা অক্টোবর, ২০১১ দুপুর ১২:১৭
নীল কষ্ট বলেছেন: সুন্দর করে বলেছেন কিন্তু যতটা সুন্দর করে বলতে পারা যায় জীবনে কি ততটা সুন্দর করে করতে পারা যায়.........স্পর্শের বাইরে.............................যেতেই চাই এখনো যে পারিনি
৩২|
০৪ ঠা অক্টোবর, ২০১১ সকাল ১০:২০
নাআমি বলেছেন: চমৎকার লেখাটা, কিন্তু আর লিখছনা কেন ?
নতুন পোস্টের অপেক্ষায় রইলাম........
০৪ ঠা অক্টোবর, ২০১১ দুপুর ১২:৩৭
নীল কষ্ট বলেছেন: ও আপু কেমন আছো
আপু এখন আর লিখতে তেমন ইচ্ছে করে না।
যদি কখনো খুব ইচ্ছে করে তখন একটু-আধটু লেখার চেষ্টা করি।
৩৩|
০৪ ঠা অক্টোবর, ২০১১ দুপুর ২:২০
নস্টালজিক বলেছেন: ভালো লাগলো পড়ে!
শুভেচ্ছা!
০৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৫৮
নীল কষ্ট বলেছেন: থ্যাঙ্কু নস্টালজিক
আপনার নিকটা দেখেই নস্টালজিক হয়ে যাই!
শব্দটাই এমন
৩৪|
১১ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৪১
স্পর্শহীন কিছুদিন বলেছেন: ওফ্ অনেক কঠিন লেখা মাথায় কিছু ঢুকে না। তবে পড়েত ভালই লাগলো।
অনেক ভালো হয়েছে।।
১৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:০০
নীল কষ্ট বলেছেন: কঠিন লেখা মাথায় ঢুকে না
,হুহ আপনি যা বললেন
তবে আপনি না বুঝেও অনেক ভালো বলেছেন তাই খুশিতে আটখানা
কেমন আছেন?
৩৫|
১৩ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:১৭
অদৃশ্য বলেছেন:
বেশ লিখেছেন......
শুভকামনা রইলো......
১৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:০২
নীল কষ্ট বলেছেন: থ্যাঙ্কু ভেরিমাচ
অদৃশ্য হলেও আপনি দেখা দিয়েছেন
৩৬|
২৩ শে অক্টোবর, ২০১১ রাত ১১:১৪
নীরব 009 বলেছেন: কিরাম আসুইন বাই?
নতুন লেখা নাই কেনে?
২৫ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:৪৭
নীল কষ্ট বলেছেন: নাই কেনে নাই কেনে, বুঝনানি?
বালা লাগের না
৩৭|
২৫ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:০৮
মাহী ফ্লোরা বলেছেন: চমৎকার লিখেছেন।
২৫ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৩২
নীল কষ্ট বলেছেন: ধন্যবদ মাহীসোনামনি
৩৮|
২৫ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:২৭
শোশমিতা বলেছেন: নতুন লেখা নাই কেন? এই লেখা তো পড়তে পড়তে মুখস্ত করে ফেলেছি
২৬ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:০১
নীল কষ্ট বলেছেন: হি হি হি হা হা হা........শুধু একটা লেখা মুখস্ত করেছেন, এখন বাকি গুলোও শুরু করুন। এক থেকে চল্লিশ পর্যন্ত
আচ্ছা এইবার আপনার জন্য একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক, বলুনত এই গল্পে মোট কতটি শব্দ আছে?
৩৯|
৩১ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৩৭
মাহী ফ্লোরা বলেছেন: মাহীসোনামনি বলে আবার জিবে কামড় কেন? আমাকে সোনামনি মনে হয়না?
৩১ শে অক্টোবর, ২০১১ রাত ৯:২৯
নীল কষ্ট বলেছেন: হু মনে হয়না আবার ওলে আমার গুলু গুলু পুতু পুতু সোনামনি
৪০|
০৩ রা নভেম্বর, ২০১১ রাত ৮:৪৪
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: ভালোলাগছিলো পড়তে। সুরাহী ভাইকে হিংসা, অবশ্য উনি হিংসা দেখার জন্যও এখন তেমন আসেননা। কাল দেখলাম একটা কিছু তবু দিলেন।
ভালো থাকবেন। ঈদ মুবারাক আপনাকেও। ![]()
০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১০:০৮
নীল কষ্ট বলেছেন: আপনার নিকটা দেখলে নস্টালজিয়ায় পেয়ে বসে
বেশ ভাবুক আর রোমান্টিক একটা নিক।
ঠিকই বলেছেন সে আর আসে না
আপনার কমেন্ট আপনার নিকের মতোই মন ভড়িয়ে দিল
৪১|
০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৯:৩৫
সুপান্থ সুরাহী বলেছেন:
ঈদ মোবারক...
বন্ধু ভাল থাকা হয় যেন!
০৯ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১২
নীল কষ্ট বলেছেন: ঈদের বিলম্বিত শুভেচ্ছা প্রিয় বন্ধু
৪২|
০৫ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৫০
মাহী ফ্লোরা বলেছেন: হু এইবার ঠিকাছে। :#>
০৯ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:১৯
নীল কষ্ট বলেছেন: সোনামনি লক্ষী মামনি দুষ্টুমি করেনা
৪৩|
০৫ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০১
সোহরাব সুমন বলেছেন: চমৎকার হয়েছে লেখাটি !
০৯ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৩৩
নীল কষ্ট বলেছেন: ধন্যবাদ সুমন
ঈদের বিলম্বিত শুভেচ্ছা
৪৪|
০৫ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৪৯
অরুদ্ধ সকাল বলেছেন:
ছন্দ হীন জীবনের নতুন ছন্দ নতুন সুর নতুন গান।
এলোমেলো ভাবনায়। উন্মাতাল আনন্দে দিন কেটে যায়, সেই সাথে ক্যালেন্ডারের চব্বিশ ছত্রিশটি পাতা বদলে যায়।
খুব ভালো লাগলো
নতুন কিছু লিখুন
০৯ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৩৬
নীল কষ্ট বলেছেন: ধন্য হলাম আবার অরুদ্ধকে দেখতে পেয়ে
কেমন চলছে সবকিছু
নতুন করে কবে লিখতে পারবো সে জানিনা
মনটাই অস্থির। যখন তখন যা খুশি যা ইচ্ছে করে বসে
ঈদের বিলম্বিত শুভেচ্ছা
৪৫|
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:০০
মাহী ফ্লোরা বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
০৯ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৫৪
নীল কষ্ট বলেছেন: অক্কে
শুভেছা রাইখ্যা দিছি
৪৬|
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৫৯
মুকুট বিহীন সম্রাট বলেছেন: আপনার অনেক গুলোই পোস্ট পড়েছি,আমার ভালো লেগেছে,যেমনি লিখলে একজন লেখক প্রিয়তে পড়ে ঠিক তেমনটি।
যেমনটি লিখলে পাঠক কোনো লেখা শুরু করে শেষ না দেখে বের হয়না ঠিক তেমনটি।
আমি ব্লগে নিয়মিত নই বলে আপনার বাড়ি আসার সৌভাগ্য হয়নি,তাই অনুতপ্ত।আপনাকে আমার প্রিয়তে রাখতে পারলে ভালো লাগবে এবং গর্ববোধ করবো।
এমন সুন্দর লেখা আগামীতেও আসা করবো সেই প্রত্যাশায় থাকলাম।
ভালো থাকা হোক নীল
১৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫৯
নীল কষ্ট বলেছেন: ভাই বিরাট compliment দিলেন, এতটার যোগ্য আমি নই।
আপনি এরই মধ্যে পড়ে ফেলেছেন,অনেক ধন্যবাদ।
আমার নিজেরও সেভাবে কারো ব্লগ পড়া হয়না।
উহু অনুতপ্ত হওয়া চলবে না
শুভকামনা যেন সম্রাট মুকুট ফিরে পান
৪৭|
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ২:৪৫
সুপান্থ সুরাহী বলেছেন:
কী খবর?
১৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:২৯
নীল কষ্ট বলেছেন: এই ত আছি!
থাকার মতন নয় আবার না থাকার মত করেও নয়
বন্ধুর কি খবর, শুনেছিলাম কি এক শুভ সংবাদ পাবো?!
৪৮|
২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৫৪
ছোট ভাই বলেছেন: ভাল লাগল অনেক ![]()
০১ লা ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৪২
নীল কষ্ট বলেছেন: অনেক ধন্যবাদ ছোট ভাই
মনে হয় এই প্রথম আমার ব্লগে, তাই না?
৪৯|
২৬ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০৬
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: অদ্ভুত সুন্দর সরল রেখা ![]()
২৬ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৬
নীল কষ্ট বলেছেন: ধন্যবাদ প্লিওসিন অথবা গ্লসিয়ার
আমার ব্লগে এই প্রথম আপনি
৫০|
২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪৫
কাউন্সেলর বলেছেন:
দারুণ ভালো লাগা মুডে আছি--
আপনার লেখাটা মনে হলো নিজের সাথে কথা বলা--
অদ্ভুত একাকীত্বের মাঝে কেমন যেন!!!!!!!
আমার স্বপ্ন গুলো এতো সত্যি হয় কিভাবে????!!!!!!!
২৭ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০৪
নীল কষ্ট বলেছেন: জনাব কাউন্সেলর সাহেব
আপনি ভাল মুডে আছেন শুনে প্রীত হইলাম
আপনি ভাল না থাকলে জাতির কি হবে??![]()
তারপর কেমন চলছে দিনকাল, কাউন্সেলিং
হুম, আমার কিছু কিছু স্বপ্ন খুব তাড়াতাড়ি সত্যি হয়, যদিও আমি তা চাই না। যেগুলো চাই সেগুলো কিন্তু হয় না।
একাকীত্ব!! সবার মাঝে থাকেও নিজেকে মাঝে মাঝে একলা আবিষ্কার করতে হয়, আসলে এই মনটার সঙ্গী কেউ হয় না , কখনো না।
৫১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৫৮
অচিন রুপকথা বলেছেন: জীবনটা একটা গোলক ধাঁধাঁ। কিসে মিলবে শান্তির সারল্যমাখা ধূলোমাখা একটি সহজ জীবনের পথ.........।
অনেক অনেক অনেক ভালো লাগলো....![]()
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৫৩
নীল কষ্ট বলেছেন: অনেক ধন্যবাদ অচিন রুপকথা ![]()
৫২|
০৮ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৫৫
শরৎ চৌধুরী বলেছেন: ধারাক্রমটা বেশ চমৎকার, তবে প্রতিটা খন্ডের সাথে অদৃশ্য জোড়গুলো আরো শক্ত করা যেত।
১১ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:১৭
নীল কষ্ট বলেছেন: মনোযোগ দিয়ে পড়ার জন্য এবং সময় দেয়ার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১১ রাত ৯:৪০
হাসান মাহবুব বলেছেন: সুন্দর হয়েছে লেখাটা।