নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিয়মিত ব্লগার

শবদাহ

শত প্রতিকূলতার মাঝেও যে লোক হারায় না নিজ মনোবল...বিজয় তার অধিকার শুনে রাখ ওরে দুর্বল।

শবদাহ › বিস্তারিত পোস্টঃ

মানিকগঞ্জ জেলার কলেজসমূহ

২০ শে জুন, ২০১৩ ভোর ৪:১০

মানিকগঞ্জ।



ঢাকার খুব নিকটে অবস্থিত একটি জেলা। ঢাকার পশ্চিমে অবস্থিত এ জেলাটির অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। এখানে এমন অনেক ছেলে আছে যারা দারিদ্র্যের জন্য খেত-খামারে কাজ করার পাশাপাশি লেখাপড়া করছে। আবার অনেকে টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ জোগাড় করছে। মাধ্যমিক স্তর শেষ করার পর এদের অধিকাংশই উচ্চশিক্ষার জন্য ঢাকার কোন কলেজে ভর্তি হতে পারে না আর্থিক দুরবস্থার কারনে। এরপরও যারা সাহস করে ঢাকায় পাড়ি জমায় উচ্চশিক্ষার জন্য, তাদের অনেককেই ফিরে আসতে হয় বাড়ি থেকে টাকার জোগান দিতে না পারার কারনে। বাড়ি ফিরে এসে তারা ভর্তি হয় মানিকগঞ্জেরই কোনও এক কলেজে। আবার অনেক ক্ষেত্রে অনেক ছাত্রের অভিভাবকই তাদের সন্তানদের পুনরায় কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে সাহস পান না অভাবের তাড়নায়। দিন দিন অবশ্য এই অবস্থার পরিবর্তন হচ্ছে। যতই দিন যাচ্ছে মানিকগঞ্জের কলেজের সংখ্যা বাড়ছে। এখানকার কলেজগুলো সরব হয়ে উঠছে ছাত্রছাত্রীদের কলরবে। সময়ের সাথে সাথে মানিকগঞ্জের ছেলেমেয়েরা হয়ে উঠছে আধুনিক শিক্ষায় শিক্ষিত।



মাধ্যমিক স্তর শেষ করার পর উচ্চ শিক্ষা লাভের জন্য এখানে রয়েছে ঊল্লেখযোগ্য ১৫ টি কলেজ। কলেজগুলোর নাম, অবস্থান ও যোগাযোগের জন্য ফোন নম্বর বর্ননা করা হল।



১। সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ সদর ৬১৪০৪/০১৭১৬৩৭৭৮২৩

২। গড়পাড়া হাফিজ উদ্দিন ডিগ্রী কলেজ ০১৭১২০০৬৪০৭

৩। বেগম জরিনা কলেজ ০১৭১২৭২৯৬৭১

৪। খানবাহাদূর আওলাদ হোসেন খান কলেজ মানিকগঞ্জ

৫। বায়ড়া কলেজ, সিংগাইর সিংগাইর ০১৭১২-৩৭১৫৫৫

৬। সিংগাইর ডিগ্রী কলেজ ০১৯১২-১৩০৫৭৫

৭। ঘিওর সরকারি কলেজ ঘিওর ০১৭১৮-৫১০০০২

৮। তেরশ্রী ডিগ্রী কলেজ ০১৭১৮-০৮০৫০৩

৯। ভিখু মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজ সাটুরিয়া ০১১৯৯-১৩৮৫৯২

১০। কালুসা ডিগ্রী কলেজ ০১৭১১-০৪৪৩২১

১১। মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রী কলেজ,বরংগাইল শিবালয় ০১৭২১৩০৩৫৩১

১২। মতিলাল ডিগ্রী কলেজ দৌলতপুর ০১৭১৫-২০১০৮৩

১৩। তালুকনগর ডিগ্রী কলেজ ০১৭১৫-৩৪৬০১৯

১৪। ঝিটকা খাজা রহমত আলী কলেজ হরিরামপুর ০১৭১৫-২৮২৬১৬

১৫। বিচারপতি নুরুল ইসলাম কলেজ হরিরামপুর ০১৭১১-৮৪৮৫০৯



এছাড়াও রয়েছে আইন বিষয়ে পড়ার জন্য 'ল' কলেজ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য পলিটেকনিক ইনস্টিটিউট ইত্যাদিসহ বিভিন্ন উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান।



মানিকগঞ্জের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে একটা ক্ষুদ্র ধারনা দেয়ার প্রয়াস থেকে লিখলাম।



পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।



তথ্যসূত্রঃ http://www.dcmanikganj.gov.bd

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.