![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শত প্রতিকূলতার মাঝেও যে লোক হারায় না নিজ মনোবল...বিজয় তার অধিকার শুনে রাখ ওরে দুর্বল।
প্রেম ও ভালবাসা শব্দদুটির সাথে আমরা সকলেই পরিচিত। এরা একত্রিত হয়ে প্রেম-ভালবাসা নামক নতুন একটি শব্দের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছে।
প্রেম ও ভালবাসা শব্দদুটির পৃথক পৃথক অর্থ রয়েছে।
ভালবাসা বিষয়টির সঙ্গে আমরা জন্মলগ্ন থেকেই পরিচিত। জন্মের পর মা-বাবার ভালবাসা দিয়ে আমাদর জীবন শুরু হয়। এরপর ভাই-বোন, দাদা-দাদী, নানা-নানী, চাচা-চাচী, সহপাঠী, বন্ধুবান্ধবসহ বিভিন্ন আত্মীয় স্বজনের ভালবাসার মধ্য দিয়ে আমাদের জীবন অতিবাহিত হতে থাকে। এদের প্রত্যেকের সাথে আমাদের থাকে ভালবাসার সম্পর্ক।
অন্যদিকে একটা নির্দিষ্ট বয়সে এসে জীবনের একটা নির্দিষ্ট পর্যায়ে উপনীত হয়ে বিপরীত লিঙ্গের প্রতি আমাদের প্রবল আগ্রহের সৃষ্টি হয়। এ আগ্রহের মাঝে পূর্বে বর্ণিত ভালবাসার সাথে আরও কিছু একটা থাকে।
বিপরীত লিঙ্গের কেউ একজনকে দেখলে ভাললাগা। তার সঙ্গে কথা বলা, চলাফেরা করা, খাওয়াদাওয়া করা, কোথাও ঘুরতে যাওয়া, সময় কাটানো সর্বোপরি তার আশেপাশে থাকতে পারলে এবং তার সবকিছুকেই ভাললাগলে আমাদের মনের ভেতর ভাললাগার যে অনুভূতির সৃষ্টি হয় তা প্রেমের অন্যতম লক্ষণ।
দু'জনের মাঝে প্রেম হয়ে গেলে প্রিয়জনকে স্পর্শ করার জন্য, একান্তভাবে কাছে পাওয়ার জন্য মনের মাঝে আকুল বাসনার সৃষ্টি হয়।
দু'জন দু'জনার হাত স্পর্শ করার মধ্য দিয়ে তাদের কাছে আসা শুরু হয়। সময়ের সাথে সাথে দুজনার সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। এই ঘনিষ্ঠতার চূড়ান্ত পর্যায় শারীরিক সম্পর্ক।
শেক্সপিয়র বলেছিলেন,
"যে ভালবাসার সাথে যৌনতা সম্পৃক্ত, তাই প্রেম"।
অর্থাৎ
প্রেম = ভালবাসা + যৌনতা
তিনি যথার্থই বলেছিলেন।
উল্লেখিত বর্নণার মধ্য দিয়ে স্পষ্টতই প্রেম ও ভালবাসার মধ্যকার পার্থক্য বোঝা যায়।
দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, কালের বিবর্তনে আমরা এমনই এক সময়ে এসে পৌছেছি যখন ভালবাসা শব্দটি শুনলেই আমরা প্রেম মনে করে ভুল করি। অথচ শারিরিক সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ ও জটিল বিষয়ের দ্বারা প্রেম ও ভালবাসার মাঝে অনেক পুরু এক দেয়াল বিদ্যমান।
ভালবাসার মাঝে মুখ্য নয় (সবক্ষেত্রে প্রযোজ্যও নয়) শারিরিক সম্পর্ক। এটা মুখ্য হচ্ছে প্রেমের ক্ষেত্রে।
আজকাল কারও প্রেমিক/প্রেমিকা না থাকলে তাকে বোকা ভাবা হয়। তাকে অবমূল্যায়ন(underestimate) করা হয়।
আর ঢাকা শহরে থাকে অথচ প্রেম করে না এই কথাটা ঢাকায় পড়ুয়া ছাত্রছাত্রীদের বেলায় কেউতো বিশ্বাসই করতে চায় না।
বিশ্বাস করবেই বা কেন????????
এই কবছর আগের কথা। আমি তখন স্কুলে ক্লাস নাইনে পড়ি। আমাদের ক্লাসের প্রায় আশি জন ছাত্রছাত্রীর মাঝে মাত্র তিনটি জুটি প্রেম করত। তাও আবার স্কুলে যাওয়া-আসার সময় এবং টিফিনের ও ক্লাসের ফাঁকে তাদের কথা হত। আর এখনতো প্রেম শুরু হয় প্রাইমারি স্কুল থেকে। তদুপরি প্রায় প্রত্যেকের হাতেই আছে মুঠোফোন।
যাদের মুঠোফোন আছে দীর্ঘরাত পর্যন্ত চলতে থাকে তাদের মধুর প্রেমালাপন।
আর কথোপকথোন চলবেই না কেন!!!
সবার অগোচরে প্রেম করার অবারিত অপূর্ব সুযোগ হাতের মুঠোয়। অনেকটা "ডুব দিয়ে পানি খেলাম, একাদশীর মাও জানলো না" টাইপের।
আর অপারেটরগুলোও এ সকল জুটিকে সহায়তা করতে সদাপ্রস্তুত। এফএনএফ, বোনাসসহ নানাবিধ প্রমোশনাল প্যাকেজের মাধ্যমে তারা প্রেমের পথ সুগম করে দিচ্ছে। এদেশে প্রেমের বিকাশ ঘটাচ্ছে। তাদের সহায়তায় আমাদের দেশে প্রেমিক-প্রেমিকার সংখ্যা হু হু করে বেড়ে চলেছে।
তাছাড়া প্রেম করাটা আজকাল ক্রেডিটে পরিণত হয়েছে। নিজেকে উপস্থাপন করার মতো, নিজের যোগ্যতা উল্লেখ করার মতো একটি বিশেষ গুণ বলেও কারও কারও কাছে বিবেচিত হয় প্রেম।
যাই হোক অনেক বকর বকর করলাম। অনেকদিন আমার ব্লগে কোন পোস্ট নেই বিধায় কিছু একটা লিখলাম।
আমি এখনও জেনারেল ব্লগার এবং আমার এই লেখাটাই প্রথমবারের মতো সরাসরি প্রথম পাতায় প্রকাশিত হচ্ছে।
আমাকে লিখতে উৎসাহিত করতে আপানাদের মন্তব্য আশা করছি।
পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।।
ভাল থাকবেন সবাই।।
৩০ শে মার্চ, ২০১৪ রাত ১:৪৫
শবদাহ বলেছেন: আমিই মিসিরআলি বলেছেন: গুড পোস্ট
ঠিকই বলেছেন ।।
কমপ্লিমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমিই মিসিরআলি।
২| ২৮ শে মার্চ, ২০১৪ ভোর ৫:২৬
আমি অপদার্থ বলেছেন:
প্রেম হচ্ছে ভালোবাসার রসায়ন
৩০ শে মার্চ, ২০১৪ রাত ১:০৯
শবদাহ বলেছেন: রস শব্দটি শুনলেই কেমন তৃপ্তিতে মন ভরে যায়। আর রস + আয়ন = রসায়ন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ২৮ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৭
বিবেক বিবাগী বলেছেন: আপনার মতের সাথে একমত।
৩০ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৮
শবদাহ বলেছেন: মতটা আমার নয়, পোস্টটা আমার। আমি শুধু নিজের ভাষায় প্রকাশ করেছি।
প্রেম বিষয়ে শেক্সপিয়রের এই বিখ্যাত তত্ত্বে দ্বিমত পোষণের কোনও সুযোগই বোধ হয় নেই।
মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
৪| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১১
আমিনুর রহমান বলেছেন:
আপনার জন্য ভালোবাসা রইল। হ্যাপি ব্লগিং।
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:৪৬
শবদাহ বলেছেন: আপনার জন্যও অফুরন্ত ভালবাসা ও নিরন্তর শুভকামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগে ঢুঁ মারার জন্য।
৫| ০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
বেবিফেস বলেছেন: ভাল লিখেছেন।আপনার জন্য ভালোবাসা রইল। হ্যাপি ব্লগিং।
১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৩৭
শবদাহ বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ।
আপনার জন্যও শুভেচ্ছা রইল।
হ্যাপি ব্লগিং।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৪ ভোর ৫:১৮
আমিই মিসিরআলি বলেছেন: গুড পোস্ট
ঠিকই বলেছেন ।।