নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ্যা, তারপর একদিন, সব শেষ হয়ে যাবে...

হ্যা, তারপর একদিন, সব শেষ হয়ে যাবে

সবজান্তা-সব জানে

হ্যা, তারপর একদিন, সব শেষ হয়ে যাবে,

সবজান্তা-সব জানে › বিস্তারিত পোস্টঃ

আপুরা জেগে উঠুন, সমাজকে জাগিয়ে তুলুন

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫





মানুষ সব নষ্ট হয়ে গেছে। নইলে সকালে উঠেই বাসে ধর্ষনের খবরটি পড়ে কিছুক্ষণ পরই জঘণ্য আরেকটি ঘটনার চাক্ষুস সাক্ষী হলাম কেন?



উত্তরা থেকে সিটিং বাসে আসাদ গেট পর্যন্ত আসছিলাম। একেবারে সামনের সিটে বসছি। খিলক্ষেতে বাস দাড়িয়ে যাত্রী তুলছিলো। এ সময়ই আমাদের বয়সী দু'জন আপু বাসে উঠছিলো। শুক্রবার হলেও বাসে বেশ ভিড় ছিলো। বাসের হেল্পার এই সুযোগে প্রথম আপুটার গায়ে হাত লাগালো। আপুটা কিছু না বলেই উঠে গেলো। দ্বিতীয় আপুটা উঠতে যাবে এ সময় হেল্পার ঠিক একই কাজ করলো এবং আপুটা বুঝতে পারলো। অনেককেই খেয়াল করতে দেখলাম কিন্তু কেউ কিছুই বলছিলো না। আপুটা আমার দিকে তাকাতেই আমি দাড়িয়ে বললাম আপু কিছু বলেন, আমি আপনার সাথে আছি। ভেবেছিলাম আপু কিছু বলবে না কিন্তু আমাকে অবাক করে দিয়ে আপু হেল্পারকে কষে চড় লাগালো। যে আমি জীবনে কোন চোর পর্যন্ত পিটাইনি, হেল্পারের কলার ধরে ঘুষি লাগিয়ে দিলাম। দেখাদেখি আরও অনেকে মারতে এগিয়ে আসলেও আপুর জন্য কেউ মারতে পারেনি। পরে সবার সামনে হেল্পারকে মাফ চাওয়ালাম। আপুটা অতিরিক্ত ভালো ছিলো বলেই আজ হেল্পার বেচে গেলো। অথচ এই আপুটার সাথেই সে কি ধরণের নিকৃষ্ট কাজ করেছিলো!



শুভযাত্রা নামক যে বাসটিতে কাল ধর্ষণের ঘটনা ঘটেছে আমি নিজেও সে বাসে মানিকগঞ্জ গিয়েছি। বাসের হেল্পারগুলো ভালো মানুষ হবার কোন কারণ দেখি না। এরা সুযোগে চান্স নিবেই। একজন হকারের সহযোগিতায় সেই ধর্ষক বাসচালক ধরা পড়ে গেছে। আমাদের আশে-পাশে ভালো মানুষ কিন্তু অনেক আছে। সভ্যতা আমাদের নারীদের ঘরের বাইরে নিয়ে আসছে কিন্তু দিতে পারে নি পর্যাপ্ত নিরাপত্তা। এ ব্যাপারটি নারীদের নিজেদের কেড়ে নিতে হবে। প্রতিদিন বাসে অসংখ্য যৌন হয়রানির ঘটনা ঘটলেও কোন আপু প্রতিবাদ করে না। সব জায়গায় মুখ বুজে সহ্য করে গেলে হবে না আপু। আপনি মুখ খুললে দেখবেন আপনাকে সাহায্যের জন্য অনেককেই পাবেন। অন্যায় এখন মানুষের গা সওয়া হয়ে গেলেও একবার চেতলে উপায় নাই। এই সব নোংরা আবর্জনা গুলারে ডাস্টবিনে ফেলা কোন ব্যাপার না। মানুষকে চেতানোর জন্য যে আপুদেরই মুখ খুলতে হবে। আমরা কয়েকজন এভাবে চিল্লাবো ঠিকই কিন্তু যার সাথে অন্যায় হবে সে মুখ বুঝলে যে লাউ সেই কদুই রয়ে যাবে। আপুরা! আপনারা মুখ খোলেন প্লিজ। এইসব ধর্ষক/ধর্ষকামীদের ছাড় দেয়া যাবে না। যেখানে পাবো সেখানেই মারতে হবে। যে বনে বাঘ-হায়েনা ঘুরে বেড়ায় নিশ্চিন্তে সেখানে নিজের জীবন নিজেকেই রক্ষা করতে হবে। দেশে যখন পিপার স্প্রে এসেই গেছে তখন এই জিনিসটা সবার জন্য হালাল করার দাবি জানাচ্ছি। ছিনতাই থেকে শুরু করে যৌন হয়রানির মত ঘটনা অস্বাভাবিক ভাবে কমে যাবে তাহলে। জানোয়ার গুলার জন্য মরিচের গুড়ার বিকল্প নাই।

_______________________________________________________

Courtesy: Abu Nayeem



একটি পৃষ্ঠা থেকে সংগ্রহীত!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

কাঙ্গাল রাক্ষুসী বলেছেন: সবজান্তা আসলেই কিছুই জানে না! মূর্খ...

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

সবজান্তা-সব জানে বলেছেন: শেষ পর্যন্ত ব্লগে ১৪টি পোস্ট দেওয়া আর ৮০০র মত ভিজিট পাওয়া কাঙ্গাল রাক্ষুসী থেকে সবজান্তা-কে শিক্ষা নিতে হবে!
khikhzz z.............

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

পথহারা সৈকত বলেছেন: সবজান্তা আসলেই কিছুই জানে না! মূর্খ... এবং দালাল

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

সবজান্তা-সব জানে বলেছেন: আপনার কমেন্ট পড়ে মজা পাইসি.....

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: ধিক পশু নর
মা বোন বলি
এস বিবেক বান
এদের পায়ে ধলি

নষ্ট বিবেকের অনিষ্ট কাজ
এরা স্বাধীনতা খর্ব করে
ভাঙ্গে সমাজ

আইন কি এদের খেলার পন্য
নিরব কেন প্রশাসন
অন্ধ ক্ষমতায়ন
যাক ছিন্নমুলে
প্রতিরোধ গড়ি এক হয়ে এস
আলোর মিছিলে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.