নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ্যা, তারপর একদিন, সব শেষ হয়ে যাবে...

হ্যা, তারপর একদিন, সব শেষ হয়ে যাবে

সবজান্তা-সব জানে

হ্যা, তারপর একদিন, সব শেষ হয়ে যাবে,

সবজান্তা-সব জানে › বিস্তারিত পোস্টঃ

আন্দোলনে যাঁরা যোগ দিতে চাইছেন, প্রতিমুহূর্তে মনে রাখুন এবং স্বজনদেরকে জানিয়ে দিন:

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১২

১. দীর্ঘক্ষণ পরে থাকার

উপযোগী পোশাক এবং জুতা পরুন।

অপ্রয়োজনীয় বোঝা সঙ্গে নেবেন না।



২. সঙ্গে শুকনো খাবার (বিস্কুট,

মিষ্টি ইত্যাদি) এবং পানি রাখুন।



৩. বন্ধু-স্বজনদের সঙ্গে যাওয়ার

চেষ্টা করুন। দীর্ঘ সময়

থাকতে চাইলে বেশি ছোট বাচ্চাদের সঙ্গে নেবেন না।



৪. রোদে থাকার, মাটিতে বসার মনোভাব

এবং প্রস্তুতি রাখুন (ছাতা, খবরের

কাগজ সঙ্গে নিতে পারেন)।



৫. সম্ভব হলে আন্দোলনের সহযোদ্ধাদের

জন্য খাবার অথবা পানি যতটুকু সম্ভব

হয় নিয়ে যান।



৬. বড় আয়োজনে ঠুনকো সমস্যা হতেই

পারে। সামান্য সমস্যা,

অসুবিধা মেনে নেয়ার মানসিকতা রাখুন।



৭. সবসময় আপনার পাশের

সহযোদ্ধাকে সকল সহযোগিতা করুন।আমরাই এখানে আমাদের স্বজন।



৮. বৃদ্ধ-শিশু-অসুস্ যত্ন নিন।

প্রয়োজনে যে কাউকে স্বজন

ভেবে সহযোগিতা করুন।



৯. সম্ভব হলে হাতে তৈরি ব্যানার,

ফেস্টুন নিয়ে যান।



১০. এই আন্দোলনকে থামিয়ে দিতে এ সম্পর্কে অনেক

বিভ্রান্তি ছড়াচ্ছে যুদ্ধাপরাধীগোষ্ঠী,

এদের গুজবে বিভ্রান্ত হবেন না।



১১. নিজের বুদ্ধিমত্তা এবং দেশপ্রমের উপর আস্থা রাখুন। এই আন্দোলন আপনার, একে এগিয়ে নেয়ার দায়ও আপনার।



"এখন যৌবন যার

শাহবাগ যাওয়ার শ্রেষ্ট সময় তার ।"



প্রয়োজনীয় পোষ্টটি ছড়িয়ে দিন যত দ্রুত সম্ভব চারিদিক।



সংগ্রহীত "ম্যাও?" থেকে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: আমরা থামব না, থামব না
প্রয়োজনে খুরবো পাতাল, যাবো আসমান
তবু থামব না, থামব না
বিচার হবে, হবে রাজাকারদের ফাসিঁ

কোনো কথায় কর্ণপাত করবো না
রাজাকারদের ফাসিঁ না হওয়া পর্যন্ত
রাজপথ ছাড়ব না।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২০

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আন্দোলন কি ব্লগারদের হাতে আছে

Click This Link

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

নিষ্‌কর্মা বলেছেন:
জনতাই ৯৯%

উপদেশের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.