নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ্যা, তারপর একদিন, সব শেষ হয়ে যাবে...

হ্যা, তারপর একদিন, সব শেষ হয়ে যাবে

সবজান্তা-সব জানে

হ্যা, তারপর একদিন, সব শেষ হয়ে যাবে,

সবজান্তা-সব জানে › বিস্তারিত পোস্টঃ

জরুরি সংঘাতময় পরিস্থিতিতে করণীয়:

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৩২

★রাস্তাঘাটে অতর্কিত

হামলা কিংবা দূর্ঘটনা হলে মাথা গরম

করে ছোটাছুটি না করে আশেপাশে যদি কারো বাসা কিংবা ভাল

শপিংমল থাকে সেখানে আশ্রয় নেওয়ার

চেষ্টা করবেন।



★কোন গলি ঘুপচিতে ঢুকার চেষ্টা করবেন না,

কারণ পিকেটাররা ও

পিকেটিং করে গলি ঘুপচিগুলোতেই ঢুকে পড়ে।

সুতরাং সেক্ষেত্রে পুলিশ আর পিকেটারদের

মধ্যে পড়ে আর ও খারাপ

সিচুয়েশনে পড়ে যাবেন।



★আর বৃদ্ধ, নারী কিংবা বাচ্চারা এরকম

কন্ডিশনে বেশী ঝামেলার শিকার হয়।

সুতরাং তেমন কিছু চোখে পড়লে যদি নিজের

বিপদের সম্ভাবনা থাকে তবু এগিয়ে যাবেন

এবং যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবেন।



★তবে হরতালের সময় পুলিশ কিংবা র্যাবের

কাছে ভুলে ও সাহায্য চাইতে যাবেন না।

কারণ এইরকম ভায়োলেন্সের মধ্যে পুলিশের

দিকে ছোটাছুটি করলে আপনি যেকোনো ধরনের

ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন

যেটা আরো বড় ক্ষতির কারণ হতে পারে



যেকোনো বিপদে একে অপরকে সহযোগিতা করার

এবং সর্বোপরি একে অপরের দিকে বন্ধুত্বপূর্ণ

হাত বাড়িয়ে দেওয়ার। এক্ষেত্রে ভুলে যাবেন

না আমরা যে যে মতাদর্শেরই হই না কেন

সামগ্রিকভাবে আমাদের সবার একটাই পরিচয়

"আমরা বাংলাদেশী"।





জিনিয়াস পেজ থেকে সংগ্রহীত এবং ঈষৎ পরিবর্তিত।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৪০

অণুষ বলেছেন: ধন্যবাদ

২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

নিলিমা আকতার বলেছেন: আমার ব্লগে স্বাগতম

৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৫২

মনসুর-উল-হাকিম বলেছেন: শুভেচ্ছান্তে ধন্যবাদ।

৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:০৫

অস্তিত্বহীন বলেছেন: সেটাই ভাই, ★তবে হরতালের সময় পুলিশ কিংবা র্যাবের
কাছে ভুলে ও সাহায্য চাইতে যাবেন না।
কারণ এইরকম ভায়োলেন্সের মধ্যে পুলিশের
দিকে ছোটাছুটি করলে আপনি যেকোনো ধরনের
ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন
যেটা আরো বড় ক্ষতির কারণ হতে পারে
. gulio korte pare.etai ekhon sohoj.banglalink er damer guli.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.