![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যা, তারপর একদিন, সব শেষ হয়ে যাবে,
দেশে প্রথমবারের মতো চালু হলো ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিটস (ডেমু) ট্রেন। শনিবার চট্টগ্রাম-কুমিল্লা রুটে এ ট্রেনটি যাত্রা শুরু করে। সকাল সাড়ে ৯টায় ট্রেনটি চট্টগ্রামের পাহাড়তলী স্টেশন ত্যাগ করে।
সূত্র জানায়, ডেমু ট্রেন বাংলাদেশে প্রথম চালু করা হলো। এটা সফলতার মুখ দেখলে দেশের অন্য রুটেও ডেমু ট্রেন চালু করা হবে। মূলত দ্রুত ও আরামদায়ক ভ্রমনের জন্য টেনটি খুবই উপযোগী। এছাড়া এ ট্রেন রাস্তায় চাপ সৃষ্টি করবে না।
এই ডেমু ট্রেন একের অধিক ডিজেল ইঞ্জিনে চালিত হয়। এ ধরনের প্রতিটি ট্রেন কমলাপুর-নারায়ণগঞ্জ রুটের ২০ কিলোমিটার পথে একদিনে ছয়বার যাওয়া আসা করতে পারবে।
সূত্র আরও জানায়, ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে বাসে যদি দুই ঘণ্টা লাগে তবে এই ট্রেনে তা ২০ থেকে ২৫ মিনিটে যাওয়া সম্ভব। প্রতিটি ট্রেন একবারে ৩শ’ যাত্রী বহন করতে সক্ষম যার গতি থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।
{ আমি ভালোকে ভালো এবং খারাপ কে খারাপ বলতে পছন্দ করি। আওয়ামীলীগ সরকার যে দেশের এসব কিছুর উন্নতি করছে তা অত্যন্ত স্বস্তির এবং আনন্দের ব্যাপার। যেহেতু, এরকম ফ্লাইওভার, ইলেক্টিক ট্রেন এগুলো দেশের স্ট্যাটাস বাড়ায়। এগুলোই দেশের মূলত উন্নত পরিচয় লাভ করতে সাহায্য করে।
তারা এসব উন্নয়ন কর্মকাণ্ড করছে বলে সরকারকে ধন্যবাদ দিচ্ছি না ; কারন এটি তাদের দায়িত্ব।}
২| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২২
rainbristi বলেছেন: অনেক ভাল একটি খবর, শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। ঢাকা এর কমলাপুর স্টেশন জয়দেবপুর সরিয়ে নিয়ে ঢাকা থেকে জয়দেবপুর ও নারায়ণগঞ্জ অভিমুখে এই ট্রেন ২০-৩০ মিনিট পর পর ছাড়ার ব্যবস্থা করলে আমার মনে হয় অনেক ভাল ফল পাওয়া যেত।
৩| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫
জাহিদ১১মে বলেছেন: খুশি হয়ে লাভ নাই কারণ আগামি হরতালে হয়ত দেখবেন এইটা আগুনে জলতাছে।
৪| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: খুশি হয়ে লাভ নাই কারণ আগামি হরতালে হয়ত দেখবেন এইটা আগুনে জলতাছে।
৫| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০
রাতুল রেজা বলেছেন: ডিজাইন টা পছন্দ হইসে। তবে ডিজেল ইলেক্ট্রিক ট্রেন মানে বুঝলাম না। ডিজেলেউ চলবে আবার ইলেক্ট্রিকেউ চলবে নাকি?
৬| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩
কোলাহল নির্জনে বলেছেন: Diesel-electric
In a diesel-electric multiple unit (DEMU) a diesel engine drives an electrical generator or an alternator which produces electrical energy. The generated current is then fed to electric traction motors on the wheels or bogies in the same way as a conventional diesel electric locomotive
৭| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫
চৌকশ বলেছেন: সি.এন.জী আর পেট্রোলে চলার মতো আর কি !
৮| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩
সাইফ হাসনাত বলেছেন: বলতে দ্বিধা নেই; এটি অবশ্যই একটি সুখকর খবর...
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮
আতিকুল০৭৮৪ বলেছেন: disel e cole,,tahole electric nam dilo ken?