![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যা, তারপর একদিন, সব শেষ হয়ে যাবে,
অপ্রিয় ইসলাম অবমাননাকারী সমাজ, প্রিয় নাস্তিক সমাজ এবং প্রাণপ্রিয় ব্লগার ভাই ও বোনেরা, আমার মনে একটি অতি সাধারণ প্রশ্ন জেগেছে।
প্রশ্নটি হলঃ “স্বাধীনতা কি সীমাহীন?”
প্রথমেই প্রশ্নের উৎপত্তি কিভাবে বলিঃ
আমি নিজে শাহবাগ আন্দোলনের একজন সমর্থক। এজন্য আমি ব্লগ, ফেসবুক এমনকি আশপাশের সকলকে বোঝানোর চেষ্টা করেছি কেন আমাদের শাহবাগকে সমর্থন দেওয়া প্রয়োজন।
এইসময় কিছু নামকাবাস্তে ধার্মিক বলতে শুরু করল, শাহবাগে সবকিছু নাস্তিকরা সমন্বয় করছে। একারণে তারা “প্রজন্ম চত্বর”কে সমর্থন দেবে না। আমি কথাটার বিরোধিতা করলাম। কারন আমরা শাহবাগে গিয়েছে নিজেদের ধর্ম ও রাজনৈতিক বিশ্বাস ঘরে রেখে।
বলে রাখি, আমি নাস্তিকদেরকে অপছন্দ করি না। নাস্তিক হওয়ার অধিকার তাদের আছে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার।
কিন্তু কিছু ধর্মদ্বেষী, ধর্মদ্রোহী, ইসলাম অবমাননাকারি রয়েছে যাদের আমি মনে প্রানে ঘৃণা করি। আমাদের ধর্মকে ব্যবহার করে রম্য গল্প লেখা, আমাদের ধরমকে ব্যঙ্গ করা, ব্যাখ্যা করার অধিকার তারা কোথায় পেল?
তাদেরকে আইনের আওতায় আনার ব্যাপারে আমি মনেপ্রাণে সমর্থন দিলাম হেফাজতে ইসলামের “লং মার্চ”এ। যদিও তাদের ১৩দফা দাবি এবং শাহবাগে হামলা দেখে আমি তাদেরকেও জামাতের সেক্টরে ফেলে সমর্থন উঠিয়ে নিয়েছি।
চিহ্নিত ইসলাম অবমাননাকারিদের আইনের আওতায় আনার পর আমি সন্তুষ্ট হলাম। এইসময়ই, কথিত সুশীল সমাজ বলে উঠল, “স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের মত প্রকাশের অধিকার আছে। অতএব, আসিফ মহিউদ্দিন এবং অন্যান্যকে মুক্তি দিতে হবে।”
এরপরই আমার মনে প্রশ্নটি জন্মাল।
বনের স্বাধীন হাতি লোকালয়ে আসলে সংগত কারনেই তাকে বন্দি করতে হবে।
কিংবা, মাঠে চরতে থাকা দড়িবিহীন মহিষ রাস্তাই উঠেএলে এবং মানুষকে আক্রমন করলে অবশ্যয় সেই মহিশের গলায় দড়ি দিতে হবে।
আপনি স্বাধীন বলেই পাশের বাসার রহিম সাহেবকে গালাগাল করতে পারেন না।
অতএব, স্বাধীনতার কি সীমা নেই?
স্বাধীন মত প্রকাশের অধিকার মানেই যে যেমন খুশি তেমন বলার অধিকার, তা ওইসব ধর্মবিদ্বেষী মস্তিষ্কবিকৃত ব্লগারদের কে বলল?
আপনাদের উত্তরের আশাই আছি।
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১
সবজান্তা-সব জানে বলেছেন: কথা সত্য বলেই মনে হচ্ছে ;-)
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫
কালো পতাকার খোঁজে বলেছেন: চুশীল সমাজ আপনার এই পোস্টকে প্রত্যাখ্যান করত ১৮ প্লাস পোস্টে মনোনিবেশ করিবেন। আপনার প্রশ্ন বিনা উত্তরে হাহাকার করিবে।