![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যা, তারপর একদিন, সব শেষ হয়ে যাবে,
ইন্ডিপেন্ডেট টিভির খবর অনুযায়ী,
ধ্বসে পড়া ভবনের নিচে কয়েকশত 'জীবিত'
মানুষের
সন্ধান পাওয়া গেছে। আমার ধারণা,রাতের মধ্যে উদ্ধার
করা গেলে,
তারা শেষমেষ 'জীবিতই থাকবেন।
এখনই যা যা দরকার
১. আলো
২. অক্সিজেন ৩. হেলমেট
৪. উদ্ধার তৎপরতা
৫. তাদের উদ্ধার করার পর দ্রুত চিকিৎসা।
যার যা কিছু আছে, তাই নিয়ে এখনই
ঝাপিয়ে পড়ার
সময় বলে -আমি মনে করছি। ফায়ার সার্ভিসের সমন্বয়কারী মেজর জিহাদ
জানিয়েছেন -
বড় অক্সিজেন সিলিন্ডার আনতে পারলে পাইপ
দিয়ে ভিতরে দেয়া যেত।
আটকা পড়া জীবিতদের সকাল পর্যন্ত
বাঁচিয়ে রাখার জন্য খুব সহায়ক হতো।
বড় হাসপাতালগুলোতে এধরনের সিলিন্ডার
থাকে।
যারা এ ধরনের রিসোর্স মবিলাইজ
করতে পারবে,
খবরটা তাদের কাছে পৌঁছে দিন। গণমাধ্যমের বন্ধুরা - দয়াকরে এই
বিষয়ে একটা স্ক্রল দিন।
------কুশাল ভৌমিক।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৬
কাজী মামুনহোসেন বলেছেন: ATN news এ উদ্ধার কাজ লাইভটেলিকাস্ট করছে । আটক পরা ৩০০জন জীবিতের খোঁজ পাওয়া গেছে। তাদের উদ্ধার করা হচ্ছে। এই মুহূর্তে প্রচুর অক্সিজেন আরএম্বুলেন্স দরকার। ৪০ জনকে বের করে আনা হল। পল্টনে বিএম ভবনে ৬০০ টাকা মূল্যে অক্সিজেন পাওয়া যাচ্ছে,। এছাড়া Bangladesh Oxygen Corporation (Linde Bangladesh Limited নামেও পরিচিত) এ যোগাযোগ করতে পারেন; যোগাযোগের ঠিকানা- ২৮৫, তেজগাঁও I/a; ফোন- 028870322। যার যার সামর্থ্য অনুযায়ী অক্সিজেন কিনে সাভারে পাঠান । এখানে পানি ও শুকনো খাবের অভাব নেই । অক্সিজিনের অভাব। কেউ যদি বেসরকারী প্রতিষ্ঠানের এম্বুলেন্স যোগার করে দিতে পারেন জানান।সাথে দিতে পারেনগ্লাভস, মাস্ক ও ঔষধ। নিজে সাভার গিয়ে দিতে পারেন অথবা এই ঠিকানায় ASIATIC CENTER HOUSE 63 ROAD 7B BLOCK H, BANANI
যে কোনো ধরনের যোগাযোগ : ০১৭৩২৭২৯০২৭। ০১৬৮৩১৭৭৫৯৭। ০১৭২৩৭৭৬০০১।