![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যা, তারপর একদিন, সব শেষ হয়ে যাবে,
সুযোগ পাওয়া মাত্র প্রথম আলো-কে এক হাত নিয়েছে সুযোগসন্ধানীরা। মেরিল প্রথম আলো পুরষ্কার অনুষ্ঠান আয়োজনের কারনে। অনেককেই সে কথা বলতে দেখলাম ফেসবুকে।
দিন শেষে যখন শুনতে পেল, এই আয়োজনের মাধ্যমে রানা প্লাজায় হতাহতের জন্য ৫৪ লক্ষ টাকার তহবিল সংগ্রহ করা হয়েছে তখন বিশিষ্ট(!) সমালোচকেরা(!) ফুটো বেলুনের মত চুপসে গেল।
বর্তমানে তারা আরেকটি সুযোগকে কাজে লাগিয়ে ফুটো বেলুন ফুলানোর অপেক্ষায় আছে। সুযোগ পাওয়া মাত্র প্রথম আলো-কে এক হাত নিয়েছে সুযোগসন্ধানীরা। মেরিল প্রথম আলো পুরষ্কার অনুষ্ঠান আয়োজনের কারনে। অনেককেই সে কথা বলতে দেখলাম ফেসবুকে।
২| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪
তাজুল_ইসলাম বলেছেন: সত্যি নাকি ? তাই যদি হয়, তবে সাধুবাদ জানাই। তবে রেফারেঞ্জ তো দিলেন না।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬
উড়োজাহাজ বলেছেন: এই টা কি? দিগন্ত করলে দোষ আর প্রথম আলো করলে সঠিক!http://www.somewhereinblog.net/blog/shobjantabest/29823522
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১২
সবজান্তা-সব জানে বলেছেন: দিগন্ত কি অর্থ সংগ্রহ করেছে? জেনে কথা বলবেন দয়া করে।
৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২
শফিক১৯৪৮ বলেছেন: আম্লীগারদের চামটামী যাবেনা কোনদিন!
৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২
বাকরুদ্ধ আমি বলেছেন: প্রথম আলোর চামচামী করেন কেনো ?
প্রথম আলোর সব কিছুই ভালো লাগে তবে কয়েকদিন আগে ক্যামেরার পিছনের মেয়েটি নামে লাকীকে নিয়ে যে লেখাটি প্রকাশ হয়েছিলো তখন কেনো হাংকি পাংকি করেছিলেন ?
আপনাদের মত দালালদের গতিপ্রকৃতি বোঝা খুব কষ্টকর
৬| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২০
অতন্দ্র তওসিফ বলেছেন: লাখ টাকা উঠছে নাকি ভাই? আমি তো জানতাম যে কিছু 'তারকা' টাকা দেয়ার প্রতিশ্রুতি/ঘোষণা দিয়েছে, টাকাটা এখনো দিয়েছে কিনা জানি না!
ভাই থামেন, দুইদিন আগে দিগন্ত টিভিরে তো বাঁশ দিলেন, ভাল কথা ঐটা একটা ছাগু চ্যানেল। কিন্তু প্রথম আলোর সময় স্ববিরোধিতার কারণ কী? প্রথম আলোর সঙ্গে কোটারী স্বার্থের যোগাযোগ আছে নাকি? খারাপরে খারাপ বলতে শিখেন।
সব রূপোপজীবিনী, চামড়া ব্যবসায়ী ও তাদের খদ্দেরদের মুখে সাধারণ মানুষ থুথু ছিটায়। রাজনৈতিক চামারদের সহায়তা ছাড়াই যখন সাধারণ মানুষ এতদূর করতে পারছে, কর্পোরেট বেনিয়া ও তাদের দালাল গোষ্ঠীর ৫৪ লাখ টাকার 'প্রতিশ্রুতি'-র উপর তারা মূত্র বিসর্জন করে।
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৫
সবজান্তা-সব জানে বলেছেন: ভাই, যুক্তি দিয়ে কথা বলবেন, আবেগ দিয়ে নয়। দিগন্তের সমালোচনা করেছিলাম, প্রয়োজনে প্রথম আলোরও করতাম। কিন্তু তারা তহবিল সংগ্রহ করে সাভারের সাহায্য করছে, এটাই বড় কথা। টাকাটা কিভাবে পাওয়া যাচ্ছে তা ব্যাপার নয়।পেলেই হল।
ভালোকে ভালো বলতে শিখেন।
৭| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩
আবরার রুমী বলেছেন: স্বভাবজাত ভাবেই হোক কিংবা পরিস্থিতির চাপে,,,আলু ইজ আলু !!!
৮| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩
*কুনোব্যাঙ* বলেছেন: যার যতটুকু সামর্থ্য আছে করেছে। কেউ টাকা দিয়েছে কেউ রক্ত দিয়েছে কেউ সশরীরে উদ্ধার কাজে সাহায্য করেছে, কেউ বা কিছু না করতে পারলেও নিভৃতে চোখের জল ফেলেছে। এক পিকআপ ড্রাইভারকে দেখেছি সারাদিন প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সাভার গিয়েছে একটা টাকাও নেয়নি। আর এসব কাজের জন্য তাদের কোন আয়োজন বা গ্রহনযোগ্য অজুহাতের প্রয়োজন হয়নি, এখানে কোন কর্পোরেট বাণিজ্য নাই। আপনার প্রথম আলোর মত তারা বুক ফুলিয়ে নিজেদের প্রচার করে বেড়াচ্ছে না। কর্পোরেট বেনিয়াদের ৫৪ লাখ টাকার নিকুচি করি।
৯| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৮
সত্য কথা বলি বলেছেন: প্রথম আলু 'গরু মেরে জুতা দান' করতে ওস্তাদ ! যখন মেরিল প্রথম আলো অনুষ্ঠানের নাচানাচি নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে, তখন অর্থের বাহানা দেখাচ্ছে।
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৬
সবজান্তা-সব জানে বলেছেন: আপনার কথা সত্যি হতে পারে। তবে সাভারের এখন টাকার বড় প্রয়োজন।
১০| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫
অর্ফিয়াস বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: যার যতটুকু সামর্থ্য আছে করেছে। কেউ টাকা দিয়েছে কেউ রক্ত দিয়েছে কেউ সশরীরে উদ্ধার কাজে সাহায্য করেছে, কেউ বা কিছু না করতে পারলেও নিভৃতে চোখের জল ফেলেছে। এক পিকআপ ড্রাইভারকে দেখেছি সারাদিন প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সাভার গিয়েছে একটা টাকাও নেয়নি। আর এসব কাজের জন্য তাদের কোন আয়োজন বা গ্রহনযোগ্য অজুহাতের প্রয়োজন হয়নি, এখানে কোন কর্পোরেট বাণিজ্য নাই। আপনার প্রথম আলোর মত তারা বুক ফুলিয়ে নিজেদের প্রচার করে বেড়াচ্ছে না। কর্পোরেট বেনিয়াদের ৫৪ লাখ টাকার নিকুচি করি।
১১| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫
মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: অতন্দ্র তওসিফ বলেছেন:সব রূপোপজীবিনী, চামড়া ব্যবসায়ী ও তাদের খদ্দেরদের মুখে সাধারণ মানুষ থুথু ছিটায়। রাজনৈতিক চামারদের সহায়তা ছাড়াই যখন সাধারণ মানুষ এতদূর করতে পারছে, কর্পোরেট বেনিয়া ও তাদের দালাল গোষ্ঠীর ৫৪ লাখ টাকার 'প্রতিশ্রুতি'-র উপর তারা মূত্র বিসর্জন করে।
১২| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬
হাবিব০৪২০০২ বলেছেন: মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: অর্ফিয়াস বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: যার যতটুকু সামর্থ্য আছে করেছে। কেউ টাকা দিয়েছে কেউ রক্ত দিয়েছে কেউ সশরীরে উদ্ধার কাজে সাহায্য করেছে, কেউ বা কিছু না করতে পারলেও নিভৃতে চোখের জল ফেলেছে। এক পিকআপ ড্রাইভারকে দেখেছি সারাদিন প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সাভার গিয়েছে একটা টাকাও নেয়নি। আর এসব কাজের জন্য তাদের কোন আয়োজন বা গ্রহনযোগ্য অজুহাতের প্রয়োজন হয়নি, এখানে কোন কর্পোরেট বাণিজ্য নাই। আপনার প্রথম আলোর মত তারা বুক ফুলিয়ে নিজেদের প্রচার করে বেড়াচ্ছে না। কর্পোরেট বেনিয়াদের ৫৪ লাখ টাকার নিকুচি করি।
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৮
সবজান্তা-সব জানে বলেছেন: ৫৪ লাখ টাকাকে এত ছোট করে দেখছেন কেন?
অসুস্থ আহত মানুষগুলোকে শুধু আবেগ দিয়ে বাঁচানো যাবে না, টাকাও লাগবে।
১৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫
সপ্ন বুনি বলেছেন: আমি মতিউর রহমানের মৃত্যুর পর তার বাড়িতে 'মুন্নি বদনাম হুয়ি' গান বাজাইতে চাই, বিনিময়ে আমি কাফনের কাপড় কিনে দিব মতি কে! ওর সাথে চুক্তি করার উপায় টা কি ? এই সব সুশীলদের থু।
১৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫
মুহাই বলেছেন: গদাম খাইছেন এখন পোস্ট ড্রাফটে ন্যান ।
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৪
সবজান্তা-সব জানে বলেছেন: ভাইজান, অনেকদিন ধরে ব্লগিং করতেসি। পোস্ট ড্রাফটে নিতে হবে কিনা সেটা আমি ভালোই জানি। আমারেও নিজের মত আনকোরা ভাবলেন নাকি!
১৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩
স্পেলবাইন্ডার বলেছেন:
এই অনুষ্ঠানে আসা সব পুরুষ ও নারী বেশ্যার একদিনের কামাই এর চেয়ে বেশি আছে।
ব্যাপার না! দেহপসারিণীরাও অজুহাত দেয় পেটের তাগিদে ঐ কাজ করে, আর প্রথম আলো তো তাদের গডফাদার!
১৬| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪
শিপু ভাই বলেছেন: মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: অতন্দ্র তওসিফ বলেছেন:সব রূপোপজীবিনী, চামড়া ব্যবসায়ী ও তাদের খদ্দেরদের মুখে সাধারণ মানুষ থুথু ছিটায়। রাজনৈতিক চামারদের সহায়তা ছাড়াই যখন সাধারণ মানুষ এতদূর করতে পারছে, কর্পোরেট বেনিয়া ও তাদের দালাল গোষ্ঠীর ৫৪ লাখ টাকার 'প্রতিশ্রুতি'-র উপর তারা মূত্র বিসর্জন করে।
১৭| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৭
জুবায়ে১২ বলেছেন: মইত্যা দালাল থেকে কত খাইছেন ?
১৮| ২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১০
পানকৌড়ি বলেছেন: সারারাত্রি ডিসকো নাচাইয়া , টোকায়তাছে টাকা-আনা । মাঝি তোর রেডিও নাই বইল্যা জানতে পারলিনা ..... ফিডব্যাক (জোয়ার) ।
গানটা শুনবেন ।
১৯| ২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
আিম এক যাযাবর বলেছেন: অতন্দ্র তওসিফ বলেছেন: লাখ টাকা উঠছে নাকি ভাই? আমি তো জানতাম যে কিছু 'তারকা' টাকা দেয়ার প্রতিশ্রুতি/ঘোষণা দিয়েছে, টাকাটা এখনো দিয়েছে কিনা জানি না!
ভাই থামেন, দুইদিন আগে দিগন্ত টিভিরে তো বাঁশ দিলেন, ভাল কথা ঐটা একটা ছাগু চ্যানেল। কিন্তু প্রথম আলোর সময় স্ববিরোধিতার কারণ কী? প্রথম আলোর সঙ্গে কোটারী স্বার্থের যোগাযোগ আছে নাকি? খারাপরে খারাপ বলতে শিখেন।
সব রূপোপজীবিনী, চামড়া ব্যবসায়ী ও তাদের খদ্দেরদের মুখে সাধারণ মানুষ থুথু ছিটায়। রাজনৈতিক চামারদের সহায়তা ছাড়াই যখন সাধারণ মানুষ এতদূর করতে পারছে, কর্পোরেট বেনিয়া ও তাদের দালাল গোষ্ঠীর ৫৪ লাখ টাকার 'প্রতিশ্রুতি'-র উপর তারা মূত্র বিসর্জন করে।
২০| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫
রাজনীতির ভাষা বলেছেন: প্রথম আলো একটা অজগর। কবে যে আমরা এই অজগরের হাত থেকে রক্ষা পাব আল্লাহই ভালো জানে। হলুদ সাংবাদিকতরা নিম্নতম সীমা কত নিচে হতে পারে, প্রথম আলো তার নিকৃষ্ট (উৎকৃষ্ট বলতে ইচ্ছে হল না) উদাহরণ। কত বড় সাহস তাদের এই নর্তন-কুর্দনকে একাত্তরের 'কনসার্ট ফর বাংলাদেশের' সাথে তুলনা করে। আনিসুল হক গংদের এই তুলনার কারণের শাস্তি হওয়া উচিত। এই সব অর্থলোলুপ দুর্বৃত্তরা দেশকে আজীবন গোলামীর জিঞ্জিরে আবদ্ধ রাখতে চায়। অপরাধতো স্বীকার করেইনা বরঞ্চ 'কনসার্ট ফর বাংলাদেশের' মত ঐতিহাসিক ইস্যুর আড়ালে নিজেদের অপকর্ম ঢাকতে চায়। ভেবেছে কিছু টাকা খরচ করলেই মানুষ ওদের দুষ্কৃতির কথা ভুলে যাবে। প্রথম আলোর ওপর আল্লাহর গজব নাযিল হোক।
২১| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫
রাজনীতির ভাষা বলেছেন: প্রথম আলোকে তাদের কৃতকাজ বুঝাতে একটি অনুগল্প আর আনিসুল হকের '' টাকার '' লেখা
২২| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩২
উড়োজাহাজ বলেছেন: লেখক বলেছেন: দিগন্ত কি অর্থ সংগ্রহ করেছে? জেনে কথা বলবেন দয়া করে।
আমি বলছি না যে দিগন্ত ভালো কাজ করেছে। এই শোকের দিনে তাদের কাজ যেমন নিন্দনীয় তেমনি প্রথম আলোর এই উদ্যোগও নিন্দনীয়। তারা টাকা নেয় নাই এবং প্রথম আলো টাকা নিয়েছে। আমাকে একটা জিনিস বলতে পারেন- যে লোক তামাকের ব্যবসা করলো আবার ক্যান্সারের হাসপাতালের জন্য টাকা দিলো সে কি একজন প্রতারক নয়? আপনাদের বোধে আসে না কেন যে অর্থই সব নয়! অবৈধভাবে টাকা কামাই করে, সূদ ঘুষ খেয়ে টাকা দিয়ে যদি আপনি এতিমখানা চালান তাতে কি কোন লাভ হবে? চুরির টাকা দিয়ে হজ্বে যেয়ে লাভ আছে? দিগন্ত টিভির অনুষ্ঠানের সমালোচনা করে পোষ্ট দিয়ে দিলেন আর পয়সা উত্তোলন হলে বলে প্রথম আলোর প্রসংসা করলেন- এ কেমন আপনাদের দ্বৈতনীতি? একদিকে দিগন্ত টিভির মতো প্রতারকরা ধর্মের দোহাই দিয়ে, ইসলামের নামে ব্যাংক খুলে ব্যাবসা করবে অন্যদেকে শোকের দিনে নাচগান করে দূর্গতদের জন্য সাহায্য তুলবে- আপনারা পেয়েছেনটা কি? আমাদেরকে ধোকা দিয়ে আর কত উপরে উঠতে চান? সবগুলিতো একেকটা হারামখোর। তাদের হয়ে কেন আবার তর্ক করেন? প্রথম আলোর শুভাকা্ঙ্খী? তাহলে তাদের ভুলটাকে শোধরিয়ে দিতে এত বাধে কেন? চামচামী না করেও তো সৎ থাকা যায় সত্য কথা বলা যায়! আল্লাহ আপনাদের বোধোদয় করুন!
২৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৯
অসাদুল ইসলাম বলেছেন: আপনেরে বলি প্রথম আলো কি করব, কিছুদিন পরে আহতদের এই অর্থ দিয়ে সাহায্য করব, আর হেই ছবি পত্রিকার প্রথম পাতায় দিয়ে ভাব নিব,
কিন্তু আপনি কি মনে টাকার অভাবে মানুষ মারা যাচ্ছে? তাইলে বলব আপনি কোন খবরই রাখেন না।
২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৯
সবজান্তা-সব জানে বলেছেন: টাকার অভাবে প্রত্যক্ষ ভাবে হয়ত কেউ মারা যাচ্ছে না, তবে ওষুধ, অক্সিজেন এগুলোর তো অভাব আছে, নাকি?
এগুলোর অভাবে মানুষ মারা যাচ্ছে এবং এগুলোর সাথে টাকা জড়িত।
২৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৬
অতন্দ্র তওসিফ বলেছেন: কিন্তু হার্ড ক্যাশ হাতে পাওয়া গিয়েছে কিনা সেই প্রশ্নের তো উত্তর দিলেন না ভাই।
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৯
সবজান্তা-সব জানে বলেছেন: আপনার দ্বিতীয় কমেন্টটি রিমুভ করলাম।
বড় শক্ত করে কথা বলতে ভালোবাসেন।
২৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৫
ইউআরএল বলেছেন: স্পেলবাইন্ডার বলেছেন:
এই অনুষ্ঠানে আসা সব পুরুষ ও নারী বেশ্যার একদিনের কামাই এর চেয়ে বেশি আছে।
ব্যাপার না! দেহপসারিণীরাও অজুহাত দেয় পেটের তাগিদে ঐ কাজ করে, আর প্রথম আলো তো তাদের গডফাদার!
২৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮
মুহিব বলেছেন: অযথাই প্রথম আলোকে নিয়ে নেগেটিভ কথা বলা হয়। আর কেউ কি তাদের চেয়ে ভাল কিছু করে দেখিয়েছেন? আর যারা ৫৪ লাখ+ টাকা দিল তাদের বেশ্যা বলে হেয় করা কি ঠিক হল। আমি তো সূফি মানুষ, ১টাকাও তো দেই নাই। তাহলে সমাজের জন্য কে ভাল হল?
সব শেষে 'শো মাস্ট গো অন' বলেও একটা কথা আছে। কারো পক্ষে বললে দালাল বলে গালি না দিয়ে যুক্তি দিয়ে তুলে ধরুন। নয়ত অন্যজন আপনাকেও অণ্য কোন পক্ষের বলে গালি দিয়ে দিবে।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭
উড়োজাহাজ বলেছেন: প্রথম আলোর চামচামী না করে শিমু নাসেরের করা পোস্টের জবাবগুলো দেখে আসেন । তারপর হাম্বা রব করিয়েন।