![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যা, তারপর একদিন, সব শেষ হয়ে যাবে,
গতকাল প্রথমআলো কর্তৃক "মেরিল প্রথম আলো পুরষ্কার" আয়োজনের পক্ষে কথা বলে একটি পোস্ট দিয়েছিলাম।
প্রথম আলো-কে এক হাত নেওয়া সুযোগসন্ধানীদের উদ্দেশ্যে
সে পোস্টে বিভিন্ন সুধী ব্লগার রুচিশীল(!) কমেন্ট করে আমাকে প্রায় ধূলিসাৎ করে দিয়েছেন।
আমাকে জিজ্ঞেস করা হয়েছে মতি থেকে আমি কত নিয়েছি?
সত্যি কথাটা বলি, আমি প্রথম আলোর মেরিল-প্রথম আলো তহবিলে ৫৪ লাখ টাকা পোস্টটি দেখেই আমার পোস্টটি লিখেছিলাম।
আপনাদের এটা তো মানতে হবে, আহত মানুষগুলোকে, ক্ষতিগ্রস্থ মানুষগুলোকে শুধু আবেগ দিয়ে বাঁচানো যাবে না। টাকারও বড় প্রয়োজন। তবে ৫৪ লাখ টাকাকে কেন নিকুচি করা, এত ছোট করে দেখা।
অশ্লীলতায় ভরা একগাদা কমেন্ট করা হল, একজন আমাকে পোস্ট সরিয়ে নিতে বললেন।
মনটা আজ দুঃখ ভারাক্রান্ত। আপনারাই বিচার করেন।
২| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: আপনার ঐ পোষ্টে একটা ব্যান খাওয়া ছাগুকেও (বাকরুদ্ধ আমি নিক- ওর নামের উপর ক্লিক করে দেখুন) দেখলাম, আরো একটা পরিচিত ছাগুকে দেখলাম কমেন্ট করতে।
আর কমেন্টে কিছু হেফাজতী ছাগু আছে যারা নাচা গানা নিয়ে ঈদের মধ্যেও গালি দিয়ে কমেন্ট করবে। এদের কথায় হতাশ হওয়ার কিছু নাই। এরা ব্লগে ঘুড়ে বেড়ায় প্রেতাত্মার মত।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০০
আকাশ বন্ধু বলেছেন: View this link
৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৩
উড়োজাহাজ বলেছেন: আপনার জন্য এই জবাবটা আগের পোষ্টে দিয়ে এসেছি। এখানেও আবার দিলাম।
লেখক বলেছেন: দিগন্ত কি অর্থ সংগ্রহ করেছে? জেনে কথা বলবেন দয়া করে।
আমি বলছি না যে দিগন্ত ভালো কাজ করেছে। এই শোকের দিনে তাদের কাজ যেমন নিন্দনীয় তেমনি প্রথম আলোর এই উদ্যোগও নিন্দনীয়। তারা টাকা নেয় নাই এবং প্রথম আলো টাকা নিয়েছে। আমাকে একটা জিনিস বলতে পারেন- যে লোক তামাকের ব্যবসা করলো আবার ক্যান্সারের হাসপাতালের জন্য টাকা দিলো সে কি একজন প্রতারক নয়? আপনাদের বোধে আসে না কেন যে অর্থই সব নয়! অবৈধভাবে টাকা কামাই করে, সূদ ঘুষ খেয়ে টাকা দিয়ে যদি আপনি এতিমখানা চালান তাতে কি কোন লাভ হবে? চুরির টাকা দিয়ে হজ্বে যেয়ে লাভ আছে? দিগন্ত টিভির অনুষ্ঠানের সমালোচনা করে পোষ্ট দিয়ে দিলেন আর পয়সা উত্তোলন হলে বলে প্রথম আলোর প্রসংসা করলেন- এ কেমন আপনাদের দ্বৈতনীতি? একদিকে দিগন্ত টিভির মতো প্রতারকরা ধর্মের দোহাই দিয়ে, ইসলামের নামে ব্যাংক খুলে ব্যাবসা করবে অন্যদেকে শোকের দিনে নাচগান করে দূর্গতদের জন্য সাহায্য তুলবে- আপনারা পেয়েছেনটা কি? আমাদেরকে ধোকা দিয়ে আর কত উপরে উঠতে চান? সবগুলিতো একেকটা হারামখোর। তাদের হয়ে কেন আবার তর্ক করেন? প্রথম আলোর শুভাকা্ঙ্খী? তাহলে তাদের ভুলটাকে শোধরিয়ে দিতে এত বাধে কেন? চামচামী না করেও তো সৎ থাকা যায় সত্য কথা বলা যায়! আল্লাহ আপনাদের বোধোদয় করুন!
৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৩
*কুনোব্যাঙ* বলেছেন: হুমম আমিও বলেছি। বিচার করার কি আছে? কার কাছে বিচার চান? ঐ পোষ্টের কমেন্টের রিপ্লাই কোথায়? নতুন পোষ্ট দিয়ে নাকি কান্না করছেন কেন? ইচ্ছা থাকলে এত আয়োজন করে টাকা উঠাতে হয়না। অঞ্জন সাহেবরা কিন্তু তাদের স্কয়ার হসপিটালে ৫ জন আহত রোগীও ভর্তি করায় নাই। কারণ তাদের চিকিৎসা সব এলিট সোসাইটির জন্য। তারা তাদের লসের ভয়ে প্রোগ্রাম ক্যন্সেল করে নাই। হিসাবটা টাকার। এইটা কোন চ্যারিটি অনুষ্ঠান ছিলনা।
কথা আরো আছে। পোষ্ট ওয়াচে রাখলাম। আগে দেখি বিচার করতে কে আসে। আবারো বললা, কর্পোরেট বেনিয়াদের ৫৪ লাখ টাকার নিকুচি করি।
৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৩
*কুনোব্যাঙ* বলেছেন: *বললাম
৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৬
*কুনোব্যাঙ* বলেছেন: @দায়িত্ববান নাগরিক, কথা বুঝে শুনে বলবেন প্লিজ।
৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৯
উড়োজাহাজ বলেছেন: তাছাড়া সত্যিই যদি দূর্গতদের জন্য টাকা তুলে থাকে তো না হয় তর্কের খাতিরে ধরে নিলাম ভালো হয়েছে। কিন্তু এতে গলা বাজানোর এত কি দরকার? দান করে প্রকাশ করার মাঝে স্বার্থকতা কি? রসুলাল্লাহ বলেছেন একহাত দিয়ে দান করবে অপর হাত যেনো টের না পায়। কিন্তু আপনারা আপনাদের এই কাজকে বৈধ করার জন্য ঢোল বাজালেন। কিন্তু কেন? কি দরকার ছিলো এসবের। তারপরেও সমানতালে তর্ক করেই যা্চেছন। সত্যিই অবাক লাগে!
৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: *কুনোব্যাঙ*@
কথা বুঝে শুনেই বলেছি। একজন অসুস্থ বড় ভাইয়ের চিকিৎসার জন্য কনসার্টের আয়োজনে সক্রিয় ছিলাম। ফান্ড যোগার করতে যদি কনসার্ট করতে হয়, নাচাগানা করতে হয় খারাপের কিছু দেখিনা।
বরং এর বিরোধিতা করে যেসব শুশীলদের নাকি কান্না করতে দেখেছি তাদের উপরই বিরক্ত হয়েছি। সবাই কান্নাকাটি করলে কাজ করবে কে?
আমার মতামত কারো খারাপ লাগলে আমি দু:খিত।
১০| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৫
*কুনোব্যাঙ* বলেছেন: @দায়িত্ববান নাগরিক, আপনার কি মনেহয় প্রথম আলো গং গতকালের অনুষ্ঠান ফান্ড কালেকশনের জন্য করেছে? সোজা উত্তর হচ্ছে, না। তাহলে একটার সাথে আরেকটা মিশানোর যৌক্তিকতা কি? চীন মৈত্রীর ভাড়া, শিল্পীদের পারফর্মেন্সের টাকা এগুলো যাতে গাট্টা না যায় তার কারণে তারা অনুষ্ঠানের শিডিউল চেঞ্জ করেনাই। মেরিল প্রথম আলো পুরষ্কারের সাথে ডোনেশনের সম্পর্ক কি?
আর চ্যারিটির জন্য টাকা সংগ্রহের বিভিন্ন ইভেন্টে শুধু আপনি না প্রায় সবাইই কোন না কোন সময় জড়িত হয় বিশেষ করে ক্যাম্পাস লাইফে। এটা প্রায় সবারই একটা কমন অভিজ্ঞতা।
১১| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: হমম অবশ্যই কমন। তাহলে দুইটার মধ্যে কেনো পার্থক্য খুজছেন। এমন না যে প্রথম আলো এই প্রথম কোনো ভালো কাজে জড়িত হচ্ছে গা বাচাতে। এর আগেও তারা সক্রিয় ছিল। আমার কথা যাকে যার কাজ করতে দিন। এত টানাটানি কেনো?
১২| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৯
জুবায়ে১২ বলেছেন: কেন হাছা কথায় আপনার গায়ে লাগ্লো কেন ?
আপনি ৫৪ লাখ টাকা দিছে বলছেন কিন্তু কোটি কোটি টাকা যে লাভ করল তা দেখলেন না ?
যে টাকা দিয়ে এরা প্রোগ্রাম করেছে তা যদি দিত তাহলে বুঝতাম এরা কাজ করসে একটা ।
পুজিবাদি স্বার্থে তারা নিজেদের কামাই ঠিকই রেখেছে ।দরদী হয়ে তারা এই টাকা দেই নাই । এদের কাছে নিজেদের স্বার্থ আগে ।
কথিত টাকা দান মানুষের কাছে ভালো সাজার জন্য চলনা মাত্র ।
২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৭
সবজান্তা-সব জানে বলেছেন: ভাই, দরদে দ্রবীভূত হয়ে দিয়েছে না ফাঁদে পরে দিয়েছে এটা তাদের ব্যাপার। আমাদের সাহায্য পেলেই হল।
তারা কোটি টাকা আয় করেছে বলে সবটাই দিয়ে দেবে, এটাই কি বলতে চাইছেন?
১৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: জুবায়ে১২ @ আর কোন কোন পুজিবাদী সংস্থা ৫০ লাখ টাকা ডোনেট করছে সে হিসেবটাও দিন। আর প্রথম আলো অবশ্যই কোনো দাতব্য সংস্থা নয়। যার কাজ তাকে করতে দিন। সব বিষয়ে আপনাদের এত সমস্যা কেনো?
আসলে আমাদের মধ্যেই সমস্যা আছে যে আমরা খুজে খুজে দোষটাই আগে বের করি। দু:খজনক।
১৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩০
*কুনোব্যাঙ* বলেছেন: কারণ মানুষের কান্নার রোলটা তারা ধরতে পারেনাই। আলো ঝলমলে পরিবেশে তারা তাদের কর্পোরেট বাণিজ্যের বার্ষিক বিনোদনমূলক অনুষ্ঠান চালিয়ে গেছে। ৫৪ লাখ টাকা এটা স্রেফ লোক দেখানো। দেখেন না, কত ভাবে এটার প্রচার চালিয়ে যাচ্ছে। কি পরিমাণ সাধারণ মানুষ যে আন্তরিক ভাবে দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছে বা সাথে থেকেছে সেটা ঢাকা বা তার আশেপাশে না থাকলে ধারণাই করতে পারবেন না। সারা দেশ যখন কাঁদে তখন কর্পোরেটদের বার্ষিক আলো ঝলমলে অনুষ্ঠান। তাতেও আপত্তি নাই, তাদের কাজ তারা করছে। কিন্তু আপত্তিটা হচ্ছে এটাকে চ্যারিটি লেবেল দেয়াটা। দুর্গতদের জন্য কনসার্ট বলে প্রচারণা চালানোটা। সাধারণ সার্থহীন নিভৃতচারী মানুষদের নিঃসার্থ সহমর্মিতাকে ইনসাল্ট করা।
১৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৮
তামিম ইবনে আমান বলেছেন: নাচা গানা হালাল করার জন্য এই টাকা তোলা হয়েছে। উল্টো দিক থেকে চিন্তা করুন।
১৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: আহত ৫০ ব্যক্তির চিকিৎসার দায়িত্ব গ্রহণ
সোজা দিকে চিন্তা করতেই আমি কমফোর্ট ফিল করি। এই উদ্যোগগুলোকে স্বাগত জানাতে কার্পন্য করতে চাই না।
১৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:০১
*কুনোব্যাঙ* বলেছেন: অবশ্যই ভালো উদ্যেগ। তবে ব্যাপারটা যদি অঞ্জন চৌধুরী বা মতিউর রহমান মেরিল প্রথম আলো তারকা পুরষ্কারের সাথে না মিলাত তাহলে মানুষের ভালোবাসা পেত বাট একটা বাণিজ্যকে আড়াল করতে গিয়ে তাদের চ্যারিটির এই বিগিনিংটা অনেকটা দৃষ্টি কটু।
আর অঞ্জন চৌধুরীদের মত মানুষদের ৫০ না ৫০০ জনের চিকিৎসা ভার নেয়ার সামর্থ্য আছে নিজের দৈনন্দিন বাজারের কোনরূপ ব্যাত্যয় না ঘটিয়েই। কিন্তু যে পিকআপ ড্রাইভার সারাদিন আয়ের পর সেই টাকায় তার পরিবারের জন্য বাজার নিয়ে যায় সেই ড্রাইভার যখন তার পরিবারের সন্তানের একদিনের ভালো বাজারের কথা না ভেবে সারাদিন সাভারে বিভিন্ন প্রয়োজনীয় উপকরণের সরবরাহ দিয়েছে সম্পুর্ণ বিনামূল্যে সেটার প্রচার কিন্তু পত্রিকার শেষের পাতায় কেন ভেতরের পাতার এক কলাম ইঞ্চিতেও আসবেনা কারণ বাজারে তার কোন চলতি প্রোডাক্ট নাই যে চ্যারিটির মাধ্যমে তার পণ্যের প্রচারের প্রয়োজন। সে চায়ও না তার এমন কোন ভাবনাও নেই। কিন্তু তার তার অনুপাতে এই ত্যাগ অনেক অনেক বড় এবং মহৎ। আর কর্পোরেটদের ইনলাস্টটা এখানে। আমাদের স্থানীয় সমাজ ব্যবস্থা এখনও অতটা পুঁজিবাদী হয়ে উঠেনি যে শুধুমাত্র টাকার অংকের হিসেবের উপর ভর তার গুরুত্ব বেড়ে যাবে।
১৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৩
মরু বালক বলেছেন:
দালাল নাগরিকের তত্ত্ব মতে, উনার বাপ মারা গেলে, শিল্পী ভাড়া করে নাচা-গানা করে সেলিব্রেট করে, উনাকে সান্ত্বনা দেয়ার অনুরধ করি তার আত্মীয় স্বজন কাছে !!!!
২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১০
সবজান্তা-সব জানে বলেছেন: এখানে আবেগ নয়, টাকার কথা আসছে।
১৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: মরু ছাগুটা আইছে রে ! :-<
২০| ২৮ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:২১
মরু বালক বলেছেন:
আরে দালাল .....!!
ভালোকে নেয়ার মতো "মন" থাকলে এই অসুন্দরের গান গাইতেন না !!
.
.
একখান রিকু দেন লেখক কে , ব্লক করার জন্য
২১| ২৮ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: মরু ছাগু@ রাজাকার বাচাতে নাচাগানা করলে ঠিকই লাফাতে লাফাতে নাচতে আসতি।
মরু ছাগু তোরে ব্যান করতে রিকু দিতে হবে না। ল্যাদাইতে থাক ব্লগে, কবে ব্যান খাবি বুঝতে পারবি না।
২২| ২৮ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৬
হুমায়ুন তোরাব বলেছেন: ei bristi veja rate tumi nei bole smy amar kate na...
osthir ekta gan,
artcell er gantar link lagle bolben,google theke jogar kre dimu.
apnaraO paren.
২৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: তোরাব মিয়া @ তোমারে চেনা হয়ে গেছে।
২৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৮
হুমায়ুন তোরাব বলেছেন: @nagorik vai
ekhono chenar baki ase re vai,
pore aro janben...
twist ase...
r chagu or hefajoti ei duitar kono tai ami na.(tbe hefajoter proti ami soft,eta true.)
smy hok then jante parben who is humayun torab.
pore kotha hobe,
xam ase.
take care nagorik vai.
২৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৭
মরু বালক বলেছেন:
দায়িত্ববান নাগরিক বলেছেন: মরু ছাগু@ রাজাকার বাচাতে নাচাগানা করলে ঠিকই লাফাতে লাফাতে নাচতে আসতি।
মরু ছাগু তোরে ব্যান করতে রিকু দিতে হবে না। ল্যাদাইতে থাক ব্লগে, কবে ব্যান খাবি বুঝতে পারবি না।
.
.
.
ব্লগ দারোয়ান শব্দটা অনেক দিন ব্যাবহার হচ্ছেনা....... কেউ ইচ্ছা করে নিজের দিকে টেনে নেবেন না , প্লীজ লাগে
২৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪১
বোকা ইনদুর বলেছেন: প্রথমআলো এর আগেও বিভিন্ন দূর্যোগে সাহায্য উঠাইছে, কখোনই নাইচা-গায়া টাকা উঠাইতে দেখি নাই। এবারের ব্যাপারটা অবশ্যই চোখে পড়ার মতো।
অনুষ্ঠান ছাড়াও যদি তারা চ্যারিটির আহ্বান করতো, সবাই পূর্বের মতোই এগিয়ে আসতো তাতে কোন সন্দেহ নাই
২৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৮
রাজনীতির ভাষা বলেছেন: অজগর প্রথম আলো।
২৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: হুমায়ুন তোরাব @ তোমার টুইষ্ট আর মনে হয় দেখাতে হবে না। আমি জানি তুমি কি। আর্জেলের পোষ্ট শেয়ার দেয়ার সময়ই বুঝতে পারছি। তুমি হলে ফারাবির দলের লোক। ফারাবীরে চেনো তো? না চিনলে চেনায়ে দেব।
২৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৬
সবজান্তা-সব জানে বলেছেন: তর্ক বিতর্ক অনেক হল। আসল কথা হল, প্রথম আলোর প্রতি অনেকেরই বহুদিনের তীব্র আক্রোশ রয়েছে।(প্রথম আলোর লেখা যাদের স্বার্থে আঘাত করেছে)।
আমি বহুদিন ধরে প্রথম আলোর পাঠক। কারন অন্য যেকোনো পত্রিকার তুলনায় এখানেই সত্যি ও সুন্দর সংবাদ ছাপানো হয়।
যাই হোক, পোস্টটির কারনে অনেকের আঁতে ঘা লেগেছে। ভবিষ্যতে চেষ্টা করব আপনাদের আঁতে ঘা না দিতে।
৩০| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
মরু বালক বলেছেন:
তর্ক বিতর্ক অনেক হল। আসল কথা হল, প্রথম আলোর প্রতি অনেকেরই বহুদিনের তীব্র আক্রোশ রয়েছে।(প্রথম আলোর লেখা যাদের স্বার্থে আঘাত করেছে)।
.
.
.
আচ্ছা, আব্দুল হাই সাহেবের সেই লিখায় কি আপনার আঁতে ঘা লেগেছিল ???
জানতে মুঞ্চায় !!!!!
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৪
সবজান্তা-সব জানে বলেছেন: মুঞ্চাইলেই তো হবে না
মুন তো কত কিছুই চাই
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: মন খারাপ করবেন না। ফালতু লোকের সংখ্যা একটু বেশি। ৫৪ লাখ টাকা যদি ফান্ডে দেয় তলে তলে এরাই মারার জন্য ঝাপিয়ে পড়বে। আর ব্লগে এসে গলাবাজি পৃথিবী উল্টাবে ! মুখের কথায় চিড়া ভেজে না, এদের টাইপ করার সময় তা খেয়াল থাকে না।
প্রথম আলোকে আমি স্বাগত জানাই।