![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যা, তারপর একদিন, সব শেষ হয়ে যাবে,
একটা ঘটনা ঘটেছে আমাদের দেশে, সামিউল হত্যাকান্ড। হত্যাকান্ডের বিবিরণ পড়ার পর আমার একটা লেখা "দৃষ্টিকোণ" শেয়ার না করে পারলাম না। এভাবেও মিলে যায়? আমি দুর্ভাগ্যবান, আমার একটা লেখার অন্তিম সমাপ্তি বরণ করতে হল সামিউল কেও। ছোট্ট সামিউলের কাছে আমরা ক্ষমা ছাড়া আর কিছুই চাইতে পারি না, তবুও চোখ ভিজে যায়, এত মর্মান্তিক! তার পুরো নাম সামিউল আলম রাজন। আর আমার গল্পের নায়ক, যদিও চোর, তবুও নায়ক, নাম আকিব। এই গল্পে একটা লাইন আছে, সেটা হল, ইতেরে মারি ফেলা। এটা আমার তৈরি নয়। এক ভাইয়ার কাছে শুনেছিলাম, তিনি নিজে এক লোককে এ কথা বলতে শুনেছেন এক চোরকে গনপিটুনি দেওয়ার সময়। সেটা ২০০৯ সালের দিকের কথা। আমি সেদিন ই ঠিক করি এমন একটা গল্প লিখব। এর ঠিক ছয় বছর পর আমি "দৃষ্টিকোণ" গল্পটা লিখি।
লিংকঃ দৃষ্টিকোণ
©somewhere in net ltd.