![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী । মানুষকে শুধু মানুষ হিসেবে মুল্য দিতে শিখুন , অর্থের মাপকাঠিতে নয় । সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই ।
প্রায় চার - পাঁচ মাস পর সামুতে প্রবেশ করলাম । বিগত দিনগুলিতে বহুবার চেষ্টা করেছি সামুতে আসার জন্যে । কিন্তু জানি না কেন জানি somewhereinblog লিখে সার্চ দিলেই server not font এমন লিখা আসত । তাই এতদিন সামুতে আসতে পারিনি । গতকাল একইভাবে সার্চ করে দেখি সাথে সাথে ওপেন হয়ে গেছে ।
বিগত দিনগুলোতে সামু এবং আমার পরিচিত সকল ব্লগার বন্ধুদের খুভ মিস করেছি । আমি ভেবেছিলাম সামুতে বুঝি আর আসা হবে না ।
যাই হোক , কেমন আছেন আপনারা সবাই ?
অবশ্যই খুভ ভালো ।
আশা করি এখন থেকে নিয়মিত আপনার সাথে শেয়ার করতে পারব ।
ভালো থাকবেন সবাই ।
শুভ রাত্রি ।
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৯
আ.হ.ম. সবুজ বলেছেন: ধন্যবাদ ।
২| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬
শ্রাবণ জল বলেছেন: ওয়েলকাম ব্যাক, ভাই।
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:২২
আ.হ.ম. সবুজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:২২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
স্বাগতম।
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:০২
আ.হ.ম. সবুজ বলেছেন: আপনার বাসায় গিয়েছিলাম , কিন্তু আপনি ছিলেন না ।
স্বাগতম আপনাকেও ।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬
সুজন পাল বলেছেন: স্বাগতম।