নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকুন ভালো ভাবে বাঁচার জন্য

পৃথিবীটা যদি একটা বিশাল নদী হয় , তবে আমি ভাববো পৃথিবীর উপর আমি একটি ভাসমান নৌকা । যার ধর্মই হচ্ছে বয়ে চলা ।

আ.হ.ম. সবুজ

প্রবাসী । মানুষকে শুধু মানুষ হিসেবে মুল্য দিতে শিখুন , অর্থের মাপকাঠিতে নয় । সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই ।

আ.হ.ম. সবুজ › বিস্তারিত পোস্টঃ

আমি চেয়ে আছি.........।

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৩

আমি চেয়ে আছি

- রবীন্দ্রনাথ ঠাকুর



আমি চেয়ে আছি তোমাদের সবা-পানে।

স্থান দাও মোরে সকলের মাঝখানে।

নীচে সব-নীচে এ ধূলির ধরণীতে

যেথা আসনের মূল্য না হয় দিতে,

যেথা রেখা দিয়ে ভাগ করা নাই কিছু,

যেথা ভেদ নাই মানে আর অপমানে।

স্থান দাও সেথা সকলের মাঝখানে।



যেথা বাহিরের আবরণ নাহি রয়,

যেথা আপনার উলঙ্গ পরিচয়।

আমার বলিয়া কিছু নাই একেবারে

এ সত্য যেথা নাহি ঢাকে আপনারে,

সেথায় দাঁড়ায়ে নিলাজ দৈন্য মম

ভরিয়া লইব তাঁহার পরম দানে।

স্থান দাও মোরে সকলের মাঝখানে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.