নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহা কালের আবর্তনে আমিও এক যাত্রী ....

মহা কালের আবর্তনে আমিও এক যাত্রী।

গরু গুরু

আমি আপনি আমরা ....

গরু গুরু › বিস্তারিত পোস্টঃ

কিছু জিনিশ ভাবতে হয়।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

একটা মেয়ে বার বার নির্যাতিত হচ্ছে, একটার পর একটা থাপ্পর খাচ্ছে তার পরেও ছেলেটিকে ছেড়ে যাওয়ার কোনো প্রতিকৃয়া নাই। কিন্তু কেনো?

#মেয়েটাকেকি ছেলেটা কিনে নিয়েছে?
# নাকি এমন কোনো ভাবে ওকে আবদ্ধ করা হয়েছে, সহজ ভাষায় যেটাকে আমরা "ব্লেকমেইল" বলি?

ভিডিওটি ভালো ভাবে দেখলে অনুমান করা যায় এখানে দ্বিতীয় কারনটাই বিদ্ধমান। মেয়েটা ছেলেটার কাছে কোনো ভাবে আবদ্ধ হয়ে পরেছে।

যদি প্রশ্ন করি, কি সেই আবদ্ধ করন জাল?
একশ জনের মধ্য নিরানব্বই জনই উত্তর দিবেন হয়ত " গোপন ভিডিও। কিসের ভিডিও সেটাকি আর বলতে হবে?

এখন প্রশ্ন হল ছেলের কাছে ওই ভিডিও কিভাবে গেলো? কিভাবে পেলো?
একা একাতো আর সম্ভব না! নিশ্চই এতে নির্যাতিত মেয়ের কিছুটা ভুমিকা ছিল।

ওই ছেলে যে কাজ করল এর শাস্তি কি হবে সেটা আইন নির্ধারকরাই বলতে পারেন। কিন্তু এমন কয়টা ছেলেকে কি শাস্তি পেতে দেখেছি আমরা? কোথায় গিয়ে দাড়িয়েছে আমাদের আইন শাসন বিচার ব্যাবস্থা ভাবতে পারেন?

আইন বিচার শাসন যতকখান নষ্ট তার চাইতে হাজার গুন বেশি নষ্ট হয়ে গেছে আমাদের নীতি নৈতিকতা। আমাদের ছেলে মেয়েরা আজ লাজ লজ্জার মাতা খেয়ে যা ইচ্ছা তাই করছে।আর ভুক্তভোগী করে যাচ্ছে গুটা সমাজকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.