নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা দেশের মন্ত্রী যখন কোন যোগাযোগ মাধ্যমের মালিকের পেছনের আসনে বসে নিজেকে গর্বিত মনে করে তাকে আপনি কি বলবেন? আবার নির্লজ্জভাবে ছবি তুলে তা প্রকাশ করে।
আমাদের স্মমানিত! পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম এমনই কাণ্ড ঘটিয়েছেন। মার্ক জোকারবার্গের পেছনের চ্যায়ারে বসতে পারার গর্বে তিনি এখন গর্ববতি।
শাহরুখ খানের অনুষ্ঠানে আওয়ামী বলদ মন্ত্রীগুলো গিয়ে কি করেছিল সেটাত সবাই দেখেছেন। সে কথা আর না বলি।
রানা প্লাজা ধসের পর একটি আন্তর্জাতিক নিউজ চ্যানেল আমাদের প্রধান মন্ত্রীর ইন্টার্ভিউ নিতে আসে। ১৫ মিনিটের সেই ইন্টার্ভিউ দিতে প্রধানমন্ত্রী প্রায় সারে ৩ ঘন্টা মেকাপরুমে ব্যয় করেছিলেন। যদিও এটা একটা মর্মষ্পর্ষী ঘটনা, তার পরেও মেকাপ তাকে নিতেই হবে।
এই হল আমাদের আপাদমস্তক মন্ত্রীসভার হাল হকীকত। আর এমনি পুড়া কপাল যে, এমন পাগল ছাগল মন্ত্রি কেবল আমাদের ভাগ্যেই ঝুটেছে।
জ্ঞানিজনেরা বলেন, যখন কোনো জাতি তাদের পদমর্যাদা ভুলে যায় এবং আত্মসম্মান হারিয়ে ফেলে, সেই জাতির ধ্বংস অনিবার্য।
তবে কি আমাদের ধ্বংস অনিবার্য?
এগুলো কি ধ্বংসের পথে আরো একধাপ এগিয়ে যাওয়ার নিদর্শন?
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
গরু গুরু বলেছেন: তিনিত সেখানে ব্যক্তি শাহরিয়ার নয়, বাংলাদেশের প্রতিমন্ত্রী হয়েই গেছেন। সেটা তার মনে রাখা দরকার ছিল।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৪৬
কলাবাগান১ বলেছেন: মার্ক জোকারবার্গের জুতা কালির যোগ্যতা শুধু মাত্র 'কি করি আজ ভেবে না পাই' এর আছে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪
গরু গুরু বলেছেন: জুকারবার্গ কেনো, আত্মসম্মান বোধ থাকলে তিনি অবামার পেছনে বসলেও এমনটা করতে পারতেন না।
তাও যদি সামনের চেয়ারে বসতে পারত
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২৪
সেয়ানা ০১ বলেছেন: ৫ ই জানুয়ারীর ভূয়া ইলেকশনের পর হাসিনা আরব আমিরাতে গিয়া দুবাই শহরের মেয়রের সাথে সাক্ষাত করার সময় মেয়র ছিল বসে, আর হাসিনা ছিল দাড়িয়ে !! সেই ছবি আবার দুবাইয়ের বিভিন্ন পত্রিকায় ছাপাও হয়েছে !! জোর করে গদি দখলকারী স্বৈরাচারী শাসকদের লাজ শরম থাকে না|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬
গরু গুরু বলেছেন: হ্যা, পত্রিকায় দেখেছি।
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২৬
সেয়ানা ০১ বলেছেন: শাহরিয়ার আলমের কি যোগ্যতা আছে ঐ রুমে ঢোকার ? তা-ও ওবৈধ সরকারের পাতি মন্ত্রী হওয়াতে ঐ রুমে যাবার সুযোগ পাইছে .....
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯
গরু গুরু বলেছেন: তা বটে শাহরিয়ার নিজের যুগ্যতাবলে নয়, বরং বাংলাদেশের ওখানে যেতে পেরেছে। বৈধ মন্ত্রী হোক আর অবৈধ মন্ত্রী হোক সে কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে একথা গাধাটার মাতায় রাখা উচিৎ ছিল।
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @কলাবাগান১
থ্যাংকস্,দ্যাটস আ কমপ্লিমেন্ট
দেখি জোকারবার্গকে বলে আপনাকেও রিক্রুট করা যায় কিনা
আপনার নাসিকা গলানোর দক্ষতায় আমি মুগ্ধ......কি পোষ্টে কি কমেন্ট!!!
ব্রিলিয়ান্ট
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @সেয়ানা.......
ভাই সেয়ানা সা ব ধা ন
কলাবাগান১ তোমায় ছাড়বেনা
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০১
কলাবাগান১ বলেছেন: আপানদের গা কেন জ্বলে তা সবাই বুঝে। অনেকদিন হয়ে গেল গাড়ীতে বাংলাদেশের রক্তস্নাত পতাকাটা উড়ছে না
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @কলাবাগান১
বাব্বাহ,আপনি মশাই অন্তর্যামীও বটে
আপনার গুণের দেখি কোনো কূল কিনারা নাই.............!!!
কারপ গা জ্বলুক আর না জ্বলুক,একজন যে অযথাই জ্বলে পুড়ে গায়ে পড়ে লাগছেন এটা কিন্তু পরিষ্কার।
৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৬
সেয়ানা ০১ বলেছেন: @কি করি: ভাই, ঐ টা ১ নম্বর কম্বল চোরলীগের আন্ধা সমর্থক, তারে মাফ কইরা দেন !
১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: যখন কোনো জাতি তাদের পদমর্যাদা ভুলে যায় এবং আত্মসম্মান হারিয়ে ফেলে, সেই জাতির ধ্বংস অনিবার্য।
তবে কি আমাদের ধ্বংস অনিবার্য?
এগুলো কি ধ্বংসের পথে আরো একধাপ এগিয়ে যাওয়ার নিদর্শন?
+++
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩
গরু গুরু বলেছেন: ধন্যবাদ
১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১২
গরু গুরু বলেছেন: আহা তর্ক বেশ জমেছে। আমরা আম পাবলেকেরা বসে বসে বিতর্ক শোনি আর ইলিষ খিচুড়ি খাই..
১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২২
ঢাকাবাসী বলেছেন: দক্ষতা যোগ্যতা শিক্ষা ভদ্রতা এসব বিচার করলে দুনিয়ার সবচাইতে নিকৃস্ট........
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩২
গরু গুরু বলেছেন: বাকী রাখলেন কেনো? বলে দিন
১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৮
মিহির সাহা বলেছেন:
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৫
গরু গুরু বলেছেন: এইরকম লাফাচ্ছেন কেনো দাদা?
১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৭
মাহাথির বলেছেন: আনন্দের অতিশায্য।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩১
গরু গুরু বলেছেন: কেনো?
©somewhere in net ltd.
১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যদি বলেন বাংলাদেশ নামক রাষ্ট্রের পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পদমর্যাদা তবে আপনার সাথে সহমত।
আর ব্যক্তি শাহরিয়ার আলমের কথা বললে বলবো মার্ক জোকারবার্গের জুতা কালির যোগ্যতা তার নাই,পিছনের চেয়ারে বসে গর্ভবতী তিনি হতেই পারেন।