নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি বলেছেন
"একবার না পারিলে দেখ শতবার"
বাঙ্গালীরা আসলেই নাছোড়বান্দা। শিকার পদ্ধতির গলদে ইটালিয়ান পাখি শিকার করে কাজতো হয়ই-নি। উল্টো শিকারি নিজেই শিকারে পরিনত হয়েছে।
তাই এবার বেচেছে জাপানি পাখি। বাহ বেসত, এবার নিখোত ভাবেই কাজটা করতে পেরেছে। অন্তত সেই প্রেচাষ্টাযে করেছে তা বলা যায়। বায়ুবিয় ওয়েভসাইটের অপেক্ষা না করে ক্লাশ এইটের একটা বাচ্ছা পাখিকে ফাদে আটকে দেওয়া হয়েছে। ভালোত ভালোনা....
কত ঢিলে কত পাখি শিকার করতে হবে জানিনা। যে করেই হোক জঙ্গলটাযে পাখিদের জন্য বেশ ভয়ঙ্গকর প্রমান করিতেই হইবে।তবেইত জঙ্গলে দশ্যেপনার পথটা সহজ হবে।
আমাদেরকে নতুন একটা তকমা দেওয়া হয়েছে। "মধ্যম আয়ের দেশ" তকমাটা যদিও কাগজে পত্রে। তদাপি আন্তর্জাতিক বিনীয়োগ সংস্থাগুলোকে আকৃষ্ট করতে তকমাটার খুব প্রয়োজন ছিল।
গতকালক মিডিয়ায় এসেছে , বাংলাদেশের "মধ্যম আয়ের দেশ" তালিকায় চলে আসার সংবাদ। আজকের মিডিয়ায় আসবে মধ্যম আয়ের দেশে জাপানি বিনীয়োগ কারি খুন।
এবার বলুন কায়জন বিনিয়োগকারির বোকের পাটা আছে এমন মধ্যম আয়ের দেশে এসে বিয়িয়োগের দুশাহস দেখাবে?
এটাতো যে কোনো পাগলও বুঝে! নিজের নাককেটে পরের যাত্রা ভঙ্গ। নাক কাটার সাথে পাশের ঘরের মাশিমনীরাযে সম্পৃক না এটাইবা বলি কি করে? মায়ের থেকে মাসির কদর বেড়ে গেলে এমনটাই হয়। মাসিমনিদের কথায় কান ধরে উটবস করে ক্ষমতার স্বাধ নিচ্ছেন নিন। তবে কবেযে মাসিমনি পাছার নিছে কলম পুতে রাখবে সেটা ঢুকিবে মাত্রই টের পাইবেন।
০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:১২
গরু গুরু বলেছেন: "সরকার" ওই বস্তু দেশে আছে নাকি?
২| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৫
সাইবার অভিযত্রী বলেছেন: জয় বাংলা
০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:১২
গরু গুরু বলেছেন: অভিযাত্রা শুভ হউক। জয় বাংলা।
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৬
গেম চেঞ্জার বলেছেন: আসলে দেশের যে কি হচ্ছে না হচ্ছে সেটা না দেখে কি সরকার চোখ বন্ধ করে দিব্যি বসে আছে??