নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহা কালের আবর্তনে আমিও এক যাত্রী ....

মহা কালের আবর্তনে আমিও এক যাত্রী।

গরু গুরু

আমি আপনি আমরা ....

গরু গুরু › বিস্তারিত পোস্টঃ

কাঠাঁল পাতা চিবালে যদি কবি হওয়া যাইত,তাহলে পৃথিবীর শ্রেষ্ট কবিতা ম্যা ম্যা হইত।

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২২

জৈনিক কবি একখানা ব্লগ প্রসব করিয়াছেন "ঢাকা ফালতু শহর!]!"।
তিনি যে বিস্ময়কর যুক্তিতে মহান উক্তিখানা করিয়াছেন তাহা হইল যথা ক্রমে,
১- ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের ফটকে কেনো 'যখন আমি অসুস্থ হই, তখন আল্লাহ আমাকে সুস্থ করেন...' এই বাক্য খানা লিখা হইয়াছে।
২- ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের পাশ ধরে দুই মাইল হেটেও তিনি ফ্লেক্সিলোড পান নাই।
আহা সে কি যুক্তি মাইরি!!!!!
---------------------
এইবার জৈনিক গরু গুরু হইয়া কবিকে কিছু বলিতেছে,
আশা করিব কিছুক্ষনের জন্য কাঠাল পাতা রাখিয়া কথা গুলোয় মনোনিবেশ করিবেন।

কথা নাম্বার ১,হাসপাতালের গায়ে ইসলামী বাণি দেখিয়া আপনার অনুভূতির দণ্ডে আঘাত লাগিল। ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল তার গায়ে ইসলামি বাক্য লেখিবে না কি লেখিবে? তারাতো লিখে নাই এখানে ইসলাম ধর্মের লোক ছাড়া অন্য কারো চিকিৎসা দেওয়া হইবে না। আর হাসপাতালের নামের সাথেইতো ইসলাম যুক্ত! কবি সাহেব বোধহ্য় খেয়াল করেন নাই, খেয়াল করিলে উনার দুর্বল ডণ্ড নিয়ে ভেতরে যাইবার সাহস দেখাইতেন না।

কথা নাম্বার দুইঃ ফেক্সি লোডের জন্য দুই মাইল হাটিয়াছেন সেই জন্য ঢাকা শহর বাসের অনুপযোগি হইয়া গেলো? কেনো ভাই আপনি এতো কিপটা কেনো? একটা রিক্সা নিলেইতো পারিতেন। রিক্সা ভাড়া ছিল না, নাকি রিক্সায় চড়িতেও আপনার চেতনার ডণ্ডে আঘাত লাগিবে?
------------------------------

আহা কাঠাল পাতা রাখেনতো!!!!!! কথা শোনেন।

# দুইমাইল হাটিতে গিয়া নিশ্চই পথি মধ্য পান, সিগারেট, ঝাল মুড়ি, চানাচুর অথবা কাঠাঁল পাতা কিছুত খাইয়াছেন। এবার ভালো করিয়া মনে করিবার চেষ্টা করুনত খাওয়ার পরে চানাচুরের প্যাকেট, সিগারেটের ফিল্টার অথবা পানের পিক কোথায় ফালাইয়াছেন? নিশচই রাস্তায় তাইনা?
# ড্রেইনের পাশে বসিয়া অন্তুত একবার পশ্রাবতো করিয়াছেন। আপনি না করিলে অনেকেই তাহা সগৌরবে করিয়া থাকেন।
# ফোটপাতে ফেক্সির দোকান খোজিয়াছেন। পান নাই বলিয়া রাগ করিলেন। আচ্ছা ফ্লেক্সির দোকান কি ফুটপাতে থাকিবার কথা?

জবনিকাঃ শহর খারাপ হয় কেমনে ভাই? খারাপ হয় শহরের মানুষেরা। যারা প্রতিনিয়ত নোংরা করে আমাদের শহরকে।

মন্তব্যঃ ঢাকা শহর ফালতু, ঢাকা শহর বাসের উপযোগী নয়। একথাটা আসলে এভাবে হইবে, ঢাকা শহরে যারা বাস করে তারাই ফালতু। এরা ঢাকায় বাস করার উপযুক্ত নয়।


অতএব..... কাঠাঁল পাতা রাখেন, দেশের জন্য, শহরের জন্য কিছু করুন।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫২

সুপ্রিয় পাঠক বলেছেন: ফাটায়া দিসেন।

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০৭

গরু গুরু বলেছেন: না ভাই। আমি ফাটানোর পক্ষে না। পারলে ফাটা ফুটু জুরা লাগাই।
ধন্যবাদ

২| ০৫ ই অক্টোবর, ২০১৫ ভোর ৪:১৯

শ্মশান বাসী বলেছেন: জৈনিক!!!

০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৬

গরু গুরু বলেছেন: হ্য জৈনিক, যদিও তিনি অলিক কেউ নয়। প্রথম পাথায়ই উনাকে মাঝে মধ্য পেয়ে থাকি

৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: # ফোটপাতে ফেক্সির দোকান খোজিয়াছেন। পান নাই বলিয়া রাগ করিলেন। আচ্ছা ফ্লেক্সির দোকান কি ফুটপাতে থাকিবার কথা?

হা হা হা
মাথা বটে একখান।
গরু গুরু বলেছেন: আপনাদের অনুভুতি ইন্দ্রিয় দুর্বল, তাই আঘাত লাগে।
ব্লগে ইদানিং কাঠাল পাতা খেকুদের পরিমান বাড়ছে।
১০০% এগ্রি

০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৩

গরু গুরু বলেছেন: মন্তব্যের প্রথমাংশ মালুম হইল নাহে ভ্রাতা।

তথাপি ধন্যবাদ

৪| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১২

ডাঃ মারজান বলেছেন: ব্লগ প্রসব করিয়াছেন "ঢাকা ফালতু শহর!!" শুরুটাই চরম। ভালই জাবর কাটছেন ভাই। ধন্যবাদ।

০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৮

গরু গুরু বলেছেন: জাবর কাটার প্রতিযোগিতা না কী!

৫| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৮

মোবাশ্বের হোসেন বলেছেন: অনুভুতি তে আঘাতের কি দেখলেন সে, আমি বুজলাম না , মিশনারী হাসপতালে যখন যিশুর বাণী থাকে তখন উনাদের ধর্মীয় অনুভুতির চেতনা কি মরে যাই ? নাকি ইসলামের কথাই উনাদের চুলকানি হয়? ইসলামী ব্যাঙ্ক হাসপতাল ও একটি মিশনারী হাসপতাল। সুতরাং উনাদের ধমীয় চেতনা যদি এতোই রগরগে হয় তবে ওদিকে না যাইলে পারে। উনাদের মত কিছু লোকের বদ অভ্যাস হয়ে দাড়িয়েছে শুধু ইসলাম দেখলে চুলকাই। কোথায় চুলকায় তা যদি উনারা বলত, তাহলে ওখানে ভালোভাবে চুলকাইয়া গা করে দিতে পারতাম।

০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২২

গরু গুরু বলেছেন: উনাদের চেতনা বড়ই আজব বস্তু। ইহা চুলকাইলে সমস্যা, না চুলকাইলেও সমস্যা।

তবে চেতনার ডণ্ডখানা কাটিয়া লইলে সব অসুখ সারিবে মাইরি।

৬| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বলিয়াছি মাথা বটে একখান
গরুর হয়নাই মালুম;
ব্যাঘ্র হইলে দিতুম থাবা
হালুম বলিয়া খালুম।

গুরু যদি হও তবে
বুঝে নাও বাছা;
তোমারই কীর্তণ তব
কহিয়াছি হাছা।

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪১

গরু গুরু বলেছেন: বেশ বেশ বেশ। আহা বেশ বেশ বেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.