![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
অাধেক গল্পঃ১" জানালার কাঁচ "
কুকুরটি ঘেঁউ ঘেঁউ ডাকে, নাক ডাকা ঘুম ভেঙ্গে বিরক্ত চেহারা নিয়ে বালকটি জানালা দিয়ে বাহিরে তাকায়। একটি কুকুর তখনও পানির নালার দিকে তাকিয়ে ঘেঁউ ঘেঁউ করে ডেকেই যাচ্ছে। কুকুরটার পিছনে তখনও তিনটি ছোটছোট বাচ্চা গভীর অপেক্ষা নিয়ে দাড়িয়ে আছে। জানালা দিয়ে তখনও দেখা যাচ্ছে, পানি নড়ার দৃশ্য।
আধেক গল্পঃ২ " বার্থডে এর কেক "
টুম্পা আর টুনি একই রুমে থাকে। টুম্পা তার সব বান্ধবী না শুধু, সব ছেলেবন্ধুদের বার্থডে তে যায় এবং সবাইকে কেক পরিবেশনও করে। তাকে ছাড়া নাকি উৎসবই জমে না। কিন্তু ২০ই ফেব্রুয়ারি যে তার ফেবু অ্যাকাউন্ট ডিএকটিভ থাকে তার বন্ধুরা আজ ৪ বছরেও তা অাবিষ্কার করতে পারলেও না কিংবা টুনির মনেও প্রশ্ন জাগেনি, বকের মতো সাদা ধবধবে বালিশটা কেন ঐ দিন সকালে হালকা স্যাঁতসেঁতে হলদে হয়ে যায়।
আধেক গল্পঃ৩ বাসের গল্প
ছেলেটি ভার্সিটির লাল বাসগুলোতে কখনও সিট রাখে না বরং মাঝে মাঝে বাসে উঠে আবার নেমেও যায়। আর চারপাশে তাকিয়ে কি জেনে খুঁজে? মেয়েটি এসি বাসে তার পাশে বসা লোকটির হাত ধরে বসে হানিমুনে যাচ্ছে।
©somewhere in net ltd.