![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
আলো খুঁজি, না পাই তাই
সূর্যের আলোই কর্ম করি।
পথ খুঁজি, না পাই তাই
মানচিত্র সঙ্গে রাখি।
সূর্য ডুবলে, চাঁদ উঠে
আকাশ জুড়ে তারা জাগে
কম্পাস দেখি পথ হারালে
পথ হাঁটি, স্বপ্নের টানে।
নদীর বুকে ক্ষুরস্রোত
কি হবে, দিয়ে জাতপাত
যদি থাকে ক্ষুর-জ্ঞান
কে করিবে অপমান।
১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৮
স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ
২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০১
মাহবুবুল আজাদ বলেছেন: যদি থাকে ক্ষুর-জ্ঞান
কে করিবে অপমান। দারুণ লিখেছেন।
১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৯
স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫০
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা