নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

তিনটি ছোট্ট ছোট্ট গল্পঃ মিষ্টি প্রেমের গল্প

১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৭

১মগল্প
ছেলে এবং মেয়ে দু'জন প্রচন্ড ঝগড়া করলো। কেউ কাউকে কোন ছাড় দিলো না। ছেলেটি রেগে গিয়ে খাবারের প্লেটটি ছুঁড়ে ফেলে দিল আর মেয়েটিও তার প্রিয় খাবার চিংড়ি মাছের চড়ছড়ি না খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ৩ টা ছেলেটির ঘুম ভেঙ্গে দেখে মেয়েটির ডান হাতটি তার গাঁয়ের ওপর। ছেলেটি পাশ ফিরে কপাল থেকে চুলগুলো সরিয়ে কিছুক্ষন তাকিয়ে থেকে আবার ঘুমিয়ে পড়ে। ভোরবেলায় মেয়েটি আগেই ঊঠে ঘুম থেকে। বিছনা থেকে যাবার আগে, লেপটা একটু টেনে দেয়ে ছেলেটির গাঁয়ের ওপর।
২য় গল্প
মেয়েটি আয়নার সামনে দাঁড়িয়ে চুলের বেণী বাধঁছে। এত চুল মাঝে মাঝে তার নিজেরই হিংসা হয়।
প্রতিদিনের মতো আজও সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তৌকিব ড্রয়ারখুলো খুলে কি যেন বের করে টেবিলের ওপর রেখে খুটিয়ে খুঁটিয়ে দেখতেছে তখন খাটের ওপর থেকে মানিক বলে উঠো " আর কত দেখবি? সামনে গেলে পা কাঁপে, রাতের বেলায় তোমার এত আবেগ আশা কোথা থেকে।" তৌকিব গুণে গুণে ১৮খান চুলের বেণী বাঁধার কাটি আবার ড্রয়ারে সাজিয়ে রাখে।
৩য় গল্প
মেয়েটি, ছেলেটার কনিষ্ঠ আঙুল ধরে আছে আর ছেলেটা মেয়ের কাঁধে মাথা রেখে, দুইজন বিমানের সিটে বসে আছে। হঠাৎ ছেলেটির কি যেন হলো, পকেট থেকে মোবাইল বের করে কয়েকটা সেলফি তুলে।
পিছনের সিটে বসা আশি উর্ধ্বো বৃদ্ধ ইংলিশ লোকটা পকেট থেকে মানিব্যাগ বের করে। ম্যানিব্যাগটির একপাশে ছোট্ট একটা সাদাকালো ছবির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। পকেটে রেখে , ধীরে ধীরে -৩.০০ বিশিষ্ট লেন্সটা খুলে টিসু পেপার দিয়ে তার চোখের কোণগুলো মুছে, লেন্সটা আবার চোখে পড়ে নেয়।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.