| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নবাজ তরী
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
অনেক সময়ে মানুষ ঝগড়া সময়ে একজন আরেক জনকে "ছাগলের তিন নং বাচ্চার মতো লাফালাফি করছ ক্যান? " বলে গালি দেয়। আমি প্রথম প্রথম ব্যাপারটা বুঝতাম না। আমার রুমমেট মুজাহিদ ভাই পরে আমাকে বুঝিয়ে দেয়। বিষয়টা হচ্ছে অনেকটা এমন, ছাগল সচারচর দুইটি বাচ্চা প্রসব করে কিন্তু মাঝে তিনটা বাচ্চাও প্রসব করে। আর তখনই ঘটে বিপত্তি। কারণ একটা গাভী ছাগলের ওলান() এ মুলত দুইটা বাট থাকে। ফলে একসাথে দুইটা বাছুর দুধ পান করতে পারে। ফলে যে দুইটা বাছুর একটু শক্তি সামর্থ্য সম্পূর্ণ তারা দুধ পান করতে পারে আর অপেক্ষাকৃত দুর্বল বাছুরটি ঐ সময়ে দুধ পান করতে না পেরে এদিক ঐদিক দৌড়াদৌড়ি করে। কিন্তু গালি হিসেবে এটাকে ব্যবহারে কারণ তখনও ক্লিয়ার হতে পারি নি।
কিছুদিন ধরে ব্যপারটা মাথা ঘুরপাক খাচ্ছে? আসলে তো আমাদের চারপাশে বহু ছাগলের তিন নং বাচ্চা আছে। যারা প্রতিনিয়তই দৌড়াদৌড়ি করে যাচ্ছে নিজেকে ফোকাসে আনার জন্য। যেমন
গয়েশ্বয়। তিনি নাকি তিরিশ লাক্ষ শহীদের নাম লিষ্ট আকারে দেখতে চেয়েছে? অদ্ভুদ একখান জিনিস? শহীদের সংখ্যা তিরিশ লাক্ষ ক্যান? তিন লাক্ষ বললেও কেউ সম্পূর্ণ লিষ্ট আকারে দিতে পারবে না কারণ যুদ্ধের সময়ে পাকিস্তানি সৈন্যরা মেরে মেরে লিষ্ট করে নি। আর এটা সম্ভব নয়। একটা যুদ্ধে সম্মুখ যুদ্ধে যত মানুষ মারা যায় তার দুই তিন গুন সাধারন মানুষ মারা যায়। দলে যখন কোন গুরুত্বপূর্ণ স্থান পাচ্ছে না তখন উনিও নেত্রীর নজরে আসার জন্য ছাগলের তিন নং বাচ্চা মতো দৌড়াদৌড়ি, লাফ ঝাপ দেয়া শুরু করছে।
আর কালো বিড়াল এবং এরশাদ সাহেবের কথা আশা করি ব্যাখ্যা করা লাগবে না। নিজেরাই একটু মিলিয়ে দেখেন।
বিনোদন দুনিয়ায়ও প্রচুর তিন নং বাচ্চা আছে। তবে এরা পরিচালক কিংবা নায়ক, নায়িকা না। বরং বিনোদন সাংবাদিকরা।
যেমন একটা ছবির শুটিং চলাকালীন কিংবা প্রচারণার সময়ে দেখা যায়, নায়ক নায়িকা, কিংবা পরিচালক-নায়িকা নিয়ে সুন্দর সুন্দর ছবির প্রযোজক বা কলাকুশলীদের কাছ থেকে মুখোরচুক গল্প কিংবা স্ক্যান্ডল ছড়ানো হয় আর বিনোদন সাংবাদিকরা কোনরুপ যাচাই বাছাই না করেই কে কার আগে নিজেদের পত্রিকায় ছাপাবে তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। যা ম্যাক্সিমাম সময়েই দেখা যায় ভুয়া খবর। আর ঐ দিকে এই খবরের কারণেই বাজে কাহিনির ছবিও বক্স অফিসে হিট।
আরও আছে, পৃথিবীতে অনেক অনেক টিভি চ্যানেল রয়েছে। কিন্তু "টকশো" নামক অনুষ্ঠান আমি বাঙালা চ্যানেলগুলো ছাড়া অন্য কোথাও দেখিনি। পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখনই উনাদের জ্ঞানচর্চা, উপদেশচর্চা, আক্রমনচর্চা, মিথ্যাপ্রলাপ, নেত্রা-নেত্রীর পা চাটা শুরু হয়ে যায়। তারা নিজেদের এক-একজন কে তখন দেশের ত্রানকর্তা ভাবা শুরু করে কিন্তু জনগন যে এদের তিননং ছাগলের বাচ্চা মনে করে তা তারা জেনেও না জানার ভাব করে।
আশে পাশে এমন তিন নং বাচ্চার অভাব নেই, শুধু চোখ, কান খোলা রেখে একটু তাকান। আরও একটু গভীর ভাবে খেয়াল করলে অবাকই হবেন, আপনি নিজেই যে ছাগলের তিন নং বাচ্চার মতো আচারণ করছেন তা জেনে।
৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬
স্বপ্নবাজ তরী বলেছেন: শুকনো ধন্যবাদ ![]()
২|
৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০
ইস্কান্দার মীর্যা বলেছেন: গয়েশ্বরকে ডিম থেরাপি দিয়ে ঠানডা করা দরকার । আর নাইলে কাঠাল পাতা সরবরাহ বনধ করে দেয়া দরকার, ফালাফালি বনধ ঃয়ে যাবে ![]()
৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪
স্বপ্নবাজ তরী বলেছেন: ডিম থেরাপি দিয়ে লাভ নাই। তবে কাঠাল পাতা বন্ধ করে দেখা যেতে পারে, কাজ করলেও করতে পারে ![]()
৩|
৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪
ইস্কান্দার মীর্যা বলেছেন: তা যা বলেছেন
সরকার এখনো একশনে যাচ্ছে না কেন বুঝতে পারছি না। এগুলােকে সময় দিয়ে লাভ নাই, জীবণেও শুধরাবে না ।
৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭
স্বপ্নবাজ তরী বলেছেন: সবার পাছায়ই গন্ধ আছে তাই আরকি ![]()
৪|
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২
আরণ্যক রাখাল বলেছেন: নোমান নমি সেদিন লিখেছিল,
'একটি রুপকথার গল্প- এরশাদ এক কথার মানুষ!'
নোমানের কথার পর আর কিছুই বলার থাকে না।
আর গায়েশ্বর তিন নাম্বার না, ব্যাটা পাঁচ নাম্বার বাচ্চা। ওঁর কথা জীবনে শুনিনি। কিছু বেফাঁস কথা বলায় শুনলাম। চাই কী দেখুন, আগামীতে ও বিম্পির ভাল কোন পদ পায় নাকি!
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১
স্বপ্নবাজ তরী বলেছেন: বেফাঁস কথা বের হওয়া শুরু হয়েছে মাত্র, চিন্তারাজ্য বিষয় কোথায় গিয়ে শেষ হয় ![]()
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১
মারুফ তারেক বলেছেন: ভালো লাগল ভাই