![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
তুমি হয়ত ফিরে যাবে
দূর অম্বরে নক্ষত্র হয়ে,
অসীম মৃত্তিকায় মিশে যাবে
প্রকৃতির খেলায় মেতে।
রেখে যাবে, যে স্মৃতি রেখা
প্রেয়শীর তরে, প্রিয়জন হয়ে
আলিঙ্গন করেছিলে যারে
ভালোবেসে একসাথে হেঁটে ছিলে
যে দলছুটদের হয়ে
সিগারেটের ধোঁয়ায় একাকার রুমে
বসেছিলে যার সাথে
অসীম নির্ভরতায়।
বল তার,তাদের কি হবে?
----------------------------
কাপগুলো পুরানো হবে
চশমাটা ঘোলাটে,
হাতগুলো নুয়ে যাবে
পিঠটা হবে কুঁজে।
তবুও যখন হেঁটে যাবে কভু
ধানখেতে আইল ধরে
শীতের সকালে ভাপাপিঠার তরে
একদা আমি তুমি মনে পড়বো
অতৃপ্ত খিদে নিয়ে
ঝাপসা ঝাপসা স্মৃতিরেখা আর
অসীম হাহাকার
অফুরন্ত না বলা কথা নিয়ে
বল তারা বাঁচবে কিভাবে?
( আবার পড়ুন, তুমি=আত্মা,
তারা/তাদের = জীবিত স্বজন)
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৪
স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাহ! সুন্দর লিখেছেন তো! যেমন সুন্দর কথামালা তেমনি সুন্দর ছন্দতাল
ভালো লাগলো ভাই
শুভকামনা রইল আপনার জন্য
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৩
এ.এস বাশার বলেছেন: ভাব গম্ভির। সবাই হয়তো মর্মার্থ বুঝে উঠতে পারবে না।
আমার ভাল লেগেছে কবিতা।
শুভকামনা রইল।