![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
শিক্ষক মানে
আদরবিহীন বেত মেরে
পিঠের চামড়া তোলা,
পিটির সময় কান ধরানো
মোটা চশমাওয়ালা।
শিক্ষক মানে
ক্লাসরুম প্রহরী
এদিক ওদিক হলেই
পিঠের ওপর কিলগুসি।
শিক্ষক মানে
মায়ের আদর
বাবার শাসনকারী
পরীক্ষায় ফেল করলে
দেয় শুধু ঝাড়ি।
শিক্ষক মানে
রাগি রাগি চেহারা
বাকাবকি কারী,
তবুও মোরা
শিক্ষককেই ভালোবাসি।
২| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর লিখেছেন, ভালো লাগা জানবেন কথামালায়,
শুভকামনা আপনার জন্য
৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪১
আকিব হাসান জাভেদ বলেছেন: আমাদের শিক্ষকদের আমরা ভালোবাসি , ভালোবাসতাম । কিন্তুু এখন শিক্ষকদের কয়জন ভালোবাসে । সেই মোটা চশমা ওয়ালা শিক্ষকরা এখন আর নেই । নেই নির্শাত আদর্শ । সুন্দন শ্রদ্ধা শিক্ষক কবিতা ।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শিক্ষক মানে
আদরবিহীন বেত মেরে
পিঠের চামড়া তোলা,
পিটির সময় কান ধরানো
মোটা চশমাওয়ালা।
...........................................................................................
এখন আর এমন শিক্ষক নাই , শিক্ষকদের কয়জন ভালোবাসে ,
অনেক শিক্ষকদের আজ আদর্শের ঘাটতি আছে ।
৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৫
সনেট কবি বলেছেন: শিক্ষকদের আরো ভাল হতে হবে।