নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার

সোহান চৌধুরী

লা ইলাহা ইল্লাল্লাহ

সোহান চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আরো একটি প্রাণনাশ! ফের উদোর পিন্ডি ভুদোর ঘাড়ে তোলার অপচেষ্টা

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৫

নুরুল ইসলাম ফারুকী সাহেব গতরাতে তার নিজ বাড়িতে দুর্বিত্তদের হাতে নৃসংশভাবে খুন হয়েছেন। এই বিচারবহির্ভূত জঘন্য হত্যাকান্ডের নিন্দা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। আমি ফারুকী সাহেবের এই নির্মম হত্যাকান্ডের সুষ্ট বিচার দাবি করছি। আশা করি সরকার দ্রুত তদন্তের মাধ্যমে অবিলম্বে খুনিদের সনাক্ত করতে সক্ষম হবে।

একই সঙ্গে আরো একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যাচ্ছে। এই হত্যাকান্ডের তদন্ত কাজ শুরু হবার পূর্বেই অতি উত্সাহী কিছু মানুষ এর ওর ওপর দায় চাপিয়ে দিচ্ছেন। মূর্খতারও একটা সীমা থাকা উচিত। তদন্তই শুরু হলো না এমনকি ফারুকী সাহেবের পরিবারের সদস্যরাও এখনো জানেন না কারা এবং কেন ফারুকী সাহেবকে হত্যা করা হয়েছে অথচ রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট একশ্রেনীর ছাইপাঁশ লোকেরা কিছু না জেনেই অনুমান করে বলে দিচ্ছেন অমুক হত্যা করেছে তমুক দল জড়িত! এইসব লোকের এহেন অপরিণামদর্শী প্রচার প্রচারণা একদিকে যেমন সুষ্ট তদন্তে কাজে প্রভাব ফেলবে তেমনি যারা আসল খুনি তারাই অসনাক্ত এবং বিচারের বাইরে চলে যাবার সম্ভাবনা আছে।

তাছাড়া, বাংলাদেশে আজকাল কোনো হত্যাকান্ড বা ছোটখাটো যেকোনো নাশকতা ঘটার সাথেসাথেই কোনরকম তদন্ত কার্য শুরু করার আগেই একটি বিশেষ গোষ্ঠী বা দলের ওপর দায় চাপিয়ে দেয়াটা ফ্যাশনে পরিনত হয়েছে। এইটা কোন ধরনের পাগলামি কালচার চালু হয়েছে এই দেশে সেটাই তো বুঝতে পারছিনা! এই ধরনের বলদামি অবশ্যই কাম্য নয় কারণ এটা ন্যায় বিচারের পরিপন্থী এবং এতে করে দেশে অপরাধ প্রবণতা আরো বৃদ্ধি পাবে। যাইহোক, আমি মরহুম নুরুল ইসলাম ফারুকীর এই নির্মম কাপুরুষোচিত হত্যার নিন্দা জানানোর পাশাপাশি তার আত্মার মাগফেরাত কামনা করি এবং তার যেকোনো ভুল ত্রুটি আল্লাহ তায়ালা মার্জনা করুন সেই প্রার্থনা করি।

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৫

সোহানী বলেছেন: এই নির্মম কাপুরুষোচিত হত্যার নিন্দা জানানোর পাশাপাশি তার আত্মার মাগফেরাত কামনা করি এবং তার যেকোনো ভুল ত্রুটি আল্লাহ তায়ালা মার্জনা করুন সেই প্রার্থনা করি।

২| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৬

নীল আকাশ ২০১৪ বলেছেন: আজব দেশ!

হুমায়ূন আজাদ কোপ খেলে মৌলবাদীদের দোষ!
থাবা বাবা মরে পড়ে থাকলেও মৌলবাদীদের দোষ!
এখন আবার একজন মাওলানা মারা গেল, তাও ঐ মৌলবাদীরই দোষ!

৩| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই বিচারবহির্ভূত জঘন্য হত্যাকান্ডের নিন্দা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। আমি ফারুকী সাহেবের এই নির্মম হত্যাকান্ডের সুষ্ট বিচার দাবি করছি। আশা করি সরকার দ্রুত তদন্তের মাধ্যমে অবিলম্বে খুনিদের সনাক্ত করতে সক্ষম হবে।


মরহুম নুরুল ইসলাম ফারুকীর আত্মার মাগফেরাত কামনা করি এবং তার যেকোনো ভুল ত্রুটি আল্লাহ তায়ালা মার্জনা করুন সেই প্রার্থনা করি।

৪| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৬

নতুন বলেছেন: যারা মানুষের হত্যার বিচার চায় না তারা নিজেদের কি ভাবে মানুষ দাবী করে বুঝিনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.