![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামাতে ইসলামী একাত্তরে সংগঠন হিসেবে দেশ স্বাধীনের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাই স্বাধীন বাংলাদেশে জামাতের শুধু রাজনীতি কেন, কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকার নৈতিক অধিকার থাকতে পারে না। সুতরাং জামাতের নিষিদ্ধ হওয়াই বাঞ্চনীয় এবং এতদিনে তাই হবার কথা ছিল। অথচ সরকার জামাত নিষিদ্ধের বিষয়টা আদালতে টেনে নিয়ে গেছে যার কোনো প্রয়োজনই ছিল না! স্বাধীনতাবিরোধী সংগঠন হিসেবে সরাসরি হানাদার বাহিনীর হয়ে কাজ করার কারণে যেকোনো সময় জামাতের ব্যাপারে যেকোনো পদক্ষেপ নেবার এখতিয়ার স্বাধীন বাংলাদেশের সরকার রাখে। সেটা না করে সরকার আইনী রাস্তায় কেন গেল সেটাই আমার বোধগম্য নয়।
এখানে এটা বলা প্রয়োজন যে আজ বাংলাদেশের রাজনীতিতে জামাতের এরকম নির্ণায়ক শক্তিতে পরিনত হওয়ার জন্য দুই বৃহত রাজনৈতিক দল বিএনপি ও আ:লিগ উভয়ই দায়ী কারণ এই দুই দলই বিভিন্ন সময় নিজ নিজ স্বার্থে জামাতকে সুযোগ দিয়েছে। আর জামাত যতটুকু সুযোগ লাভ করেছে সেটার পূর্ণ ফায়দা উঠিয়ে আজ এক প্রকার দানবে পরিনত হয়েছে! যেহেতু জামাতের উথানে আ:লিগ ও বিএনপি দুই দলেরই কমবেশি অবদান আছে তাই এই দলকেই জামাত সমস্যার সমাধানে ঐক্যমত তৈরী করতে হবে। এই দুই দলকে এক মঞ্চে ঘোষণা করতে হবে তারা জামাতের সাথে জোট করবে না। সবচেয়ে সহজ ও উত্কৃষ্ট সমাধান জামাতকে নিষিদ্ধ করা এবং তা করতেই হবে। দেশ ও জাতির স্বার্থে কোনরকম টালবাহানা না করে স্বাধীনতাবিরোধী জামাতকে নিষিদ্ধ করা হোক।
©somewhere in net ltd.