নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অা মি ই সি নে মা

গ্যাব্রিয়েল সুমন

গাছ এসে গন্ধ টাইপ করে, আমরা পড়ি ...

গ্যাব্রিয়েল সুমন › বিস্তারিত পোস্টঃ

হাতে পেতে নিয়ে চেটে পুটে খাই, বিসমিল্লাহ'র পাগলা সানাই।।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১

১।

বাংলাদেশে বিয়ে বাড়ীতে ওস্তাদ বিসমিল্লাহ খানের একটা ক্যাসেট ই বাজানো হত, নব্বই দশকের দিকে। সাইড এ হল আনন্দের। বরের বাড়ীতে বাজবে। সাইড বি বেদনার। কণের বাড়ীতে বাজবে। এই একটা অ্যালবাম ই পাওয়া যেত বাজারে। ১৯৯৭ সালে আমার বড় বোনের বিয়ের সময় আমাদের বাড়ীতেও সাইড বি বাজানো হয়েছিলো। তখন সানাই কি আমি বুঝিনি। অ্যালবাম টা আমার সংগ্রহেই ছিল। মনোযোগ দিয়ে শোনা হয়নি। আমি তখন জেমস এর প্রেমে মাতোয়ারা। আমি তখন স্কুল বালক।



২।

আজ থেকে ঠিক দশ বছর আগে আমি কলেজে পড়তাম। থাকতাম একটা আবাসিক কোচিং সেন্টারে। কঠিন সব নিয়ম কানুন। ভোর ৬ টায় ঘুম থেকে উঠতে হত। এরপর কোচিং। ৯ টায় কলেজে ক্লাস। দুপুরে আবার কোচিং। এর ফাঁকে ফাঁকে আরো একাধিক প্রাইভেট পড়া। রাত বারো টার পর অংক করতে বসতাম, সাথে গান শোনা হত। অ্যালবাম খুব বেশি ছিলোনা। ঘুরে ফিরে একই গান। একদিন এমন গভীর রাতেই আবার নতুন করে শোনা হলো বিসমিল্লাহ' র সানাই। বুঝলাম সানাই কেন সানাই। সানাই কোন বিষাদের কথা বলে। সানাই কিভাবে বুকের ভিতর একটা জানালা, দরজা আকাশ খুলে দ্যায়।





৩।

ওই এক অ্যালবাম এ আমার হচ্ছিল না। এই বাইরে আরো উঠান আছে, রোদ আছে। আমাকে পোহাতে হবে সেইসব রোদ, সেইসব উষ্ণতা। ওই মফস্বল শহরে একটা নামকরা ক্যাসেটের দোকান ছিল, বাঁশরী রেকর্ডিং। ওখানে খোঁজ করলাম, এই ক্যাসেটের বাইরে আর কিছু আছে নাকি। ওরা বলল নেই। তবে আনিয়ে দেয়া যাবে। খরচ পড়বে বেশি। ওই সময়ে আমি কলেজে যাবার তিন তিন ছয় টাকা জমিয়ে আরেকটা ক্যাসেট আনালাম।



রাতের বেলা সানাই শোনা হত। সেই দুর্লভ সংগ্রহ। অংকে ভালোই ছিলাম। তবুও অংক করতে করতে আমার নিউজ প্রিন্ট খাতার খানিকটা কখনো কখনো ভিজে যেত। জানি না... পারমুটেশন কম্বিনেশন কিংবা ক্যালকুলাস ঠিক কতটা বৃষ্টির জন্য অপেক্ষা করে, কতটা মগ্নতায় তারা ভিজে যায়। আমার কেন জানি মনে হতে থাকে আনন্দ আর বিষাদ আসলে একই জিনিস।



(চলবে... )









টাইটেল ক্রেডিটঃ Kabir Suman কবীর সুমন

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৬

বোকামন বলেছেন: অসাধারণ বাজাতেন উনি...........।

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: হুমম... অসাধারন।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

অদ্বিতীয়া আমি বলেছেন: বিয়ে বাড়ীতে সানাই বাজত আগে শুনেছি বাবার কাছে । তবে গল্প হিসেবে,সেজন্যই মনে হয় অ্যালবাম কিনে সানাই শোনার কথা কখন ও মনে হয়নি ।

যেটা এখন মনে হচ্ছে , পোস্ট পড়ে ।অবশ্যই কিনে শুনব , বিষণ্ণতম সুর মিস করতে চাই না ।

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: অবশ্যই শুনবেন। ধন্যবাদ।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯

জেনো বলেছেন: আপনার আবেগ কোথায় যেন নাড়া দিয়ে গেল।
বয়সের কথা বললেন, আমি মধ্য-প্রান্তরে এসেও চোখ লুকোতে হয়।

আনন্দ আর বিষাদ আসলে একই জিনিস।

কি অসাধারন মিল এই বোধের ক্ষেত্রে।

প্রথমে পেলাম সিরাজ সাই ভাইকে। আজ আপনাকে।
খুব ভাল লাগল।
ধন্যবাদ।

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: বোধের ক্ষেত্র, হয়তো বয়স এর ধারে ধারে না।

বোধের পাখিরা তাই ধ্রুবক।


দেরী করে রিপ্লাই দিলাম, ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্যস্ত ছিলাম একটু, একটা পুস্তকের প্রুফ ট্রুফ এটা সেটা নিয়ে। আর গান নিয়েও...

সিরাজ সাঁই এর সাথে তো অসাধারন।

ভালো থাকবেন আপনি, একদিন ঠিক দেখা হয়ে যাবে।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫১

কামরুল ইসলাম রুবেল বলেছেন: আপনার দেয়া টাইটেল দিয়েই একটা গান আছে। ঐ গানটার কি লিংক আছে।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: অসাধারন লেখা। আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকলাম পরের পর্বের।

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: আমার কেন জানি মনে হতে থাকে আনন্দ আর বিষাদ আসলে একই জিনিস।
--- +++++

অদ্ভুত হচ্ছে লেখা। অপেক্ষায় থাকলাম আমিও।

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: অপেক্ষা... সত্যি করবেন?

আচ্ছা, লিখে ফেলবো।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১

কাউসার রুশো বলেছেন:
পারমুটেশন কম্বিনেশন কিংবা ক্যালকুলাস ঠিক কতটা বৃষ্টির জন্য অপেক্ষা করে, কতটা মগ্নতায় তারা ভিজে যায়। আমার কেন জানি মনে হতে থাকে আনন্দ আর বিষাদ আসলে একই জিনিস।
দারুন বলেছেন।

কবির সুমনের গানটাও অসাধারন।

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: হুমম, কবীর সুমনের বেজ তৈরী হয় ওভাবেই।

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১

টুকরো কাগজ বলেছেন: আপনার লেখার স্টাইল খুব ভালো লাগলো। দারুন।
সানাই আর বেহালা আমার মতে বিষণ্ণতার নামকরন।

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: বিষন্নতা, আর বিষাদ একটু মনে হয় আমার। অনেক ধন্যবাদ আপনাকে।

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আরো পড়তে চাই - পরের পর্বের অপেক্ষায়

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: জ্বি, লিখে ফেলবো, তরঙ্গের জন্য অপেক্ষা করছি।

১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

সুপান্থ সুরাহী বলেছেন:

আমার কেন জানি মনে হতে থাকে আনন্দ আর বিষাদ আসলে একই জিনিস।

এই কথার সাথে আমারও সহমত আছে সুমন ভাই....

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৬

ওয়াইল্ড উইন্ড চাইম বলেছেন: আমার কেন জানি মনে হতে থাকে আনন্দ আর বিষাদ আসলে একই জিনিস।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫

একজন ঘূণপোকা বলেছেন: ++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.