![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেইজি যুগে নান-ইন নামে এক জেন সাধু ছিলেন। জেন সম্পর্কিত জিজ্ঞাসাগুলি জানতে তাঁর কাছে এলেন এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর।
নান-ইন তাঁকে চা খাওয়ানোর জন্য বসালেন। কাপে চা ঢালতে শুরু করলেন এবং কাপটি পুরোপুরি ভরে গেলেও ঢালতেই থাকলেন।
প্রফেসর সাহেব ব্যাপারটি লক্ষ্য করলেন। "ওটা পুরোপুরি পরিপূর্ণ। আর একটুও চা ওতে ধরবে না।"
" ব্যাপারটা এই কাপটির মতোই" নান-ইন বললেন। "আপনার নিজস্ব মত আর চিন্তা দিয়ে আপনি পরিপূর্ণ। কিভাবে আমি আপনাকে জেন সম্পর্কে বলবো, যতক্ষন না আপনি আপনার কাপ খালি করছেন।"
[গ্যাব্রিয়েল সুমন অনূদিত]
মূল: হান্ড্রেড এ্যান্ড ওয়ান জেন স্টোরিজ
১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৭
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: ধন্যবাদ।
২| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৫৯
বোকামানুষ বলেছেন: সুন্দর কথা বলেছেন লোকটি
১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৮
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
৩| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
মাহমুদ০০৭ বলেছেন: বাহ দারুন ত !
১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৮
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: ধন্যবাদ, পড়ার জন্য।
৪| ২৯ শে মে, ২০১৩ রাত ৮:২৮
স্বপ্নবাজ অভি বলেছেন: +
১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৯
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: ধন্যবাদ।
৫| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:০০
জ্যোস্নার ফুল বলেছেন: সুন্দর!
১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৯
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: ধন্যবাদ, পড়ার জন্য।
৬| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:১৮
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: দুইবার পড়লাম!! চমত্কার জবাব দিয়েছেন নান-ইন। +
১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:১০
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: অনেক ধন্যবাদ, পড়ার জন্য।
৭| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:২৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর -
১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:১০
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: ধন্যবাদ, পড়ার জন্য।
৮| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:৩৩
মামুন রশিদ বলেছেন: হুম ।
১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:১০
গ্যাব্রিয়েল সুমন বলেছেন:
৯| ২৯ শে মে, ২০১৩ রাত ১১:১৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ইমন জুবায়ের ভাইয়ের ব্লগে আগে পড়েছি। তবুও ভালো লাগলো।
১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:১২
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: ইমন ভাই বেশ কিছু অনুবাদ করেছেন। এছাড়াও বীতশোক ভট্টাচার্য ও মুজিব মেহদী'র কিছু কাজ আছে। ভাবলাম, পুরোটা একসাথে করি। সেই চেস্টা থেকেই এটা করা। ধন্যবাদ, পড়ার জন্য।
১০| ৩০ শে মে, ২০১৩ রাত ৩:৪৪
নস্টালজিক বলেছেন: ইন্টেরেস্টিং লাগছিলো পড়তে!
শুভেচ্ছা, সুমন!
ভালো থাকো নিরন্তর!
১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৩
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: আরে, রানা ভাই। অনেক ধন্যবাদ। ভাবছি, আরো কিছু জেন গল্প অনুবাদ করে ফেলবো।
১১| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:১৩
সায়েম মুন বলেছেন: সুন্দর। শিক্ষণীয়।
১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৪
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো আছেন আপনি?
১২| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:১০
নীরব 009 বলেছেন: ৭ম ভাল লাগা
১৩| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৬
ওয়াইল্ড উইন্ড চাইম বলেছেন: আগের একটা পড়ে কিছু বুঝিনি। এটা পড়ে বুঝলেও বেশ সাধারন মনে হল।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৬
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: না বোঝাটা কোন অপরাধ না।। চাপ নেয়ার কী দরকার? সবার জন্য তো সবকিছু না।। তাই না?
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৪৩
মদন বলেছেন: +