নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অা মি ই সি নে মা

গ্যাব্রিয়েল সুমন

গাছ এসে গন্ধ টাইপ করে, আমরা পড়ি ...

গ্যাব্রিয়েল সুমন › বিস্তারিত পোস্টঃ

"অ... তাই নাকি?" [জেন গল্প]

১১ ই জুন, ২০১৩ দুপুর ২:২৬

জেন গুরু হাকিউন একদম খাঁটি ও নিস্পাপ একটা জীবন যাপনের জন্য তাঁর প্রতিবেশীদের কাছে খ্যাত ছিলেন।



তাঁর বাড়ির খুব কাছেই এক রুপবতী যুবতী থাকতো যার বাবা একটি খাবারের দোকান চালান। হঠাৎ করে, কোন ঘটনা দূর্ঘটনা ছাড়াই মেয়েটার বাবা-মা আবিস্কার করলেন তাঁদের মেয়ের শরীরে একটা শিশু বাস করছে।



এতে মেয়েটির বাবা মা খুব ক্ষেপে গেলেন। চাপের মুখে মেয়েটি কিছুতেই কারো নাম বলে না। অবশেষে অনেক চাপাচাপি ও নির্যাতনের পর মেয়েটি হাকিউনের নাম বললো।



ক্রোধে জ্বলতে জ্বলতে মেয়েটির বাবা-মা হাকিউনের কাছে গেলেন। রাগে গজ গজ করতে করতে মেয়েটির বাবা সব বলে গেলেন। জেন গুরু হাকিউন সব শুনে নির্বিকারভাবে বললেন, "অ... তাই নাকি?"





শিশুটির জন্মের পর তাকে হাকিউনের কাছে আনা হলো। শিশুটি এখানেই বেড়ে উঠতে লাগলো, তাঁর সাথে। ইতিমধ্যে হাকিউন তার সমস্ত সুনাম হারালেন। তাঁর প্রতি মানুষের সমস্ত বিশ্বাস নষ্ট হয়ে গেলো। যদিও এগুলো তাঁর কোন সরাসরি সমস্যার কারণ হলো না। আর হাকিউন যত্নের সাথে শিশুটির লালন পালন করতে লাগলেন। তিনি তাঁর প্রতিবেশীদের কাছ থেকে দুধ এনে শিশুটিকে খাওয়াতে লাগলেন।



কয়েক বছর এভাবে চলে যাবার পর, সেই কুমারী মাতা আর নিতে পারছিলেন না; আত্মপ্রবঞ্চনার বোঝা। অতঃপর সে তার বাবা-মায়ের কাছে তার সন্তানের প্রকৃত পিতার নাম বলে দ্যায় যে-- সেই লোকটি হলো একজন যুবক যে মাছবাজারে কাজ করে।



এরপর মেয়েটির বাবা-মা হাকিউনের কাছে গেলেন, তাদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। এবং শিশুটিকে ফেরত চাইলেন।



সব শুনে হাকিউন শিশুটিকে ফেরত দিতে দিতে নির্বিকারভাবে বললেন, "অ... তাই নাকি?"





[গ্যাব্রিয়েল সুমন অনূদিত]

মূল: হান্ড্রেড এ্যান্ড ওয়ান জেন স্টোরিজ

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৫

অলস রাজা বলেছেন: আমি বইটা পড়তে আগ্রহ পাচ্ছি । আমাকে কি বইটা মেইল করা যাবে। pdf অথবা যে কোন ফরমেট অথবা link। আমার মেইলঃ [email protected]

১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৪

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: http://www.101zenstories.com/

২| ১১ ই জুন, ২০১৩ রাত ৯:০৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ তো!

১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৩

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: হু...

৩| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৯

ওয়াইল্ড উইন্ড চাইম বলেছেন: জেন জীবন কি তাহলে কলুর বলদের জীবন। যা বোঝাবেন, মানাতে চাইবেন, তাই মেনে বসে থাকবে? গুরুর যদি এই অবস্থা হয়, তাহলে শিষ্যদের কি অবস্থা হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.