নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অা মি ই সি নে মা

গ্যাব্রিয়েল সুমন

গাছ এসে গন্ধ টাইপ করে, আমরা পড়ি ...

গ্যাব্রিয়েল সুমন › বিস্তারিত পোস্টঃ

হিরক রাজার দেশেঃ রিলোডেড

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৪

জোড়া খুনের মামলার আসামী।



বাঁচার একদমই উপায় নাই বলে কেউ মামলা নিতে চায় না। অবশেষে, এক ঝানু উকিল মামলা নিতে চাইলেন; নিলেন ও। শর্ত হলো উকিল সাহেবকে এক্সট্রা কিছু বেনিফিট দিতে হবে।

উকিল সাহেব চমৎকার একটা বুদ্ধি বের করলেন। আসামী কে শিখিয়ে দিলেন, যে যাই জিজ্ঞেস করুক তুমি "আঃও আঃও" করবা।



বিচার শুরু হলো, বাদি পক্ষের উকিল একের পর এক প্রশ্ন করে। আসামী "আঃও আঃও" করে। বাড়তি হিসেবে সে আবার হো হো করে হাসে।



এবার মুখ খুললেন সেই ঝানু উকিল। নিমিষেই প্রমাণ করে দিলেন আসামী তো বদ্ধ উন্মাদ। সো আসামী মুক্ত হয়ে গেলো তখনই। উকিল এবার তার প্রাপ্য দাবী জানালেন।

তখন আসামী উকিলের শিখিয়ে দেয়া বুলি "আঃও আঃও" করতে থাকলো। উকিল যতই বলে এখন তো এটার দরকার নাই। সে ততই "আঃও আঃও" করতে থাকে। সাথে হো হো হো করে উন্মাদের মত হাসি।



গোলাম আযম সাহেবের রায় হলো। তার পুত্র তার কাছে গিয়ে বললেন সব ঠিকঠাক মত এগোচ্ছে। মাস্টার প্লান প্রস্তুতকারক আওয়ামীলীগ এখন যতই বেনিফিট [নির্বাচনে সরাসরি সাহায্য] চাইতে আসুক না কেন। জামাত ইসলাম এখন "আঃও আঃও" করবে। এই আঃও আঃও এর প্রথম কিস্তি হলো মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিন হরতাল। আরো কী হয় দেখার অপেক্ষায় থাকলাম। লীগ ভেবেছিলো এদেরকে বস্তে দিলে শুতে চাইবে, but এঁরা যে বাচ্চা পয়দা করে ফেলবে এটা কে জানতো?!



পুনশ্চঃ ব্যাপারটা ভালো, আমরাও একটু একটু করে রাজনীতিটা শিখে ফেলছি।।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৮

মুক্তকণ্ঠ বলেছেন: ভালো বলছেন।

২| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৬

*কুনোব্যাঙ* বলেছেন: হুমমম, ব্যাপারটা ভালো, আমরাও একটু একটু করে রাজনীতিটা শিখে ফেলছি।। :D

৩| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ভালো লিখেছেন।

৪| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫২

নস্টালজিক বলেছেন: গুড শট!

তবে রাজনীতির জটলতায় ঘুরপাক খাওয়ায় আখেরে খুব ফ্রুটফুল কিছুই হচ্ছে না আমাদের!

৫| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৫

রোমেন রুমি বলেছেন: হা হা হা হা.....................
মজা পাইলাম ।

ভাল লাগল লেখা ।
ভাল থাকুন ।
শুভ রাত্রি ।

৬| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৯

বাতায়ন এ আমরা কজন বলেছেন: এভাবেই চলবে আমাদের আবর্তন এবং বিবর্তন...........।

৭| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৬

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: গু আযম আর হাসিনার এক মঞ্চে ফাঁসি চাই।। একটা ১৯৭১ সাথে জাতির সাথে বেঈমানী করছে আরেকটা ২০১৩ সালে জাতির সাথে বেঈমানী করেই চলেছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.