নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাউডগা সাপ অনেকটা সবুজ কচি লতার মত দেখতে। সরু লিকলিকে সবুজ শরীর, যেন লাউগাছের ডগা কিংবা ডাঁটা। এই সাপ খুবই মৃদু বিষযুক্ত যদিও মানুষের জন্য প্রকৃতপক্ষে এই সাপ নির্বিষ। কলুব্রিডি পরিবারের অন্তর্ভুক্ত লাউডগা সাপের ইংরেজি নাম কমন ভাইন স্নেক (common vine snake)। বৈজ্ঞানিক নাম Ahaetulla nasuta ।
লাউডগা সাপের দেহ মসৃণ, লম্বাটে ও নলাকার এবং নাক লম্বা ও সুচালো। প্রাপ্তবয়স্ক সাপের দৈর্ঘ্য প্রায় ২০০ সেমি (চারফুট থেকে সাড়ে ছয় ফুট পর্যন্ত হতে পারে।) , লেজের দৈর্ঘ্য দেহের মোট দৈর্ঘ্যের ৩৪%। ৫সেমি হতে পারে। দেহের পৃষ্ঠীয় ভাগ উজ্জ্বল সবুজ রঙের; কখনও কখনও বাদামি-ধূসর রঙের হতে পারে। অঙ্কীয়ভাগ উজ্জ্বল এবং হলুদ বা সাদা রেখার মাধ্যমে দেহের পৃষ্ঠীয়ভাগ থেকে পৃথক থাকে। দেহের পিছনের অংশে কালো ও সাদা আন্তঃত্বকীয় রেখা থাকে।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, লাওস, ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ফিলিপাইন এবং পূর্ব এশিয়ার চীনে এ প্রজাতিটি দেখা যায়।
এই সাপ কাঠবিড়ালী, ব্যাঙ ও অন্যান্য ছোট সাপ খেয়ে থাকে।
লাউডগা সাপের চোখ দেখে মনে হয় বাইরে বেরিয়ে আসছে। এদের দৃষ্টিশক্তি বেশী। চলাচলের সময় তাকালে মনে হয় যেন সম্মোহিত করছে। এইকারণে এই সাপের সম্মোহনী ক্ষমতা নিয়ে নানারকম গল্প প্রচলিত আছে।
লাউডগা মূলত দিনেই চলাচল করে। এরা সবসময় সজাগ ও সতর্ক থাকে। বেশ ক্ষিপ্র। উপর থেকে শরীর ঝুলিয়ে কপালের রগে কিংবা চোখে কামড় দ্যায়, এরকম লোকধারনার আসলে কোন বাস্তব ধারণা নেই। আর দশটা সাধারন সাপের মতো ভয় পেলে যেকোন জায়গায় কামড়ে দিতে পারে।
লাউডগা ডিম পাড়ে না, বাচ্চা দেয়। লাউডগার সঙ্গমসময় গীষ্ম থেকে শুরু করে বর্ষার মাঝামাঝি পর্যন্ত। মেয়ে লাউডগা একসাথে ২০টির মতো বাচ্চা দিয়ে থাকে। স্বাভাবিক হাঁটাচলার মাঝখানে লাউডগা গাছের শাখা প্রশাখায় নামিয়ে দিয়ে যায়।
আরো নামঃ শুয়াপঙ্খি, লতা সাপ।।
২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৭
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: গুগল থেকে নিয়েছি ভাই।
২| ২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:২৮
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
লাউডগা ডিম পাড়ে না, বাচ্চা দেয়। অবিশ্বাস্য!
কোন সাপ জাতীয় প্রানী ম্যামাল হয় এই প্রথম শুনলাম।
২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২০
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: বিপুলা এ পৃথিবীর কত টুকু জানি
দেশে দেশে কত না নগর রাজধানী।
২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৭
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: "লাউডগা ডিম পাড়ে না, বাচ্চা দেয়।"
তথ্যসূত্র: সাপ নিয়ে কিংবদন্তী। র্যাডিক্যাল, কোলকাতা। পৃষ্ঠা ৪৯
৩| ২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১২
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
লাউডগা ডিম পাড়ে না, বাচ্চা দেয়। অবিশ্বাস্য!
২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২২
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: হু...
৪| ২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৪
দারাশিকো বলেছেন: লাউডগা সাপ একবারই দেখেছিলাম - বান্দরবানে, বগালেকের পথে রাস্তায়। মৃতপ্রায়। কোন এক দুপেয়ে শয়তান শুধু মাথাটা ছেচে দিয়েছিল।
বগালেকের পথে নামে একটা ব্লগ লিখেছিলাম - সেখানে ছবিটা আছে।
ভাল্লাগলো পোস্ট।
২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৩
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: ধন্যবাদ দারাশিকো।
৫| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২০
মো: আতিকুর রহমান বলেছেন: দোয়া করি আমাকে যেন এই সাপ না দেখতে হয়
২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৪
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: কেন ভাই... ?
৬| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪১
রেজোওয়ানা বলেছেন: অনেক সাপই বাচ্চা দেয়, যেমন বেশির ভাগ সামুদ্রিক সাপ, র্যাটেল স্নেক!
এই সাপটা দেখতে বেশ সুন্দর, আমি দেখছি! একগাছ থেকে অন্য গাছে যখন লাফ দিয়ে যায় মনে হয় উড়ে যাচ্ছে!
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: হ্যাঁ ঠিক আপু।
৭| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫১
ৎঁৎঁৎঁ বলেছেন: এই সাপ খুবই মৃদু বিষযুক্ত যদিও মানুষের জন্য প্রকৃতপক্ষে এই সাপ নির্বিষ- লাউডগার এই দিকটা আমার বেশ ভালো লাগলো! যারা বিষ নিয়ে ঘুরে তাদের ভালা পাইনা!
পোষ্টে প্লাস! ভালো লাগলো, একটা সুন্দর সাপ সম্পর্কে জানা হল!
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: হা হা হা... ভয় পান?
৮| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
এম ই জাভেদ বলেছেন: রেজোয়ানা বলেছেন- এই সাপটা দেখতে বেশ সুন্দর, আমি দেখছি! একগাছ থেকে অন্য গাছে যখন লাফ দিয়ে যায় মনে হয় উড়ে যাচ্ছে!
আমিও একে এক গাছ থেকে অন্য গাছে উড়ে যেতে দেখেছি।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: বেশ।
৯| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছোটোবেলায় শাকসবজির জাংলায় সবুজ চিকন এই সাপ আর সুতানলি সাপ বেশি দেখতাম। তবে গাছের পাতায় পাতায়, ডগায় ডগায় এই সাপ ঘুরে বা উড়ে বেড়াতে (লাফ দিয়ে) দেখেছি। তবে সে সময়ে ধারণা ছিল যে এ সাপে কামড় দিলে মৃত্যু অনিবার্য; লখিন্দরকে এই সাপেই কামড় দিয়েছিল
তথ্যগুলো ভালো লাগলো।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: অনেক ধন্যবাদ। কেমন আছেন আপনি?
১০| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩১
শায়মা বলেছেন: সাপ দেখে আমি মুগ্ধ!
একদিন এক মেলায় আমি এক সাপুড়েকে এই সাপ নিয়ে খেলতে দেখেছিলাম। আরও একদিন বেঁদে মেয়েরা বক্সে করে এই সাপ নিয়ে এসেছিলো আমাকে ভয় দেখাতে।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪০
গ্যাব্রিয়েল সুমন বলেছেন:
ভয় পেয়েছিলে, আপু?
১১| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৮
মাক্স বলেছেন: ইন্টারেস্টিং! বাচ্চা দেয়ার তথ্যটা নতুন জানলাম!
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪১
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
১২| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৫
সেলিম আনোয়ার বলেছেন: অতিব নীরিহ প্রানী । সর্প নামের কলঙ্ক। দেখতে সুন্দর বাট ডু ফর নাথিং ।দংশন না করিতে পারিলে ওহা আবার সর্প কিসের।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: আসলেই সর্প নামের কলঙ্ক। নির্বোধ সর্প...
১৩| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: কৌতূহল উদ্দীপক পোস্ট!
ভালো লেগেছে।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: ধন্যবাদ প্রফেসর।
১৪| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১৮
কাজী মামুনহোসেন বলেছেন: রেজোওয়ানা বলেছেন: অনেক সাপই বাচ্চা দেয়, যেমন বেশির ভাগ সামুদ্রিক সাপ, র্যাটেল স্নেক!
এই সাপটা দেখতে বেশ সুন্দর, আমি দেখছি! একগাছ থেকে অন্য গাছে যখন লাফ দিয়ে যায় মনে হয় উড়ে যাচ্ছে!
আমি যতটুকু জানি এই সাপ আর ওইটার মধ্যে ব্যাবধান আছে।
কারন আমাদের এলাকায় এই দুই সাপকে দুই নামে ডাকা হয় ??
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: হতে পারে।
১৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯
ড. জেকিল বলেছেন: ওরে এইডাও বাচ্চা দেয়?
আর একটা বিষয়ে কনফিউশনে পরলাম তো, কমেন্টে দেখলাম ম্যামাল বললো এই সাপকে, আপনিও সমর্থন করলেন। ম্যামাল মানে তো স্তন্যপায়ী!
বাচ্চা প্রসব করলেই কি স্তন্যপায়ী হয়?
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৪
কাজী মামুনহোসেন বলেছেন: ছোট কাল থেকে শুনে আসছি, এই সাপ নাকি অলস, অন্য সাপের মতো সহজে কামড় দিতে চায়না।
ছবিটা কি গুগল থেকে নিয়েছেন নাকি নিজের তোলা ?