নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অা মি ই সি নে মা

গ্যাব্রিয়েল সুমন

গাছ এসে গন্ধ টাইপ করে, আমরা পড়ি ...

গ্যাব্রিয়েল সুমন › বিস্তারিত পোস্টঃ

সর্প বিষয়ক কর্মশালা- ৪/ শঙ্খচুড়

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩





শঙ্খচুড় পৃথিবীর বিষধর সাপগুলোর মধ্যে অন্যতম প্রধান। সদ্য জন্ম হওয়া সাপের বিষও পরিণত সাপের বিষের মতো সমান তীব্র হয়ে থাকে। এই সাপের বিষ মূলত নিউরোটক্সিক, অর্থাৎ এটির বিষ আক্রান্ত প্রাণীর স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। শঙ্খচূড়ের একটি সাধারণ দংশন-ই যেকোনো মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এর কামড়ের ফলে সৃষ্ট মৃত্যু হার প্রায় ৭৫%। বাংলাদেশের সুন্দরবনের গভীরে এই সাপ দেখতে পাওয়া যায়।



বলা হয় সাপের রাজা শঙ্খচুড়। দীর্ঘ সুঠাম দেহ, বারো-আঠারো ফুট লম্বা। এদের ওজন হয় ১২-২০ পাউন্ড। গায়ের রং জলপাই, বাদামী বা সবুজাভ হলুদ, পেট ও গলা সাদাটে হলুদ। এর অন্য নাম রাজ কোবরা (ইংরেজি: King Cobra) (বৈজ্ঞানিক নাম — Ophiophagus hannah) ইংরেজি নামে কোবরা শব্দটি থাকলেও এটি কোবরা বা গোখরা নয়। এটি সম্পূর্ণ আলাদা গণের একটি সাপ। এই সাপের আকার পর্যবেক্ষণ এবং ফণার পেছনের অংশ পর্যবেক্ষণের মাধ্যমে গোখরার সাথে এটির পার্থক্য খুব সহজেই নির্ণয় করা সম্ভব। গোখরার তুলনায় শঙ্খচূড় আকৃতিতে যথেষ্ট পরিমাণ বড়। এর ফণার পেছনে প্রচলিত গোখরা বা খড়মপায়া গোখরার মতো চশমা বা গোক্ষুর আকৃতি চিহ্ন থাকে না। শঙ্খচূড়ের দেহজুড়ে নানারকম ছোপ বা প্যাটার্ন দেখা যায়। এরা লোকালয়ে থাকে না। গভীর জঙ্গলে ভেজা জায়গায় থাকতে এরা খুব পছন্দ করে। নদীর পাড় এবং পাহাড়ী এলাকাতেও এদের দেখা যায়। এরা ভেজা আবহাওয়া ছাড়া বের হয় কম। এরা জানুয়ারী মাসে মিলিত হয়। বাসা বানায় এপ্রিলে। চার বছর বয়স হলেই এরা সাবালক হয়ে যায়। অর্থাৎ যৌনমিলনের জন্য উপযুক্ত হয়। এরা বছরে একবার সঙ্গম করে থাকে। এরা একসাথে ১৮-৫০ টি ডিম পাড়ে। ডিম পাড়ার আগে স্ত্রী শঙ্খচূড় তা শরীর পাকিয়ে কুণ্ডুলী তৈরি করে, এবং তা মৃত পাতা ব্যবহার করে উঁচু ঢিপির মতো তৈরি করেন। ডিম থেকে বাচ্চা হবার জন্য ৭০-৭৭ দিন ডিমে তা দেবার প্রয়োজন হয়। প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিমগুলোকে তা দেওয়া হয়। বাচ্চা শঙ্খচুড় ১২-২৫ ইঞ্চি হয়ে থাকে। এই সাপ সাধারণত ২০ বছর বাঁচে। এইসাপ বেসিক্যালী সাউথ এশিয়ার সাপ।



শঙ্খচূড় এলাপিডি পরিবারভুক্ত একটি সাপ। ইউরোপ ও এন্টার্কটিকা ব্যতীত এই পরিবারে সারা পৃথিবীতে প্রায় ২০০-এর বেশি প্রজাতি দেখা যায়। এদের সবগুলোই বিষধর, এবং এদের সবারই ছোট, স্থায়ী বিষদাঁত রয়েছে। কিন্তু অঞ্চলভেদে এদের মধ্যে বাসস্থান, আচরণ, এবং বর্ণ ও গঠনগত অনেক পার্থক্য দেখা যায়। এলাপিডি পরিবারভুক্ত চারটি খুবই প্রচলিত সাপ হচ্ছে কোরাল সাপ, ডেথ অ্যাডার, ব্ল্যাক মাম্বা, এবং শঙ্খচূড়।



শঙ্খচূড়ের গণের নাম হচ্ছে Ophiophagus, যার আক্ষরিক অর্থ "সাপ খাদক", এবং প্রাথমিকভাবে এটি অন্যান্য সাপ ভক্ষণ করেই তার খাদ্য চাহিদা মেটায়। যেসকল সাপ এটি ভক্ষণ করে তার মধ্যে আছে র‌্যাট সাপ, এবং ছোট আকৃতির অজগর। এছাড়াও অন্যান্য বিষধর সাপও এটি ভক্ষণ করে, যেমন: ক্রেইট, গোখরা, এবং নিজ প্রজাতিভুক্ত অন্যান্য ছোট সাপ। তাছাড়াও এরা কাঠবিড়ালী, ব্যাঙ, পাখি ও গিরগিটি খেয়ে থাকে।



শঙ্খচুড় যেকোন অবস্থায় হুমকি অনুভব করলে সাথে সাথে ফনা তোলে। শঙ্খচুড়ই একমাত্র সাপ যারা বাসা বোনে। বাচ্চা না হওয়া পর্যন্ত অত্যন্ত সতর্কভাবে এরা ডিম পাহারা দেয়।









[এই লেখার প্রচুর তথ্য নেয়া হলো উইকিপিডিয়া, সাপ বিষয়ক বিভিন্ন সাইট ও বইপত্র থেকে আর ছবিটি নেয়া হলো ন্যাশনাল জিওগ্রাফি থেকে।]





সর্প বিষয়ক কর্মশালা- ১ / ফিতাসাপ

সর্প বিষয়ক কর্মশালা- ২/ চন্দ্রবোড়া

সর্প বিষয়ক কর্মশালা- ৩/ লাউডগা

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

হাসান মাহবুব বলেছেন: গা শিরিশিরিয়ে উঠলো :|

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: ভয় পাবেন না। :)

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

সোমহেপি বলেছেন: উহ অনেক ভালোলাগলো।সাপটা কেমন রোমান্টিক লাগতাছে।

চালিয়ে যান ভাই সর্পবিশারদ :)

সবগুলোই পড়তে হবে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: আসলেই রোমান্টিক সাপ।
ভাগ্যিস সাপুড়ে বলেন নাই ;)

অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ভয়ানক পোষ্ট !

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

আহমেদ আলিফ বলেছেন: VALO LAGASA !

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

সাইবার অভিযত্রী বলেছেন: এদের ফণা প্রায় এক হাত ( ১৮ ইন্চি) চওড়া হয় !
বড় একটা সাপের ফনা কুলার সাইজের !!!!

বিষাক্ত সাপ সাধারণত ধীর গতির হয়,
তবে এটা বিষাক্ত আবার দ্রুত গতীর-ও !

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: হ্যাঁ। :)

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

মাক্স বলেছেন: এই সাপের নামটাও সুন্দর!
সাপ যে এতদিন বাচতে পারে এইটা ভাবি নাই।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: :)

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৫

শাওণ_পাগলা বলেছেন: কিং কোবরা যে গোখরা সাপের কাজিন না জানতাম না! বাংলা নামটা সুন্দর!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: অনেক সুন্দর নাম।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

লজিক মানুষ বলেছেন: জিবনে একবার একেবারে মরে গিয়ে ও বেচেঁ আছি। সাপ দেখলেই সেই ভয়ালো রাতের কথা মনে পড়ে। তার পরও পোষ্টে +।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :-& :-& :-& :-& :-&

ভয় পাইছি......

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

ঝটিকা বলেছেন: আপনার সর্প বিষয়ক কর্মশালা পড়তে ভালো লাগছে। অনেকেরই সাপ খুব অপছন্দ, ভিডিও দেখলে গা বলে শির শির করে। আমার কিন্তু সাপ বিষয়ক যে কোন ডকুমেন্টারী বেশ লাগে। এই কিং কোবরার অনেক সুন্দর সুন্দর ডকুমেন্টারী আছে।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সাপ ভয়ংকর প্রাণী, কিন্তু আমি জোঁকের চেয়ে বেশি ভয় পাই এমন প্রাণীর সংখ্যা খুব কম ;)

আপনার সাপ সিরিজ ভালো লাগছে, যদিও অজান্তেই শরীর শিউরে ওঠে।

১২| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

ড. জেকিল বলেছেন: সাপ খুব ভয় পাই, কিন্তু মজাও পাই।

সত্যি এরা ১৮ ইঞ্চি চওড়া ফনা তোলে ? অবাক হলাম !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.