![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলার বলার শেষে আবার ডাকে ধুলোবালিকবে নাগাদ শেষ হবে এ পথের পাঁচালি
কদিন যাবৎ ছারপোকার কামড় খেতে খেতে ঘুমোতে হচ্ছে। ঘরে যে ছারপোকা হয়েছে এটা আগে বুঝিনি। ঘরে আমার অনেক বই।
এগুলো তো বিক্রি করতে পারবো না। বইয়ের ভেতরে ছারপোকারা লুকিয়ে থাকে বলে ধারনা করছি। রাতের বেলা বেরিয়ে এসে কামড়ায়। এখন এ থেকে বাঁচবার উপায় কি?
ইন্টারনেট সার্চ করে দেখলাম ডিডিটি দেয়া দরকার। কিন্তু এটা তো মারাত্মক বিষ। সবগুলো ঘরে যদি বিষ দেই তাহলে ঘুমাবো কোথায়।
সহজ কোন পরিত্রানের উপায় থাকলে একটু জানান না ভাই।
গভীর রাতে আপনাদের দুয়ারে এক ভিখীরি ছারপোকার ওষধ ভিক্ষা চাইছে। এটা না পেলে সে না খেয়ে মরে যাবে। প্লিজ সাহায্য করুন।
০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১:১৫
সহজপাঁচালি বলেছেন: কিন্তু আমার মাথা কে বাছাবে গো
এক ফুটা রইক্তের লাইগে শেষ মেইষ জেবন দিতি হবে নাকি।
২| ০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১:৩৩
বাবুনি সুপ্তি বলেছেন: সব ঘরে দিয়ে আপনারা সেই রাত রাস্তায় ঘুড়ে কাটান! কারন একটা রুমে না দেয়া মানে সব সেই রুমে যাবে।
০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১১:৪৪
সহজপাঁচালি বলেছেন: রাস্তায় ঘুরে যে কাটাবো
চোর এসে যে আমার বাসাটাকে সাবাড় করে ছাড়বে।
ছারপোকা সাবাড় করতে গিয়ে সম্পত্তিও না সাবাড় হয়ে যায়।
ইয়া সেলুকাস।
৩| ০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১:৫৪
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমিও দেখি মাঝে মধ্যে দু একটা ওস্তাদ(ছারপোকাকে) দেখি আমার মশারির ভাজের ভিতর। তবে আমি ওদের বেশি সুবিধা করতে দেই না। মিডিয়াম গরম পানিতে ডিটারজেন্ট মিশিয়ে কাথা, বালিশ(বালিশের কাভার), কোলবালিশ এর কাভার(যেহেতু এখনও ব্যাচেলর )বিছানার চাদর ইত্যাদি ভিজিয়ে রাখি।
এরপর ঘরের লেপ-তোষক, সব জামা কাপড়, কভার ছাড়া বালিশ ইত্যাদি ছাদে নিয়ে ভালভাবে রোদে রেখে দেই। এবং তা মাঝে মাঝে উল্টিয়ে-পাল্টিয়ে দিই।
এরপর পুরো বাসা ডেটল/ সেভলন মেশানো পানি দিয়ে ধুয়ে ফেলি।
ব্যাস খেল খতম।
**আপনার যেহেতু বই এ এটা ভর করছে সেহেতু আপনি উপরের কাজগুলোর সাথে বই গুলোকেও রোদে দিন। এবং কিছুক্ষণ পর পর পৃষ্ঠা চেন্জ করে করে দিবেন।
এটা একটু বেশি কষ্ট কর ব্যাপার , কিন্তু আপনি যেহেতু বই বাসায়-ই রাখবেন তাই এটা ছাড়া কোন উপায় দেখছি না।
**তবে সমস্যা হল ভাল রোদ থাকা চাই।
বি.দ্র: আর হ্যাঁ আপনার বেশিক্ষণ এই ব্লগে অবস্থান করা নিরাপদ নয়, কারণ আপনার পোষ্ট থেকে এটা অন্যদের বাসায়ও ছড়াতে পারে
০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১১:৫১
সহজপাঁচালি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
আমার একটা আলমারি ভরা বই।
আরেকটা আলমারিতে আমাদের পুরো পরিবারের কাপড় চোপড়।
এখন সব কাপড় ধুতে গেলে তো মহা বিপদ হবে।
তবু একবার চেষ্টা করবো।
আপনার পরামর্শ কিছুটা হলেও কাজে দেবে। আমার জন্য দোয়া করবেন। আমার ও পজেটিভ রক্ত যেন ছারপোকা নিয়ে যায়।
বি.দ্র প্রসঙ্গে: ছারপোকার যন্ত্রনায় বাসায় থাকতে পারছি না। এখন আপনারা ব্লগ থেকেও তাড়িয়ে দেবেন। আমি কিন্তু কাইন্দা দিমু।
অ্যঁ অ্যঁ অ্যঁ অ্যঁ অ্যঁঅ্যঁ এএএএএ
৪| ০৪ ঠা মার্চ, ২০১০ সকাল ৭:৩২
বক্সার বলেছেন: ছারপোকা হয়ে যান, ছারপোকা স্বজাতিকে কামড়ায় না।
০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১১:৫৩
সহজপাঁচালি বলেছেন: তেলাপোকা নাকি ছারপোকার চিরশত্রু।
ইয়া আল্লাহ তুমি আমারে তেলাপোকা বানাইয়া দাও।
আমিন। ছুম্মা আমিন।
৫| ০৪ ঠা মার্চ, ২০১০ সকাল ৮:৫৪
স্তব্ধতা' বলেছেন: খুবই দু:খ প্রকাশ করছি ভাই।এক কাজ করতে পারেন, ছুটির দিনে রোদেলা দিনে, সব কাপড় চোপড় ধুয়ে দিন, বই খাতা তোষক বালিশ সব বাইরে রোদে দিন আর ঝাড়ু দিয়ে ঝেড়ে নিন।রোদে গরম হতে দিন।সারা বাড়ির মেঝে গরম পানিতে স্যাভলন আর ডিডিটি পাউডার মিশিয়ে মুছে নিন।ইনসেক্ট কিলার স্প্রে কিনে নিন একটা।স্প্রে করুন সম্ভাব্য ছারপোকার আবাসস্থলে।মোট কথা ছার পোক তাড়াতে আপনাকে সব জায়গাই পরিষ্কার করতে হবে।এরা সারা বাড়ি ডিম পেরে রাখে।খাটের কোণা, বই এর চিপা এদরে প্রিয় জায়গা।বিগ ব্যাটল।এই যুদ্ধ একা করবেননা, কারও সাহায্য নিন।
০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১১:৫৮
সহজপাঁচালি বলেছেন: ছুটির দিন কাহাকে বলে ভাই?
আমার জেবনে ভাই ছুটির দিন নাই।
ছারপোকার আবাসস্থল কোনডি ভাই। চিপা চাপাতো মনে অয় বাদ নাই। সবখানেই ডিম পাড়া শেষ।
এখন বোধহয় আমার শরীরের চিপা চাপায় ডিম পাড়তেছে।
যাই হোক আপনারে ধইন্যাপাতা ভাই।
যেদিন ছারপোকা থেইকা মুক্তি ফাইমু হেইদনি আফনাগো হগল্লের দাওয়াত। আমার ঘরে সিন্নি রাইধ্যা ব্লগমিছকিন খাওয়ামু।
বলেন আলহামদুলিল্লাহ।
৬| ০৪ ঠা মার্চ, ২০১০ সকাল ৯:০৫
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: বাসা পালটে ফেলুন।
০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১১:৫৯
সহজপাঁচালি বলেছেন: ভালোবাসার বড় অভাব রে ভাই।
ভালোবাসা এই (ছারপোকা দিয়ে) ঢাকা শহরে নাই।
৭| ০৫ ই মার্চ, ২০১০ রাত ১২:০৫
নাজমুল আহমেদ বলেছেন: মধ্যেপ্রাচ্যে ছারপোকা হইলো আমাদের সব সময়কার শয্যাসঙ্গী
০৫ ই মার্চ, ২০১০ রাত ১২:১৪
সহজপাঁচালি বলেছেন: আমেরিকারে ছারপোকামুক্ত ঘোষনা করছে।
আমেরিকার ছারপোকাগুলাই এখন আমাগো রক্ত খাইতাছে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১:১১
হেডফোন বলেছেন: ডিডিটি দিতে পারেন না? চিন্তা নাই, আসেন আমি শিখিয়ে দেই। এটা ঘরের জন্য একদম ক্ষতি কর না।
প্রথমে, ছারপোকার মাথা আপানার হাতের বগলে চেপে ধরুন। সামনে থেকে ধরতে হবে যেন ছারপোকার মাধা পেছন দিকে থাকে। এবার লাফ দিয়ে চিৎ হয়ে শুয়ে পড়ুন, এতে ছারপোকার মাথা মাটিতে আঘাত করবে। এটাকে বলে ডিডিটি। ঠিক মতো ডিডিটি মারতে পারলে ছারপোকার মাথা ভেঙ্গে আলুভর্তা হয়ে যাবে।