![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাতকড়াটা আসলে তার হাতে না, এটা আমাদের হাতে। আমাদেরকে সুরক্ষা দেবার জন্য যারা দিনকে রাত করে, রাতকে দিন করে তার বিপদের দিনেই আমরা আজ নিশ্চুপ।
দেশের জন্য তার হাতে হাতকড়া আর গদিতে বসা বড় বড় নেতাদের হাতে চুড়ি।। আজ নিয়ে তিন দিন, লজ্জ্বা ছাড়া আর কিছুই পাওয়ার নেই।।
আমাদের মাফ করে দিয়ো রাজ্জাক ভাই, আমরা সাহসী বীরদের দেশের ভিতু আরামপ্রিয় বাঙ্গালী। ঝামেলা দেখলে স্ক্রোল করে এরিয়ে যাওয়াই আমাদের প্রিয় কাজ ।।
২| ২১ শে জুন, ২০১৫ সকাল ৯:৩০
নীল আকাশ ২০১৪ বলেছেন: এই লজ্জা কেবল বিজিবি প্রধান নামের বেজন্মাটার - যাকে অস্ত্র দেওয়া হয়েছে কেবল দেশের ভেতরে জামায়াত শিবির মেরে শেষ করে দেবার জন্য। এই লজ্জা মোটেও আমাদের নয় - বিজিবিকে আমরা কোন পুরুষের বাহিনী বলে স্বীকারই করিনা।
৩| ২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪১
অপ্রস্তুত সন্ন্যাসী বলেছেন: যতবার কথাটি মনে পরে ততবারই লজ্জ্বায় মাথানত হয়ে যায়।। নিজেকে কৃতঘ্ন মনে হয় ।
৪| ২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৪
অপ্রস্তুত সন্ন্যাসী বলেছেন: অস্ত্র তো বিজিবির হাতেও থাকে কিন্তু কখনো তো শুনিনি বিজিবি অন্যদেশের সীমান্ত রক্ষিকে আটক করেছে। ঘাতের বদলে প্রতিঘাত দেয়া উচিত। চুপ থাকতে থাকতেই আজ আমাদের শুধু সহ্যই করতে হয়।।
৫| ২১ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪৮
মোঃ রাশেদ এয়াকুব বলেছেন: সন্ন্যাসী বলতে এখন ব্লগার ও সরকার দুটোই বুজতে হবে।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৫ সকাল ৯:০২
মো কবির বলেছেন: সত্যিই বলার কোন ভাষা নেই ...........। আমাদের সবার হাতেই আজ চুরি, আমরা সবাই আজ কাপুরুষ, আমরা সবাই আজ দালাল, আমরা সবাই আজ লোভী, আমরা সবাই আজ পশুদের চেয়েও নিকৃষ্ট .................................................................................................................।