নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমাও বাউন্ডুলে ঘুমাও এবার !!!

লোকে বলে স্বপ্ন জোছনা বিহার, জোছনা কনা রাত্রি উজাড় ! আমি বলি এ বেলা চৈত্র বিহার, স্বপ্নে ছুরি চোখে আঁধার !

স্বপ্নবাজ বাউন্ডুলে

আলো — অন্ধকারে যাই — মাথার ভিতরে স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে! স্বপ্ন নয় — শান্তি নয় — ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় !!!

স্বপ্নবাজ বাউন্ডুলে › বিস্তারিত পোস্টঃ

গল্প - মৃত্যুর ওপারে আমি.............

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

অদ্ভুত একটা আলো দেখতে পাচ্ছি! প্রথমে সবকিছু একদম সাদা তারপর অনেক রকম রঙ, আর এখন মনে হচ্ছে সূর্যটা ঠিক আমার সামনেই প্রচণ্ড আলো ছড়াচ্ছে। এতো আলো অথচ সেটাতে একদমই তাপ নেই, বরং অদ্ভুত একটা কোমল, স্নিগ্ধ অনুভূতি!



আমি কোথায় বা আমি কি করছিলাম তার কিছুই আমার মনে নেই। আসলে আমি হয়তো কিছুই মনে করতে চাইছিনা। এখন ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে আসছে। মনে হয় এটা কোন একটা ব্যস্ত সড়ক। আসে পাশে অনেক অনেক মানুষ।



এখন আমার মনে পড়েছে। মনে পড়েছে আমি কি করছিলাম। আমি হাঁটছিলাম, রাস্তাটা পার হবার জন্যে ফুটপাত থেকে রাস্তায় নামলাম। তারপর, তারপর সম্ভবত একটা বাস দ্রুত গতিতে এসে আমাকে ধাক্কা দিয়েছিল! আমার তো আর কিছুই মনে পরছেনা! একটা বাস আমাকে ধাক্কা দিলে তো আমার দাড়িয়ে থাকতে পারার কথা না। কিন্তু, আমিতো দিব্যি দাড়িয়ে আছি। এমনকি আমার শরীরে কোথাও বিন্দুমাত্র ব্যাথা নেই! এটা কিভাবে সম্ভব? বাসের সাথে ধাক্কাটা লাগার পরের কোন কিছুই আমার মনে নেই কেন?

আচ্ছা, সামনে এতো ভিড় কিসের?



হটাত করে এখন আমার নিজেকে একদম মুক্ত একটা পাখির মত মনে হচ্ছে। আমি এখন স্পষ্ট বুঝতে পারছি আমি মৃত একটা মানুষ। আমার ঠিক সামনেই আমার শরীর মানে আমার লাশ পড়ে আছে! রাস্তায় অনেক রক্ত। আমার লাশটাকে ঘিরে অনেক মানুষ। আমি তাদের কাউকেই চিনিনা। আমার মনে হচ্ছে আমি সবকিছুতেই বেশ মজা পাচ্ছি। আমি সবকিছু দেখতে পাচ্ছি অথচ আমাকে কেউ দেখতে পাচ্ছেনা! আমার কাছে মৃত্যু বিষয়টা বেশ সহজ আর মজার মনে হচ্ছে। মানুষ একবার মারা যায়, এবং মৃত্যুর পর সে আর মরতে পারেনা। আর তার মানে আমি আর কোনদিনও মরব না!

কিন্তু মৃত্যুর পরও আমার কাছে কোন কিছুই অস্বাভাবিক মনে হচ্ছেনা। সবকিছুই আগের মতই স্বাভাবিক মনে হচ্ছে।



আমাকে মানে আমার লাশটাকে এখন আমার বাড়িতে নিয়ে আসা হয়েছে। আমি ঘুরে ঘুরে সবকিছুই দেখতে পাচ্ছি। সবাই আছে বাড়িতে। এমনকি এর মধ্যেই অনেক দূর থেকেও অনেকে চলে এসেছে। সবাই হাস্যকর ভাবে গম্ভীর হয়ে আছে। অনেকে কাঁদছে।

আমি চেষ্টা করছি আম্মু, আব্বু আর আমার ছোট বোনটার দিকে না তাকাতে। ওদের দিকে তাকালে আমার একটু একটু কষ্ট হচ্ছে!

বাড়ি ভর্তি মানুষজন। সবাই মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছে। আমি বেশ স্পষ্ট বুঝতে পারছি কে সত্যি সত্যি কষ্ট পাচ্ছে আর কে কষ্ট পাবার ভান করছে! এসব দেখে আমি বেশ মজা পাচ্ছি!

হটাত করেই আমার সাদিয়ার কথা মনে পড়ল। ও কি জানে আমি মরে গেছি? কি করছে এখন ও? ঠিক করেছিলাম সামনের বছর আমরা বিয়ে করবো। সাদিয়া জানতে পারলে নিশ্চয় একদম ভেঙে পড়বে। ওর জন্যে আমারও কষ্ট হচ্ছে! আচ্ছা আমি কি চাইলেই এখন সাদিয়াকে দেখে আসতে পারবো?



সবার আলোচনা শুনে বুঝতে পারলাম আমাকে মানে আমার লাশটাকে কবর দেয়ার ব্যাবস্থা করা হয়েছে। এর মধ্যেই গোসল দেয়া হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমার শরীরটাকে কাফন নামক সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়া হবে। আমি সব কিছু বেশ আগ্রহ নিয়ে দেখছি।



কিছুক্ষন আগে সাদিয়া এসেছে। ও আর আমার মা এখন দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। দেখে মনে হচ্ছে ওরা কতইনা আপনজন! অথচ আজকের আগে কেউ কাউকে কখনও দেখেইনি!

আমাকে কাফন পরানো হয়ে গেছে। এখন নিয়ে যাওয়া হবে জানাজা পড়ার জন্যে। আর তারপরেই কবর দেবার জন্য গোরস্থানে নিয়ে যাওয়া হবে আমাকে। তারমানে আমি মানে আমার লাশটা এখন শেষ বারের মতো বাড়ি থেকে বের হবে!



জানাজায় অনেক মানুষ হয়েছিল। যাদের বেশিরভাগকেই আমি চিনিনা। এখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে গোরস্থানে। সবার সামনে খাটিয়া ঘাড়ে নিয়ে হাঁটছে কয়েকজন। আর তার পেছনে সারিবদ্ধ ভাবে হাঁটছে অন্য সবাই। আমার বাবা কেমন যেন বোকার মতো চারপাশে তাকাচ্ছে। যেন কি হচ্ছে সে ঠিক বুঝতে পারছেনা!



অবশেষে আমার অপেক্ষার পালা শেষ হতে চলেছে। আমাকে কবরে শোয়ানো হয়েছে। আর অল্প কিছুক্ষন পরেই আমাকে মাটি চাপা দেয়া হবে। আমার খুব জানতে ইচ্ছে করছে এর পর কি ঘটবে! আমি কি এভাবেই সব কিছু দেখতে পারবো? নাকি অন্য কিছু ঘটবে?

আর অল্প সময় পরেই আমি জানতে পারবো এর সব কিছুই। কিন্তু আমার চারপাশে এতো আলো কেন? সবকিছু একটা অদ্ভুত সাদা আলোয় ঢেকে যাচ্ছে। অদ্ভুত রকম কোমল একটা আলো!

মন্তব্য ১৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: ১ম ভালোলাগা।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: অনেক ভাল

: দৃষ্টি আকর্ষণ

ধর্ষক দের ফাসি চাই
পাশাপাশি আওয়াজ তুল

মধ্যযুগের বর্বরতা
সবাই আওয়াজ তুল
ভারতের হায়নাদের কবল থেকে মুক্ত চাই বাঙ্গালী
বিএস এফের বিচার চাই
অন্যায় ভাবে সিমান্তে হত্তা বন্ধ হোক করতে হবে

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্যে।
আপনার সাথে সহমত।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: ভালো লাগল।
ঠিক এইরকম একটা গল্পই পড়েছিলাম। সড়ক-দূর্ঘটনায় মৃত এক ছেলের ভাষায়। আপনিই লিখেছিলেন কি?

এই গল্পটা আরেকটু বাড়ালেও বাড়াতে পারতেন।

"নিরাপদ হোক প্রতিটি যাত্রা"
ভালো থাকবেন।
শুভতা।

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অনেক ধন্যবাদ।
এই রকম কোন গল্প আমি লিখিনি।
আর চাইলে হয়তো গল্পটা আরেকটু বাড়াতে পারতাম, কিন্তু ইচ্ছে করলনা।


"নিরাপদ হোক প্রতিটি যাত্রা"
ভালো থাকবেন।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

হাসান মাহবুব বলেছেন: চেনাজানা থিমের গল্প। তবে পড়তে ভালো লেগেছে।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই।
যা লিখব ভাবেছিলাম তা লিখতে পারিনি। এই থিমের উপর কি আপনার কোন গল্প আছে? থাকলে লিঙ্কটা দিয়েন।
ভালো থাকবেন।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪

নাজিম-উদ-দৌলা বলেছেন: ভাল লেগেছে। কাছা কাছি থিম নিয়ে আমার একটা গল্প আছে। পড়ে দেখলে খুশি হব। ফেরা ( আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ কে গল্পটি উৎসর্গ করলাম)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার গল্পটা পড়লাম। অনেক ভালো লেগেছে।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

আরজু পনি বলেছেন:

আমার খুব কাছের একজনের জীবনের দূর্ঘটনা যেন দেখলাম আপনার গল্পে! :|

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: সব দুর্ঘটনাই তো আমাদের কারো না কারো জীবনের সাথে জড়িয়ে আছে।

পড়ার জন্যে অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকবেন।

৭| ১৯ শে জুন, ২০১৩ রাত ১:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। ভালো লেগেছে।

১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৫

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ধন্যবাদ ভাই :)

৮| ১৯ শে জুন, ২০১৩ রাত ১:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: পড়তে ভালো লেগেছে।

১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৫

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.