![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলো — অন্ধকারে যাই — মাথার ভিতরে স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে! স্বপ্ন নয় — শান্তি নয় — ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় !!!
অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষিত হল The Oscar 2013
তেমন বড় কোন অঘটন ছাড়াই পেরিয়ে গেল এবারের অস্কার(সবকিছুই যেমন ঘটবে বলে সবাই আশা করেছিল ঠিক তেমনটাই ঘটেছে।
সর্বমোট ২৪ টি ক্যাটাগরিতে দেয়া হয়েছে মুভির জগতে সবচেয়ে সম্মান জনক এই পুরস্কারটি।
আগেই বলেছি সবাই যেমনটি ভেবেছিল সেভাবেই সবকিছু ঘটেছে। তারপরও দেখে নেয়া যাক কে কোন বিভাগে এবং কোন মুভি কোন বিভাগে পেল এই সম্মান।
এছাড়াও আমার ব্যাক্তিগত পছন্দের কথাও আমি বলবো
প্রথমেই সেরা মুভি-
এবছর সেরা মুভির পুরস্কারটি পেয়েছে পলিটিকাল থ্রিলার Argo
Argo নিঃসন্দেহে অসাধারন একটি মুভি, বিশেষ করে এই জেনারের মুভি হিসেবে Argo শুধু এই সময়ের না বরং সবসময়ের অন্যতম সেরা একটি মুভি। কিন্তু সেরা মুভির পুরস্কারটি যদি Life of Pi পেত তাহলে আমি বেশি খুশি হতাম। আমার কাছে এবছরের সেরা মুভি Life of Pi .
সেরা পরিচালকের পুরস্কারটি নিজের করে নিয়েছেন Life of Pi এর পরিচালক Ang Lee .
এই বিষয়ে আমার তেমন কিছু বলার নেই। আমি মুভি বোদ্ধা না, পরিচালককে বিচার করার ক্ষমতা আমার নেই। তবে Ang Lee পুরস্কার পাওয়াতে আমি খুশি হয়েছি। Life Of Pi এর মতো অসাধারন একটা মুভি উপহার দেয়ার জন্য আমার পক্ষ থেকে তার জন্য অনেক অনেক শুভিকামনা।
Lincoln মুভিতে অসাধারন অভিনয়ের জন্য এবার সেরা অভিনেতার পুরস্কারটি পেয়েছেন Daniel Day-Lewis
এখানেও আমার কিছুই বলার নেই। তিনি নিজের যোগ্যতার প্রমান দিয়েই ৩য় বারের মতো পেলেন অস্কার ! এককথায় বলতে গেলে আমার দৃষ্টিতে এবার এই পুরস্কারটির জন্য তার তেমন কোন প্রতিদ্বন্দ্বী ছিলনা। আর একটা কথা তিন বার সেরা অভিনেতার অস্কার কিন্তু আর কেউ পায় নাই।
সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন Jennifer Lawrence
আমি Silver Linings Playbook এখনও দেখিনি, সুতরাং সে এই মুভিতে কেমন করেছে জানিনা। কিন্তু সুন্দরী তরুণী হিসেবে সে এই পুরস্কারটি পাওয়াতে আমার আপত্তি নেই
সহ-অভিনেতার পুরস্কার পেয়েছেন Christoph Waltz তিনি এই পুরস্কার পেয়েছেন Quentin Tarantino র মুভি Django Unchained এ অসাধারন অভিনয় করে। আমার মতে পুরস্কার যোগ্য লোকের হাতেই উঠেছে।
সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন Anne Hathaway .
মুভি- Les Misérables Anne কে আমার ভালোই লাগে। তবে Les Misérables এখনও দেখা হয়নাই।
Best Writing, Screenplay Written Directly for the Screen এই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন প্রিয় পরিচালক Quentin Tarantino , তার বহু প্রতিক্ষিত মুভি Django Unchained এর জন্য। সেরা পরিচালকের পুরস্কার না পেলেও স্ক্রিনপ্লের জন্য Tarantino অস্কার জিতেছেন আমি এতেই খুশি।আমি আশা করি Tarantino এরপর সেরা চিত্রনাট্য নির্মাতার পুরস্কারের সাথে সেরা নির্মাতার পুরস্কারটিও পাবেন।
Best Writing, Screenplay Based on Material Previously Produced or Published এই ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন Argo মুভির জন্য Chris Terrio.
সেরা অ্যানিমেটেড মুভি নির্বাচিত হয়েছে Brave
Brave দারুন লেগেছে আমার। আমার মতে সেরা মুভিটির ঘরেই অস্কার গেছে।
সেরা বিদেশি ভাষার মুভির পুরস্কার পেয়েছে Austriaর মুভি Amour
Amour অসম্ভব রকম সুন্দর মুভি। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে Amour সেরা মুভি হিসেবেও নমিনেশন পেয়েছিল। সুতরাং বোঝাই যাচ্ছে Amour কি মানের মুভি।
Best Achievement in Cinematography তে পুরস্কার পেয়েছেন Life Of Pi এর জন্য Claudio Miranda .
এডিটিং এর জন্য অস্কার জিতেছেন William Goldenberg মুভি-Argo.
Best Achievement in Production Design এ যৌথ ভাবে পুরস্কার জিতেছেন Rick Carter, Jim Erickson. মুভি-Lincoln .
কস্টিউম ডিজাইন এ অস্কার জিতেছেন Anna Karenina মুভির জন্য Jacqueline Durran.
Best Achievement in Makeup and Hairstyling ক্যাটাগরিতে Les Misérables মুভির জন্য Lisa Westcott, Julie Dartnell.
Best Achievement in Music Written for Motion Pictures, Original Score এ অস্কার গেছে Life Of Pi এর Mychael Dannaর কাছে।
Best Achievement in Music Written for Motion Pictures, Original Song এর জন্য অস্কার জিতেছেন Skyfall মুভির জন্য Adele, Paul Epworth.
Best Achievement in Sound Mixing এ পুরস্কার জিতেছেন Les Misérables মুভির জন্য Andy Nelson, Mark Paterson এবং Simon Hayes.
Best Achievement in Sound Editing এ যৌথ ভাবে দুটি মুভি Skyfall এবং Zero Dark Thirty অস্কার জিতেছে।
ভিজুয়াল এফেক্ট এর পুরস্কার গেছে Life Of Pi এর ঘরে।
Best Documentary, Feature এ পুরস্কার জিতেছে Searching for Sugar Man
Best Documentary, Short Subject এ অস্কার জিতেছে Inocente
Best Short Film, Animated ক্যাটাগরিতে Paperman
এবং Best Short Film, Live Action - Curfew
সবশেষে কিছু কথা- আমরা সারা বছর মুভি দেখি, তারপর অধীর আগ্রহে অপেক্ষা করি কোন মুভি অস্কার পেল কোন মুভি গোল্ডেন গ্লোব পেল তা জানার জন্য। আমাদের দেশের মুভি অস্কার পাবে এমনটা আমি আশা করছি না।
কিন্তু আমরা তো এটুকু আশা করতেই পারি আমাদের দেশে সুন্দর সুন্দর মুভি হবে, তারপর সেই মুভি গুলো নিজেদের মধ্যে পুরস্কারের জন্য লড়াই করবে। আমাদের মুভিগুলোকে পুরস্কৃত করার জন্য বিভিন্ন আয়োজন করবে আমাদের দেশের বিভিন্ন সংস্থা। আর আমরা সারা বছর অপেক্ষা করবো আমাদের কোন মুভি কি পুরস্কার পাচ্ছে তা জানার জন্য।
এটুকু তো আমরা আশা করতেই পারি।
সামনে এগিয়ে যাচ্ছে আমাদের মুভি, আমাদের দেশে বিশ্ব মানের মুভি তৈরি হচ্ছে এমন স্বপ্ন তো আমরা দেখতেই পারি।
তথ্যসূত্র - IMDB
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ধন্যবাদ আপনাকে।
অবশ্যই যাবো আপনার ব্লগে
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
কাউসার রুশো বলেছেন:
খুব সুন্দর পোস্ট
এমন করে একটা পোস্ট লেখার ইচ্ছে ছিলো
++++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অনেক ধন্যবাদ
লিখে ফেলুন জলদি।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
হাসান মাহবুব বলেছেন: কিছুই দেখা হয়নাই তয় টারান্টিনো আর হ্যানিকের মুভি তো দেখুমই।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: টারান্টিনোর কাছে এক্সপেক্টেশন আরও বেশি ছিল।
Amour অনেক ভালো লেগেছে। সময় করে দেখে ফেলেন।
নিয়মিত আমার ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ
ভালো থাকবেন ।
( অনেক দিন আপনার গল্প পাইনা )
৪| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনার মতামত জেনে ভাল লাগল।
আমার মতে আর্গো নিয়ে কোন মত বিরোধ নেই। এফ্লেকের সেরা কাজ, সেরা ডেডিকেশন।
লিঙ্কন এখনো দেখিনি। সিলভার লাইনিং প্লেবুক দেখলাম। আমার কাছে মনে হয়েছে, ব্র্যাডলি কুপারের সাথে অন্যায় করা হয়েছে, অস্কার না দিয়ে। মারাত্বক কাজ দেখিয়েছে সে।
আর ব্রেভ? জানি না কেন, আমার দেখা সব চে বাজে এনিমেটেড মুভি !
০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২২
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: Arog ভালো মুভি এতে সন্দেহের অবকাশ নেই। কিন্তু Life Of Pi আমার বেস্ট মনে হয়েছে। আর সবার মত তো এক হবেনা।
সিলভার লাইনিং প্লেবুক দেখা হয়নাই তাই কুপারের বিষয়ে বলতে পারছি না। তবে লিঙ্কন দেখিয়েন তাহলে আমার মনে হয় আপনিও বলবেন ড্যানিয়েল ডে লুইসই এইবার অস্কার পাবার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি।
ব্রেভ আমার বেশ ভালো লেগেছে
অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগে আসার এবং সুন্দর মন্তব্য করার জন্য
শুভকামনা................
৫| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।
এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link
দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: কে কি করলো তাতে আপনের কি? আর আমারেই বা জানাইতে আসছেন ক্যান???
ভাইজান কি মশকরা করেন???
আপনে আপনার গবেষণাগারে কিসের গবেষণা করেছেন সেটা আপনের ব্যাপার। আপনার মহান গবেষণা সম্পর্কে জানার ইচ্ছা আমার নাই।
এই ধরনের মন্তব্য ভবিষ্যতে না দেখতে পাইলে খুশি হব।
৬| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪
নাজিম-উদ-দৌলা বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ ভাই!
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ!
৭| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১৯
আরজু পনি বলেছেন:
আপনার মতামত সহ অনেক কিছু জানতে পারলাম।
পোস্টে প্লাস।।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫০
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।
৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:২৭
আরজু পনি বলেছেন:
শুভ জন্মদিন স্বপ্নবাজ
২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৭
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু
৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৬
ইনকগনিটো বলেছেন: অনেকগুলাই দেখা নাই, দেখতে হবে।
কাজের পোস্ট। ধইন্যা।
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:১১
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: আপ্নেরেও ধইন্যা
১০| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২০
শায়মা বলেছেন: +++
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ধন্যবাদ আপু
১১| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩
লিন্কিন পার্ক বলেছেন:
ব্রেভ কি সত্যিই ভাল লাগছে আপনার ?
তবে আমার মতে সেরা মুভি লাইফ লাইফ অভ পাই
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ব্রেভ তো দেখছি অনেকেরই ভালো লাগেনাই! আমার তো ভালোই লেগেছে।
Life Of Pi অস্কার না পাওয়ায় আমি হতাশ
অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩
এ.আর.রায়হান বলেছেন: ভাল লাগল। আমার ব্লগ টাও ঘুরে আসবেন।তাহলে খুব খুশি হব.....