![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলো — অন্ধকারে যাই — মাথার ভিতরে স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে! স্বপ্ন নয় — শান্তি নয় — ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় !!!
আমার কপাল ভয়াবহ রকমের খারাপ। হ্যা সত্যি বলছি। মিথ্যা বলে আমার কি বা লাভ থাকতে পারে। তো যেটা বলছিলাম, আমার কপাল বা ভাগ্য খুব বেশি খারাপ। চাইলে এর কিছু প্রমাণও আমি আপনাদের দিতে পারি।
যদিও দুর্ভাগ্যের কথা বলতে ইচ্ছে করছেনা। তারপরেও ছোট্ট একটা উদাহরন দেই। বা বলতে পারেন আমার ফাটা কপালের গল্প।
এইতো মাত্র কয়েক মাস আগের কথা, ফেসবুকে একটা মেয়ের সাথে পরিচয় হল। কিছুদিন ইনবক্সে হাই হ্যালো। তারপর ঘণ্টার পর ঘণ্টা চ্যাটিং। একসময় ফোন নম্বর আদান-প্রদান। রাত জেগে ফোনে কথা, তারপর সারারাত কথা আর কথা। আমার মনে প্রেম প্রেম ভাব। মনে হল তার মনেও তাই। একসময় সাহস করে বলেই ফেললাম দেখা করার কথা। এবং সে রাজিও হয়ে গেলো। আমিতো মহা খুশি। মনে মনে কতো কিছু চিন্তা করে ফেললাম!
তারপর তার সাথে দেখা করার দিন ক্ষণ ঠিক করলাম। এবং সময় মতো রওনা দিলাম তার সাথে দেখা করার মানে ডেটিং এর উদ্দেশ্যে। আমার বাসা থেকে ডেটিং এর স্পটে যাইতে স্বাভাবিক ভাবে সময় লাগে প্রায় ১ ঘণ্টা। আর জ্যাম বাধলে ২ ঘণ্টাও লাগতে পারে। তো আমি অনেক চিন্তা ভাবনা করে ১ ঘণ্টা ৩০ মিনিট আগেই রওনা দিলাম। আপনারা নিশ্চয় ভাবছেন আমি চরম জ্যামে পড়ে পুরা ১ ঘণ্টা লেটে পৌছেছিলাম। কিন্তু না, সেটা হয়নাই। আমি সেদিন একটাও সিগন্যালে না আটকিয়ে মাত্র ৩০ মিনিটেই স্পটে হাজির। তারমানে নির্ধারিত সময়ের চাইতে ১ ঘণ্টা আগেই আমি পৌঁছিয়ে গেছি। তখন আমি ভাবলাম, ‘একঘণ্টা কি আর এমন, চা-সিগারেট খাইতেই তো ৩০ মিনিট মতো লাইগা যাবে’। এরপর আমি তারে মানে আমার গার্লফ্রেন্ডরে ফোন দিয়া বললাম, ‘জানু আমি চইলা আসছি, পারলে তুমিও জলদি আইসা পড়’।
সে কোথায় আমার কথা শুইনা খুশি হবে তা’না, সে উলটা আমারে ঝাড়ি দেয়া শুরু করলো! সে আমাকে বলল, ‘তোমাকে কে এতো তাড়াতাড়ি আসতে বলেছে, এসেছ ভালো করেছো এখন বসে থাকো। আমার এখনও সাজগোজের কিছুই হয়নাই। আমি আরও ১ ঘণ্টা পর বের হবো’।
বলেই সে কট করে লাইনটা কেটে দিল।
আমি হিসাব করে দেখলাম তার আসতে কমপক্ষে আরও ২ ঘণ্টা সময় লাগবে। কি আর করা, আমার কপাল খারাপ! অথচ আমি নিশ্চিত যদি আমি পাঁচ মিনিটও দেরি করে আসতাম তাহলে দেখা যেত সে সময়ের আগে থেকেই এসে বসে আছে। এবং আমি তখনও ঝাড়ি খেতাম। আমি ভাবতে শুরু করলাম কি করা যায় এই দুই ঘণ্টায়। পার্কের বেঞ্চে বসে কারো জন্য দুই ঘণ্টা অপেক্ষা করা যেমন তেমন কথা না।
কিন্তু কিছুই করার নাই। তাই শেষমেশ ঠিক করলাম পার্কের বেঞ্চে বসে গান শুনে আর সিগারেট টেনেই দুই ঘণ্টা পার করে দিবো। মনে মনে নিজের কপালকে একচোট গালি দিয়ে কানে এয়ারফোন গুজে দিয়ে গানে মগ্ন হলাম। ধীরে ধীরে সময় গড়াল। একঘণ্টা, দেড় ঘণ্টা, এভাবেই একসময় দুই ঘণ্টা পূর্ণ হল। আমি খুশি মনে তাকে ফোন দিলাম, সে জানালো তার আর মাত্র পাঁচ মিনিট লাগবে।
ঠিক সেই সময়, হ্যা ঠিক সেই সময় গাছের উপর থেকে একটা কাক আমার মাথায় এবং আমার শার্টে তার ইয়ে ঢেলে দিল! টাইমিং টা খেয়াল করেছেন!
আরে কাক তুই তোর কাজ করবি একটা ঘণ্টা আগেই কর, আমি তো পুরা দুই ঘণ্টা ধরে এক জায়গায় বসে আছি।
কাকের কাজ কাক করেছে, এখন এই অবস্থায় তো আর ডেটিং হয়না। তাই আমি ছুটলাম ওয়াসরুমের খোঁজে। কিন্তু প্রয়োজনের সময় কিছুই খুইজা পাওয়া যায়না। যাইহোক শেষপর্যন্ত আমি ওয়াসরুম খুঁজে পেলাম। আর এদিকে আমার সে বারবার ফোন দিয়েই যাচ্ছে! আরে বাবা কয়েকটা মিনিট ওয়েট কর। আমি যেখানে পুরা দুই ঘণ্টা ওয়েট করলাম সেখানে মাত্র দশ টা মিনিটে কি এমন হবে। আমি কোনমতে মাথা, শার্ট পরিস্কার করেই দিলাম ঝাইড়া দৌড়।
দৌড়াইয়া জায়গামতো গিয়ে দেখি তিনি রেগে একেবারে অগ্নিশর্মা! কিছুতেই আমার কোন কথা তিনি কানে তুলবেন না। তার ধারনা আমি তাকে মিথ্যা বলেছি। আমি এতক্ষন বসে ছিলাম এটা পুরাই মিথ্যা কথা। আসলে আমি কেবল মাত্র এসে পৌছালাম। অথবা আমি অন্য কোন মেয়ের সাথে এতক্ষন টাংকি মারছিলাম!
এখন তাকে আমি ক্যামনে বোঝাই কাক আমার কি সর্বনাশটাই না করেছে!
শেষপর্যন্ত সে আমার কোন কথাই শুনল না। তার ভাষ্যমতে, ‘যে ছেলে প্রথম দিনেই মিথ্যা বলতে পারে তার সাথে আর যাই হোক প্রেম করা সম্ভবনা’।
এবং সে আমাকে পার্মানেন্টলি বিদায় জানিয়ে চলেও গেলো! এবং সে যাবার আগে বলে গেলো, আমার মতো একটা ছেলেকে সে সময় দিয়েছে এটা তার জীবনের অন্যতম বড় ভুল!
আর আমি, আমি বোকার মতো পুরাটা সন্ধ্যা ঐ বেঞ্চে বসেই কাটিয়ে দিলাম। এবং সেদিনের পর থেকে তার সাথে আমার আর দেখা তো দুরের কথা কথাও হয়নাই। ফেসবুকেও তাকে আমি আর খুঁজে পাইনি। সম্ভবত আমাকে সে ব্লক করে দিয়েছিল।
এখন আপনারাই বলেন, আমার কি কোন দোষ ছিল? নাকি সবই আমার ফাটা কপালের দোষ!
কপাল, কপালরে ভাই, সবই আমার কপালের দোষ।
( ছবি- গুগল মামার কাছ থেকে ধার করা। )
১৭ ই মে, ২০১৩ রাত ১২:২৫
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: হ ভাই তার জন্যই সে ইয়ে খাইছে!
২| ১৭ ই মে, ২০১৩ রাত ১২:১৯
আমি ব্লগার হইছি! বলেছেন: সবই কপাল। কপালের নাম গোপাল।
১৭ ই মে, ২০১৩ রাত ১২:৩৫
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: আপনে ব্লগার হইছেন বইলাই আপনে বুঝছেন
৩| ১৭ ই মে, ২০১৩ রাত ১:১৩
নাজিম-উদ-দৌলা বলেছেন: হাচা ঘটনা নাকি ভাইজান? নাকি গল্পই?
বিশ্বাসঘাতক এইটা পইরেন সময় হইলে, বহুত আগে লিখছিলাম, প্রথম দিকের থিম কিছুটা মিলে!
১৭ ই মে, ২০১৩ রাত ১:৩৩
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: নারে ভাই এইটা গপ্পোই
আপনার গল্প পইড়া আসলাম। দারুন লাগসে! আপনার অনেক লেখা পড়া আছে, এইটা ক্যামনে জানি মিস হয়ে গেছিল।
ধন্যবাদ ভাই।
৪| ১৭ ই মে, ২০১৩ রাত ১:৪৫
নোমান নমি বলেছেন: ওই মেয়ের লিংক থাকলে এক্ষুনিই দেন। তার খবর আছে,
১৭ ই মে, ২০১৩ রাত ১:৫৬
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ওরে নমি তার লিঙ্কু তো হারায়া গেছে। থাকলে দিতাম সত্যি
৫| ১৭ ই মে, ২০১৩ রাত ১:৫৮
রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: ইয়ে মানে আমার ইনবক্স খোলা আছে। লিংকটা দেওয়া যাবে?? ফ্রি আছিতো। আর তাছাড়া ভাই বেরাদার এর মাঝেই থাকলো।
১৭ ই মে, ২০১৩ রাত ২:২৭
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: আমি তো কইছি লিঙ্ক হারায়া গেছে, দেখি যদি খুইজা পাই দিমুনে। এখন কও বিনিময়ে তুমি কি দিবা
৬| ১৭ ই মে, ২০১৩ রাত ৮:২৩
সপ্নাতুর আহসান বলেছেন:
১৮ ই মে, ২০১৩ রাত ১০:৪৭
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:
৭| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২৪
হাসান মাহবুব বলেছেন: আপনি খুবই দুর্ভাগ্যবান!
১৮ ই মে, ২০১৩ রাত ১০:৫১
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: আমি সৌভাগ্যবান! কারণ হামা ভাই নিয়মিত আমার ব্লগে আসে
৮| ১৮ ই মে, ২০১৩ রাত ১০:১২
স্বপনবাজ বলেছেন: আহারে!
১৮ ই মে, ২০১৩ রাত ১০:৫২
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ
৯| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৩৩
মামুন রশিদ বলেছেন: হায় হায়, সত্যিই দুর্ভাগ্য
২৯ শে মে, ২০১৩ রাত ২:২২
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: সমবেদনা জানানোর জন্য ধন্যবাদ ভাই।
১০| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
বেচারা আহারে
৩০ শে মে, ২০১৩ রাত ১:৩৬
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:
১১| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:২১
ইনকগনিটো বলেছেন: আহারে
৩০ শে মে, ২০১৩ রাত ১:৩৭
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:
১২| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৭
মাহমুদ০০৭ বলেছেন: আপনের মত পোড়াকপাইল্যা রে ব্লগে দেখবার চাই না , কবে যাইবেন ?
আর ভালা কথা মাইইয়াডার নাম্বার জানি কি , এক্দটু দেন , দেহি আপ্নের
কদ্দুর কি করন যায়
০৮ ই জুন, ২০১৩ রাত ৮:৫৪
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:
১৩| ০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কাক আমার এক বন্ধুর ও সর্বনাশ করেছিল
০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:০১
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: কাক খুব খারাপ
১৪| ২২ শে জুন, ২০১৩ রাত ৩:৩২
আরজু পনি বলেছেন:
গল্পের নায়ক বেচারার জন্যে মায়াই লাগছে ...আহারে চুক চুক চুক
হইলো নাতো সুখের মিলন ...এমনই কপাল!
২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৪২
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: বেচারার কপাল খুব খারাপ
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৩ রাত ১২:০৮
রুপম শাহরিয়ার বলেছেন: ঠিকইতো বলেছে। যে প্রথম দিনেই মিথ্যা বলে তার সাথে কিসের প্রেম। আপ্নি বলে দিতে যে কাকে আপ্নার ইয়েতে ইয়ে করে দিয়েছে। তাহলেইতো ইয়ে শেষ হয়ে যায়। আপ্নার জন্যই আপ্নে ইয়ে খাইছেন।