![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !
বিদগ্ধ প্রণয়ে ক্লান্ত প্রাণ , সীমাহীন ছুটাছুটিতে অসার অস্তিত্বের সীমারেখা সেই কবে দেয়াল ছুঁয়েছে ! কখনো হারিয়ে যাওয়া নিজের ছায়ায়!অন্ধরাত কাছে আসলেই ছায়াগুলো মিলিয়ে যায় অন্ধকারে! নিছক স্বপ্নদেখা , কখনো বা স্বপ্নচারী হয়ে উঠা ! প্রাণভোমরা জেগে উঠে , দেয়ালের পাশঘেষা কল্পতরীতে নিজেকে উঠিয়ে দিয়ে , বিমূর্ত বর্তমানকে পাশ কাটিয়ে আমি আবার গাইবো জীবনের গান !
নির্ঘুম রাত ভোর হলে আলোকরেখা আঁকড়ে ধরে জেগে উঠা ! কখনো ছুটে চলা , কখনো স্থির এক সূর্যস্নানে কেঁপে কেঁপে সময়টাকে ধরে রাখা !
ক্রমশ ভেঙ্গে যাওয়া নিজেকে সমর্পন করে দেয়া সূর্যরেখায় , দ্রুত উল্কাবেগে ছায়া ছেড়ে নিজেকে ফিরে পাবার আকুতিটা তীব্র থেকে তীব্রতর করে নেয়া !
তারপর ক্লান্তিহীন আঁকিবুঁকি ! নিজের বাঁ পাশটায় জমে থাকা পচা আবেগটাকে তুলির মাথায় এনে ক্যানভাসে জীবন দিতে , ভাঙ্গা বাহুর ক্লান্তি রেখা মুছে দিতে , মস্তিষ্কের আলস্য হুতুম প্যাঁচার ডানায় রেখে আসতে , রক্তাক্ত কিছু ব্যর্থতার ডায়েরিকে অন্ধরাতের বলী দিতে !
জানালার ফাঁক গলে আলোর টুকরো এসে ক্যানভাস জুড়ে আঁকা স্বপ্নগুলোতে আদিপ্রাণ দিয়ে যায় ! ধীরে ধীরে ওরা জেগে উঠে রঙ তুলির নিস্প্রাণ মুর্তিগুলোতে !
যে মূর্তিগুলোতে সীমাহীন মায়ায় এঁকে দিয়েছিলাম ফিরে আসার আকুতি ! ঘুমিয়ে জেগে থাকা কিংবা জেগে ঘুমিয়ে থাকা আমার আমি ধীরে ধীরে ক্যানভাসে এঁকেই ফেললাম ~~~~~~ স্বপ্ননকশা !
উত্তাল জেগে থাকা সমুদ্র সোপান থেকে ভেসে আসা মুক্তশিকারীর দল , ফিরে আসে দৈব আলোর ঝলাকনিতে ! কখনো ছন্দ মিলিয়ে , কখনো সুরের হিসেব না মিলিয়ে ওরা উত্তাল ! রাতভোরে আমার ছুটে চলার প্রেরণা এই জলমগ্ন ছুটে চলা ~!
অদূরেই অনিকেত অন্ধকার , বিষাদ কালো মেঘছায়া ! জলতরঙ্গ থেকে জন্ম নেয়া উদ্ধত বিষন্নতা আর অন্ধকার আমার আঁকা স্বপ্নরেখা এই বুঝি খেয়ে ফেললো !!!!
ঘাসের বুকে লুকিয়ে এলাম আমার স্বপ্ন নকশার ক্যানভাস ! রক্তহীম করা আঁধারের গর্জন আমার ক্যানভাস ছুতে পারেনা ! আমার কবিতার মত স্বপ্ননকশা কখনো বা বিনম্র পাখি কখনো বা জলস্তম্ভে এঁকে দিবে পাথুরে ছায়া ! কখনো বা বিষাদ সঙ্গীতের সুর বদলে ফিরে আসে কল্পকথার রাজকুমারের মত করে সেই আদিম আধিপত্যের অহংকার গায়ে মেখে !
রঙচটা হারমোনিকায় বাজাবো আমার আধিপত্যের সুর , সেই হারমোনিকায় মেপে মেপে বাতাসের জন্য রচনা করবো নতুন উদ্ধত সঙ্গীত ! দেয়াল ঘেঁষা ছায়া ছাড়িয়ে আসা সূর্যপ্রাণ , ফেলে দেয়া তুলির রক্তাত্ব ব্যাথাতুর কথামালা ছাড়িয়ে সমুদ্র জয় করে আসা সঙ্গীতে তো ঔদ্ধত্য একটু থাকবেই !
উৎসর্গঃ ব্লগার বটবৃক্ষ আপুকে , এই আবোল তাবোল লিখা উপহার দেয়া হলো !
০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ! শুভকামনা সবসময়ের !
২| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
কি কঠিন কঠিন সব শব্দের কি দারুণ ব্যাবহার ......! মুগ্ধ !!
তোমার লেখা বুঝতে আমি কয়েকবার করে পড়ি । না বুঝলে মন্তব্যই করি না । প্লাস দিয়ে চলে যাই , বুঝলে ভাইয়া!!
নতুন শব্দ ... কাঠিন্যত্ব কে ভেঙ্গে তার সহজ ব্যাবহার ... শিখছি ... শিখছি আর শিখছি ... অনেক ধন্যবাদ
ভালো থেকো
০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু ! এত সুন্দর মন্তব্যে বিব্রত বোধ করছি কিছুটা !
আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা থাকলো !
৩| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
হাসান মাহবুব বলেছেন: সুন্দর!
০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:০৬
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই !
৪| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
মাক্স বলেছেন: অসাধারণ লিখেছেন। +++++++
০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:১৯
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ মাক্স ! শুভকামনা !
৫| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
কালোপরী বলেছেন:
০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:০৪
স্বপ্নবাজ অভি বলেছেন:
৬| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন ।
০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:১৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ! শুভকামনা রইলো !
৭| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
ইমরাজ কবির মুন বলেছেন:
থাম্বস আপ ||
০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩২
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মুন ভাই ! সাথেই থাকুন !
৮| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:৩৬
বোকামন বলেছেন:
কখনো বা স্বপ্নচারী হয়ে উঠা !
কখনো স্থির এক সূর্যস্নানে কেঁপে কেঁপে সময়টাকে ধরে রাখা !
কখনো সুরের হিসেব না মিলিয়ে ওরা উত্তাল !
কখনো বা বিষাদ সঙ্গীতের সুর বদলে ফিরে আসে ....!
রঙচটা সুরের আধিপত্যের নতুন সঙ্গীতে প্রাণ আছে
তাই উদ্ধত হলো তরঙ্গাকুল !!
খুব সুন্দর ........ চমৎকার :-)
ভালো থাকবেন, শুভকামনা।
০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৪১
স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার মন্তব্যে সবসময়ই অনুপ্রেরণা পাই সম্মানিত বোকামন ! নিজেকে ফিরে পেতে মাঝে মাঝে স্বপ্নচারী মাঝে সীমাহীন ঔদ্ধত্য !
শুভকামনা রইলো !
৯| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:০৫
খেয়া ঘাট বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৫৫
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ গুচ্ছ প্লাসের জন্য ! শুভকামনা সবসময়ের !
১০| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:১১
আরমিন বলেছেন: অসাধারণ লাগলো! খুবই খবই সুন্দর লেখনী আপনার!
+ +
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যোবাদ আপনাকে !
১১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:১০
স্নিগ্ধ শোভন বলেছেন:
পাঠে মুগ্ধ!!!
চমৎকার !!!
ছবি নির্বাচন ভাল হয়েছে অভি ভাই।
++++++++++++++
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:০১
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শোভন সাহেব !
ছবি দেখেই শব্দ গুলা মাথায় এসেছে ! সব ক্রেডিট ছবি চারটার !
১২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:১১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: খুব সুন্দর লিখেছ ব্রো । ১২ তম ভাল লাগা ।
সিমপ্লি অসাম ।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:২২
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু ! শুভকামনা জানবেন !
১৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
স্বপ্ন দেখার সাধ জাগল। এভাবে ভাব কি করে ?
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:২৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ঐ মিয়া স্বপ্নবাজ কি আমি না আফনে ??
এনিওয়ে শুভকামনা জানবেন ছোট ভাইয়ের !
১৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪৭
আমিনুর রহমান বলেছেন:
এত চমৎকার কবিতা দেখে লিখতে মুঞ্চায় কিন্তু আমি যে লিখতাম পারি না, দূর আমারে একটা কবিতা লিখে দিও তো পোষ্ট করমু আমার নামে
উৎসর্গঃ ব্লগার বটবৃক্ষ আপুকে , এই আবোল তাবোল লিখা উপহার দেয়া হলো !
আমরা তো কেউ না চাইলে পাই না
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৩৩
স্বপ্নবাজ অভি বলেছেন: আইচ্ছা ঠিকাছে আমারে ছবি দিবেন ! বিনিময় প্রথা চালু করা হোক !
আর আফনে এই কথা কইতারলেন !
কত পোষ্টে আফনেরে মনে করছি হিসাব আছে !
১৫| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪৮
বটবৃক্ষ~ বলেছেন: বিষন্নতা আর অন্ধকারের এত্তো বড় সাহস! বাজ ভায়ার স্বপ্ননকশা খাইতে চায়!! ঘুষি মাইরা ফাডায়ালামুনা!!
মায়াময় স্বপ্ননকশার ক্যানভাসটা ছুয়ে দেখতে মন চাইছে!!
প্রতিটা লাইন পড়ার পর মুগ্ধতা ফুরোতে চায়না, তাই কয়েকবার করে পড়তে হয় আমার!!
অনেক অনেক ভালোলাগা রেখেগেলাম...............
আর আপনার জলমগ্নতা বুঝি কাটবেনা??
আচ্ছা, লাস্ট লাইনে শব্দটা কি উদ্ধত্য হবে নাকি ঔদ্ধত্য ??
সবশ্যাষে আইসাতো টাশকি খাইলাম!!
:-&
তাই বইলা আমারে একটা আবোল-তাবোল লিখা উৎসর্গ করলেন??
:-<
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৫২
স্বপ্নবাজ অভি বলেছেন:
পারলে ঘুষি মাইরা ভচকাইয়া দেন আপু !
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ , এমন মন্তব্য আরেকবার কবিতা লিখতে বসার সাহস দেয় আপু , স্বপ্ননকশার ক্যানভাস টা এখনো হয়তো অসমাপ্ত নয়তোবা নিছক কবিতার শব্দ হয়ে আছে , না হয় ধূলোমাখা !
জলমগ্নতা কাটবে কেমন করে বলেন , পথচলাই তো শেষ হয় না !
ওটা ঔদ্ধত্য হবে , অভ্র আমার সাথে হালকা বেঈমানী করেছিল!ধন্যবাদ আপনাকে !
টাস্কি খাইছেন খুশি হইছি ! লিখিই তো আবোল তাবোল !
১৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৫৮
বটবৃক্ষ~ বলেছেন: আমিন ভাই! আমি কিন্তু লবিং করসিলাম !!সেই কবে থেকে করতাসি, এতো দিনে এইসা কাজ হইসে অবশেষে!! ....
০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:১২
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম !
১৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৫৮
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন:
প্লাস লন
০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:২০
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মিতা ! শুভকামনা সব সময়ের !
১৮| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:১০
পরিবেশ বন্ধু বলেছেন: অদ্ভুদ সব
০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন:
অদ্ভুত সব কি ??
ধন্যবাদ আপনাকে আমার ব্লগে আসার জন্য , স্বাগতম আপনাকে !
১৯| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:১০
পরিবেশ বন্ধু বলেছেন: অদ্ভুদ সব
০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভকামনা আপনার জন্য ! ভালো থাকুন !
২০| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৫৫
আমিনুর রহমান বলেছেন:
আমি লবিং টবিং বুঝি না ডাইরেক্ট একশনে যাই ... সবগুলানের খব্বর আছে। কাইট্টা ছিল্লা লবন লাগামু কইলাম। সময় থাকতে ভালা হইয়া যাও নাইলে কইলাম পাবলিকের মাইর কত প্রকার ও কি কি
@বটবৃক্ষ~ ও তুমি অভি
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৫৭
স্বপ্নবাজ অভি বলেছেন: কাইট্টা ছিল্লা লবন লাগামু নিক টা আফনের মাথা খাইছে ! ঐ নিক দেখে আমি পাক্কা ১০ মিনিট হাসছি !
লবণ লাগাইবেন ঠিক আছে , আগে কন বিনিময় প্রথায় রাজি নাকি ?
২১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:০৫
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এত্তো কঠিন করে লিখলে আমার মত নাদান পোলাপাইনগুলা পড়বে কিভাবে ?
০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৬:৩১
স্বপ্নবাজ অভি বলেছেন:
২২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:০৬
বাংলার হাসান বলেছেন: অভি অসাধারন হইছে। সব চেয়ে বেশি ভাল লাগলো ছবির সাথে লেখার যে মিলটা তুমি তৈরী করছো বলার ভাষা নাই।
+++++++ না দিলে সত্যিই অন্যায় হবে।
আমিনুর রহমান বলেছেন: আমরা তো কেউ না চাইলে পাই না
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:০৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই ! আর আপনাকে অন্যায় টা করতেই বা কে বলেছে শুনি ! + দিতে পারেন আমি মাইন্ড করবোনা !
আর আফনে ও এই কথা কইতারলেন ! (
(
(
(
(
কত পোষ্টে আফনেরে মনে করছি হিসাব আছে !
২৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:২০
একজন আরমান বলেছেন:
নিজের বা পাঁশটায় জমে থাকা পচা আবেগটাকে তুলির মাথায় এনে ক্যানভাসে জীবন দিতে , ভাঙ্গা বাহুর ক্লান্তি রেখা মুছে দিতে , মস্তিষ্কের আলস্য হুতুম প্যাঁচার ডানায় রেখে আসতে , রক্তাত্ব কিছু ব্যার্থতার ডায়রিকে অন্ধরাতের বলী দিতে !
বিদগ্ধ প্রণয়ে ক্লান্ত প্রাণ , সীমাহীন ছুটাছুটিতে অসার অস্তিত্বের সীমারেখা সেই কবে দেয়াল ছুঁয়েছে ! কখনো হারিয়ে যাওয়া নিজের ছায়ায়!
এই দুইটা জায়গাতে অনেকক্ষণ চোখ আঁটকে ছিল।
নতুন করে বলার কিছু নাই, যা বলার তা উপরে সবাই বলেই দিয়েছে।
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আরমান ভাই ! শুভকামনা জানবেন !
২৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:২৯
সপ্নাতুর আহসান বলেছেন: শব্দ নিয়ে অদ্ভুত খেলা। বেশ সুন্দর।
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৪০
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আহসান ভাই ! শুভকামনা থাকলো !
২৫| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:০৯
নাজিম-উদ-দৌলা বলেছেন: মুক্তগদ্য আমার সবসময় ভাল লাগে। একসময় প্রচুর পড়তাম। কবি আবদুল মান্নান সৈয়দ এর লেখা পড়ে দেখতে পারেন। শিখতে পারবেন অনেক কিছুই। পোস্টে অনেক ভাল লাগা। ++++++
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ নাজিম ভাই ! অবশ্যই পড়ে দেখবো !
২৬| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:১১
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস!
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৫৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই !
২৭| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:১৬
~মাইনাচ~ বলেছেন: সকাল সকাল ব্লগে ঢুকেই সুন্দর একটা লেখা পড়লাম
উৎসর্গ দেখে একটা বিষয় নিশ্চিত হলাম, @ উনি
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:১৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাইনাচ , মাইনাচ দেন নাই তো আবার !
আর উৎসর্গ , লবিং টবিং করেন , দেখা যাবে !
২৮| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৩
টুম্পা মনি বলেছেন: চমৎকার!!!!!
০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:০৫
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি !
২৯| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬
অদৃশ্য বলেছেন:
চমৎকার হয়েছে লিখাটি
শুভকামনা...
০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:২১
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ অদৃশ্য ! ভালো থাকুন সবসময় !
৩০| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:২৮
আমি ময়ূরাক্ষী বলেছেন: চমৎকার লাগলো
০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৪৫
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ময়ূরাক্ষী ! স্টিকি পোষ্টের শুভেচ্ছা ! চমৎকার একটা ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন !
৩১| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:১৩
সায়েম মুন বলেছেন: নাইস।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:০৪
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ কবি !
৩২| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৫২
সমুদ্র কন্যা বলেছেন: ছবি আর লেখা মিলে খুব ভাল লাগল বিষাদকথন।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: বিষাদকথন মনে হয়েছে আপনার কাছে সমুদ্রকন্যা ! হুম বিষাদ ও বলতে পারেন ! নতুন শুরুর আকাঙ্খা আর আত্ববিশ্বাস বিষাদ জয় করেই আসে !
শুভকামনা সবসময়ের !
৩৩| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
সেই জন্যই জিগাইলাম এত সুন্দর স্বপ্ন দেখ কেমনে ?
০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:২২
স্বপ্নবাজ অভি বলেছেন: একটা কাজ করেন , নিক নেম টা বদলে "স্বপ্নবাজ কান্ডারী " রাখেন ! দেখবেন কাজ হবে , আমার বিশ্বাস !
৩৪| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:১১
মাহমুদ০০৭ বলেছেন: ও ! বটবৃক্ষ হইতে পারি নাই দেইখা উৎসর্গ করেন না !
খারান মান্দারবৃক্ষ হইয়া দেখাইতাছি
মুক্তগদ্য ভাল লাগল ।
তয় আরু খাটতে হইব । নাইলে কেলাম বই বাইর কইরতাম না আপনের
অনেক ভাল লাগল অভি ভাই প্লাস দিয়ে গেলুম
০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৪৫
স্বপ্নবাজ অভি বলেছেন: কবে হবেন মান্দারবৃক্ষ , জানাবেন দয়া করে !
ধন্যোবাদ , ভালো লেগেছে জেনে ভালো লাগছে মাহমুদ ভাই !
আমার বই বাইর করি দেন
, আমি আইলসা , আর খাটাখাটি সম্ভব না !
শুভকামনা রইলো আপনার জন্য !
৩৫| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৯
আমিনুর রহমান বলেছেন:
আমি কোন বিনিময়ে নাই জোড় যার মুল্লুক তার, প্রয়োজনে জোড় কইরা কোবতে লিখামু তোমারে দিয়ে ...
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:০৪
স্বপ্নবাজ অভি বলেছেন:
৩৬| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১০
রহস্যময়ী কন্যা বলেছেন: খুব খুব সুন্দর হয়েছে ভাইয়া
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:২৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ রহস্যময়ী ! শুভকামনা থাকলো !
৩৭| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
অপর্ণা মম্ময় বলেছেন: পোস্টের শিরোনাম এবং লেখা দুটোই ভালো হয়েছে।
শুভেচ্ছা
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু ! এবার তাহলে বানান ভুল হয় নাই , যাক !
৩৮| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এতো কঠিন ক্যা ভাই?????????
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৪৮
স্বপ্নবাজ অভি বলেছেন:
ধন্যবাদ বর্ষণ সাহেব !
৩৯| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩০
বটবৃক্ষ~ বলেছেন: আমিন ভাই আর সবার কমেন্ট দেখে হাসতেই আছি!!!
@আমিন ভাই: আমি মরিচ খাইতে ভালোবাসি ডরাইলামনা আপনার হুমকিতে, যান!.....হাহা!
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৫২
স্বপ্নবাজ অভি বলেছেন: @ আমিন ভাই ! যুদ্ধ দেখার প্রিপারেশন নিয়া রাখলাম !
বৃক্ষ বনাম গোলাপ ভাই ! আমি কইলাম রেফারী !
৪০| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৪০
সেলিম আনোয়ার বলেছেন: ছবিতে ও লেখনিতে দারুণ ভাল লাগা। অসাধারণ।+++
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:১০
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !
৪১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৪৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: মুগ্ধপাঠ!!! অসাম লিখেছেন স্বপ্নবাজ অভি!!! প্লাস!
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:১৪
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ! শুভকামনা জানবেন !
৪২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪৬
আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি
শুরুতেই ভুল । বিদগ্ধ প্রণয় প্রানকে ক্লান্ত করেনা । কবে , কোথায় , কখোন এটা শুনেছেন ? (হা...হা...হা... )
বিদগ্ধ প্রণয় কেবল জীবনকে ভালোবাসতেই শেখায় । আপনিও প্রথম প্যারার শেষ লাইনে এটাই কিন্তু লিখেছেন কিছু না ভেবেই হয়তো - আমি আবার গাইবো জীবনের গান !
তাই বিদগ্ধ প্রণয় আপনাকে ক্লান্ত করেনি –ভাসিয়ে নিয়ে গেছে জলস্তম্ভে আঁকা ক্যানভাসে মুক্ত শিকারীর মতো ।
হুমমমম..... আবোল-তাবোলই বলা চলে , স্বপ্নবাজের স্বপ্ন যে !
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: দগ্ধ আর বিদগ্ধের মাঝে পার্থক্য খুব কম তাই না ?
যে প্রণয় জ্বালায় , পোড়ায় তাতে কি ক্লান্তি আসেনা ! সেই ক্লান্তি ধীরে ধীরে মানুষকে নিজের ছায়া বানিয়ে দেয় , দেয়ালে পিঠ ঠেকে যায় ! না ভেবে কিছুই লিখিনি , ক্লান্ত প্রাণে সজীবতা দিতে প্রাণশক্তি নিজের ভিতর তৈরী করে নিতে আবার জীবনের জয়গান গাওয়ার সাহস টা কিন্তু স্বপ্ন দেখা থেকেই আসে , আর সেই সাহস থেকেই জলস্তম্ভে পাথুরে ছাপ রেখে ছায়া থেকে বেরিয়ে আমার আমিকে ফিরে পাওয়া !
ক্লান্তি অতঃপর নিজেকে ফিরে পাবার আকুতি , তারপর সেজন্য লড়াই করা আর সবশেষে আধিপত্যের সুর শোনালাম ! মানে হলো নিজেকে জয় করা ! ক্লান্তিতে আর পড়েছিলাম কই বলেন ! বিশ্লেষনী মন্তব্যের জন্য ধন্যবাদ ! আরেকবার পড়ুন আর মন্তব্যের সাথে মিলিয়ে নিন ! শুভকামনা !
৪৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:০০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার লেখা! ভালো লাগল।
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:২৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ জাদিদ ভাই !
৪৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:১৩
~মাইনাচ~ বলেছেন: লবিং টবিং করেন , দেখা যাবে
এর মানে কি? কোনা চোখে কি ইশারা করলেন বুঝলামনাতো
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৩২
স্বপ্নবাজ অভি বলেছেন:
ইশারা কই করলাম ! খালি ভুল বুঝে ,
মাইনাচ আফনেরে
!
৪৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:০২
আশিক মাসুম বলেছেন: আমিনুর রহমান বলেছনঃ
উৎসর্গঃ ব্লগার বটবৃক্ষ আপুকে , এই আবোল তাবোল লিখা উপহার দেয়া হলো !
আমরা তো কেউ না চাইলে পাই না
মিঃ সপন খিয়াল কইরা , আগে ভাইদের কে খুশি কিরেন।
খুব ভাল লেগেছে কবিতা ।
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৪৪
স্বপ্নবাজ অভি বলেছেন:
আপনার ও একি অভিমান ! ও খোদা ! আমার আগের কৃতকর্ম ভাই ভ্রাদার সব ভুলে বসে আছে !
শুভকামনা আশিক সাহেব !
৪৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৪৩
তারছেড়া লিমন বলেছেন: আজ আরজুপনির একটা আপসোস দেখলাম "ওরা আমাকে ভালো থাকতে দিল না... মানে ওরা আমাকে কবি হতে দিল না " কবিতা জীবন আর জীবন থেকেই লেখা হয় প্রতিটি বিদগ্ধ স্বপ্ন ।তাই আর আক্ষেপ নিয়েই বলি জীবন একটা বাঁশ ঝাড় খালি মুথা আর মুথা..............আর যে বা যারা মুথা চিনে না তাদের বিষয় টা ভিন্ন।
ঘাসের বুকে লুকিয়ে এলাম আমার স্বপ্ন নকশার ক্যানভাস ! রক্তহীম করা আঁধারের গর্জন আমার ক্যানভাস ছুতে পারেনা ! আমার কবিতার মত স্বপ্ননকশা কখনো বা বিনম্র পাখি কখনো বা জলস্তম্ভে এঁকে দিবে পাথুরে ছায়া ! কখনো বা বিষাদ সঙ্গীতের সুর বদলে ফিরে আসে কল্পকথার রাজকুমারের মত করে সেই আদিম আধিপত্যের অহংকার গায়ে মেখে !
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৪৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ লিমন ভাই ! শুভকামনা রইলো , ভালো থাকুন !
৪৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:২৯
অপর্ণা মম্ময় বলেছেন: ভুল হয় নাই মানে ? বরাবরের মতই ভুল আছে। কিন্তু বলি নাই -- কারণ তোমার অভ্র তোমার সাথে বেইমানি করে, এই লেখাটাও আরেকজন কে উৎসর্গ করে লেখা। তারচেয়েও বড় কথা -- তোমার চিন্তাভাবনা লেখা নিয়ে যদি ব্লগ নির্ভর হয় তাহলে বানান ভুল সমস্যা না। না হলে আমি ছাড়াও অন্যেরাও এটা নিয়ে প্রায়ই তোমাকে হয়ত নক করত। সত্যিকারের লেখালেখি ভালবাসলে , ব্লগের বাইরে লেখার সীমানা বাড়াতে চাইলে হয়ত নিজের লেখা নিয়ে সচেতন হতে একটু হলেও । একটু কঠিন করেই আজ বললাম। আমি নিজে কোনো বানান বা শব্দের ব্যবহার নিয়ে কনফিউজড থাকলে ফেবুতে যদি কাউকে পাই তাদের নক করে হলেও শুদ্ধটা জেনে নেই। অভিধান তো আছেই।
ফিরে আসে দৈব্য আলোর ঝলাকনিতে > দৈব আলোর ঝলকানি
অদূরেই অনিকের অন্ধকার > অনিকেত - লিখতে চেয়েছিলে ?
জলতরঙ্গ থেকে জন্ম নেয়া উদ্ধত বিষন্নতা > ঔদ্ধত
ছুঁতে , রক্তহিম ,
রক্তাত্ব ব্যাথাতুর > রক্তাক্ত ব্যথাতুর
রক্তাত্ব কিছু ব্যার্থতার ডায়রিকে অন্ধরাতের বলী দিতে !> রক্তাক্ত , ব্যর্থতা , ডায়েরি,
পাশঘেঁষা , বা পাঁশটায় > বাঁ পাশটায়
----- সময় থাকলে শুদ্ধ করে নিও। যেহেতু এটা কাউকে নিবেদন করছ তাই লেখার বানানো শুদ্ধ হওয়া চাই !
ভালো থেকো অভি। সুপ্রভাত
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: জ্বি ধন্যবাদ আপু ! আপনি তো ধরিয়ে দিবেন ই , আর অনলাইন ছিলেন না বলেই নক দিতে পারিনি !
অনিকেত বানান টা ভুল দেখে আমি নিজেই কষ্ট পেয়েছি , এই জিনিসটা চোখ এড়িয়ে যাবার মত ছিল না !
জলতরঙ্গ থেকে জন্ম নেয়া উদ্ধত বিষন্নতা
এখানে উদ্ধত তাই লিখেছি , অভ্রের দোষ নেই ! রক্তহীম , রক্তহিম কোনটা শুদ্ধ ? কেউ বলে এটা , কেউ বলে ওটা !
অবশ্যই লিখার বানান শুদ্ধ হওয়া চাই ! নিজের চিন্তা ভাবনার প্রতিফলন ব্লগে লিখার মাধ্যমে রাখবো বলেই লিখালিখি করি অন্য সব কাজের ফাঁকে !
শুভকামনা আপু ! আশা করি এভাবেই পাবো আপনাকে !
৪৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
অপর্ণা মম্ময় বলেছেন: তোমার চিন্তাভাবনা লেখা নিয়ে যদি ব্লগ নির্ভর হয় তাহলে বানান ভুল সমস্যা না।
আমার মনে হয় আপনি ঠিক গুছিয়ে কথাটা লিখতে পারেন নি। তাই কথাটি এমন হলে ভালো হতো।
তোমার ব্লগ যদি শুধু তোমার মনের একান্ত ভাবনা কেন্দ্রিক হয়ে থাকে তবে আর বানান ভুল কোন সমস্যা না।
কিন্তু আমার এখানে দ্বিমত রয়েছে। ব্লগ সেটা যে ভাবনা থেকেই লেখা হোক, অবশ্যই শুদ্ধ বানানের হতে হবে। না জানলে জেনে নিতে হবে। তবে কি অভ্র দিয়ে বা ফোনেটিক ইউস করে লিখলে সেটাকে আর বানান ভুল না বলে টাইপো বললেই ভালো শোনা যায় । আর আমরা কেউ শুদ্ধ নই। সবাই ভুল করি তাই নিজেদের উচিত ভুলগুলো ঠিক করে নেয়া।
বা পাঁশটায় > বাঁ পাশটায় এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে টাইপ মিস্টেক।
অভি তোমার দৃষ্টি আকর্ষণ করছি অপর্ণা দিদির ধরিয়ে দেয়া ভুল বানানগুলো শুদ্ধ করে নাও। এখন দৃষ্টি কটু দেখাচ্ছে। দিদির প্রতি ঋণী এভাবে ভুল ধরিয়ে দেয়ার জন্য। তবে কবিতায় বানান ভুল হলেও
এমন কবিতা খুব কম মানুষ লিখতে পারে। কবিতায় হাজারো প্লাস। দিদিও নিশ্চয় আমার সাথে একমত হবেন।
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:৩১
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , আমি ও এই ধরনের পোষ্টে দিদির অপেক্ষায় থাকি ! এমন কিছু ভুল থাকলেও থাকতে পারে যা নজর এড়িয়ে গেছে ! সমালোচনা সাধরে গ্রহণযোগ্য ! সেটা যেমনই হোক , ভুল না ধরিয়ে দিলে শুধারানো হবে কেন ! এই যেমন আজকে শিখে ফেললাম রক্তাক্ত কিভাবে অভ্র তে লিখতে হয় , শব্দটা এমন সেটা আমি জানি কিন্তু অভ্রতে হচ্ছিলনা , একইভাবে আরো কিছু , বিশেষ করে ব-ফলা অংশ গুলো !
শুভকামনা কান্ডারী ভাই !
৪৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:১০
অপর্ণা মম্ময় বলেছেন: কাণ্ডারী ভাই বলেছেন -- ব্লগ সেটা যে ভাবনা থেকেই লেখা হোক, অবশ্যই শুদ্ধ বানানের হতে হবে। না জানলে জেনে নিতে হবে।
--- যদি তাই হয়ে থাকে আমি বলব কারো এত সময় নাই কে কেমন লিখল, কোন বানানে লিখল ! বানান ভুল করা পোষ্ট যদি নির্বাচিত পাতায় যায় , প্রশংসার নহর বইয়ে দেয় লেখকের জন্য -- তাহলে লেখকের যে উন্নয়ন হবার কথা তার লেখা নিয়ে সেটা আর হলো কোথায় । আমি সত্যি যদি ব্লগের সেই লেখকের প্রতি আন্তরিক হই , তার লেখার ভক্ত হই বা চাই সে ভালো লেখুক তাহলে তার ভুল গুলো দেখলে অবশ্যই আমার উচিত শুধরে দেয়া। আমরা অধিকাংশই সেটা করি না।
এই যে আমি এটা করছি , বলা যায় না এই ছোট ভাইটা অভিও হয়ত মনে মনে রাগ করবে । ভাববে শুধু শুধুই আমি এসব বলে তার পোস্টের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছি , যদিও আমার উদ্দেশ্য সেটা নয়।
ভুল আমারও হয় । তবে চেষ্টা করি সেটা যেন কম হয় ।
কাণ্ডারী ভাই ধন্যবাদ আপনাকে।
অভি তুমিও ভালো থেকো ।
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! যদি দেখতাম ভুল নাই তাও ভুল ধরেন তাহলে রাগ করার কথা আসে ! কিছু টাইপো তো আছেই , আপনার মত মনযোগী পাঠক ব্লগে খুব আছে !ধন্যবাদ আপনাকে !
৫০| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অপর্ণা মম্ময় বলেছেন: --- যদি তাই হয়ে থাকে আমি বলব কারো এত সময় নাই কে কেমন লিখল, কোন বানানে লিখল ! বানান ভুল করা পোষ্ট যদি নির্বাচিত পাতায় যায় , প্রশংসার নহর বইয়ে দেয় লেখকের জন্য -- তাহলে লেখকের যে উন্নয়ন হবার কথা তার লেখা নিয়ে সেটা আর হলো কোথায় ।
এইযে আপনি এতো সময় নিয়ে ভুল ধরিয়ে দিচ্ছেন, এমন আরও অনেকেই আছেন যারা বানান শুধু নয় পোস্টের আরও অনেক কিছুই ধরিয়ে দিচ্ছেন। তবে কোন পোস্টে শুধু বানান ভুল ধরিয়ে দেয়াকেই সমালোচনা বলেনা সবকিছু ছাপিয়ে ভালো পোস্ট নির্বাচিত পাতায় গেলে বরং তাতে করে লেখকের লেখার প্রতি আগ্রহ বাড়ে। আর আমরা যদি শুধু বানানের দিকে তাকিয়ে পোস্টের সম্পর্কে কিছু না বলি আর কেন একটি বানান ভুল করা পোস্ট নির্বাচিত পাতায় গেলো এই নিয়ে অস্থির হয়ে সমালোচনা করি সেটা কোন ভাবেই কাম্য নয়।
সমালোচনা মানেই বানান ভুল ধরিয়ে দেয়া নয়। পোস্ট এর বিষয় বস্তু সম্পর্কে গঠন মূলক আলোচনা করা। এবং এর পাশাপাশি খুঁটি নাটি ভুল হলে ধরিয়ে দেয়াই একজন প্রকৃত পাঠকের কাজ।
ধন্যবাদ অপর্ণা দিদি সাথে থাকার জন্য। অভি তোমাকেও ধন্যবাদ বিরক্ত করার জন্য।
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৫
স্বপ্নবাজ অভি বলেছেন: যে কোন ধরনের পোষ্টে বিষয়বস্তু নির্ভর কিংবা পোষ্টের সাথে সংগতিপূর্ণ আলোচনা সবাই প্রত্যাশা করে ! এতে পোষ্টের গভীরতা ও অনেক বাড়ে !
আপনাদের দুজনকেই ধন্যবাদ !
৫১| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৮
অপর্ণা মম্ময় বলেছেন: অবশ্যই লেখক কে উৎসাহ দেয়ার জন্য পোষ্ট নির্বাচিত পাতায় নেয়া হয় । না হলে ( আমি এখানে ব্লগিং করি ৯ মাসের বেশী কিছু সময় হলেও নিয়মিত ব্লগিং বলতে দুই মাসের কিছু বেশী সময় হবে। ) আমার পোষ্টও নির্বাচিত পাতায় যেতো না।
তবে কাণ্ডারী ভাই , বানান ভুল ধরাই যে সমালোচনা সেটা কখন বললাম ! আপনি তো আমার আমার মন্তব্য , প্রতি মন্তব্যের সাথে পরিচিত ! আমি লেখার সামগ্রিক বিষয় নিয়েও বলি যা অন্যদের পোস্টেও দেখবেন। আমি অন্যের লেখার প্রশংসাও করি ।
এই পোস্টে এই বিষয়ে আর বাড়তি মন্তব্যও করে অভির পোস্টের সৌন্দর্য আর নষ্ট করতে চাই না ।
ধন্যবাদ
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিকাছে ! দুই জনের কথা একই ! ব্লগে লেখক , পাঠক সম্পর্ক এমনি হওয়া উচিত ! শুভকামনা দুই জনের জন্যই !
৫২| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অপর্ণা মম্ময় বলেছেন: বানান ভুল ধরাই যে সমালোচনা সেটা কখন বললাম !
আমি কি বলেছি যে আপনি বলেছেন ? আমি সামগ্রিক ব্যাপারটাই ব্যাখ্যা করার চেষ্টা করেছি।
আমি আপনার মন্তব্য ও প্রতি মন্তব্যের ধরন জানি দেখেই আপনার সাথে উন্মুক্ত আলোচনা করে তৃপ্তি পাই। তাই এখানে এলাম আপনার সাথে আড্ডা জমাতে।
আমিও আপনার সাথে সহমত জানিয়ে বলছি;
এই পোস্টে এই বিষয়ে আর বাড়তি মন্তব্যও করে অভির পোস্টের সৌন্দর্য আর নষ্ট করতে চাই না ।
ধন্যবাদ অপর্ণা দিদি।
আর অভি ক্ষমা কইর ভ্রাতা।
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিকাছে ! দুই জনের কথা একই ! ব্লগে লেখক , পাঠক সম্পর্ক এমনি হওয়া উচিত ! শুভকামনা দুই জনের জন্যই !
৫৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:০৯
লিঙ্কনহুসাইন বলেছেন: সুন্দর +++++++্
০৫ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ লিঙ্কন সাহেব ! শুভকামনা জানবেন !
৫৪| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫১
*কুনোব্যাঙ* বলেছেন: তারপর ক্লান্তিহীন আঁকিবুঁকি ! নিজের বাঁ পাশটায় জমে থাকা পচা আবেগটাকে তুলির মাথায় এনে ক্যানভাসে জীবন দিতে , ভাঙ্গা বাহুর ক্লান্তি রেখা মুছে দিতে , মস্তিষ্কের আলস্য হুতুম প্যাঁচার ডানায় রেখে আসতে , রক্তাক্ত কিছু ব্যর্থতার ডায়েরিকে অন্ধরাতের বলী দিতে !
০৫ ই জুলাই, ২০১৩ রাত ৩:২৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মহামান্য মামুন ভাই দা কুনোব্যাঙ !
৫৫| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৪
অপূর্ণ রায়হান বলেছেন: ২৭ তম ভালোলাগা +++
গদ্যকাব্য ভালো লাগলো ভ্রাতা ।
ভালো থাকবেন
০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভ্রাতা ! আপনিও ভালো থাকবেন !
৫৬| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৪
আমিনুর রহমান বলেছেন:
নাকে ঘুষি মাইরা ভচকাইয়া লামু কইলাম @বটবৃক্ষ~
০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৫
স্বপ্নবাজ অভি বলেছেন:
@ বটবৃক্ষ~
৫৭| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৫
বটবৃক্ষ~ বলেছেন:
@আমিন ভাই!! আমাকে ঘুষি মারলে ..আমি কিন্ত কাইন্দা ভাসায়া দিমু পুরা সামু ব্লগ! এই দু:খো আমি কই রাখি!!
অভি ভাই, আমাকে একটা বালতি দেন...চোক্ষের পানি রাখতাম...
০৭ ই জুলাই, ২০১৩ রাত ২:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন:
৫৮| ১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৪৫
নোমান নমি বলেছেন: দারুন লেখনী! এসব মুক্তগদ্য কিছুটা ঘোর তৈরি করে। আরো ঘুম জড়ানো চোখে পড়ছে। বেশ লাগছে।
১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ নোমান ভাই ! শুভকামনা জানবেন !
৫৯| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭
এরিস বলেছেন: ক্রমশ ভেঙ্গে যাওয়া নিজেকে সমর্পন করে দেয়া সূর্যরেখায় , দ্রুত উল্কাবেগে ছায়া ছেড়ে নিজেকে ফিরে পাবার আকুতিটা তীব্র থেকে তীব্রতর করে নেয়া !
এমনিতেই গদ্যকবিতায় মন্তব্য করতে গেলে কি বলবো খুঁজে পাইনা। তার উপর আবার কিছুদিন অনিয়মিত থাকায় পড়তে এলাম অনেক দেরীতে। যা বলতে চেয়েছিলাম তার চেয়েও অনেক অনেক বেশি বলে গেছেন অনেকে।
শব্দের জাদু অসাধারণ লেগেছে। ছবির সাথে মিলিয়ে কথার মালা, অদ্ভুত একটা ছন্দ ছিল পুরোটা লেখা জুড়ে। নিজেকে হারাবার, খুঁজে পাবার, ভেঙে ফেলার, আবার জোড়া দেবার আকুতি নিঃসন্দেহে স্পর্শ করার মতো। অস্থিরতা নিজের মাঝেও টের পাই, আপনার মতো করে বলে বুঝাতে পারিনা। বলতে দ্বিধা নেই, কথাগুলো আমারই ছিল ।
ভালো লাগা।
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ এরিস ! হারিয়ে ফেলা , খুঁজে পাবার আকুতি , আর বাধা অতিক্রম করে নিজেকে জয় করার ভাসনা সবার ই থাকে হয়তো কম বেশী ! শধু দরকার প্রেরণা !
ওকে কথাগুলো আপনার ই ! শুভকামনা অনেক অনেক , অস্থিরতা মুক্তি পাক !
৬০| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৮
আমি সাজিদ বলেছেন: কোথায় জানি হারিয়ে গেলাম।
এধরনের কবিতার অনেক বড় ফ্যান আমি।
২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১২
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাজিদ ! সাথেই থাকুন ~!
৬১| ০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫০
শিপন মোল্লা বলেছেন: এক কথায় খুবই চমৎকার লিখনি। অনেক দেরি করে ফেলেছি এর স্বাদ নিতে। খুবই ভাল লাগলো অভি ভাই ।
অনেক গুলি প্লাস
০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখা গেলো !
শুভকামনা আবুশিথি ভাই !
ভালো থাকা হোক !
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
মামুন রশিদ বলেছেন: সুন্দর ++