![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !
কৃষ্ণচূড়ায় গোপন বৈঠক --------
মেঘদলের সাথে কৃষ্ণচূড়ার সংঘাতে ,
শহুরে কবিদের শব্দগুলো বড্ড একঘেয়ে হয়ে পড়েছে !
আকাশচুরি সেতো লাল-হলুদের মুগ্ধতায় হয়না । অযাচিত ব্যাপ্তিতে মেঘেরা পতনে ভীরু
তাই
শহুরে কবির শ্রান্ত দুপুরের শব্দ-সন্ধান যুদ্ধে , রৌদ্রের মলিনতাই তার একমাত্র উপহার কিংবা ... উপহাস !
এ তল্লাটে কয়েকটি ঘাসফুল আর কবিতার খেরোখাতা ছাড়া কিছু নেই । খেরোখাতায় বন্দী কয়েকটি কবিতা , কিছু পংক্তি , দীর্ঘায়িত করে রাখা আঁধার- ভালোলাগা-শূন্য বিকেল !
ততক্ষণে কৃষ্ণচূড়াদের বৈঠক শেষ হলো বলে
ওরা নাকি রাজপথে মিছিলে যাবে
বংশীবাউল কবিরা আজকাল বৃষ্টি-উল্লাস করে, সেই কবেকার ছিটেফোঁটা জল নিয়ে মেতে থাকে অথচ মহাজাগতিক কত –শত ধন্দ নিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়ার দল! সেদিকে কারো খেয়ালই নেই । মাঝে মাঝে দু একজন ফটোগ্রাফার এসে স্থিরচিত্রে বন্দী করার পায়তারা করে, ডাল-পালার ছিদ্রে তার দৃষ্টি ও গিয়ে থমকে থাকে কঙ্কালসার মেঘেদের শরীরে।
তাই নাগরিক পথচলা থমকে দিয়ে রাজপথের দখল নিবে শহরের সব রক্তলাল কৃষ্ণচূড়ার দল। মেঘদলের পতন পিয়াসী কবিদের শব্দঘোরে কুৎসিত বিষণ্ণতা না আসা পর্যন্ত ওরা করবে আমরণ অনশন ! কেন কবিরা বুঝেনা ... শরীরে রক্ত মেখে ঠাঁই দাঁড়িয়ে থাকা অর্থহীন নয় ! অথচ সদ্য প্রেমে পড়া যুবতীর শূণ্য দৃষ্টির শেষ রেখাটা কৃষ্ণচূড়ার লালেই।
অথচ ব্যর্থ কবির দল ছাইপাস লিখে বেড়াচ্ছে !!
উৎসর্গঃ বৃক্ষ সংক্রান্ত পোষ্টে বৃক্ষের অধিকার ই বেশী ! এই পোষ্ট টি বটবৃক্ষ কে উপহার দেয়া হইলো!
১৯ শে মে, ২০১৪ রাত ৯:১৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আহসান ভাই !
শুভকামনা জানবেন !
২| ১৯ শে মে, ২০১৪ রাত ৮:১২
মামুন রশিদ বলেছেন: বাহ, ভালো লেগেছে অভি ।
কবিতায় ভালোলাগা++
১৯ শে মে, ২০১৪ রাত ৯:২২
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই !
সব সময় ভালো থাকা হোক !
৩| ১৯ শে মে, ২০১৪ রাত ৮:২১
বোকামানুষ বলেছেন: এই সময়টা ঢাকার রাস্তা দেখতে আমার অনেক ভাল লাগে লাল কৃষ্ণচূড়া তার আগুন রঙা রঙে চারপাশ রাঙিয়ে তোলে
কবিতা ভাল লেগেছে
১৯ শে মে, ২০১৪ রাত ১১:০০
স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক বলেছেন , বোকা মানুষ ! এই সময়ে ঢাকার রাস্তার অন্যতম সুন্দরতম অবজেক্ট হচ্ছে কৃষ্ণচূড়া ! কবিরা দেখি চুপচাপ , তাই একটু চেষ্টা করলাম আর কি !
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন !
৪| ১৯ শে মে, ২০১৪ রাত ৮:৫৭
সঞ্জীবনী বলেছেন: অথচ ব্যার্থ কবির দল ছাইপাস লিখে বেড়াচ্ছে !!
১৯ শে মে, ২০১৪ রাত ১১:১৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সঞ্জীবনী !
আমার ব্লগে স্বাগতম !
অবাক হলেন , কৃষ্ণচূড়া নিয়ে দেখি কবিরা(ব্লগের) এবার চুপচাপ
৫| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:০৩
বকুল০৮ বলেছেন: "বংশীবাউল কবিরা আজকাল বৃষ্টি-উল্লাস করে, সেই কবেকার ছিটেফোঁটা জল নিয়ে মেতে থাকে অথচ মহাজাগতিক কত –শত দ্বন্ধ নিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়ার দল! "
- অনেক ভালো লাগা!
১৯ শে মে, ২০১৪ রাত ১১:৩৮
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ বকুল০৮।
শুভকামনা সব সময়ের !
৬| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:০৭
আদনান শাহ্িরয়ার বলেছেন: অথচ ব্যার্থ কবির দল ছাইপাস লিখে বেড়াচ্ছে ! সেইরাম একটা কথা বলেছেন কবি । তবে এই কবিতাটা আপনার অন্য লিখা গুলোর চেয়ে দুর্বল লেগেছে ।
শুভেচ্ছা , ভালো থাকবেন ।
১৯ শে মে, ২০১৪ রাত ১১:৪১
স্বপ্নবাজ অভি বলেছেন: তা হয়তো হয়েছে দুর্বল ! লিখতে বসেই বুঝলাম আবেগটাকে লিখায় সুন্দর করে নিয়ে আসাটাও চর্চার ব্যাপার। অনেক দিন পর লিখলাম !
আপনিও ভালো থাকুন আদনান !
৭| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:০৭
বাংলার পাই বলেছেন: শহুরে কবির শ্রান্ত দুপুরের শব্দ-সন্ধান যুদ্ধে , রৌদ্রের মলিনতাই তার একমাত্র উপহার কিংবা ... উপহাস ! [/sb---------খুব খুব ভালো লাগলো। শুভেচ্ছা রইলো কবি।
১৯ শে মে, ২০১৪ রাত ১১:৫০
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বাংলার পাই !
ভালো থাকুন সব সময় !
৮| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:৩৪
আপেক্ষিক বলেছেন: সুন্দর হয়েছে অনেক
১৯ শে মে, ২০১৪ রাত ১১:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপেক্ষিক !
সুন্দর থাকুন !
৯| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:৩৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: আপনার অন্য কবিতাগুলো বেশি ভালো লাগছে । শুভেচ্ছা
১৯ শে মে, ২০১৪ রাত ১১:৫৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নাজমুল !
ভালো থাকা হোক !
১০| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:৩৭
ডি মুন বলেছেন: অযাচিত ব্যাপ্তিতে মেঘেরা পতনে ভীরু
তাই
শহুরে কবির শ্রান্ত দুপুরের শব্দ-সন্ধান যুদ্ধে , রৌদ্রের মলিনতাই তার একমাত্র উপহার কিংবা ... উপহাস !
মুগ্ধ আপনার শব্দচয়ন ও বাক্য নির্মানে । শুভকামনা
২০ শে মে, ২০১৪ রাত ১২:০০
স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ডি মুন !
সুন্দর থাকুন !
১১| ১৯ শে মে, ২০১৪ রাত ১১:২০
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সুন্দর!
ব্যার্থ-ব্যর্থ*
২০ শে মে, ২০১৪ রাত ১২:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !
এই ধরনের বানান গুলো খুব কনফিউজড করে , ঠিক করে নিয়েছি !
১২| ১৯ শে মে, ২০১৪ রাত ১১:২৬
সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে। মনে হয়, ব্লগার এহসান সাবিরের হলুদ কৃষ্ণচূড়া নিয়ে পোস্টটি অনুপ্রেরণা দিয়েছে। আমার ধারণা ভুলও হতে পারে।
কবিতায় শব্দ বিন্যাস আর উপস্থাপন ভাল হয়েছে। সুন্দর।
শূণ্য = শূন্য হবে। টাইপোটা ঠিক করে দিও।
২০ শে মে, ২০১৪ রাত ১২:০৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুমন দা !
সাবির ভাইয়ের পোষ্ট টা খুব ভালো ছিল , কয়েকদিন আগে লেকে হাটাহাটি করার সময় কৃষ্ণচূড়া দেখে ভাবলাম ব্লগের কবিরা করছে কি !!
অনেক ভাবনার সম্মিলন ঘটাতে চেয়েছিলাম , সে ভাবে হয়নি !
টাইপো ঠিক করে নিয়েছি!
সুন্দর থাকুন !
১৩| ১৯ শে মে, ২০১৪ রাত ১১:২৮
পার্থ তালুকদার বলেছেন: একেই বলে শব্দ নিয়ে খেলা। ভাল লাগল।
২০ শে মে, ২০১৪ রাত ১২:৫৬
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ পার্থ তালুকদার !
শুভকামনা সব সময়ের !
১৪| ১৯ শে মে, ২০১৪ রাত ১১:৩৩
তারছেড়া লিমন বলেছেন: ভাললাগা রইল ভাই । ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
২০ শে মে, ২০১৪ রাত ১২:৫৬
স্বপ্নবাজ অভি বলেছেন: প্লাসের রেললাইন বেশ আনন্দদায়ক লিমন ভাই !
ভালো থাকুন !
১৫| ২০ শে মে, ২০১৪ রাত ১২:১৩
জন কার্টার বলেছেন: :-< :-< :-< :-<
২০ শে মে, ২০১৪ রাত ১:০৭
স্বপ্নবাজ অভি বলেছেন: এই ইমুর মানে বুঝিনা মাননীয় জন কার্টার !
শুভকামনা জানবেন !
১৬| ২০ শে মে, ২০১৪ রাত ১২:১৮
বটবৃক্ষ~ বলেছেন:
অসম্ভব ভাল লাগ্লো!!
কৃষ্ণচূড়া নিয়ে লেখা কবিতা_ আমাকে গিফট করে দেন!! এটা আমি নিয়ে নিলাম!!
কৃষ্ণচূড়াকে কেন যে এতো আপন মনে হয়!!! শুধুই আমার মনেহয়!!
২০ শে মে, ২০১৪ রাত ১:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম তাই তো !
আপনার বট গাছেও কৃষ্ণচূড়া ফুটুক !
আপনাকে উপহার দেয়া হলো আনন্দের সাথে !
১৭| ২০ শে মে, ২০১৪ রাত ১২:২১
এহসান সাবির বলেছেন: কৃষ্ণচূড়া নিয়ে দেখি কবিরা(ব্লগের) এবার চুপচাপ
হুম!!!
২০ শে মে, ২০১৪ দুপুর ১২:৪১
স্বপ্নবাজ অভি বলেছেন: আপনি অবশ্য বেশ সরব ছিলেন
ভালো থাকুন সাবির ভাই !
১৮| ২০ শে মে, ২০১৪ রাত ১২:৩৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর !!!
কৃষ্ণচূড়া ফুল ঝরে পড়ুক সকল কবিদের চলার পথে।
২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শোভন
১৯| ২০ শে মে, ২০১৪ রাত ১:৩১
আমি অপদার্থ বলেছেন: ভালো লিখেচেন দাদা
২০ শে মে, ২০১৪ রাত ৮:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অপদার্থ !
২০| ২০ শে মে, ২০১৪ রাত ১:৪৯
তওসীফ সাদাত বলেছেন:
সুন্দর...
২০ শে মে, ২০১৪ রাত ৯:০১
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ তওসীফ !
২১| ২০ শে মে, ২০১৪ রাত ২:০১
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ++++
ভালো লেগেছে
২০ শে মে, ২০১৪ রাত ৯:২০
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ রিয়াদ !
ভালো থাকুন !
২২| ২০ শে মে, ২০১৪ রাত ৩:২৫
রাইসুল নয়ন বলেছেন:
কৃষ্ণচূড়া !!
২০ শে মে, ২০১৪ রাত ১০:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম
আশা করি বেশ ভালো আছেন নয়ন ভাই !
বংশীবাজক কবি!
২৩| ২০ শে মে, ২০১৪ সকাল ৮:৪১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভালোলাগা রইল অভি ভাই।
২০ শে মে, ২০১৪ রাত ১০:২২
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !
সুন্দর থাকুন !
২৪| ২০ শে মে, ২০১৪ সকাল ১০:১৬
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মুক্তগদ্য ভালো লেগেছে !
এ তল্লাটে কয়েকটি ঘাসফুল আর কবিতার খেরোখাতা ছাড়া কিছু নেই ।
কয়েকটা বানান খেয়াল করূন ।
শত দ্বন্ধ নিয়ে
ঢাল-পালার ছিদ্রে
অনেক ভালো থাকুন প্রিয় স্বপ্নবাজ ।
২০ শে মে, ২০১৪ রাত ১০:২৯
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নচারী @ !
আপনাদের প্রেরণায় লিখতে সাহস পাই
বানান গুলো ঠিক করে নিয়েছি !
আপনিও সুন্দর থাকুন !
২৫| ২০ শে মে, ২০১৪ সকাল ১১:১৯
নীলসাধু বলেছেন: বাহ। চমতকার।
মুগ্ধতা রেখে গেলাম।
২০ শে মে, ২০১৪ রাত ১০:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ নীল দা !
আপনার মুগ্ধতা প্রেরণা হয়ে থাকলো !
২৬| ২০ শে মে, ২০১৪ দুপুর ১:৪৪
মাহমুদ০০৭ বলেছেন: দারুণ অভি ভাই
বংশীবাউল কবিরা আজকাল বৃষ্টি-উল্লাস করে, সেই কবেকার ছিটেফোঁটা জল নিয়ে মেতে থাকে অথচ মহাজাগতিক কত –শত ধন্দ নিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়ার দল! সেদিকে কারো খেয়ালই নেই । মাঝে মাঝে দু একজন ফটোগ্রাফার এসে স্থিরচিত্রে বন্দী করার পায়তারা করে, ডাল-পালার ছিদ্রে তার দৃষ্টি ও গিয়ে থমকে থাকে কঙ্কালসার মেঘেদের শরীরে।
তাই নাগরিক পথচলা থমকে দিয়ে রাজপথের দখল নিবে শহরের সব রক্তলাল কৃষ্ণচূড়ার দল। মেঘদলের পতন পিয়াসী কবিদের শব্দঘোরে কুৎসিত বিষণ্ণতা না আসা পর্যন্ত ওরা করবে আমরণ অনশন ! কেন কবিরা বুঝেনা ... শরীরে রক্ত মেখে ঠাঁই দাঁড়িয়ে থাকা অর্থহীন নয় ! অথচ সদ্য প্রেমে পড়া যুবতীর শূণ্য দৃষ্টির শেষ রেখাটা কৃষ্ণচূড়ার লালেই।
অথচ ব্যর্থ কবির দল ছাইপাস লিখে বেড়াচ্ছে !!
এই জায়গাটা অসাধারণ লেগেছে । আপনি আসলেই লিখতে জানেন ।
ভাল থাকুন ভাই ।
শুভকামনা রইল ।
২০ শে মে, ২০১৪ রাত ১০:৪৮
স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন মাহমুদ ভাই !
সুন্দর থাকুন ! আপনারা সাথে থাকেন বলেই না লিখার সাহস করি
২৭| ২০ শে মে, ২০১৪ দুপুর ১:৫৮
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: রৌদ্রের মলিনতাই তার একমাত্র উপহার কিংবা ... উপহাস !
কেন কবিরা বুঝেনা ... শরীরে রক্ত মেখে ঠাঁই দাঁড়িয়ে থাকা অর্থহীন নয় !
-কবির দৃষ্টি আকর্ষণ করছি।
উপহার কিংবা উপহাস বলতে মাঝখানে অপূর্ণ কোনো বাক্যের সম্ভাবনা দেখি না। কাজেই এখানে তিনটি ডট হবে না বলে মনে করি। তেমনই কেন কবিরা বুঝে না কথাটার পরের ক্ষেত্রেও। বড় জোর একটি হাইফেন / ড্যাশ হতে পারে তিনটি ডটের বদলে।
ভালো থাকুন।
২০ শে মে, ২০১৪ রাত ১০:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ডট গুলোর , মানে যে অপূর্ণ বাক্য সেটা জানতাম না !
আজকে শিখে গেলাম !
আমি আসলে সেখানে কিছুটা থেমে থাকার মত কিছুটা বুঝাতে চেয়েছি !
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন !
২৮| ২০ শে মে, ২০১৪ দুপুর ২:১৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবি স্বপ্নবাজ অভিকে পেলাম আজ আরও জোড়ালোভাবে....
একদম উৎসর্গ পর্যন্ত ভালো-লাগা
২০ শে মে, ২০১৪ রাত ১০:৫৭
স্বপ্নবাজ অভি বলেছেন: শুধু আপনার ব্লগিং নয় , আপনি আমার ব্লগে আসলেও যে আমার ভালো লাগে !
সুন্দর থাকুন মইনুল ভাই !
২৯| ২০ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৮
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
২০ শে মে, ২০১৪ রাত ১০:৫৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই !
সুন্দর থাকুন !
৩০| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: উৎসর্গঃ বৃক্ষ সংক্রান্ত পোষ্টে বৃক্ষের অধিকার ই বেশী ! এই পোষ্ট টি বটবৃক্ষ কে উপহার দেয়া হইলো!
২০ শে মে, ২০১৪ রাত ১০:৫৯
স্বপ্নবাজ অভি বলেছেন:
অনেক দিন পর আপনাকে দেখলাম ! আশা করি সুস্থ ও সুন্দর আছেন আপু !
৩১| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর।
২১ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কবি !
সুন্দর থাকুন
৩২| ২০ শে মে, ২০১৪ রাত ৯:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো ।
২১ শে মে, ২০১৪ দুপুর ১:০৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই
৩৩| ২০ শে মে, ২০১৪ রাত ৯:৪৭
চটপট ক বলেছেন: অভি ভাই অনেকদিন পর আপনার পোস্ট দেখে ভালো লাগছে
কবিতায় ভালো লাগা রইল
২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ,অনেক দিন পরেই লিখলাম !
ধন্যবাদ মাহফুজ !
সুন্দর থাকা হোক !
৩৪| ২০ শে মে, ২০১৪ রাত ১১:১৮
শুঁটকি মাছ বলেছেন: এ তল্লাটে কয়েকটি ঘাসফুল আর কবিতার খেরোখাতা ছাড়া কিছু নেই । খেরোখাতায় বন্দী কয়েকটি কবিতা , কিছু পংক্তি , দীর্ঘায়িত করে রাখা আঁধার- ভালোলাগা-শূন্য বিকেল !
অস্থির!!!!!
লেখা ও উৎসর্গ দুইটাই দারুন।
২১ শে মে, ২০১৪ রাত ১০:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শুঁটকি নানী
সুন্দর থাকুন !
৩৫| ২১ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। (এর বেশি কিছু কওনের নাই )
২১ শে মে, ২০১৪ রাত ১০:১৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !
ঠিকাছে আর কিছু কইয়েন না
৩৬| ২১ শে মে, ২০১৪ দুপুর ১:১৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অনেক চমৎকার হয়েছে কবিতাটি। বিষেশায়িত করার ভাষা নেই। ধন্যবাদ।
২১ শে মে, ২০১৪ রাত ১০:২৮
স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন !
৩৭| ২১ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৬
ৎঁৎঁৎঁ বলেছেন: অফলাইনে পড়েছিলাম কাল, আজ মন্তব্য করার সুযোগ পেলাম!
আমাদের এখানে এখনো বৃষ্টি নেই, তাই কৃষ্ণচুড়াদের সাথে কথা বলিনি, আপনার কবিতায় কৃষ্ণচূড়াদের সাথে দেখা হয়ে গেল! মুক্তগদ্যে আপনি দিন দিন চমৎকার লিখছেন!
শুভেচ্ছা রইলো!
২১ শে মে, ২০১৪ রাত ১০:৪০
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই !
আপনাদের প্রেরণা পেয়ে লিখতে সাহস করি !
সুন্দর থাকুন !
৩৮| ২১ শে মে, ২০১৪ রাত ৯:০৯
একজন ঘূণপোকা বলেছেন:
সুন্দর কবিতা।
আর উতসর্গ লাইনটাও ভালো লাগছে
২১ শে মে, ২০১৪ রাত ১০:৫৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ঘূণপোকা
সুন্দর থাকুন !
৩৯| ২২ শে মে, ২০১৪ ভোর ৪:১২
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর।
২২ শে মে, ২০১৪ বিকাল ৩:২৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রোফেসর শঙ্কু !
সুন্দর থাকুন !
৪০| ২২ শে মে, ২০১৪ বিকাল ৫:১০
মেহেরুন বলেছেন: কেমন আছো অভি? গত ১০ তারিখ আমার মেয়ে হয়েছে। দয়া করো আমাদের জন্য।
২২ শে মে, ২০১৪ রাত ১১:২৩
স্বপ্নবাজ অভি বলেছেন: আমি ভালো আছি আপু
ওয়াও !! সি ইজ কিউট !
অনেক অনেক দোয়া রইলো আপনার আর প্রিন্সেস এর জন্য !
৪১| ২২ শে মে, ২০১৪ রাত ১০:২৩
বৃতি বলেছেন: মেঘদলের পতন পিয়াসী কবিদের শব্দঘোরে কুৎসিত বিষণ্ণতা না আসা পর্যন্ত ওরা করবে আমরণ অনশন ! কেন কবিরা বুঝেনা ... শরীরে রক্ত মেখে ঠাঁই দাঁড়িয়ে থাকা অর্থহীন নয় ! অথচ সদ্য প্রেমে পড়া যুবতীর শূণ্য দৃষ্টির শেষ রেখাটা কৃষ্ণচূড়ার লালেই।
কবিরা বোঝে না কেন???
অনেক ভাল লাগা
২২ শে মে, ২০১৪ রাত ১১:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: কেন যে বুঝেনা !
সুন্দর থাকুন
৪২| ২৩ শে মে, ২০১৪ দুপুর ১২:১৭
সাজিদ উল হক আবির বলেছেন: প্রথম তিন লাইনে যে সুন্দর সূচনা , বেশ ভালো লাগলো অভি ভাই ।
শহুরে কবিদের আরোপিত শব্দে ছন্দে কবিতা লেখার প্রতিবাদে কৃষ্ণচূড়ার ব্যাতিক্রমি প্রতিবাদ- "তাই নাগরিক পথচলা থমকে দিয়ে রাজপথের দখল নিবে শহরের সব রক্তলাল কৃষ্ণচূড়ার দল" টা সুন্দর হয়েছে।
কবিতায় ভালো লাগা , তবে শেষের কয়েক ছত্রে "অথচ" শব্দটি কয়েকবার পুনরাবৃত্তিটা কমালে কবিতাটা আরও নিখুত হত।
সর্বদা শুভকামনা, প্রিয় অভি ভাই।
২৩ শে মে, ২০১৪ রাত ৯:৫৩
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার মন্তব্যে অনেক ধন্যবাদ আবির ভাই
আপনার সাজেশন মাথায় থাকবে !
সুন্দর থাকুন !
৪৩| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:১২
ডট কম ০০৯ বলেছেন: ভাল লাগছে অভি ভাই!!
সাবজেক্টটাই অসাধারণ।
২৫ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ডটকম ভাই !
সুন্দর থাকুন !
৪৪| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৭
ঢাকাবাসী বলেছেন: সুন্দর!
২৫ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী!
সুন্দর থাকুন !
৪৫| ২৪ শে মে, ২০১৪ রাত ৮:১৮
আমি তুমি আমরা বলেছেন: লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মুক্ত-কবিতা
মুক্ত-কবিতা মানে?
২৫ শে মে, ২০১৪ রাত ৮:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: দা মোষ্ট ক্রিয়েটিভ কোয়েশ্চেন !
কবিতার বাংলা সমার্থক শব্দ পদ্য , মুক্তগদ্য আছে , যে গদ্যে নাকি ছন্দ-ঝর্ণা এসে ভর করে !
মুক্তগদ্যের সংজ্ঞায়ন আর তাকে কেন্দ্র করে কিছু হবে কবিতা আর কিছু হবে মুক্ত গদ্য ! মেনে নিতে পারিনা ।
তাই কোন কবিতা যদি কবিতার ছন্দ বা অন্যান্য কোন নিয়ম মেনে না লিখা হয় কিংবা না মানা হয় তবে আমি সেই কবিতা গুলোকে মুক্ত- কবিতা হিসেবে ডাকবো ! এই আর কি !
সুন্দর থাকুন আমি তুমি আমরা !
৪৬| ২৪ শে মে, ২০১৪ রাত ১১:৪০
উদাস কিশোর বলেছেন: বেশ ভাল লাগলো
২৫ শে মে, ২০১৪ রাত ৮:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ উদাশ কিশোর !
সুন্দর থাকুন !
৪৭| ২৫ শে মে, ২০১৪ সকাল ১০:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: উৎসর্গঃ বৃক্ষ সংক্রান্ত পোষ্টে বৃক্ষের অধিকার ই বেশী ! এই পোষ্ট টি বটবৃক্ষ কে উপহার দেয়া হইলো!
.......ব্যতিক্রমী উৎস্বর্গে চমৎকৃত হলাম।
২৬ শে মে, ২০১৪ সকাল ১০:৫৬
স্বপ্নবাজ অভি বলেছেন:
সুন্দর থাকুন সাদা মনের মানুষ !
৪৮| ২৫ শে মে, ২০১৪ সকাল ১১:০৬
হামিদ আহসান বলেছেন: বেশ ভাল লাগল কবিতাটি ................................
২৬ শে মে, ২০১৪ সকাল ১১:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ হামিদ !
ভালো থাকুন !
৪৯| ২৫ শে মে, ২০১৪ রাত ১০:৫৫
আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি ,
সদ্য প্রেমে পড়া যুবতীর দৃষ্টি শূন্য হয়না । হয় প্রেমার্ত নয় প্রেমাদ্র হতে পারে । সে দৃষ্টিতে কৃষ্ণচূড়ার ঘোরলাগা লাল ই তো থাকে ।
শব্দ-সন্ধানের যুদ্ধে শ্রান্ত কবিদের শহুরে দুপুরের রৌদ্রের রঙ মলিন তো হবেই । কৃষ্ণচূড়া ফুঁটেছে যে ! ওর রক্ত রঙের কাছে রোদ্দুরের রঙ তো ম্লান ।
বিশ্বাস হয়নি ? উপরের ছবিটি দেখুন । শব্দ সন্ধানী কবিকুল কোন শব্দে আটকে রাখবে এ আগুনে লালিমাকে ?
একগোছা কৃষ্ণচূড়া শুভেচ্ছা ।
২৬ শে মে, ২০১৪ সকাল ১১:৩৯
স্বপ্নবাজ অভি বলেছেন:
সদ্য প্রেমে পড়া যুবতীর দৃষ্টি শূন্য হয়না । হয় প্রেমার্ত নয় প্রেমাদ্র হতে পারে । সে দৃষ্টিতে কৃষ্ণচূড়ার ঘোরলাগা লাল ই তো থাকে ।
একমত প্রকাশ করছি !
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে !
কৃষ্ণচূড়া শুভেচ্ছা জানবেন !
৫০| ২৬ শে মে, ২০১৪ সকাল ১১:৩২
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আপনার শব্দ গাঁথার বরাবর ভক্ত এবার একটু দেরীতেই দেখলো সুন্দর লেখাটা.....
কি করবো বলুন, নানা ঝামেলায় অনলাইনে আসাই হয় কম
তবু এসে যখন পড়েইছি, প্রিয় শব্দ ভান্ডার এর হাতছানি ফেলে যাই কিভাবে ...!
উপভোগ করেছি পুরোটাই....
ভালো লাগলো কথাগুলো....
নাগরিক পথচলা থমকে দিয়ে রাজপথের দখল নিবে শহরের সব রক্তলাল কৃষ্ণচূড়ার দল। মেঘদলের পতন পিয়াসী কবিদের শব্দঘোরে কুৎসিত বিষণ্ণতা না আসা পর্যন্ত ওরা করবে আমরণ অনশন ! কেন কবিরা বুঝেনা ... শরীরে রক্ত মেখে ঠাঁই দাঁড়িয়ে থাকা অর্থহীন নয় ! অথচ সদ্য প্রেমে পড়া যুবতীর শূণ্য দৃষ্টির শেষ রেখাটা কৃষ্ণচূড়ার লালেই।
অথচ ব্যর্থ কবির দল ছাইপাস লিখে বেড়াচ্ছে !!
আবারো একরাশ ভালোলাগা ...
২৬ শে মে, ২০১৪ সকাল ১১:৫৩
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার মন্তব্যে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন !
সুন্দর থাকুন মুনতাসির নাসিফ !
৫১| ২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
মশিকুর বলেছেন:
প্রথম লাইন থেকেই কবিতা আপন হয়ে গেছে। কৃষ্ণচূড়ার কান্না কি থেমেছে?
২৭ শে মে, ২০১৪ রাত ৯:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: এখন আকাশ কান্নাকাটি করে !
শুভকামনা মশিকুর ভাই !
৫২| ২৮ শে মে, ২০১৪ রাত ১:২৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর কবিতা।
২৮ শে মে, ২০১৪ রাত ১০:৩৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দুর্জয় ভাই !
ভালো থাকুন !
৫৩| ২৮ শে মে, ২০১৪ সকাল ১১:০৮
অপর্ণা মম্ময় বলেছেন: ছবি টা সুন্দর ! লেখার প্রতি যত্ন নাও, মুগ্ধতা কমে যাচ্ছে তাই বললাম।
২৮ শে মে, ২০১৪ রাত ১০:৪২
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু !
হুম , খারাপ বলেন নি ! বেশ কিছুদিন লেখার সাথে পড়া থেকেও দূরে ছিলাম !
নানা ধরণের অস্থিরতায় যত্ন নিয়ে লেখা হয়না অনেক দিন !
আপনার জন্য একরাশ কৃষ্ণচূড়ার শুভেচ্ছা !
৫৪| ২৮ শে মে, ২০১৪ রাত ১০:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
কিরে এই পোস্টে আমার না একটা কমেন্ট ছিল কই গেল
২৮ শে মে, ২০১৪ রাত ১১:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: গালাগালি করছিলেন , খায়া ফালাইছি
৫৫| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৫২
ইমিনা বলেছেন: কৃষ্ণচূড়া দেখলে আর কোথাও চোখ ফেরাতে পারি না। অন্য এক সময় এই কৃষ্ণচূড়ায় চোখ না রেখেই হুট করে কবিতাটি পড়ে ফেলবো
২৯ শে মে, ২০১৪ বিকাল ৫:১৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইমিনা !
আপনি চাইলে কৃষ্ণচূড়ার চোখে চোখ রেখেও কবিতাটি পড়ে ফেলতে পারেন !
কৃষ্ণচূড়াদের ই কবিতা , আমার না
সুন্দর থাকুন !
৫৬| ৩০ শে মে, ২০১৪ রাত ৮:৩৮
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর সময়ে সুন্দর কবিতা ।ভাল লাগল ।শুভ কামনা রইল ।
৩১ শে মে, ২০১৪ রাত ১২:১৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দৃষ্টিসীমানা !
সুন্দর থাকুন !
৫৭| ৩১ শে মে, ২০১৪ সকাল ৮:০৪
শ্রাবণ জল বলেছেন: কেন কবিরা বুঝেনা ... শরীরে রক্ত মেখে ঠাঁই দাঁড়িয়ে থাকা অর্থহীন নয় ! অথচ সদ্য প্রেমে পড়া যুবতীর শূণ্য দৃষ্টির শেষ রেখাটা কৃষ্ণচূড়ার লালেই।
আপনি তো বুঝে ফেলেছেন! চালাক কবি!!!
ছবিটা কি একটু ঝাপসা? নাকি কেবল আমি ঝাপসা দেখছি?
আগের মত না, বাট সুন্দর।
লেখা ছাড়বেন না ,অভি। ব্যাস্ততা থাকলেও।
শুভেচ্ছা।
৩১ শে মে, ২০১৪ রাত ৯:৪৫
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শ্রাবণ !
আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগলো !
আমি ঝাপসা দেখছিনা
লেখা ছাড়ছিনা !
৫৮| ০২ রা জুন, ২০১৪ রাত ১:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: দেরিতে হলেও পড়লুম , ভাল লাগল , আর পোস্ট কই অভি ।
০২ রা জুন, ২০১৪ দুপুর ১:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বন্ধু !
পোষ্ট দিবো খুব শীঘ্রই !~
সুন্দর থাকুন !
৫৯| ০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৪:০৫
রোদেলা বলেছেন: ভালো লাগলো।
০৫ ই জুন, ২০১৪ দুপুর ১:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু !
সুন্দর থাকুন !
৬০| ০৫ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার কমেন্ট ফিরায়া দে অভি নাইলে কইলাম ফর্দা ফ্রাই কইরা ফালামু
০৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৫০
স্বপ্নবাজ অভি বলেছেন: হেহেহেহেহ ! আরো কয়েকটা কমেন্ট করেন তারপর দেখি কোন মুডুর সাথে যোগাযোগ করা যায় কিনা !
আল্লাহই জানি কি কমেন্ট করছিলেন , যে মডুরা আমি দেখার আগেই আপনার কমেন্ট মুছে দিসে
৬১| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৫৫
রাজিব বলেছেন: খুব সুন্দর পোস্ট। আমি ঠিক বৃক্ষ প্রেমী নই। তবে আপনার পোস্ট পড়ে বিশ্ববিদ্যালয়ের জীবনের কথা মনে পড়ে গেল। এমন একটি কৃষ্ণচূড়া গাছ ছিল ভিসির বাড়ির সামনে মনে হয়।
১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৯
স্বপ্নবাজ অভি বলেছেন: আমাদের সবার জীবনের কৃষ্ণচূড়া গাছগুলো কিছু না কিছু স্মৃতি বহন করে ! কি অদ্ভূত এক গাছ না ?
শুভেচ্ছা রাজিব , সুন্দর থাকুন !
৬২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১২
আলম দীপ্র বলেছেন: কবিতা ! অদ্ভুত সুন্দর ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা দীপ্র !
ভালো থাকা হোক !
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৪ রাত ৮:০৮
সপ্নাতুর আহসান বলেছেন: ভাল লাগল কবিতা
পিকটাও সুন্দর।।