![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !
বিষণ্ণতম শহর
ক্রমাগত বিবর্ণতা,
অথবা একান্ত অনিচ্ছায়
------প্রত্যাবর্তন------।
কিছু শব্দ , ফিরে আসা বর্ষা , বৃষ্টি , স্যাঁতস্যাঁতে বারান্দা আর আকাশের ছায়াপথে শুদ্ধস্বর, তোমার আমার যৌথ
---------------- মেঘলা আকাশ -----------------
বৃষ্টিরা ফিরে যায়না , এদের চলাচল অপূর্ব অসুখী। তবে মিথ্যে ফানুস ওড়ানো কোন সোনালী রোদের চেয়ে অনেক সুখী ! পৃথিবীর প্রথম প্রেম সম্ভবত অনিচ্ছাকৃত বৃষ্টিপাত , ফিরে যাবেনা বলে কথা দিয়েছে বলেই হয়তো।
আর এই অনাবাদী শহরে
দেয়ালে দেয়ালে আটকে আছে
ব্যর্থ আর বিভ্রান্ত,
চিলেকোঠার অব্যর্থ রোদের মত ফিরে আসা শেষের গল্প।
তারপর একদিন, সত্যি সত্যি আকাশের বুকে ফাটল ধরলো! অনিদ্রা - অসুখে জর্জরিত মেঘের দেশে ঝড় উঠলো !
--------- সুখের নেশায় মাতাল পতন!
সে কি উল্লাস বৃষ্টি ফোঁটার,
একমুখী গমনে আক্ষেপের সুযোগ নেই যে!
স্যাঁতস্যাঁতে হলো বারান্দা , অজস্র শব্দেরা জানালার ওপাশে কোন অন্ধ পাখির ডানায় ফিরে আসে ...
রূপকথার বৃষ্টি,
কেঁদে কেঁদে কতোকাল অতীত হলো
উল্লসিত ফোঁটাগুলো গায়ে মাখবে বলে।
তারপরেও অদৃশ্য নিদ্রাহীনতায় জর্জরিত
বিষণ্ণতম শহরের
অসুখী সব মানুষ বুঝতে পারেনা,
ফিরে না যাবার মন্ত্র পড়ে আসা উল্লসিত জলা-কণা অমরত্বের গান গায়!
কি ভ্রান্তি , প্রাচীণ অন্ধকারের মতই বিচ্ছিন্ন মানুষ সব ভেবেই নিয়েছে , সকাল- সন্ধ্যার এই নির্লিপ্ত যাপিত জীবনের নামই বুঝি সুখে থাকা! অথচ ওরা দেখেনা এই শহরের দেয়ালে দেয়ালে ফোঁটা ফোঁটা অশ্রুবিন্দু , একলা কত দীর্ঘশ্বাস !
মেঘ কিংবা বৃষ্টির মত স্বার্থহীন , একমুখী চলাচলের অনভ্যস্ততাই এই সমস্ত দীর্ঘশ্বাসের মূল কারণ ! শামুকের খোলসের মত একটা কাগুজে বিশ্বে সুখ আর তৃপ্তিকে ভুল সমীকরণে বসানো এই শহরের তৃপ্ত (অতৃপ্ত ) মানুষগুলোকে সুখ শেখাতেই,
রূপকথার বৃষ্টি নামে মাঝে মাঝেই
অসুখী বসন্ত পার হলেই!
একটা কাগুজে বিশ্ব। সবাই সুখি। তৃপ্ত।
কিন্তু বৃষ্টি নামে মাঝে মাঝে !
( প্রফেসর শঙ্কুর গল্প-ভাবনা হলদে বাতির কারাগার এর দ্বিতীয় হিন্টস এর লাইন কয়টা থেকে অনুপ্রাণিত হয়ে ! )
ছবিঃ গুগল থেকে শহুরে বৃষ্টিপাতের এই ছবি নেয়া।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৩
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন লেখোয়াড় !
আপনাকেও অনেক দিন পরে পেলাম , শুভেচ্ছা রইলো !
২| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি ,
নাহ ... এটা মেনে নিতে পারা গেলোনা যে, পৃথিবীর প্রথম প্রেম সম্ভবত অনিচ্ছাকৃত বৃষ্টিপাত । এই "অনিচ্ছাকৃত" শব্দটিকে মানা গেলোনা ।
পৃথিবী তো চায় তার বুকে ঝাঁপিয়ে পড়ুক বৃষ্টি , শান্ত করে দিক । চাতক পাখির মতো পৃথিবী তাকে ডাকে যে ! তাই তো বৃষ্টিরা নেমে আসে অঝোরে। ফিরে যাবার পথ নেই জেনেও পৃথিবীর গালে চুমু খায় সে !
ফিরে যাবেনা বলে যে কথা দেয় , সে তো স্বেচ্ছাতেই দেয় ! ভালোবাসার টানে যে আসে , সে তো ইচ্ছেতেই আসে ।
শুভেচ্ছান্তে ।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার ভাবনায় সম্মান জানাই সম্মানিত আহমেদ জী এস ।
"অনিচ্ছাকৃত" শব্দ টিতে অনেক ক্ষণ আটকে ছিলাম , কয়েকবার ভেবেছি । মৃত্তিকায় প্রথম বৃষ্টির আগে প্রত্যাশাও ছিলনা এমন কিছু হতে পারে , তাই প্রথম বৃষ্টি টা হয়তো অনিচ্ছাকৃত !
ভালোলাগার বৃষ্টি ফোঁটার ফিরে যাবার পথ নেই , তাই প্রেম হতে বাধাও নেই ! আমার বিশ্বাস আপনি আমার ভাবনা টাও ধরতে পেরেছেন !
শুভেচ্ছা সব সময়ের !
৩| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১২
শুঁটকি মাছ বলেছেন: কি ভ্রান্তি , প্রাচীণ অন্ধকারের মতই বিচ্ছিন্ন মানুষ সব ভেবেই নিয়েছে , সকাল- সন্ধ্যার এই নির্লিপ্ত যাপিত জীবনের নামই বুঝি সুখে থাকা! অথচ ওরা দেখেনা এই শহরের দেয়ালে দেয়ালে ফোঁটা ফোঁটা অশ্রুবিন্দু , একলা কত দীর্ঘশ্বাস !
এমন দারুন ভাবে কি করে লেখেন?
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নানী !
কেমনে কেমনে জানি চলে আসে মাঝে মাঝে , আবার কখনো আসেই না
ভালো থাকুন !
৪| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: শব্দ দিয়ে কি অসাধারন একটা কারুকার্য্য !!!
অসাধারন হয়েছে ।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৫
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ পার্সিয়াস রিবর্ণ !
শুভকামনা সব সময়ের !
৫| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৫
মামুন রশিদ বলেছেন: অবসর ভাঙ্গার শুভেচ্ছা অভি । কবিতায় ভালোলাগা++
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই
অবসর ভেঙ্গে ফেলতে পারায় , আমিও তৃপ্ত !
শুভকামনা মামুন ভাই
৬| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪২
দৃষ্টিসীমানা বলেছেন: অপূর্ব বর্ণনা ,কবিতায়+++++++++++ ।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৩
স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন দৃষ্টিসীমানা !
ভালো থাকুন !
৭| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৫
চটপট ক বলেছেন: বেশি কঠিন, বুঝি নাই। আরো কয়েকবার পড়তে হবে :/
০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ মাহফুজ , শুভেচ্ছা রইলো
৮| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৮
ৎঁৎঁৎঁ বলেছেন: তৃপ্ত (অতৃপ্ত ) মানুষগুলোকে সুখ শেখাতেই,
রূপকথার বৃষ্টি নামে মাঝে মাঝেই
অসুখী বসন্ত পার হলেই!
একটা কাগুজে বিশ্ব। সবাই সুখি। তৃপ্ত।
কিন্তু বৃষ্টি নামে মাঝে মাঝে !
দারুণ লাগলো অভি!
কিছু শব্দ , ফিরে আসা বর্ষা , বৃষ্টি , স্যাঁতস্যাঁতে বারান্দা আর আকাশের ছায়াপথে শুদ্ধস্বর, তোমার আমার যৌথ
---------------- মেঘলা আকাশ -----------------
মুগ্ধপাঠ!
০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৮
স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাদের পাশে পেলে ভালো লাগে কবি !
শুভেচ্ছা জানবেন !
৯| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩০
ডি মুন বলেছেন: বাহ , বেশ স্নিগ্ধ কবিতা ।
০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪১
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ডি মুন , ভালো থাকুন !
১০| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৫
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কি ভ্রান্তি , প্রাচীণ অন্ধকারের মতই বিচ্ছিন্ন মানুষ সব ভেবেই নিয়েছে , সকাল- সন্ধ্যার এই নির্লিপ্ত যাপিত জীবনের নামই বুঝি সুখে থাকা!
সুখের সংজ্ঞা খোঁজা আর বুদবুদের উপরের বর্ণচ্ছটাকে খোঁজা একই কথা !!
তবুও বলব ভালো থাকুন সুখেই থাকুন ।
০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৫
স্বপ্নবাজ অভি বলেছেন:
সুখের সংজ্ঞা খোঁজা আর বুদবুদের উপরের বর্ণচ্ছটাকে খোঁজা একই কথা !!
শুভেচ্ছা স্বপ্নচারী !
ভালো থাকুন !
১১| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:২২
অপু তানভীর বলেছেন: :-& :-& :-&
অভি কি লিখলা !!
মাথার উপর দিয়া গেলু !
এতু কঠিন পাঠ বুঝি না ! তোমার আপু বুঝবে হয়তো !
০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: কন কি !
তিনি কুথায় ? তিনারে দাওয়াত দিয়ে পোষ্টে নিয়ে আসার ব্যবস্থা করেন !
১২| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বেশ লাগলো।
০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দুর্জয় ভাই !
ভালো থাকুন !
১৩| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
সামথিং মিসিং !!! মনে হয় তুই নাই লেখায়
০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম
ভালো থাকুন ।
১৪| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:৩২
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আর এই অনাবাদী শহরে
দেয়ালে দেয়ালে আটকে আছে
ব্যর্থ আর বিভ্রান্ত,
চিলেকোঠার অব্যর্থ রোদের মত ফিরে আসা শেষের গল্প।
-এই কয়টা কথা অসাধারণ একটা দৃশ্য হইয়া পাঠকরে বিভ্রান্ত করে।
দারুণ! দারুণ!
০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ জুলিয়ান ভাই , বিভ্রান্ত হবার জন্য আবারো ধন্যবাদ !
শুভকামনা সব সময়ের !
১৫| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর কবিতা অভি ভাই।+++
০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !
ভালো থাকুন !
১৬| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৭
আমি স্বর্নলতা বলেছেন: একটা কাগুজে বিশ্ব। সবাই সুখি। তৃপ্ত।
কিন্তু বৃষ্টি নামে মাঝে মাঝে !
চমৎকার!!
০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:০১
স্বপ্নবাজ অভি বলেছেন: এই পংক্তি কয়টা প্রফেসর শঙ্কুর !
বাকী সব আমার
ভালো থাকুন !
১৭| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৩
অপর্ণা মম্ময় বলেছেন: তোমার আমার যৌথ মেঘলা আকাশ !
আমাদের আকাশ !
কিছু কিছু লাইন খুব ভালো লাগলো অভি।
ব্যর্থ বানান টা ঠিক করে নিও অব্যর্থতেও।
ভালো থেকো
০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু !
ব্যর্থ তে আমি এতবার কেন ব্যর্থ হই !
১৮| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪২
আমিনুর রহমান বলেছেন:
কি রে অভি ! তোর লেখা তো আরো দুর্দান্ত হয়েছে রে !
০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: আপনি ব্লগে ? কেমনে কেমনে !
১৯| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
অরুদ্ধ সকাল বলেছেন:
মেঘ, বৃষ্টি, জীবন, ইচ্ছে নিয়ে কাব্যকথা। ভাবনার সমষ্টি। ভালো লাগলো।
০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪২
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা কবি
২০| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
সুমন কর বলেছেন: তারপর একদিন, সত্যি সত্যি আকাশের বুকে ফাটল ধরলো! অনিদ্রা - অসুখে জর্জরিত মেঘের দেশে ঝড় উঠলো !
--------- সুখের নেশায় মাতাল পতন!
সে কি উল্লাস বৃষ্টি ফোঁটার,
একমুখী গমনে আক্ষেপের সুযোগ নেই যে!
অনেকদিন পর লিখলে, ভাল লাগল।
০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: বিরতি ভাঙ্গার চেষ্টায় আছি সুমন দা !
সুন্দর থাকুন !
২১| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৮
ফা হিম বলেছেন: প্রফেসর শঙ্কু'র এই কাগুজে বিশ্বের আইডিয়াটা ঠিক হজম করতে পারিনি। তবে মুক্তগদ্য বরাবরের মতই অসাধারণ হয়েছে।
প্লাস।
০৯ ই জুলাই, ২০১৪ রাত ২:৫৬
স্বপ্নবাজ অভি বলেছেন: আমি যেভাবে বুঝেছি সেভাবে ভাবনাটাতে রঙ দেয়ার চেষ্টা করেছি মাত্র , আমি জানিনা আমি ওনার ভাবনা ধরতে পেরেছি কিনা !
শুভেচ্ছা রইলো ফা হিম !
২২| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৩
সেলিম আনোয়ার বলেছেন: অনিচ্ছাকৃত বৃষ্টি হোক আর যাই হোক প্রেম হয়েছে এটাই আসল।
আমারতো মনে মরুভূমিও অনিচ্ছাকৃত প্রেম।
কবিতটা অন্যরকম লাগলো। অভির কবিতায় নতুনের ছোয়া পেলুম।
ভাল লেগেছে কবিতা । +
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩১
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই , প্রেম হয়েছে এটাই আসল কথা !
আপনার জন্য শুভকামনা রইলো !
২৩| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৮
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বৃষ্টি বরাবরই প্রিয় , বৃষ্টির এই নেপথ্য কাহিনীও ততোটাই ভালো লাগলো ।
পৃথিবীর প্রথম প্রেম সম্ভবত অনিচ্ছাকৃত বৃষ্টিপাত , ফিরে যাবেনা বলে কথা দিয়েছে বলেই হয়তো।
১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৭
স্বপ্নবাজ অভি বলেছেন: দীর্ঘদিন পর পর কিছু কিছু চেহারার দেখা মিললো এই পোষ্টে !
শুভেচ্ছা মন্ত্রী !
ভালো থাকা হোক ।
২৪| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৪
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: বেশ অনেকদিন পরে কবিতা পেলাম আপনার...
ভালোলাগা সবরকম...
(+++)
১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন !
অনেক দিন পরেই লিখলাম , আশা করি নিয়মিত কিছুদিন চালাতে পারবো !
দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখপ্রকাশ করছি !
সুন্দর থাকুন নাসিফ !
২৫| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৮
সায়েম মুন বলেছেন: বেশ লাগলো বৃষ্টিপাতের নেপথ্য কাহিনী!
১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৯
স্বপ্নবাজ অভি বলেছেন: সায়েম ভাই !!
খুব ভালো লাগলো আপনাকে আবার দেখে , আশা করি খুব দ্রুত গুচ্ছ কবিতা নিয়ে হাজির হবেন !
২৬| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৩
এহসান সাবির বলেছেন: এই তো.......
এই অভিকেই খুঁজতেছিলাম........
দুর্দান্ত.........
১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:১০
স্বপ্নবাজ অভি বলেছেন:
ধন্যবাদ সাবির ভাই !
ভালো থাকুন !
২৭| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:১০
এম. এ. হায়দার বলেছেন: আপনার কবিতা দেখে ভাল লাগল। আমি মোটামুটি অবাকই হয়েছিলাম গতমাসে আপনার কোন কবিতা দেখতে না পেয়ে।
অবসর ভাঙার অভিনন্দন। আশা করি, সামনে ক্রিজে থাকবেন
১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ এম এ হায়দার !
আশা করি নিয়মিত ক্রিজে থাকবো , শুভকামনা জানবেন !
২৮| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪০
হাসান মাহবুব বলেছেন: প্রফেসরের এই থিমটা নিয়ে লেখা বেশ চ্যালেঞ্জিং ছিলো। তোমার কাজটা খুব ভালো হয়েছে।
১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৭
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , থিমটা ধরতে সময় লেগেছিল , অনেক রকম ভাবনা জ্বালাতন করেছে ! শেষমেশ এখানে এসে স্থির হলাম , আপনার মন্তব্যে স্বস্তি পেলাম।
ধন্যবাদ হামা ভাই !
২৯| ১১ ই জুলাই, ২০১৪ রাত ২:৪৪
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভীষণ সুন্দর রে ভাইয়া !
১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:০১
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু !
৩০| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩০
আরজু পনি বলেছেন:
লেখা পড়তে পড়তে মনে হচ্ছিল দরাজ গলায় কেউ আবৃত্তি করলে বেশ হতো।
আমার অভ্যাস থাকলে নিজেই পড়ে রেকর্ড করে রাখতাম।
শুভেচ্ছা রইল, অভি।
১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:১০
স্বপ্নবাজ অভি বলেছেন: ওই রকম কেউ আবৃত্তি করে দিলে আমারো শুনতে ভালো লাগতো !
ভালো থাকুন আপু !
৩১| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ্ দারুন বর্ণনা ... ! মুগ্ধ হলাম...!
১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ঈপ্সিতা চৌধুরী !
সুন্দর থাকুন !
৩২| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কি ভ্রান্তি , প্রাচীণ অন্ধকারের মতই বিচ্ছিন্ন মানুষ সব ভেবেই নিয়েছে , সকাল- সন্ধ্যার এই নির্লিপ্ত যাপিত জীবনের নামই বুঝি সুখে থাকা! অথচ ওরা দেখেনা এই শহরের দেয়ালে দেয়ালে ফোঁটা ফোঁটা অশ্রুবিন্দু , একলা কত দীর্ঘশ্বাস !
কি সুন্দর বাক্য গুলো! কাব্যিক বর্ননায় ভালোলাগা +
১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ তনিমা ! ভালো থাকুন !
৩৩| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩২
সায়েদা সোহেলী বলেছেন: মেঘ কিংবা বৃষ্টির মত স্বার্থহীন , একমুখী চলাচলের অনভ্যস্ততাই এই সমস্ত দীর্ঘশ্বাসের মূল কারণ ! শামুকের খোলসের মত একটা কাগুজে বিশ্বে সুখ আর তৃপ্তিকে ভুল সমীকরণে বসানো এই শহরের তৃপ্ত (অতৃপ্ত ) মানুষগুলোকে সুখ শেখাতেই,
রূপকথার বৃষ্টি নামে মাঝে মাঝেই
অসুখী বসন্ত পার হলেই!
একটা কাগুজে বিশ্ব। সবাই সুখি। তৃপ্ত।
কিন্তু বৃষ্টি নামে মাঝে মাঝে !
অনেক বেশি সুন্দর অভি , পুরোটাই কপি করতে ইচ্ছে করছিলো
১৭ ই জুলাই, ২০১৪ ভোর ৬:১৯
স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন !
শুভকামনা সব সময়ের !
৩৪| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৩
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: খুব সুন্দর লাগলো। অনেকে অনেক কিছুই বলেছে তাদের মাঝে আমার কথা পড়ে থাকলো । আমি শুধু বলব হৃদ্য ছুয়ে গেছে
১৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৭
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা রইলো হিমেল হাসান , আমার ব্লগে স্বাগতম !
৩৫| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক ভাল লাগে জানিয়ে গেলাম প্রিয় স্বপ্নবাজ। থিম কে কেন্দ্র করে গড়ে ওঠা আপনার চিন্তার গভীরতা অসাধারণ।
ঈদ মোবারক।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১:০৪
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা প্রিয় ব্লগার!
আপনার থিম না হলে এই লিখাটা আসতোনা কখনোই!
ঈদ মোবারক!
৩৬| ২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৬
খোরশেদ খোকন বলেছেন: বৃষ্টিপাতের নেপথ্য কাহিনী! ভাল লাগলো। শুভেচছা...
২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ খোরশেদ খোকন !
ভালো থাকুন !
৩৭| ০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ২:০১
আলম দীপ্র বলেছেন: এমন একটা কবিতা ! অসাধারণ ভাই । প্রোফেসরের থিম সফল হয়েছে ।
১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৬
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা দীপ্র ! ওনার থিমগুলো নিয়ে ভাবার মত অনেক উপাদান আছে !
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫২
লেখোয়াড় বলেছেন:
পৃথিবীর প্রেম সম্ভবত অনিচ্ছাকৃত বৃষ্টিপাত এবং অতি অবশ্যই মিথুন রাশিতে দেদীপ্যমান।
মেঘ কিংবা বৃষ্টির মত স্বার্থহীন..... এবং সেটাই তার অভ্যস্ততা, কিন্তু মানুষের বেলায় কখনো অবিরাম নয়, যা স্বার্থহীন তাই অনিশ্চয়তার উদ্বেগ।
অনেকদিন পর আপনার কবিতা পড়লাম অভি।
অনেক ভাবনা নিয়ে গেলাম।
ভাল থাকেন।