![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !
সেই সে পথ
নরকের অনাহূত দূত যে পথে হেসে হেসে ,
তোমাদের দেখিয়েছিল ঈশ্বরের গৃহে অগ্নি সংযোগের
অলৌকিক দৃশ্য !
এই পথে জমানো অন্ধকার , সাপের বন্যা , নগ্ন বিবেক।
সেদিন এই পথের শেষ প্রান্তে
বেয়োনেট বৃষ্টিতে শাপগ্রস্থ সূর্যটার
ছায়াবন্দী হয়েছিল
ওরা ক'জন !
অতঃপর পৃথিবীর অসামপ্ত আর্তনাদ বুকে নিয়ে এ পথের সদর দরজায় দ্বাররক্ষকের দায়িত্ব নিলাম।এ পথে অবিশ্বাসী চাঁদের ছায়া নেই , ধূলো নেই , ডানাভাঙ্গা পাখিদের আর্তনাদ ও নেই বটে। স্রোতস্বিনী শঙ্খ , আমার মুঠোবন্দী অনিয়ত অসুখী বাতাস!
মুঠোবন্দী বাতাস আটকে রেখেছি , তীব্র আশাবাদী কোন পথিকের দেখা মেললেই আমার স্বপ্নবিলাসী ইচ্ছেদের উড়িয়ে দেবো !
পৃথিবী মূলত আশাবাদীদের ।
আমি আশার গান শোনাতে পারিনা ,
তাই বন্দীশালা এঁটেছি নগ্ন বিবেকের
জান্তব উল্লাসের !
আশাবাদী কোন স্বপ্নবাজ পথিক নিশ্চয়ই এ পথে আসবে , ঈশ্বরের গৃহে অগ্নি সংযোগের হেতু জানতে । পৃথিবীর বুকে ইশ্বর সাজা রক্তপিপাসুদের
সুস্থতার দাওয়া খোঁজে ...
আকাশ কুসুম স্বপ্ন নিয়ে
আমি ঠাই দাঁড়িয়ে
আবার
এ পথে জোছনার ছায়া পড়বে কিংবা ধূলোমাখা বিকেলে , লালচে সন্ধ্যায়
আসর বসবে
মানুষের , ভালোবাসার !
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ মবীন ভাই !
সুন্দর থাকুন!
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
মৃদুল শ্রাবন বলেছেন: চমৎকার কিছু সংযোগ করেছেন কবিতায়।
"সেই সে পথ
নরকের অনাহূত দূত যে পথে হেসে হেসে ,
তোমাদের দেখিয়েছিল ঈশ্বরের গৃহে অগ্নি সংযোগের
অলৌকিক দৃশ্য !"
কি ভয়ংকর কথা। কিন্তু যদিও লিখেছেন, "আমি আশার গান শোনাতে পারিনা"
তবু
"আমি ঠাই দাঁড়িয়ে
আবার
এ পথে জোছনার ছায়া পড়বে কিংবা ধূলোমাখা বিকেলে , লালচে সন্ধ্যায়
আসর বসবে
মানুষের , ভালোবাসার !"
এরই নাম আশা। নামের স্বার্থকতা স্বপ্নবাজ অভি।
ভালোলাগা নিবেন।
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৭
স্বপ্নবাজ অভি বলেছেন: কেউ যখন হতাশায় আচ্ছন্ন হয়ে স্বপ্ন দেখা ছেড়ে দেয় , তখন ভরসা করে নতুন প্রাণের , যে প্রাণের উচ্ছ্বাসে জাগ্রত হবে সেই সব স্বপ্ন !
শুভেচ্ছা মেরিনার ভাই !
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৯
মামুন রশিদ বলেছেন: আবার
এ পথে জোছনার ছায়া পড়বে কিংবা ধূলোমাখা বিকেলে , লালচে সন্ধ্যায়
আসর বসবে
মানুষের , ভালোবাসার !
চমৎকার লিখেছেন অভি ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই !
শুভেচ্ছা সব সময়ের !
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৫
অপূর্ণ রায়হান বলেছেন: কবিতায় অনেক ভালোলাগা ভ্রাতা +
ভালো থাকবেন সবসময়
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০১
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা ভ্রাতা !
সুন্দর থাকুন !
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৫
*কুনোব্যাঙ* বলেছেন: ++++++++
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩২
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কুনো!
শুভেচ্ছা যাযাবরের
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১১
কলমের কালি শেষ বলেছেন: উচ্চমর্গীয় কবিতা । বুঝতে গিয়ে মাথায় লেগেছে ব্যথা । মনে হয় তবুও বুঝেছি কিছুটা । তাই বলে গেলাম সুন্দর ভালো লেগেছে কবিতাটা ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৮
স্বপ্নবাজ অভি বলেছেন: বুঝেছেন বলে স্বস্তি পেলাম !
অতি সাধারণ কিছু কথা বলতে চেয়েছি
শুভেচ্ছা অশেষ !
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৮
সুমন কর বলেছেন: অতঃপর পৃথিবীর অসামপ্ত আর্তনাদ বুকে নিয়ে এ পথের সদর দরজায় দ্বাররক্ষকের দায়িত্ব নিলাম।এ পথে অবিশ্বাসী চাঁদের ছায়া নেই , ধূলো নেই , ডানাভাঙ্গা পাখিদের আর্তনাদ ও নেই বটে। স্রোতস্বিনী শঙ্খ , আমার মুঠোবন্দী অনিয়ত অসুখী বাতাস!
এবারের কবিতাটি অনেক চমৎকার হয়েছে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুমন দা !
ভালো আছেন আশা করি !
শুভেচ্ছা সব সময়ের !
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৩
বাংলার পাই বলেছেন: পৃথিবী মূলত আশাবাদীদের ।
আমি আশার গান শোনাতে পারিনা ,
তাই বন্দীশালা এঁটেছি নগ্ন বিবেকের
জান্তব উল্লাসের !--------------চমৎকার!
++++++++++
শুভেচ্ছা নিবেন। ভালো থাকবেন।
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বাংলার পাই !
আমার ব্লগে সম্ভবত প্রথম এলেন !
শুভ সকাল !
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৫
পরিবেশ বন্ধু বলেছেন: এ পথে জোছনার ছায়া পড়বে কিংবা ধূলোমাখা বিকেলে , লালচে সন্ধ্যায়
আসর বসবে
মানুষের , ভালোবাসার !
খুবই মুগ্ধতা ।।
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১১
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বন্ধু !
সুন্দর থাকুন !
১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪১
অগ্নি সারথি বলেছেন: চমৎকার
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১২
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অগ্নি সারথি !
শুভেচ্ছা রইলো !
১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১২
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !
১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১২
নাসরিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ভাললাগা । তিনবার পড়লাম ---আবৃত্তি করলে বেশ হবে আপনার লেখাটি --আমি নিজেও আবৃত্তি করতে চেষ্টা করলাম।
আশার স্বপ্ন নিয়েই বেঁচে থাকা---
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নাসরিন চৌধুরী !
পাঠে এবং অনুভবে কৃতজ্ঞতা !
আবৃত্তি করতে পারলে বেশ হতো অবশ্য , আমার আবৃত্তির অভিজ্ঞতা তেমন নেই !
শুভেচ্ছা সব সময়ের !
১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৮
আলম দীপ্র বলেছেন: আশাবাদী কোন স্বপ্নবাজ পথিক নিশ্চয়ই এ পথে আসবে , ঈশ্বরের গৃহে অগ্নি সংযোগের হেতু জানতে । পৃথিবীর বুকে ইশ্বর সাজা রক্তপিপাসুদের
সুস্থতার দাওয়া খোঁজে
++++
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আলম দীপ্র !
১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৮
টুম্পা মনি বলেছেন: অনেক ভালো লিখেছেন অভি। পড়ে জাস্ট মুগ্ধ হলাম।
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা টুম্পা মনি !
ভালো আছেন নিশ্চয়ই !
১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৪
যুবায়ের বলেছেন: চমৎকার কাব্য....
ভালোলাগা+
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪২
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ যুবায়ের ভাই !
১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৫
আবু শাকিল বলেছেন: আপনি দারুন লেখেন।পড়ে মুগ্ধ।
+
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪২
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ভাই !
কমপ্লিমেন্ট ই প্রেরণা !
সুন্দর থাকুন!
১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫১
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অনন্য সাধারন একটি কবিতা । ইদানিং এই ধাঁচের (বিষয় নয়, বর্ণনার ধরনে )কবিতা বেশ চোখে পড়ছে ।
আশাবাদী কোন স্বপ্নবাজ পথিক নিশ্চয়ই এ পথে আসবে , ঈশ্বরের গৃহে অগ্নি সংযোগের হেতু জানতে । পৃথিবীর বুকে ইশ্বর সাজা রক্তপিপাসুদের
সুস্থতার দাওয়া খোঁজে ...
শুভকামনা রইলো ...
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫০
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা পার্সিয়াস রিবর্ণ !
বাংলা কবিতা অনেক পরিক্রমা পার করেছে , ইদানিং অনেকেই এই ফরম্যাটে লিখছেন !
সুন্দর থাকুন !
১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫৫
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার কবিতা অভি ভাই।
কবিতায় অষ্টম ভালো লাগা।
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৫
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা পাঠক ভাই !
সুন্দর থাকুন !
১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০০
হরিণা-১৯৭১ বলেছেন:
মানুষ ভালোবাসাকে বেচাকেনা করছে, নিজকে ভুলে গিয়ে ক্রীতদাস হয়ে মরছে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো বলেছেন !
সুন্দর থাকুন !
২০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৭
আরজু মুন জারিন বলেছেন: সেই সে পথ
নরকের অনাহূত দূত যে পথে হেসে হেসে ,
তোমাদের দেখিয়েছিল ঈশ্বরের গৃহে অগ্নি সংযোগের
অলৌকিক দৃশ্য !
চমৎকার
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১২
স্বপ্নবাজ অভি বলেছেন: তিনটা ইমোর ভিন্ন ভিন্ন বক্তব্য !
একটাতে রেগে আছেন , পরে রেগেমেগে কেঁদেই দিলেন ,তারপরে মন খারাপ করে বসে আছেন !
কেন কেন কেন ?
শুভেচ্ছা অফুরন্ত !
২১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ চমৎকার লেখা!!
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !
২২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: শেষ প্যারাটা সুন্দর
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই !
২৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮
সাজিদ উল হক আবির বলেছেন: কি অভি ভাই, হারায়া গেলেন নাকি?
আপনার কবিতাগুলি অন্যরকম, খোলা মাঠের মধ্য দিয়ে হঠাৎ দুর্দান্ত বেগে ছুটে চলা, তারপর পথের দুপাশে যখন কাশবন দেখা দেয়, হঠাৎ থমকে থেমে যাওয়া, চারপাশের সৌন্দর্য উপভোগ করা, ফের মনে পড়া যে একটা দায়িত্ব কাঁধে ছিল, তারপর আবারও লক্ষ্যের দিকে দৌড়!
"পৃথিবী মূলত আশাবাদীদের ।
আমি আশার গান শোনাতে পারিনা ,
তাই বন্দীশালা এঁটেছি নগ্ন বিবেকের
জান্তব উল্লাসের !"
বাই দ্যা ওয়ে, ব্যাক্তিজীবনে আশাবাদী এক মানুষের , কবিতায় দুঃখ বিলাসের ঘ্রান পেলুম মনে হচ্চে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১২
স্বপ্নবাজ অভি বলেছেন: হারাই নাই , একটু ঝামেলায় আছি এই আর কি !
দুঃখবিলাসের না , এই কবিতার আমি পৃথিবীর পাপের ভারে নূহ্য , বৃদ্ধরা নতুন প্রাণের প্রত্যাশায় যেমন থাকে ঠিক একইভাবে নতুন কোন উচ্ছ্বল স্বপ্নবাজের অপেক্ষায় !
শুভেচ্ছা সাজিদ ভাই !
২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর.....
পিলাচ নম্বর দশ!
কবিকে শুভেচ্ছা.............
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২২
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই !
পিলাচ বাটন ঠিকঠাক তাইলে !
শুভেচ্ছা সব সময়ের !
২৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আরো একটা সুন্দ লেখা...
পড়েছিলাম গতকালই...
কিন্তু মন্তব্য লিখে "পোস্ট" বাটনে ক্লিক করতেই দেখি নেট ডিসকানেক্টটেড হয়ে গেছে-তাও ১২ ঘন্টার জন্য...!
মন্তব্যটাও হারালো...!
আপনি ভুল বলেননি সেদিন; মন্তব্যের জন্যও ড্রাফট এবং প্রিয়তালিকা থাকা উচিত...!!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩২
স্বপ্নবাজ অভি বলেছেন: আমিও কাল রাতে হঠাৎ করেই অন্তর্জাল বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম !
মন্তব্য লিখার পর যখন বলে লগইন করেন তখন রাগ হয় সবচেয়ে বেশী !
নতুন ভার্সনে আশা করি এই সমস্যা থাকবেনা আশা করি !
শুভেচ্ছা নাসিফ !
২৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪২
মাহমুদ০০৭ বলেছেন: মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আরো একটা সুন্দর লেখা...
পড়েছিলাম গতকালই...
কিন্তু মন্তব্য লিখে "পোস্ট" বাটনে ক্লিক করতেই দেখি নেট ডিসকানেক্টটেড হয়ে গেছে- তবে ১২ ঘন্টার জন্য না !
নাফিস ভাইয়ের সাথে আমার এটুকুই পার্থক্য
ভাল থাকবেন প্রিয় অভি ভাই ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: আমিও কাল রাতে হঠাৎ করেই অন্তর্জাল বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম !
মন্তব্য লিখার পর যখন বলে লগইন করেন তখন রাগ হয় সবচেয়ে বেশী !
নতুন ভার্সনে আশা করি এই সমস্যা থাকবেনা আশা করি !
শুভেচ্ছা মাহমুদ ভাই
২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি ,
লিখেছেন - "আমি আশার গান শোনাতে পারিনা ..." অথচ আকাশ কুসুম স্বপ্ন নিয়ে বসে আছেন তীব্র আশাবাদী কোন পথিকের দেখা মিললেই সেই স্বপ্নবিলাসী ইচ্ছেদের উড়িয়ে দেবেন বলে ।
আত্ম বিভ্রান্তি ? বৈপরীত্ব বললুম না ।
উহু....... এটা ঠিক নয় । যিনি " ভালোবাসি বাংলাদেশ ! " বলতে পারেন তার তো এরকমটা হবার কথা নয় !
এই লালচে সন্ধ্যায় , আপনার এই আসরে একজন মানুষের ভালোবাসার
কথা জানিয়ে গেলুম ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: বৈপরীত্ব টা লেখার দুর্বলতা ধরে নিতে পারেন !
পৃথিবীর তাবৎ কুটিলতার বিরুদ্ধে লড়তে থাকা কোন এক বৃদ্ধের কথাই বলতে চেয়েছিলাম , সে তো ব্যাস্ত বন্দী সেই পথের কুটিলতা আটকে রাখতে !
নতুন কোন প্রানচঞ্চল স্বপ্নবাজের প্রতীক্ষা টা সে কারণে , নতুন প্রাণে নতুন লড়াই !
শুভেচ্ছা সুপ্রিয় আহমেদ জি এস !
২৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৮
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় ভাল লাগা রইল ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৩
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা দৃষ্টিসীমানা !
সুন্দর থাকুন!
২৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি ,
লিখেছেন - "আমি আশার গান শোনাতে পারিনা ..." অথচ আকাশ কুসুম স্বপ্ন নিয়ে বসে আছেন তীব্র আশাবাদী কোন পথিকের দেখা মিললেই সেই স্বপ্নবিলাসী ইচ্ছেদের উড়িয়ে দেবেন বলে ।
আত্ম বিভ্রান্তি ? বৈপরীত্ব বললুম না ।
উহু....... এটা ঠিক নয় । যিনি " ভালোবাসি বাংলাদেশ ! " বলতে পারেন তার তো এরকমটা হবার কথা নয় !
আমিও এমন কিছুই মনে হয় বলতে চাই
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৬
স্বপ্নবাজ অভি বলেছেন: বৈপরীত্ব টা লেখার দুর্বলতা ধরে নিতে পারেন !
পৃথিবীর তাবৎ কুটিলতার বিরুদ্ধে লড়তে থাকা কোন এক বৃদ্ধের কথাই বলতে চেয়েছিলাম , সে তো ব্যাস্ত বন্দী সেই পথের কুটিলতা আটকে রাখতে !
নতুন কোন প্রানচঞ্চল স্বপ্নবাজের প্রতীক্ষা টা সে কারণে , নতুন প্রাণে নতুন লড়াই !
শুভেচ্ছা রইলো !
৩০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০০
ডট কম ০০৯ বলেছেন: এ পথে জোছনার ছায়া পড়বে কিংবা ধূলোমাখা বিকেলে , লালচে সন্ধ্যায়
আসর বসবে
মানুষের , ভালোবাসার !
দারুন ভাল লাগল লাইন দুটি।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৭
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা কবি
সুন্দর থাকুন !
৩১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪
অন্ধবিন্দু বলেছেন:
মানুষের , ভালোবাসার !
অবচেতনে নয়, পূর্ণ-চৈতন্যময় হোক স্বপ্নদর্শীর স্বপ্ন বাগান।
কবিতা পাঠে তৃপ্তি। লেখকের জন্য শুভ কামনা।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ অন্ধবিন্দু !
অবচেতনে নয়, পূর্ণ-চৈতন্যময় হোক স্বপ্নদর্শীর স্বপ্ন বাগান। চমৎকার বলেছেন !
৩২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৮
এহসান সাবির বলেছেন: মুগ্ধ!!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৯
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা সাবির ভাই !
আপনি একবার আসলে মন ভরেনা , আরেকবার আসেন প্লিজ
৩৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৩
হাসান মাহবুব বলেছেন: অসাধারণ!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই !
সুন্দর থাকুন !
৩৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণভাবে সমান্ত করেছেন প্রথম হতে শেষ অবধি ----- দারুন ভাল লাগা রেখে গেলাম
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫৩
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ !
সুন্দর থাকুন !!
৩৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩১
সাদরিল বলেছেন: আশাবাদী কোন স্বপ্নবাজ পথিক নিশ্চয়ই এ পথে আসবে , ঈশ্বরের গৃহে অগ্নি সংযোগের হেতু জানতে
মুঠোবন্দী বাতাস আটকে রেখেছি , তীব্র আশাবাদী কোন পথিকের দেখা মেললেই আমার স্বপ্নবিলাসী ইচ্ছেদের উড়িয়ে দেবো !
কবিতাও স্ব[ন শব্দটার ব্যাবহার চোখে পড়ার মতো। আপনার নামও স্বপ্নবাজ অভি।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা সাদরিল !
সুন্দর থাকুন !
৩৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩০
ডি মুন বলেছেন: পৃথিবী মূলত আশাবাদীদের
আশা ও আশাবাদী স্বপ্নবাজেরা বেঁচে থাকুক স্বমহিমায়।
শুভকামনা।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৫
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা ডি মুন !
সুন্দর থাকুন !
৩৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৭
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সহমত @ অন্ধবিন্দু !
ভালোলাগা ! ++
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৬
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা স্বপ্নচারী!
সুন্দর থাকুন !
৩৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪২
আরজু মুন জারিন বলেছেন: সেই সে পথ
নরকের অনাহূত দূত যে পথে হেসে হেসে ,
তোমাদের দেখিয়েছিল ঈশ্বরের গৃহে অগ্নি সংযোগের
অলৌকিক দৃশ্য !
চমৎকার লেখা!!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু !
সুন্দর থাকুন !
৩৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫
জসীম অসীম বলেছেন: আপনার লেখা পড়েছি । ভালো লাগলো । লেখার ভিতরের বিষয়ে অন্য সময় মতামত প্রকাশ করবো। আমি এখন ব্লগে লিখলে লেখা লেখা প্রথম পাতায় প্রকাশ হয়না। এ বিষয়ে আপনি কি আমাকে কোনো সহযোগিতা করতে পারেন ? ভীষণ দুশ্চিন্তায় আছি। উপযুপরি অনিয়ম আমি কিভাবে করেছি, আমি জানি না। আমার লেখা কতদিন প্রথম পাতায় প্রকাশ হবে না। মডারেটর উপস্থিত উপস্থিত থাকলে তার তার বিবেচনা সাপেক্ষে আমার লেখা প্রথম পাতায় প্রকাশ করা হতে পারে। কিন্তু সেটা কিভাবে সম্ভব ? ব্লগ সাইটের নিয়ম শৃঙ্খলা কোথায় জানতে পারবো ? আমাকে এ বিষয়ে সমাধান দিতে পারবেন কি? আমার উপর নজর রাখা বন্ধ হওয়ার জন্য আমি কি করতে পারি ? প্লিজ, সম্ভব হলে আমাকে সহযোগিতা করুন। আমি ব্লগিংয়ের সকল নিয়ম মেনেই লিখতে চাই। ধন্যবাদ। ভালো থাকবেন। অনেক ভালো থাকবেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ জসীম অসীম !
আপনার লেখা নির্বাচিত পাতায় ও দেখেছি , ভালো লাগে !
কি কারনে আপনার লেখা প্রথম পাতায় আসেনা সেটা মডারেটর রা ভালো বলতে পারবে । আপনি [email protected] এখানে মেইল করে আপনার সমস্যার কথা জানাতে পারেন ।
শুভেচ্ছা রইলো !
৪০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪
নাহিদ রুদ্রনীল বলেছেন: ভালো লেগেছে....অনেক দিন বাদে আপনার ব্লগে আসলাম, কেমন আছেন?
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫২
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা রুদ্রনীল !
আমি ভালো আছি , আপনি কেমন আছেন ?
৪১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২০
আমি ময়ূরাক্ষী বলেছেন: ভালোবাসায় ভরুক পৃথিবী।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা ময়ূরাক্ষী !
সুন্দর থাকুন !
৪২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫১
যমুনার চোরাবালি বলেছেন: ভালো লেগেছে লিখাটি।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা চোরাবালী !
আপনার নিক টা সুন্দর !
আমার ব্লগে স্বাগতম !
৪৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫১
ইমিনা বলেছেন: আমি আশার গান শোনাতে পারিনা ,
তাই বন্দীশালা এঁটেছি নগ্ন বিবেকের
জান্তব উল্লাসের !
..................
বরাবরের মতোই ষুন্দর কবিতা
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৮
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ইমিনা আপু !
শুভকামনা সব সময়ের !
৪৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৫
অতঃপর জাহিদ বলেছেন: অভি ভাই,কেমন আছেন!
শুভ কামনা রইলো!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো আছি ভাই !
শুভেচ্ছা রইলো !
৪৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৭
দ্য ইলিউশনিস্ট বলেছেন: পৃথিবী মূলত আশাবাদীদের ।
আমি আশার গান শোনাতে পারিনা ,
তাই বন্দীশালা এঁটেছি নগ্ন বিবেকর
চমৎকার!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা রইলো !
সুন্দর থাকুন , আন্তরিক ধন্যবাদ জানবেন
৪৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮
নুরএমডিচৌধূরী বলেছেন:
অতঃপর পৃথিবীর অসামপ্ত আর্তনাদ বুকে নিয়ে এ পথের সদর দরজায় দ্বাররক্ষকের দায়িত্ব নিলাম।এ পথে অবিশ্বাসী চাঁদের ছায়া নেই , ধূলো নেই , ডানাভাঙ্গা পাখিদের আর্তনাদ ও নেই বটে। স্রোতস্বিনী শঙ্খ , আমার মুঠোবন্দী অনিয়ত অসুখী বাতাস!
মুঠোবন্দী বাতাস আটকে রেখেছি , তীব্র আশাবাদী কোন পথিকের দেখা মেললেই আমার স্বপ্নবিলাসী ইচ্ছেদের উড়িয়ে দেবো !
১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২১
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ চৌধূরী সাহেব !~ আমার ব্লগে স্বাগতম !
রেগে গেলেন কেন ?
৪৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
একলা ফড়িং বলেছেন: এ পথে জোছনার ছায়া পড়বে কিংবা ধূলোমাখা বিকেলে , লালচে সন্ধ্যায়
আসর বসবে
মানুষের, ভালোবাসার!
মানুষের ভালবাসার আসর বসুক সবখানে সবসময়!
ঈদের শুভেচ্ছা
১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৭
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা একলা ফড়িং !
সুন্দর থাকুন !
৪৮| ০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০৭
প্রবাসী পাঠক বলেছেন: ঈদের শুভেচ্ছা অভি ভাই।
১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: ঈদ মোবারক পাঠক ভাই !
৪৯| ১৩ ই অক্টোবর, ২০১৪ ভোর ৫:২০
আরজু মুন জারিন বলেছেন: ছোট একটা মিষ্টি ভাই এত গভীর কবিতা লিখল কিভাবে। .ভেবে পাইনা। অভি আমি এসেছিলাম তোমার কোন লিখায় কমেন্টস করতে। কিন্তু দেখলাম আগে আমি কমেন্টস করেছি। কিন্তু তখন আসলে ওইভাবে খেয়াল করে পড়িনি এখন যেভাবে পড়লাম। অভিভূত হয়ে পড়লাম এখন তোমার কবিতা। অনেক অনেক ভাললাগা কবিতায়। তোমার জন্য অনেক অনেক ভালবাসা। ভাল থাকবে কেমন।
১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪২
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু ! এমন মন্তব্য আরেকবার লিখতে সাহস দেয় !
শুভেচ্ছা জানবেন !
৫০| ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩১
টুম্পা মনি বলেছেন: অভি আপনি এখন ব্লগে নিয়মিত আসেন না কেন?
১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৫
স্বপ্নবাজ অভি বলেছেন: একটু , অল্প একটু ব্যাস্ত আছি টুম্পা মনি !
খুব দ্রুত আশা করি নিয়মিত হতে পারবো , গত কিছুদিন ৪-৫ দিন পর একবার এসে ঢু মেরে যাচ্ছি , এইজন্য কারো ব্লগে কমেন্ট করা হচ্ছেনা।
সুন্দর থাকবেন
৫১| ১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৮
তুষার কাব্য বলেছেন: চমৎকার কবি....মুগ্ধ!!
১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৬
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা তুষার !
৫২| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১২
অদৃশ্য বলেছেন: আহা, প্রত্যাশা পূরণ হোক... বসুক সে আসর... মানুষের , ভালোবাসার... দারুন লেগেছে অভি...
লিখালিখিটা টিকিয়ে রাখবেন এই প্রত্যাশা...
শুভকামনা...
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখে বেশ লাগলো !
শুভেচ্ছা নিরন্তর !
৫৩| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৯
এম. এ. হায়দার বলেছেন: অনেক দিন পর ব্লগে আসলাম.... কবিতায় ভাল-লাগা +++
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা হায়দার ভাই !
নিয়মিত হবেন ব্যাস্ততার ফাঁকে আশা করি , না হলে বাংলা ব্লগের মৃত্যু ঘন্টা বাজতে দেরী নাই !
৫৪| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৪২
আহসান জামান বলেছেন:
চমৎকার প্রকাশ, ভালো থাকবেন।
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৭
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা কবি !
সুন্দর থাকুন !
৫৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৭
অতঃপর জাহিদ বলেছেন: স্বপ্নবাজ হইয়ে লাভ কি অভি ভাই ।
বাস্তবতার কাছে এগুলো মূল্যেহীন।
০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:০০
স্বপ্নবাজ অভি বলেছেন: বাস্তবেও এমন হয় কিন্তু
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
জাফরুল মবীন বলেছেন: বাহ্ চমৎকার!