![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !
অতঃপর , সান্ধ্যকালীন অসুখী বাতাস গায়ে মেখে ,
সঙ্গী করে ,
মুঠোবন্দী রক্ত -রুমাল আর অরণ্যের ঘুমন্ত পাখিদের নৈঃশব্দ !
জেনেছিলাম
আমিই সেই পথভ্রষ্ট , দিকভ্রান্ত স্বর্গীয় দূত !
মনঃবৈকালিক বিভ্রমের মত অনতিক্রম্য ,
বিষাদ পাখির শুন্যতার মতোই পরিত্যাজ্য ।
যেন ,
মায়াবী প্রজাপতিদের ডানায় ভর করে কুয়াশাছন্ন ভ্রান্তি !
যেন
নক্ষত্রের পথে হাঁটতে থাকা পথভোলা পথিক !
ইচ্ছে হয়
মুদ্রিত করি পৌরাণিক উপাখ্যান ।
ইচ্ছে হয়
হেটে চলি , পুষ্পবতীর চোখের ভিতর !
তারপর
স্মৃতিশূণ্য রাত্রি-বিলাসে ,
পাখির ডানায় লিখেছিলাম
অরণ্যের পাখিরা জেগেই আছে!
বিষণ্ণ , ভ্রান্ত , বিষাদসুরে নৈঃশব্দ !
মৃত্যুর ওপাশে গড়িয়ে পড়া অজস্র মেঘ ,
সাদা , নিষ্পাপ !
তোমার মতো ...
২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা স্বপ্নচারী !
অবশ্যই "ডানায়" হবে , টাইপো টা নজরে আনার জন্য বিশেষ ধন্যবাদ রইলো !
সুন্দর থাকুন !
২| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৮
প্রবাসী পাঠক বলেছেন: অনেক দিন পর অভি ভাই এর কবিতা।
কবিতায় প্রথম ভালো লাগা।
২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা প্রবাসী পাঠক ভাই !
সুন্দর থাকুন !
৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩১
কলমের কালি শেষ বলেছেন: কয়েকবার মনযোগ দিয়ে পড়ে বুঝার চেষ্টা করলাম । তারপর মনে হল সুন্দর বিস্বাদময়তার কিছু একটা বুঝেছি তবে প্রকাশতব্য ভাষা নেই তাই প্রকাশ করিলাম না ।
সুন্দর কবিতায় ডায়মন্ডখচিত পিলাচ দিলাম ।
২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৮
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা অশেষ
ডায়মণ্ডের যা দাম আজকাল তাও আপনাকে ডায়মন্ড খচিত ধন্যবাদ !~
৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:১৮
মন ময়ূরী বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ হলাম।
২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৬
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা মন ময়ূরী !
আপনাকে সম্ভবত আমার ব্লগে প্রথম দেখলাম , স্বাগতম !
৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৪৭
মামুন রশিদ বলেছেন: প্রিয় অভি'র কবিতা পড়লাম অনেকদিন পর । শান্ত সুন্দর বিভ্রমের কবিতা ।
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২১
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই !
সুন্দর থাকুন সব সময় !
৬| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৯
অপূর্ণ রায়হান বলেছেন: ৪র্থ ভালোলাগা ভ্রাতা +++++
মৃত্যুর ওপাশে গড়িয়ে পড়া অজস্র মেঘ ,
সাদা , নিষ্পাপ !
তোমার মতো ... ক্লাসিক তিনটি লাইন ।
ভালো থাকবেন অনেক
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৯
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা ভ্রাতা !
সুন্দর থাকুন
৭| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২২
মৃদুল শ্রাবন বলেছেন: পথভ্রষ্ঠ স্বর্গীয় দূতের সেই ইচ্ছা কি শেষমেষ পূর্ন হয়েছে??? মনে হল হয়নি।
বিষণ্ণ , ভ্রান্ত , বিষাদসুরে নৈঃশব্দ !
মৃত্যুর ওপাশে গড়িয়ে পড়া অজস্র মেঘ ,
সাদা , নিষ্পাপ !
তোমার মতো ...
তবে কি সেই পথিক এক্সপায়ার্ড?? কিংবা হতে পারে পুরোটায় বিভ্রম। তাই নয় কি??
ভালো লেগেছে অভি ভাই। কবিতায় ফিরে আসুন।
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ভ্রম !
শুভেচ্ছা মৃদুল ভাই !
সুন্দর থাকুন !
৮| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪০
তুষার কাব্য বলেছেন: অস্ভুত সুন্দর...শব্দের উড়াউরি..
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৬
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা তুষার কাব্য !
ভালো থাকুন !
৯| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৬
অর্বাচীন পথিক বলেছেন: মায়াবী প্রজাপতিদের ডানায় ভর করে কুয়াশাছন্ন ভ্রান্তি !
যেন
নক্ষত্রের পথে হাটতে থাকা পথভোলা পথিক !
অনেক ভালো লাগলো
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৮
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা আরবাচীন পথিক !
সুন্দর থাকুন !
১০| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩২
আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ কবি অভি ভাই !
অবশেষে একটা কবিতা দিলেন
।
আর কবিতা তো অনন্য !
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২২
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা আলম দীপ্র !
ভালো থাকা হোক !
১১| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
অতঃপর , সান্ধ্যকালীন অসুখী বাতাস গায়ে মেখে ,
সঙ্গী করে ,
মুঠোবন্দী রক্ত -রুমাল আর অরণ্যের ঘুমন্ত পাখিদের নৈঃশব্দ !
জেনেছিলাম
আমিই সেই পথভ্রষ্ট , দিকভ্রান্ত স্বর্গীয় দূত !
মনঃবৈকালিক বিভ্রমের মত অনতিক্রম্য ,
বিষাদ পাখির শুন্যতার মতোই পরিত্যাজ্য ।
যেন ,
মায়াবী প্রজাপতিদের ডানায় ভর করে কুয়াশাছন্ন ভ্রান্তি !
যেন
নক্ষত্রের পথে হাটতে থাকা পথভোলা পথিক !
ইচ্ছে হয়
মুদ্রিত করি পৌরাণিক উপাখ্যান ।
ইচ্ছে হয়
হেটে চলি , পুষ্পবতীর চোখের ভিতর !
তারপর
স্মৃতিশুণ্য রাত্রি-বিলাসে ,
পাখির ডানার লিখেছিলাম
অরণ্যের পাখিরা জেগেই আছে!
বিষণ্ণ , ভ্রান্ত , বিষাদসুরে নৈঃশব্দ !
মৃত্যুর ওপাশে গড়িয়ে পড়া অজস্র মেঘ ,
সাদা , নিষ্পাপ !
তোমার মতো ...
ভাই অভি, এত চমৎকার হয়েছে আপনার কতিটা খানি যা বিশেষায়িত করার ভার আমার নেই। সর্বোপরি আপনাকে অনেক অনেক অভিনন্দন। ভাল থাকবেন নিরন্তর।
২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০০
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা দেশ প্রেমিক ভাই !
সাথে থাকার কৃতজ্ঞতা জানবেন !
১২| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৮
ডি মুন বলেছেন:
কবিতা ভালো লেগেছে, বিষাদ সুন্দর।
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২২
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা মুন ভাই !
১৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৯
অদৃশ্য বলেছেন:
আমি ভাবছিলাম অভি কিভাবে এই কবিতাটি লিখছিলো বা কবিতাটি লিখবার সময়ে অভির ভাবমূর্তি ক্যামন দেখাচ্ছিলো !
এক গভীর ভাবনার সুন্দর প্রকাশ...
শুভকামনা...
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৯
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় অদৃশ্য !
মাঝে তো সত্যিই অদৃশ্য হয়ে গিয়েছিলেন !
ফিরে আসার শুভেচ্ছা !
১৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//যেন
নক্ষত্রের পথে হাটতে থাকা পথভোলা পথিক !//
ভালো গান শুনলে গায়ক হবার ইচ্ছে জাগে... ভালো অভিনয় দেখলে, নায়ক।
কিছু লেখা দেখলে মনে হয়, হুম, আমিও তো এমন ভাবি। অথবা, মনে হয়, আমিও তো এমন করে লেখতে পারি। লিখতে হয়তো পারবো না, কিন্তু এতটুকু ভাবনা তৈরি করাটাই লেখকের কৃতীত্ব।
অনেক দিন পর স্বপ্নবাজ অভি'র স্নিগ্ধ-প্রশান্ত কবিতার স্বাদ পেলাম।
হাটতে/হেটে= হাঁটতে/হেঁটে, স্মতিশুণ্য= স্মৃতিশূন্য (দীর্ঘ ঊ'কার)
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫০
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার মন্তব্যে আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয় মইনুল ভাই !
শুভেচ্ছা নিরন্তর !
১৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪১
দৃষ্টিসীমানা বলেছেন: বিষণ্ণতার ভাঁজে লিখা সুন্দর কবিতায় ভাল লাগা রইল ।শুভ কামনা ।
২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা রইলো দৃষ্টিসীমানা !~
সুন্দর থাকুন !
১৬| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৭
আবু শাকিল বলেছেন: বাহ! দারুন অভি ভাই।
অনেকদিন পর কবিতা নিয়ে ফিরে আসলেন।
কবিতায় অনেক ভাল লাগা জানিয়ে গেলাম।
২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা শাকিল ভাই !
সুন্দর থাকুন !
১৭| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল
২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ফাতেমা !
ভালো থাকুন !
১৮| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৯
চটপট ক বলেছেন: অবশেষে !
২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! অবশেষে !
১৯| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৮
সোহানী বলেছেন: কি যে কঠিন কঠিন কবিতা লিখেন .. বুঝতে আমার ব্রেন টায়ার্ড হয়ে যায়। তারপর বুঝে অবশ্য ++++ দেয়............
২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৩
স্বপ্নবাজ অভি বলেছেন:
শুভেচ্ছা সোহানী !
কষ্ট করে বুঝার জন্য স্পেশাল থ্যাঙ্কস !
২০| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালো লাগা রইলো।
২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শোভন !
অনেক দিন পর , শুভ হোক !
২১| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৯
ডট কম ০০৯ বলেছেন: সুন্দর হইছে লেখাটা। ফিনিশিংটা দারুন।
২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা কবি !
২২| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৯
যুবায়ের বলেছেন: চমৎকার কবিতা....
ভাললাগা রইলো।
২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ যুবায়ের ভাই !
ভালো থাকুন !
২৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৫
ইমিনা বলেছেন: আমিই সেই পথভ্রষ্ট , দিকভ্রান্ত স্বর্গীয় দূত !
....................
অসাধারন কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম
২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২০
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা ইমিনা !
সুন্দর থাকুন !
২৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
হাসান মাহবুব বলেছেন: পড়ার পর একটা স্নিগ্ধ অনুভূতি হলো। সুন্দর।
২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২১
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই !
সুন্দর থাকুন !
২৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৩
আহসান জামান বলেছেন:
অন্যরকম স্নিগ্ধতা নিয়ে কবিতাটা পড়লাম, চমৎকার কবি।
২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা কবি !
সুন্দর থাকুন!
২৬| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৫
আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন।
২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ !
শুভকামনা সব সময়ের !
২৭| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৫
সুমন কর বলেছেন: অনেকদিন পর তোমার কবিতা পেলাম। প্রথমে বুঝতে কষ্ট হচ্ছিল, পরে সম্পূর্ণটা শেষ করে মুগ্ধ হলাম।
অতি সুন্দর।
২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুমন দা !
সুন্দর থাকুন !
২৮| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৯
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো লেখা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই। সবসময়।
২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে দীপংকর !
আমার ব্লগে স্বাগতম !
২৯| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫০
এহসান সাবির বলেছেন: এত সুন্দর কবিতা পড়বার পর অন্য কোন পোস্ট পড়া ঠিক হবে না।
শুভ রাত্রি।
২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: একদম না , শুভেচ্ছা সাবির ভাই !
৩০| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫১
অপ্রকাশিত কাব্য বলেছেন: ভালো লাগলো
২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কাব্য !
৩১| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০১
এক দুর্বাসা বলেছেন: কবি,
পড়লাম আর...... বিমুগ্ধ হলাম ,
সত্যি দারুণ ! শুভেচ্ছা রইলো।
২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা দুর্বাসা !
৩২| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৯
জাফরুল মবীন বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ হলাম!
২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা মবীন ভাই !
৩৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৮
জেরিফ বলেছেন: হেটে চলি , পুষ্পবতীর চোখের ভিতর !
আমারো অনেক ইচ্ছা
২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা জেরিফ ভাই !
৩৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০০
পার্থ তালুকদার বলেছেন: অনেক ভাল লাগা অভি ভাই।
২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা পার্থ তালুকদার !
৩৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১২
সোজা কথা বলেছেন: ভাল স্বপ্ন দেখলাম অভি ভাই!
অনেক ভাল লাগলো।
২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা সোজা কথা !
সুন্দর থাকুন !
৩৬| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৮
সকাল রয় বলেছেন:
অনেক শব্দময়!
অনেক অলংকার____
_________অনেক বেশি ভালোলাগা
২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৯
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা কবি !
সুন্দর থাকুন !
৩৭| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক ভালো লাগলো
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১২
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ !
ভালো থাকুন !
৩৮| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: বিষন্নতার কবিতায় ভাল লাগা।
++++
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৫
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
স্মৃতিশুণ্য রাত্রি-বিলাসে ,
পাখির ডানার লিখেছিলাম
অরণ্যের পাখিরা জেগেই আছে!
ডানার নাকি ডানায় হবে !
অনেক ভালো লাগলো, বিশেষ করে শেষ প্যারা ! ++