![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !
নিজের সম্পর্কে লিখে রেখেছেন
সকালে বিস্ময় জড়ানো তোমার দুই চোখে
আমি হতে চাই প্রথম বিস্মিত জন
বনৌষধির বর্ণে রাঙা তোমার দুই ঠোঁটে
পান করতে চাই হরিণ পাখার হাসি
গোলমরিচ লাল তোমার কেশদামে
নবজন্ম দিতে চাই আমার পিপাসার।
শ্রুতির বিপরীতে এই হৃদয়
বিস্ময়ের প্রয়োজনে বিস্ময়।
দেয়ার মতো কিছু নেই, আছে শুধু সমুদ্রের নোনা জল
একদম সঠিক লিখেছেন নিজেকে নিয়ে , শুরুর দিকের অংশ গুলোতে একটু পরে আসছি , শেষের লাইনটাতে আমার তীব্র আপত্তি আছে ! ওনার দেয়ার মতো অনেক কিছু আছে , কতো সহজে মানুষকে আপন করে নেয়া যায় তা ওনার সাথে না মিশলে কারো পক্ষে ঘূনাক্ষরেও টের পাওয়া সম্ভব না । উনি চির যৌবনের প্রতীক , অনেকের কাছে মনে হতে পারে আমি বাড়িয়ে লিখছি , কিন্তু এটাই সত্য কেননা আমি মাদার তেরাসাকে দেখিনি , আমি দেখেছি একজনকে , যে মানুষটা বেতন নিজের জন্য খরচ না করে ছুটে গিয়েছেন আর্ত মানবতার সেবায় এবং অবশ্যই তা প্রচার বিমুখ থেকে !! অনেক দূরের কখনো না দেখা রুশানের জন্য তাকে দেখেছি রোজ অফিস থেকে বের হয়ে উত্তরা থেকে ধানমন্ডি আসতে , নিজের সর্বস্ব বিলিয়ে দিতে ! দেখেছি বন্যা পীড়িত , শীতার্ত মানুষের সেবায় নেতৃত্ব দিতে।কখনো রক্তের প্রয়োজনে ছুটে বেড়াতে ! আমার মতো অনেকেই আছেন যারা ব্লগিং করি নিজের লেখালেখির শখ টাকে বাঁচিয়ে রাখতে , ব্লগিং এর মূল কনসেপ্ট এর বাইরে কিনা সে নিয়ে অনেক তর্ক আছে , কিন্তু এই বিবাহিত ব্যাচেলর অলটাইম এভেইলেবল ভদ্রলোক সত্যিকার অর্থের ব্লগিং টাই করে গেছেন নিভৃতে । যখন কেউ মনে করেনি তারেক মাসুদকে তিনি ঠিক মনে করিয়ে দিয়েছেন , স্বাধীনতার বিপক্ষ শক্তির আন্দোলনে নিজেকে জড়িয়েছেন সর্বস্ব ত্যাগ করে ! শখের ফটোগ্রাফি নিয়ে কখনো হাজির হয়েছেন , আমাদের ভাসাতে শব্দহীন কবিতায় ! আবার কখনো সামাজিক অসংগতি , আর গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু নিয়ে হাজির হয়েছেন , জনপ্রিয়তার মানদন্ডে তাকে বিচার করা অন্যায় হবে । ব্যাক্তিগত জীবনে তিনি আইটি অফিসার , এক পুত্র সন্তানের জনক। ওনাকে চলাফেরা দেখলে মনে হয় এইতো সদ্য কুড়ি পেরোলো বুঝি , জীবনের পরতে পরতে যত সুখ আছে সব ওনার চাই , সব ! ইচ্ছে হলে উড়ে বেড়ান , ইচ্ছে হলে ডুব মারেন ! ইচ্ছে হলো জোছনায় মাখাবেন নিজেকে , ইচ্ছে হলো পাহাড় জয় করবেন ,ইচ্ছে হলে মেঘ-বালিকার মেঘের ভেলায় ভাসতে চলে যান , ইচ্ছে হলো সমুদ্রে ভিজবেন তাই করেন ! ওনার নিজের জন্য কিছু নেই , যা কিছু আছে সবার জন্য ! তাই ওনার নিজের সম্পর্কে লেখা শেষ লাইন "দেয়ার মতো কিছু নেই, আছে শুধু সমুদ্রের নোনা জল" কথাটাতে আমার আপত্তি !
এবার আসি অন্য কথা গুলো সম্পর্কে , উনি সত্যিকার অর্থেই বিস্ময় পারদর্শী ! রমনী কুলকে বিস্মিত করতে ওনার তুলনা নেই , এই সময়কার প্লাষ্টিক প্রেমিকদের জন্য উনি এক আদর্শ পুরুষ বটে , কেউ একজন তার নামের পাশে জুড়ে দিয়েছেন "এম বি এ " !! আমি নিশ্চিত সঠিক সময়ে ভাবির প্রেমে পরে বিয়ে না করলে আমরা দেখতে পেতাম ঝড় , প্রেমের ঝড় ! কিন্তু হায় ভাবী তার মনে পড়িয়ে দিয়েছে শেকল ! তাই ভাবীকে আমাদের পক্ষ থেকে তীব্র ধিক্কার । ব্যাক্তিগত ভাবে উনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক , উনি দাবি করতে চান এবারের বিশ্বকাপ সেমি - ফাইনাল তিনি দেখেননি ,এমনকি সেমি -ফাইনাল বলতে পৃথিবীতে কিছু নেই ! নিজে সমর্থন করে ক্ষ্যান্ত হননি , ভাতিজা অন্য দলের প্রেমে পরার আগে কান পড়া দিয়ে দিয়েছেন
আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি , উনি আমাদের প্রাণপ্রিয় গোলাপ ভাই, আমিনুর রহমান ! আজকে ওনার জন্মদিন , ভাইকে জন্মদিনের প্রানভরা শুভেচ্ছা জানানোর জন্য আর ব্লগের জন্য ওনার অবদানের প্রেক্ষিতে ক্ষুদ্র ভালোবাসা জানানোর জন্য এই প্রয়াস ! লোকটা সাংঘাতিক খারাপ , নিজের জন্মদিন লুকিয়ে রেখেছেন সবার কাছ থেকে , তাই তখন আর উদুযাপন করা যায়নি ! আজকে আসলে ওনার ব্লগীয় জন্মদিন !! ৭ বছর আগে এই দিনে ব্লগার আমিনুর রহমান এর জন্ম হয়েছিল , আমরা আমরা পেয়েছিলাম বিশেষ একজনকে । তারপর ধীরে ধীরে কালের পরিক্রমায় হয়েছেন গোলাপ ভাই , ইত্যাদি ইত্যাদি ইত্যাদি
৭ বছর আগে আমিনুর রহমান নিকের জন্ম না হলে হয়তো অনেক কিছুই হতোনা , আমাদের সাভার ছুটে যাওয়া হতোনা , আমাদের শীতার্ত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা ও হয়তো হতোনা ! গুরুত্বপূর্ণ কাজ যেটা হতোইনা সেটা হচ্ছে একজন আরমানের বিয়েটা !
দিনটাকে স্মরণীয় রাখতে আশা করি কোথাও কেউ একজন বিরিয়ানী বর্ষণ করবেন , তবে এই মধ্যরাতে বিরিয়ানী কই পাবেন , আসেন ভার্চুয়ালী আমরা মিষ্টিমুখ করি !
শুধু মিষ্টিমুখ করলে চলবে - গোলাপ ভাইকে এক নজর দেখবেন না ??
উনি কি শুধু চিরযৌবনের প্রতীক , ফ্যাশন আইকন ও বটে ! এবার দেখে নেই , সেই নারীকে যার প্রেমে পড়ে তিনি বন্দী হয়েছেন , যার কারণে রমনীকুলে আজো হাহাকারের ধ্বনি শুনতে পাওয়া যায় , সাথে আছে ওনার কলিজার টুকরা শীর্ষ !
উনি যে শীর্ষকে প্রভাবিত করছেন তার প্রমাণ এই ছবিঃ
কোন এক আচমকা ভ্রমণে আমি আর আমিনুর ভাই
সবশেষে প্রিয় আমিনুর রহমান ভাইয়ের দীর্ঘায়ু , সুস্থতা কামনা করছি ! ওনার নিজের জন্য না হলেও আমাদের জন্য ওনার সুস্থ থাকা খুব জরুরী ! ব্লগার আমিনুর রহমান নিঃসন্দেহে নিজেকে নতুন করে আবিস্কার করেছেন , নিজের জন্মের স্বার্থকতা খুঁজে পেয়েছেন এই নীল পর্দার ছায়ায় ! তাই ওনার কাছে এই দিনটা বিশেষ কিছু না হলেও , আমাদের কাছে অবশ্যই বিশেষ দিন ! আমিনুর ভাইকে সপ্তম বর্ষপূর্তির প্রাণঢালা শুভেচ্ছা !
উৎসর্গঃ আরেকজন নিবেদিত প্রান , অস্থির ধরনের ভালো মানুষ প্রিয় মামুনুর রশিদ ভাইকে !
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৪
স্বপ্নবাজ অভি বলেছেন: কাল থেকে দিন গুননা শুরু , ট্রিটে ট্রিটে শহীদ হয়ে যাবো !
২| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১০
মামুন রশিদ বলেছেন: ফার্স্ট লাইক, ফার্স্ট কমেন্ট কিনা জানিনা ।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৬
স্বপ্নবাজ অভি বলেছেন: অপু ভাই চিটিং করছে , না পড়ে কমেন্ট দিসে !
৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১১
বটবৃক্ষ~ বলেছেন:
ব্লগীয় জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়াআআআআ!!!!!!!!!!!
অভিকে ধন্যবাদ পোস্টের জন্যে!!
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন: আপনি প্রথম রমনী যে এই পোষ্টে কমেন্ট করেছেন
শুভেচ্ছা হে বট !
৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১১
মামুন রশিদ বলেছেন: আমি পোস্ট পইড়া কমেন্ট দিছি, আর অপু না পইড়া কমেন্ট দিয়া ফার্স্ট হইছে, মানিনা..
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৭
স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাই মামুন ভাই , এই স্বীকৃতি আমিও আপনাকে দিয়েছি !
আমার পোষ্ট সুতরাং আমিই রেফারী হু !
৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৩
বটবৃক্ষ~ বলেছেন:
মামুনভাইয়া, আমিও পোস্ট পইড়া কমেন্ট দিসি!! আমি সেকেন্ড উইশার!!!
লাভিউ আমিন ভাইয়াআআআআআ!!!
তাত্তাড়ি আসেন!!!!!!!!!
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৯
স্বপ্নবাজ অভি বলেছেন: আমিন ভাই , ভয় পাইছে আমার ধারণা !
৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৫
আলম দীপ্র বলেছেন: বাহ ! ধন্যবাদ অভি ভাই পোস্টের জন্য ।
আপনাদের সম্পর্ক দেখে হিংসা লাগে !!!!!!!!! :#>
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৩
স্বপ্নবাজ অভি বলেছেন: বেশী বেশী হিংসিত হও !
যত হিংসা , তত আনন্দ
৭| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৫
এহসান সাবির বলেছেন: বুম!! বুম!! দুম!!
(আতশবজি)
শুভ কামনা সব সময়।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: আওয়াজ টা কড়া হইছে সাবির ভাই
৮| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৫
অপু তানভীর বলেছেন: কে পড়িয়া কমেন্ট দিয়াছে আর কে কমেন্ট করিয়া পোস্ট পড়িয়াছে এই সব কথা বলিয়া কুনো লাভ নেই । ইতিহাস দেখিবে প্রথম কমেন্ট টি কার !
আর কিছু বলা লাগিবে ?
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ইতিহাস নিয়ে ও প্রজন্মের পরে প্রজন্ম বিতর্ক হয় বটে !
৯| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৭
নিমচাঁদ বলেছেন: শুভেচ্ছা উনারে ।
ইন ফাক্ট আমি ও উনারে খুজতাছি ।
কিছু হাফ বয়েল ডিমের কারণে ।
আর এন্টিবায়োটিকের কান্ধে চড়ছিলো ক্যান উনি !!
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪০
স্বপ্নবাজ অভি বলেছেন: এন্টিবায়োটিকের কান্ধে চড়ছিলো কেন সেইটা উনিই বলতে পারতেন !
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪১
স্বপ্নবাজ অভি বলেছেন: @ নিম ভাইয়ের এই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আমিনুর ভাইয়ের জিম্মায় দিয়ে দিলাম !
১০| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৮
এহসান সাবির বলেছেন: অভি ভাই ধন্যবাদ।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪২
স্বপ্নবাজ অভি বলেছেন: আপনি কই ?
১১| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৮
মামুন রশিদ বলেছেন: সাত বছর পূর্তির শুভেচ্ছা আমিনুর রহমান ।
আমিনুরকে আমি চিনি গোলাপ ভাই হয়ে উঠার পর
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৩
স্বপ্নবাজ অভি বলেছেন: গোলাপ ভাই ই আমিনুর ভাইয়ের সত্ত্বা !
১২| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২০
আলম দীপ্র বলেছেন: উনি এতো দেরী করছেন কেন !
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ওনার রাত্রিকালীন ব্যাস্ততা মেলা হে বালক , বড় হও বুঝতে পারবা
১৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২২
প্রবাসী পাঠক বলেছেন: কমেন্ট, লাইক এর সিরিয়ালে পিছিয়ে আছি। কিন্তু প্রিয়তে নেয়ার ক্ষেত্রে আমি প্রথম।
প্রিয় আমিনুর ভাই এর ব্লগে সপ্তম বর্ষ পূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৫
স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকে অভিনন্দন প্রবাসী ভাই ! আমি মনে মনে ঠিক করে নিয়েছি যেই প্রথমে প্রিয়তে নিবে সেই পার্টি দিবে !
বাকীটা আপনার হাতে
১৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৩
অপু তানভীর বলেছেন: লেখক বলেছেন: অপু ভাই চিটিং করছে , না পড়ে কমেন্ট দিসে !
মামুন রশিদ বলেছেন: আমি পোস্ট পইড়া কমেন্ট দিছি, আর অপু না পইড়া কমেন্ট দিয়া ফার্স্ট হইছে, মানিনা..
লেখক এবং মামুন ভাইয়ের কমেন্টে তীব্র প্রতিবাদ ! এই অপবাদ কেউ প্রমান করিতে পারবে না !
আমি ভালা পুলা কেউ কি জানে না !
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: অপু তানভীর কতটা ভালা পুলা সেটা গাছপালা ঠিকঠাক মতো বলতে পারবে
১৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
অভি দারুণ একজন মানুষকে নিয়ে দারুণ একটি পোস্ট দিয়েছিস।
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আমিন ভাইর জন্য।
উনার সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চমৎকার গুণাবলীটি আমার খুব পছন্দের।
আর অনেক অনেক বছর উনার সাথে ব্লগিং ও মানবতর কাজ করতে পারি সে আশা রইলো।
গোলাপ ভাই নামক এই অসাধারণ চিত্রকর্ম যতটুকু জানি প্রিয় ব্লগার ঘুড্ডির পাইলট ভাইয়ের আঁকা।
অনেক অনেক শুভকামনা আমিন ভাইর জন্য।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: এভাবেই গোলাপ ভাই বেঁচে থাকবেন হাজার বছর ! তার কর্মে !
শুভেচ্ছা শোভন !
১৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৬
সুমন কর বলেছেন: ব্লগে দেখায় ৬ বছর ১১ মাস !!!
ক্যামনে কি !!!!!
যা হোক পোস্ট সুন্দর হইছে !!!!
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫২
স্বপ্নবাজ অভি বলেছেন: সকাল হতে হতে ৭ বছর দেখাবে , ব্লগ একুরেট টাইম মেইন্টেইন করে ! সেটা জানিনা দেখে ১২ টা ১ মিনিটে দিলাম , আমিনুর ভাইয়ের জন্য সারপ্রাইজ পোষ্ট !
শুভেচ্ছা সুমন দা !
১৭| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৯
আমিনুর রহমান বলেছেন:
একটু বেশী বেশীই লিখেছিস ...
আমি কি লিখবো ঠিক বুঝতে পারছি না। বারবার লিখছি বারবার মুছে দিচ্ছি। শব্দ পাচ্ছি না এই ধরনের পোষ্টে কি মন্তব্য করা উচিৎ ...
আবার আসতেছি। আপতত রান্না করতে যাই। রান্না করিনি এখনো
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৩
স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার জন্য মেলা প্রশ্ন জমা হইছে , জলদি আসেন !
১৮| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩২
আলম দীপ্র বলেছেন: রান্না কি আমাদের জন্য
আমিনুর রহমান ভাই !
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৩
স্বপ্নবাজ অভি বলেছেন: @ আমিনুর ভাই !
১৯| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৫
চটপট ক বলেছেন: ব্লগিয় জন্মদিনের শুভেচ্ছা
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা মাহফুজ !
২০| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৯
অপু তানভীর বলেছেন: আমিনুর রহমান বলেছেন:
একটু বেশী বেশীই লিখেছিস ...
আমি কি লিখবো ঠিক বুঝতে পারছি না। বারবার লিখছি বারবার মুছে দিচ্ছি। শব্দ পাচ্ছি না এই ধরনের পোষ্টে কি মন্তব্য করা উচিৎ ...
কি মন্তব্য করবেন খুজে পাচ্ছেন না ? আমি বলে দিচ্ছি !
মন্তব্য করবেন, কোন তারিখে কোন কোন জায়গায় আমাদের কাচ্চি খাওয়াবেন কাচ্চির সাথে আর কি কি থাকিবে ইত্যাদি !
তো আপনার সেই মন্তব্যের অপেক্ষায় !
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৫
স্বপ্নবাজ অভি বলেছেন: উনি এসে গেছেন , এখন আমিনুর ভাই পোষ্ট সামলাবে , আমি ডিনার করে আসি !
২১| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৯
মাহমুদ০০৭ বলেছেন: ৭ বছর সক্রিয় থাকাটা বিরাট ব্যাপার।ব্লগ এবং ব্লগিং এর পেছনের মানুষগুলোর প্রতি অফুরান ভালবাসা না থাকলে
তা সম্ভব নয়।এ অনন্য অর্জনে প্রিয় আমিনুর ভাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।
আর সবার মতই আমিও আমিনুর ভাইয়ের সরল,অমায়িক ও আন্তরিক ব্যক্তিত্বে মুগ্ধ।
পরম করুণাময়ের কাছে উনার সুস্বাস্থ্য কামনা করছি।আরো অনেক অনেক বছর উনি আমাদের মাতিয়ে রাখুন ।
চোখের সামনে এমন বাতিঘর দেখাও আনন্দের।
ভাবি ও শীর্ষর প্রতিও শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আন্তরিকতা মাখা পোষ্টের জন্য প্রিয় অভি ভাইকে অনেক অনেক ধন্যবাদ ।
শুভকামনা।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ২-৩ বছর পরেই অনেকে আগ্রহ হারান !
সেখানে সাত সাতটি বছর ! আমিনুর ভাই হাতে গুনা অল্প কয়জনের একজন !
ধন্যবাদ মাহমুদ ভাই !
২২| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪২
কলমের কালি শেষ বলেছেন: বিশাল উদযাপন, বিশাল আয়োজন, বিশাল পদছিহ্ন, বিশাল উৎসর্গীত প্রান
সুদীর্ঘ সময়ে সাধারনের ভিড়ে চলা অসাধারনের প্রতিক দীর্ঘ যৌবনা,
সময়ের ভিড়ে সময়কে হার মানিয়ে সময়ের সকল ভালোবাসা চুষে নিয়ে সকলের মাঝে বিলিয়ে দেওয়া এই বিশিষ্ট গুনী ব্লগার আমিনুর রহমান ভাইকে সদ্য ভূমিষ্ট হওয়া কয়েক মাসের কথিত কবির আপ্রান শুভেচ্ছা এবং দীর্ঘায়ু কামনা ।
ভালো থাকবেন সবসময় সকল প্রকার খারপকে উপেক্ষা করে । শুভ কামনা সবসময় ।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১১
স্বপ্নবাজ অভি বলেছেন: যত বড় পদচিহ্ন , উদযাপন টা সে তুলনায় যথেষ্ট এবং যথেষ্ট ক্ষুদ্র !
আমিনুর রহমানদের জন্মই হয় খারাপ কে উপেক্ষা করে সদর্পে টিকে থাকার জন্য !
শুভেচ্ছা কবি !
২৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৭
প্রবাসী পাঠক বলেছেন: ব্লগ এবং ব্লগারদের যে আমিনুর ভাই কতটা ভালোবাসেন, তার জন্য একটা স্ক্রিন শট আপলোড দিলাম।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১২
স্বপ্নবাজ অভি বলেছেন: অনবদ্য ডেডিকেশন!
২৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫২
আমিনুর রহমান বলেছেন:
অপু, বিরানী যে খাওয়াতে পছন্দ করে তাকে ব্লগে নিয়ে আসতে পারলে খাওয়াবো, নাইলে তুই খাওয়াবি
দীপ্র, চলে আসো।
নিম ভাই, আপনার মনে নাই ডুব প্রতিযোগিতায় আপনাদের সাথে প্রথম হওয়ায় আমাকে খুশিতে কাধে তুলে নিয়েছিলো ইঞ্জিন
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৪
স্বপ্নবাজ অভি বলেছেন: অপু ভাইয়ের কপালে খারাবি আছে মনে হচ্ছে !
যাই হোক , আমরা আম জনতা বিরিয়ানী খাওয়া দিয়ে কথা
ইঞ্জিনআপনেরে কান্ধে নিছে !!!!!!!!!!!!
২৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৫
আলম দীপ্র বলেছেন: আমি তো দিশেহারা ! পথ চিনি না
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ইচ্ছে থাকলে উপায় হয় !
২৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৮
আমিনুর রহমান বলেছেন:
প্রবাসী বালক, স্ক্রিন শর্ট দিতে গিয়ে গোপন কিছু দিয়ে ফেলো না কিন্তু
অভি, তোর ভাবীকে আমার পক্ষ থেকে তীব্র ধিক্কার জানিয়ে দিস
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২০
স্বপ্নবাজ অভি বলেছেন: হেহেহেহ!
আমার মাইর খাওনের শখ নাই !
২৭| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৮
ডি মুন বলেছেন:
গোলাপ ভাই ওরফে আমিনুর ভাইকে ৭ম ব্লগীয় জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২১
স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা মুন ভাই ! বিরিয়ানী দাবীতে ঐক্যবদ্ধ হোন !
২৮| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৩
প্রবাসী পাঠক বলেছেন: @ অভি ভাই, পার্টি আমি দিচ্ছি নো প্রব্লেম। তবে এটাও জানি বড় ভাইরা কখনোই এই ছোট ভাইকে পার্টির বিল দিতে দিবে না। মামুন ভাই, আমিনুর ভাই থাকতে আমার চিন্তা নাই।
@ আমিনুর ভাই, ইনবক্সে গোপন কিছু নাই। সো নো টেনশান। আজকে ইচ্ছা মত স্ক্রিনশট দেব।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২২
স্বপ্নবাজ অভি বলেছেন: প্রতিটা পার্টির পরিচয় , ধরণ , পার্টিদাতা আলাদা পাঠক ভাই
২৯| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৫
বৃতি বলেছেন: সুপ্রিয় আমিনুর ভাইয়ের ব্লগীয় সপ্তম বর্ষপূর্তিতে শুভেচ্ছা
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২২
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা আপু !
৩০| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৭
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: আবেগাপ্লুত হয়ে গেলুম !! আজকাল সংসার জীবনে ৭ টি বছর পার করাটাও অনেক ত্যাগ-তিতিক্ষা- সাধনার ব্যাপার । সেখানে ব্লগার হিসেবে ৭ বছর তো আমার মত হতভাগার কল্পনার বাইরে ।
শুভেচ্ছা, ধন্যবাদ, ভালোলাগা রইলো ভাই ....
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২৩
স্বপ্নবাজ অভি বলেছেন: একদম ! ৭ বছর , সামুর সাথে তার সূদীর্ঘ সংসার বটে !
আমার ধারণা ওনার দেখতে দেখতে কেটে গেছে , এই ব্যাপারে আমিনুর ভাই ভালো বলতে পারবে !
৩১| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৮
আমিনুর রহমান বলেছেন:
প্রবাসী, বড় ভাইদের সামনে আমরা বিল দিয়ে তো তাদের অপমান করতে পারিনি, কি বলেন নিম ভাই ও মামুন ভাই
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন: এই সব চুদুর বুদুর খেলা চলবেনা , সবাই আলাদা আলাদা খাওয়াবে !
৩২| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২৬
আমিনুর রহমান বলেছেন:
বটবৃক্ষ~ , লাভু ঠু
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২৭
স্বপ্নবাজ অভি বলেছেন: আমিও লাভু ঠু !
৩৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২৬
আলম দীপ্র বলেছেন: আমিনুর ভাই আমাকে মুখে খালি বলিলেন ! আমি তো দিশেহারা পথিক
! আমি বড়ই দুঃখিত পাইসি !!!
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২৯
স্বপ্নবাজ অভি বলেছেন: কাজটা মোটেই উনি ঠিক করেন নাই !
৩৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২৬
প্রবাসী পাঠক বলেছেন: @ আমিনুর ভাই, তীব্র ভাবে সহমত।
পার্টির আনুসাংগিক সকল কাজ কর্ম আমরা ছোটরা সামাল দেব। বিলটা শুধু বড় ভাইরা দিবেন। সে ক্ষেত্রে সবার বড় ভাই বিল নিয়ে রেডি থাকেন। মামুন ভাই, নিম চাঁদ ভাই।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: খাওয়া দিয়ে কথা সমাধা করেন নিজেরা !
বুড়োদের আসার অপেক্ষায় আপাতত
৩৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩৩
আমিনুর রহমান বলেছেন:
দ্রীপ, সাগুফতা ইসিবি ১৬ ক্যান্টিনের সামনে এসে আমার নাম ধরে ডাকলেই আমাকে পেয়ে যাবা
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: জোরের সাথে ডাক দিতে হবে কিন্তু
৩৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫০
আলম দীপ্র বলেছেন: দ্রীপ কে !!!!!!!!!
@আমিনুর ভাই
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ব্যাপার না ! হেতে তোমার ছুডু ভাই !
৩৭| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫৬
জেরিফ বলেছেন: অনেক শুভেচ্ছা জেসন ভাই । ৭ বছর ফূর্তিতে রইলো অনেক অনেক অভিনন্দন ।
শুভ কামনা প্রত্যহ
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ জেরিফ !
৩৮| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ২:১৪
ভূতাত্মা বলেছেন: আমিনুর ভাইয়ের বয়স ৭ বছর! শুকনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি!! :-& এর থেকেই বোঝা যায় আমিনুর রহমান সম্পূর্ণ মিডিয়ার সৃষ্টি। এর প্রতিবাদে আমরা অনশন ধর্মঘট না করে ব্যতিক্রম কিছুর অপচেষ্টা করতেই পারি। গোপন এবং বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারলাম, ভাইয়া রান্না করতে গেছেন। ইয়ে মানে, আমার বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী, গরীবের বন্ধু, অন্নহীনের প্রতি দয়াশীল আমিনুর ভাইয়া এই মিসকিনদের প্রতি তাঁর পূর্ববর্তী প্ল্যান অনুযায়ী অমায়িক দাওয়াতের মাধ্যমে সদয় মনোভাব প্রকাশ করবেন।
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ৭ বছর বয়সী এই বালক কখন যেন ফোন করবে বলবে , ঐ স্টারে আয়তো!
আমি বলবো কেন ভাইয়া ?
উনি বলবে আরে বোকা, জন্মদিন উদযাপন করবোনা ? আয় খাবি !!
৩৯| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ২:১৭
এমএম মিন্টু বলেছেন: জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মিন্টু ভাই !
৪০| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ২:২৭
স্নিগ্ধ শোভন বলেছেন: আমার প্রশ্ন আমিন ভাইয়াকে ফেসবুকের ইনবক্সে এখন পর্যন্ত কয়জন মানবী শুভেচ্ছা জানিয়েছেন!
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৯
স্বপ্নবাজ অভি বলেছেন:
সুন্দর প্রশ্ন শোভন !
৪১| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ২:২৯
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা সুপ্রিয় অভি
আমিনুর আমার অতি কাছের একজন মানুষ।
আমি তাকে ভালুভাসি একজন সচেতন মানবিক মানুষ হিসেবে
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৪
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা নীল দা !
৪২| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০১
ডট কম ০০৯ বলেছেন: সাত বছরের জন্য সাতটা ট্রিট হইবে । কুনো কথা হইবে না ।
আমিন ভাই আপনে কোনে ??
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৫
স্বপ্নবাজ অভি বলেছেন: একদম !
৪৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৬
অপূর্ণ রায়হান বলেছেন: উপরের কারও মন্তব্য/ উইশ ই হপে না , মানি না , মানবো না
আমই সকাল থেকেই একটু পরে পরে আমিনুর ভ্রাতার ব্লগ খুলে রেখেছি আর একটু পরে পরেই রিফ্রেশ দিচ্ছি । এইমাত্র উনার বয়স সাত বছর পূর্ণ হল । ( এই বিষয়ে আর কারও কোন কথা মানি না )
প্রিয় আমিনুর ভাই , সাত বছর বয়সে পদার্পণ করায় অনেক অনেক শুভেচ্ছা
এখন কি খাওয়াইবেন কন ! হুদা মুহের চুমা , লাগে ধুমা ধুমা ! আর প্রিয় @অভি ভ্রাতাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর পোস্টটির জন্য
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: কেক টা খুব চুইট ভ্রাতা
৪৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৬
জাফরুল মবীন বলেছেন: ভাই আমিনুর রহমানের ৭ম ব্লগীয় বর্ষ পূর্তিতে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি-
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১২
স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার ও দাওয়াত মবিন ভাই
৪৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৪
আবু শাকিল বলেছেন: অভি ভাইকে ধন্যবাদ জানিয়ে আমিনুর ভাই সম্পর্কে কিছু বলতে চাই...
ব্লগে আমি অনিয়মিত তবু যতদূূর দেখেছি-
আমিনুর ভাই ব্লগে নিজে পোষ্ট দিয়েছেন কম কিন্তু সকল ব্লগার কে লেখায় এবং ভাল কাজে উৎসাহ দিয়ে যাচ্ছেন।
সেজন্য ই আমার মত সবার প্রিয় হয়ে যাচ্ছেন।
ব্লগে আমি যাদের চিনি জানি আমিনুর ভাই তাদের মধ্যে ভাল একজন।অসম্ভব হেল্পিং পার্সন।
অনেক শ্রদ্ধা এবং সালাম আমিনুর ভাই।
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: যথার্থ বলেছেন শাকিল ভাই !
৪৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমার প্রিয় সহব্লগার আমিনুর রহমানের সাথে আবারও পরিচিত করে দেবার জন্য থেংকু স্বপ্নবাজ অভি.......
আর্জেন্টিনার সমর্থকেরা সবসময় দরাজ দিলের মানুষ হয়...
এইটা আর নতুন কী
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২০
স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাই , শুধু কি তাই মইনুল ভাই , আমিন ভাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আর্জেন্টিনায় নাম লিখিয়েছে ! ওনাকে বরণ করার ব্যাবস্থা করেন !
৪৭| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪১
অদৃশ্য বলেছেন:
আমিনুর ভাইয়ের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা সাথে শুভকামনা...
অভির জন্যও তাই...
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রিয় অদৃশ্য !
৪৮| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪১
ফা হিম বলেছেন: কি সুন্দর বন্ধুত্ব, দেখে বড়ই আবেগাপ্লুত হলাম।
আমিনুর ভাইকে শুভেচ্ছা জানাই। ভবিষ্যতে এভাবেই আমাদ্র সাথে থাকবেন এটাই প্রত্যাশা।
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা ফা হিম !
৪৯| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৩
আমিনুর রহমান বলেছেন:
অভিরে মাইর দিতে মন চাচ্ছে
যে যেখানে আছো আমার নাম নিয়ে নিজ নিজ পকেটে যাহা পাও তাহা নিয়ে খাবার দোকানে ঢুকে খাওয়া দাওয়া শুরু করে দাও
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩২
স্বপ্নবাজ অভি বলেছেন: জ্বিনা ,আপনে আমারে খুশি করেন , বাকীদের টা আমি দেখতেছি !
আর এসবের পিছে আমার চেয়ে মামুন ভাইয়ের হাত বেশী হু !
৫০| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫০
আরজু পনি বলেছেন:
আমিনুরকে ওরফে গোলাপ ভাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল।
বন্ধু বৎসল এই মানুষটি আসলেই অনেক ভালো ।
অনেক ভালো থাকুক আমিনুর ।।
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ পনি আপু !
৫১| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৩
নাসরীন খান বলেছেন: সবার ভাল অার মঙ্গল কামনায়।
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৯
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ !
৫২| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৩
আমিনুর রহমান বলেছেন:
স্নিগ্ধ শোভন বলেছেন: আমার প্রশ্ন আমিন ভাইয়াকে ফেসবুকের ইনবক্সে এখন পর্যন্ত কয়জন মানবী শুভেচ্ছা জানিয়েছেন!
কাভা থুক্কু স্নিগ্ধ শোভন আসলে এই ধরনের প্রশ্ন কে দিতে পারে তা জানি বলেই প্রথমে তাহার নাম ভুলে লিখে ফেলেছি। তুই তো জানিস আমি প্রমান রেখে কাজ করার মধ্যে সেই। প্রশ্ন করলে করতে পারতি, ভাই আপনাকে কজন রমনী ফোনে শুভেচ্ছা জানিয়েছে
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪০
স্বপ্নবাজ অভি বলেছেন: বিজ্ঞ লোকের বিজ্ঞ অভিজ্ঞতা
৫৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৮
মামুন রশিদ বলেছেন: বাচ্চারা, আগে আমিনুরের দেয়া সাতটা স্পেশাল ট্রিট খেয়ে শেষ করো । বোনাস ট্রিট নিয়ে ভেবোনা । কারণ আমি আর নিমচাঁদ ভাই থাকতে কোন ভরসা নাই যে
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪২
স্বপ্নবাজ অভি বলেছেন: ট্রিট সেতো এক দুঃস্বপ্ন মামুন ভাই , বেলা বয়ে যায় , দাওয়াত পাই না ! আপাতত মনে হচ্ছে হ্যাক হওয়া ফেসবুকের ইনবক্সের স্ক্রীনশট ঈ কাযে লাগিয়ে আদায় করতে হবে !!
৫৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৩
বটবৃক্ষ~ বলেছেন:
মিয়াও মিয়াওওও!!! আমিন ভাইয়ার জন্যে এবার ফুলেল শুভেচ্ছা!!! হিহিহি!!
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪২
স্বপ্নবাজ অভি বলেছেন: ওরে , কি সুন্দর ফুল রে !
৫৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৯
লেখোয়াড় বলেছেন:
ভাল পোস্ট।
এখানে সংশ্লিষ্ঠ সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা।
সবাই ভাল থাকুন।
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ লেখোয়াড় ভাই !
৫৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ও মোর খোদা! এহানে তো ক্যাচাল লাগছে।
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৫
স্বপ্নবাজ অভি বলেছেন: বিরাট ক্যাচাল ! ফুল আর কেক দিয়া মারামারি চলতাছে , ইতিমধ্যে দশটা কেক আর বিশটা ফুল শহীদ হইছে !
৫৭| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দারুণ পোস্ট।
আমিন ভাইয়ের জন্য রইল শুভেচ্ছা।
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০০
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা রংগমেলায় !
৫৮| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৯
হাসান মাহবুব বলেছেন: শুভ জন্মদিন।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৫
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হামা ভাই !
৫৯| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩০
অশ্রুত প্রহর বলেছেন: বাহ! খুবই ভালো লাগলো :-)
জন্মদিনের শুভেচ্ছা রইল ।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৬
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা অশ্রুত প্রহর !
৬০| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৫
সকাল রয় বলেছেন:
সুন্দর
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১১
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা কবি !
৬১| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৫
ডি মুন বলেছেন: আমিনুর ভাই বলেছেন - যে যেখানে আছো আমার নাম নিয়ে নিজ নিজ পকেটে যাহা পাও তাহা নিয়ে খাবার দোকানে ঢুকে খাওয়া দাওয়া শুরু করে দাও
এইসব চালাকি চলবে না।
বিরিয়ানী কখন খাওয়াইবেন তাড়াতাড়ি কইয়া ফালান।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৩
স্বপ্নবাজ অভি বলেছেন: চাইপ্পা ধরেন , দরকার লাগলে আবার তার ফেসবুক হ্যাক করেন !
৬২| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪২
আমি ইহতিব বলেছেন: ব্লগীয় জন্মদিনে শুভেচ্ছা আমিনুর ভাইকে। আসল জন্মদিনের ট্রিট ও পাইনি, এইটাও পাওয়ার আশা নেই। বাকী থালো ভাইয়া, দেখা হলে আদায় করবো কিন্তু।
অভিকে ধন্যবাদ ট্রিট নেয়ার সুযোগ করে দেয়ার জন্য
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন: অবশ্যই আপু , যখনই সুযোগ পাবেন চেপে ধরবেন !
৬৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১১
আমি ময়ূরাক্ষী বলেছেন: আমিনুর ভাই এর জন্য শুভকামনা। অসাধারণ মনের এই মানুষটির সুখী ও শান্তিপূর্ণ জীবন কামনা করছি।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু !
৬৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমিনুর ভাই এর জন্য শুভকামনা রইল
লেখা ছবি এবং উৎসর্গ সবই সুন্দর
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা আপু !
৬৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব সুন্দর আইডিয়া। সরস লেখা।
আমিনুর ভাইকে ব্লগীয় জন্মদিনের শুভেচ্ছা। দয়া করে সিঙ্গাড়া পাঠিয়ে দিবেন। সিঙ্গাড়া আমার অনেক প্রিয়
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: সিঙ্গাড়া কি পার্সেলে যাবে ভাইয়া ?
৬৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
এম ই জাভেদ বলেছেন: আজকাল ব্লগে দেখি ভিজিটর আর কমেন্টের খরা। স্বপ্নবাজ আর আমিনুর ভায়ের কল্যাণে মনে হচ্ছে -নাহ ব্লগ এখনো মরা নদী হয়ে যায়নি। অমাবস্যা পূর্ণিমাতে মাঝে মাঝে জোয়ার আসে এখনো।
৭ বছর অনেক লম্বা সময়। আমার তো মাত্র ২ বছর পূর্ণ হল এই সেদিন। তার মধ্যে এ বছর অনিয়মিত হয়ে গেছি নানা কারনে।
আমিনুর ভাই, অভি দুজনকেই শুভেচ্ছা।
ব্লগে প্রানের জোয়ার খুব মিস করি।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪০
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা জাভেদ ভাই !
পুরোনোরা নিয়মিত হলে জোয়ার আসতে দেরী নাই , সাথে নবীনদের উল্লসিত অংশ নেয়া !
৬৭| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিনুর ভাইকে ৭ম ব্লগীয় জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা।
পূনশ্চ ঃ আমি আর আমিনুর আই এই মাত্র কাচ্চি খেয়ে এলাম । ভোজন শেষে উনি প্রায় মূর্ছিত । গলার ব্যাথায় নাকি বিল দেখে তা বুঝতে পারিনি ।
( গামছাটা তখনো উনার গলায় পেঁছিয়ে ধরে রেখেছিলাম )
খানা পিনার ব্যাপারটা উনি কাউকে বলতে নিষেধ করেছেন ।
গলায় গামছা থেরাপি প্রয়োগ করে আপনারাও ট্রাই করতে পারেন ।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪১
স্বপ্নবাজ অভি বলেছেন: মাশ-আল্লাহ ! অভিনন্দন গিয়াস ভাই , ব্যাপক বুদ্ধি দিয়ে আদায় করে নিছেন দেখি ! সবাই আপনার ফলোয়ার যান .।
৬৮| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় আমিনুর রহমান ভাইয়ের দীর্ঘায়ু , সুস্থতা কামনা করছি ! ওনার নিজের জন্য না হলেও আমাদের জন্য ওনার সুস্থ থাকা খুব জরুরী !
------ তাই ওনার কাছে এই দিনটা বিশেষ কিছু না হলেও , আমাদের কাছে অবশ্যই বিশেষ দিন !
আমিনুর ভাইকে সপ্তম বর্ষপূর্তির প্রাণঢালা শুভেচ্ছা !.....
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৫
স্বপ্নবাজ অভি বলেছেন: কেক টা সুন্দর ! শুভেচ্ছা বিদ্রোহী !
৬৯| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৪
দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা অনিঃশেষ আমিনুর ভাই।
ভালো থাকবেন। সবসময়।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৫
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভকামনা দীপংকর !
৭০| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৫
দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা অভি ভাইয়ের জন্যও।
অনিঃশেষ।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: অশেষ ধন্যবাদ !
৭১| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৫
*কুনোব্যাঙ* বলেছেন: সপ্তম বর্ষ পুর্তিতে আমিনুর ভাইকে শুভেচ্ছা।
আমিনুর ভাই,
বাংলা কম্যুনিটি ব্লগের যাত্রার প্রায় শুরু থেকেই ব্লগে আপনার উপস্থিতি। আগের দিনের ব্লগিং এবং বর্তমান দিনের ব্লগিং এর মধ্যে কি কি পরিবর্তন এসেছে বলে আপনার মনে হয়? শাহবাগ আন্দোলন পরবর্তী ব্লগারা সাধারণের মধ্যে কিছুটা পরিচিতিও লাভ করেছে। কিন্তু সাধারণের মধ্যে পরিচিতিতা সম্পুর্ণ শাহবাগ কেন্দ্রিক। এইযে শাহবাগ মানেই ব্লগার আর ব্লগার মানেই শাহবাগ সবার এমন একটা ধারণা থেকে বের করে আনার জন্য ব্লগারদের করণীয় কি? বাক স্বাধীনতার যে ব্যাপারটা আপনার কি মনে হয় আগের চাইতে ব্লগারদের বাক স্বাধীনতা কমেছে নাকি বেড়েছে?
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: গুরুত্বপূর্ণ প্রশ্ন !
@ আমিনুর ভাই !
৭২| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০১
মৃদুল শ্রাবন বলেছেন:
বাহাত্তর নম্বর কমেন্টকারী হিসেবে আমি যে কোত্থেকে শুরু করবো সেটা বুঝতেছিনা। আমার আগে আরো একাত্তর জন অনেক কিছু ইতিমধ্যে বলে ফেলেছেন।
অভিকে ধন্যবাদ দিতেই হয় চমৎকার এই আয়োজন করে সরেসভাবে লেখাটি উপস্থাপন করার জন্য। তবে যেহেতু পোষ্টটি আমিনুর ভাইকে শ্রদ্ধা জানানোর জন্য তাই আমিনুর ভাই সম্পর্কে কিছু বলা প্রয়োজন।
আজকাল আমরা যারা অনলাইনে কাজ করি অনেকেই ভার্চুয়াল জীবনের সাথে অনলাইন জীবনের মিশেল ঘটাতে চাই না। কিন্তু এই মানুষটিকে দেখলাম কি তার অনলাইন জীবন কি তার ভার্চুয়াল জীবন সব এক। ব্লগার আমিনুর রহমান যেমন সকল ব্লগারের কাছে একটি প্রিয় নাম তেমনি ব্যক্তি আমিনুর ভাইও আমাদের সকলের একটি প্রিয় নাম। একটা মানুষকে কিভাবে কাছে টানতে হয় তা মনে হয় উনার ভেতরে জন্মগত ভাবেই ছিল। কারন সহজাত বৈশিষ্ঠ না থাকলে এত্ত সহজে আমাদেরকে একটা গন্ডিতে ঘুরিয়ে নিয়ে বেড়াতে পারতেন না উনি।
অভি ভাইয়ের পোষ্টে বলছি ,
ভালো থাকুন আমিনুর ভাই। সুন্দর থাকুন সারাজীবন। আপনার সদা হাস্যজ্জল মুখ আমাদেরকে হাসতে শেখাক অজীবন।
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৩
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য দাওয়াত চাই মৃদুল ভাই
৭৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১১
টুম্পা মনি বলেছেন: সুন্দর ও পরিচ্ছন্ন ব্লগিং এর মাধ্যমে তিনি ব্লগে প্রাণ দান করেছেন। অনেক অনেক অভিনন্দন এই প্রিয় ভাইটার জন্য।
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা টুম্পা মনি !
৭৪| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১০
খাটাস বলেছেন: কিছু কউয়ার নাই, পোস্টের প্রত্যেক বক্তব্যে আমার চিন্তার জগতের সকল অংশের সহমত।
আর আমিন ভাই রে ও আর কি কমু।
বেশি আবেগ আমার আসে না।
লাভ ইউ আমিন ভাই।
কখন ও পাল্টায়েন না।
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর বলেছো অনিক !
মানুষ পালটে যায় , বদলে যাওয়া মানুষ দেখতে খারাপ লাগে !
৭৫| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫৪
সোনালী ডানার চিল বলেছেন:
জেসন ভাইকে শুভেচ্ছা। দারুণ একজন মানুষ উনি।
পোস্টটা সুন্দর হয়েছে, এজন্য অভিকে থ্যাংকস।
হ্যাপি ব্লগিং!!
২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৯
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পর আমার ব্লগে আসলেন চিল ভাই !
৭৬| ২৭ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:২০
ইউসুফ আলী রিংকূ বলেছেন: আপনি ঠিক যেন আমার মনের কথা বলেছেন ৭ বছর আগে আমিনুর রহমান নিকের জন্ম না হলে হয়তো অনেক কিছুই হতোনা..
''
উনার কারণে মানুষের কাছে সম্মান ও ভালবাসা পেয়েছি ,বিভিন্ন সামাজিক ইভেন্টে অংশগ্রহণ সহ ব্লগ ও ব্লগের বাইরে অসাধারণ কিছু মানুষের সাথে আন্তরিক সম্পর্ক স্থাপন করতে পেরেছি।
এছাড়া আরো অনেক কিছুই এই মানুষটিকে দেখে শিখতে পেরেছি।
আমি এই ব্লগেই দেখেছি কিভাবে তিনি সর্বদা নিজে প্রচার বিমুখ থেকে অন্যকে তার কৃতিত্বের অংশীদার বানিয়ে দিতেন এবং প্রতিটি ভাল কাজে অন্যকে উৎসাহ দিয়ে সুস্থ ব্লগিং করতে সহযোগিতা করেন ।
যদিও প্রিয় আমিনুর ভাইয়ের সাথে ভার্চুয়াল জগতের বাইরে কখনো সাক্ষাত হয়নি তারপরেও আমি মনে প্রাণে বিশ্বাস করি উনার মত আন্তরিক এবং নিবেদিত প্রাণ খাটি মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুস্কর। উনার মত একজন বড় ভাইয়ের সাথে পরিচয় আছে জেনে নিজের কাছেই ভালো লাগে।
প্রিয় ভাইকে সপ্তম বর্ষপূর্তির প্রাণঢালা শুভেচ্ছা, মহান আল্লাহর কাছেই পার্থনা করি আপনি সর্বদা ভালো থাকবেন। ''''
অভি ভাই অসামান্য এই মানুষকে নিয়ে পোস্ট দিয়ে কিছু বলার সুযোগ তৈরী করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ..
২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২২
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা ভাই !
আপনার ভালোবাসা উনি ফিল করেন আমি জানি !
৭৭| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৩
তুষার কাব্য বলেছেন: শুভেচ্ছা জেসন ভাই...ব্লগ এ সাত টি বছর সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য...অভি ভাই কে ধন্যবাদ এরকম একটা হিংসিত পোস্ট প্রসব করানোর জন্য...
২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !
৭৮| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৬
জুন বলেছেন: দেয়ার মতো কিছু নেই, আছে শুধু সমুদ্রের নোনা জল
এই সব পোষ্ট এ বেশি কিচু কইতে চাইনা । কিচু লোকজন আইসা আবার ৮০ টাকার নাস্তার জন্য হুলুস্থুল কোরবে।
সাত বছরের আমিনুরকে শুভেচ্ছআ ।
ওভ্র কাজ করছেনা, বাংলায় মম্তব্য লিখটে প্রব
২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৮
স্বপ্নবাজ অভি বলেছেন:
যারা যারা জুন আপুর কাছে ৮০ টাকার নাস্তা পাওয়া তার অবশ্যই ঈদের পর আন্দোলনে নেমে পড়ো। উনার যে স্বৈরাচারী মনোভাব দেখছি নাস্তা খাওয়াবে সে ধরনের কোন কিছু ঠাওর করতে পারছি না
আমিনুর ভাইয়ের কথা কিন্তু ফেলে দেয়ার মতো না আপু
৭৯| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৬
আমিনুর রহমান বলেছেন:
মৃদুল, রিংকু, খাটাস ভাইরে তোরা নারী হইলা কেনু
তোদের বেশী ভালুবাসা দিয়ে তো রমনীকুলের ভুল বুঝে আমারে দূরে ঠেলে দিবে তো রে
যারা যারা জুন আপুর কাছে ৮০ টাকার নাস্তা পাওয়া তার অবশ্যই ঈদের পর আন্দোলনে নেমে পড়ো। উনার যে স্বৈরাচারী মনোভাব দেখছি নাস্তা খাওয়াবে সে ধরনের কোন কিছু ঠাওর করতে পারছি না
২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৮
স্বপ্নবাজ অভি বলেছেন: @ ৮২ নম্বর মন্তব্য মন দিয়ে পড়েন !
৮০| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫০
আমিনুর রহমান বলেছেন:
গিয়াসলিটন ভাই আসলেই কাচ্চি বেশ ভালো ছিলো
ছাই ভাই সিঙ্গাড়া টাঙ্গাইল আইসা খাওয়ামু
২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন:
৮১| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উনার ফেবু একাউন্ট হ্যাক হইছে, এই নিয়ে কেন তিনি আমারে দোষ দিলেন, আমি এটা আগে জানতে চাই।
পোষ্ট মজার হইছে। +
২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৫
স্বপ্নবাজ অভি বলেছেন: আমিন ভাই জবাব দেন !
ঝাতি এই অপবাদের ভিত্তির জবাব চায় !
৮২| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৩
খাটাস বলেছেন: ইহা ভাত্রি সুলভ ভালবাসা, এত ট্যাগ খাইলাম সমস্যা নাই, নারী সুলুভতার ট্যাগ তীব্র অপমান কর, সংসার ভাইঙ্গা যাওয়ার সম্ভাব্য। তীব্র প্রতিবাদ জানাই।
নারী কুল দূরে গেলে সমস্যা কি? এইসব উল্টা পাল্টা চিন্তা ভাবনার কথা ভাবিরে কইয়া দিমু।
:#> :!>
২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৩
স্বপ্নবাজ অভি বলেছেন: সাবাশ ব্যাটা !
৮৩| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৭
সোহানী বলেছেন: ওয়াও...... এ ভালো ব্লগারদের হারিয়ে যাওয়ার মাঝে আমিন ভাই এক অনন্য দৃস্টান্ত। শুভ ব্লগীয় জন্মদিন আমিন ভাই।
আর অভিকে ধন্যবাদ মাননীয় ব্লগারদের জন্মদিন স্মরণ করিয়ে দেবার জন্য।
আর খানাপিনার কেমন যেন সুবাতাস পাচ্ছি.... আমাদের ছাড়া পেটে কিন্তু সহ্য হবে না এই বলে গিলুম ব্রাদাররা................
২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক বলেছেন , সহ্য হবেনা !
আমিন ভাই ব্যাপারটা দেখছেন !
৮৪| ২৭ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
মৃদুল শ্রাবন বলেছেন: কত্ত ভালো কথা কইলাম আর উনি কি করলেন। এই জন্যই বুজুর্গরা কয় কারো ভালো সামনাসামনি কইতে নাই।
আমিনুর ভাই পচাঁ। সেইরাম পচাঁ।
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ছি ! উনি ধূমপান করেন ?
৮৫| ২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২২
আমিনুর রহমান বলেছেন:
আরে মৃদুল আমাকে তো মেনলি লাগছে কুথায় লুকিয়ে রেখেছিলেন এই ছবি
ধন্যবাদ ... আর সাবধান আপনে গেলু'র মতো গেলু হইয়েন না
২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
স্বপ্নবাজ অভি বলেছেন:
৮৬| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২২
পরিবেশ বন্ধু বলেছেন: আসলে অনেকেই না পড়ে কমেন্ট দেয়
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৩
স্বপ্নবাজ অভি বলেছেন: টিক বন্ধু !
৮৭| ৩০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
একলা ফড়িং বলেছেন: লেট করায় দেরি হয়ে গেল এই পোস্টে আসতে
ক্লাসের এক ফ্রেন্ডকে দেখে আমিও সামুতে নাম লেখাই। একটা পোস্ট দিয়ে ৭ দিনের ওয়াচ শেষ হওয়ার অপেক্ষা করছিলাম। ফ্রেন্ড বলল রেগুলার পোস্ট দিতে থাক, জেনারেল/সেফ হতে কিছুদিন দেরি হয়। আরও দু'চারটা পোস্ট দিলাম। কমেন্টবিহীন পোস্ট খাঁ খাঁ করতে থাকে। তারচেয়ে বড় দুঃখ কোথাও কমেন্ট করতে পারিনা। ৭ দিন পার হয়ে ৭ মাস হয়ে গেল। হতাশ হয়ে বাতাসা খাইতে খাইতে একসময় ব্লগের কথা ভুলেও গেলাম। তারপর অনেকদিন পর এসে আবার একটা পোস্ট দিলাম। তার কয়েকদিন পরেই ফেবুর ইনবক্সে সামুর একজন ব্লগার মেসেজ দিয়ে জানালেন আমাকে সেফ ব্লগার করা হয়েছে!!!
এতো খুশি হলাম যে বলার মত না! তারপর থেকে সামুতে মোটামুটি নিয়মিত হলাম। আর সেই খুশির খবরটা যে মানুষটা দিয়েছিলেন তার সাথে ফেবুতে প্রায়ই কথা হয়, প্রথমদিকে বেশ ভয়ে ভয়ে কথা বলতাম, অবাকও হতাম! এতো সিনিয়র একজন ব্লগার! এতো সুন্দরভাবে কথা বলছে আমার মত অখ্যাত এক ব্লগারের সাথে! কি বলতে কি বলে ফেলি! মাইন্ড না করে আবার! কিন্তু এই ভয়ের দূরত্বটা তিনিই ঘুচিয়ে দিলেন মানুষকে সহজেই আপন করে নেয়ার ক্ষমতা দিয়ে।
সেই আমিনুর ভাইয়ের ব্লগীয় জন্মদিন! অনেক অনেক আন্তরিক শুভকামনা আর শ্রদ্ধা থাকলো।
আর খাওয়াটা বাকি!!! ঢাকায় যে কবে যাওয়া হবে আবার
ভাইয়া, আপনি খুলনা আসেন, এই শীতে সুন্দরবন ঘুরে যান আর সাথে আমার পাওনা খাওয়াটা...!
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৬
স্বপ্নবাজ অভি বলেছেন: আমিনুর ভাইয়া আসলেই অনেক সুইট
৮৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৭
আমিনুর রহমান বলেছেন:
ধন্যবাদ কুনোব্যাঙ সুন্দর একটা মন্তব্যে এবং সাথে আমাকে করা কিছু প্রশ্নের জন্য।
প্রথম প্রশ্ন ছিলোঃ আগের দিনের ব্লগিং এবং বর্তমান দিনের ব্লগিং এর মধ্যে কি কি পরিবর্তন এসেছে বলে আপনার মনে হয়?
আগের দিনের ব্লগিং এর সাথে এখনকার ব্লগিং এর পার্থক্য বিস্তর। আসলে ব্লগে যারা প্রথম দিকে এসেছিলো তাদের প্রত্যেকই কোন না কোন ভাবে লেখালেখি আর বাস্তব জীবনে বিভিন্ন এক্টিভিটির সাথে জড়িত ছিলো। তাই যারাই ছিলো তাদের মধ্যে প্রায় সবার মধ্যে কোয়ালিটি ছিলো। তাই পোষ্টের মান আনুপাতিক ভাবে ভালো ছিলো।
আর এখনকার অবস্থা যদি বলে ২০১৩ এর পাঁচ ফেব্রুয়ারীর পর বলেন তাহলে বলবো ব্লগে এখন কোয়ালিটি লিখক আগের চেয়ে বেশিই আছে তবে আনুপাতিক হারটা একটু কম তবে পাঠকের হার কমে যাওয়ায় ফেসবুকের দিকে ঝুকে পড়ছে সবাই। তবে আমার মতে এখন ব্লগের স্বর্নযুগ চলছে। কেননা আগে ব্লগে কারো সাথে কারো সম্পর্ক ভালো না থাকলে অনেক ভালো পোষ্টেও ব্লগাররা ক্যাচাল সৃষ্টির অভিপ্রায়ে ফালতু পোষ্ট বা বাল্পুষ্ট বলে পোষ্টের আলোচনা করার সুযোগ নষ্ট করে দেয়া হতো।এক পক্ষে অন্যে পক্ষের পোষ্টে যেতো না। পোষ্ট ভালো হোক মন্দ হোক জোট বেধে পোষ্টে ল্যাদানো কমেন্ট করার একটা ব্যাপার ছিলো।
দ্বিতীয় প্রশ্ন ছিলোঃ শাহবাগ আন্দোলন পরবর্তী ব্লগাররা সাধারণের মধ্যে কিছুটা পরিচিতিও লাভ করেছে। কিন্তু সাধারণের মধ্যে পরিচিতিতা সম্পুর্ণ শাহবাগ কেন্দ্রিক। এই যে শাহবাগ মানেই ব্লগার আর ব্লগার মানেই শাহবাগ সবার এমন একটা ধারণা থেকে বের করে আনার জন্য ব্লগারদের করণীয় কি?
এটা তো সত্য শাহবাগ আন্দোলনের উদ্যোগটা এবং পরবর্তীতে এই আন্দোলনের নেতৃস্থানীয়রা কিন্তু প্রথম দিকে ব্লগারদেরই ছিলো এবং সেটা শুধু দেখে নয় প্রবাসেও ছিলো। শুধু তাই নয় দলমত নির্বিশেষে প্রতিটি ব্লগারই এই আন্দোলনের সাথে ছিলো। কিন্তু পরবর্তীতে কিছু রাজনৈতিক সংগঠন এবং অসাধু ব্লগার এর সাথে যুক্ত হয়ে আন্দোলনকে অন্যদিকে নিয়ে যায়। শাহবাগ মানেই ব্লগার এটা সত্য ! ব্লগার মানেই শাহবাগ তা অবশ্যই নয় কেননা শাহবাগ আন্দোলন ব্লগারদের একটামাত্র এক্টিভিটি। ব্লগারদের অতিরিক্ত কিছু করার নেই, সময়েই এই সময় ধারণাগুলো বিলীন হয়ে যাবে।
তৃতীয় প্রশ্ন ছিলোঃ বাক স্বাধীনতার যে ব্যাপারটা আপনার কি মনে হয় আগের চাইতে ব্লগারদের বাক স্বাধীনতা কমেছে নাকি বেড়েছে?
বাক স্বাধীনতার কমেনি তবে ৫৭ ধারার ফলে অনেকেই অনেক কিছু বলার সাহস পায় না।
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: সহমত !
৮৯| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ২:২৮
আমিনুর রহমান বলেছেন:
মাই ডিয়ার কিউট সিস্টার একলা ফড়িং খানাপিনা তো দুরের কথা তোকে মাইর দেয়া উচিৎ এতো বড় কমেন্ট আমাকে কষ্ট কইরা পড়ানোর জন্য। এবারের শীতে সম্ভবত আমি, তোর ভাবী আর শীর্ষ রাঙ্গামাটিতে যাচ্ছি। আমাদের এই প্রোগামটা অনেক দিন আগে থেকেই ঠিক করা। তাই এবার না ইনশাআল্লাহ্ কোন একদিন দেখবি হুট করে চলে আসবো আর তোকে চমকে দিবো।
ভালো থাকিস অনেক।
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:২০
স্বপ্নবাজ অভি বলেছেন: অকা , আপনে জাদিদ ভাইরে এড়াইয়া গেলেন কেনু ?
অপবাদের জবাব দেন
৯০| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:২৫
আমি নিন্দুক বলেছেন: আপনার জন্য ১/২ বস্তা আর উনার জন্য ১/২ বস্তা
= ১ বস্তা উরিবাবা দিয়ে গেলাম!
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:২০
স্বপ্নবাজ অভি বলেছেন: ঊরিবাবা দুর্লভ জিনিস ভ্রাতা , ধইন্যা !
৯১| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫১
অর্বাচীন পথিক বলেছেন: সবার মন্তব্য পড়া আমি নির্বাক। আমি হলাম লাস্টয়ের দিক থেকে ফাস্ট
তাই ভাবতাছি কি কই-তাম ??
ব্লগীয় জন্মদিনে কি আর দিতাম "আন-লিমিটেড জিবি এর মত শুভ কামনা রইলো"
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: দুঃখিত আপু , আপনি লাষ্টের দিকেও প্রথম হইতে পারলেন না :'( :'(
নীচে ইমিনা আপুর মন্তব্য দেখতে পাচ্ছি !
ধন্যবাদ আপু , আমিন ভাই কিছুক্ষণ পর এসে আনলিমিটেড জিবি নিয়ে যাবেন
৯২| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫
ইমিনা বলেছেন: ব্লগে সপ্তম বর্ষ পূর্তিতে জেসন ভাইকে অনেক অনেক শুভেচ্ছা
...........
আমিই এই পোস্টে লাস্ট কমেন্ট থেকে ফার্স্ট। এই কথা অবশ্য সত্য বলিয়া বিবেচিত হবে যদি অভি ভাইয়া আমার করা কমেন্টের পর আর কোন কমেন্ট গ্রহন না করে
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: বাকীরা কমেন্ট করলেও সেটা কাউন্ট করা হবেনা
শুভেচ্ছা ইমিনা আপু
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৯
অপু তানভীর বলেছেন: সাত বছরের জন্য সাতটা ট্রিট হইবে । কুনো কথা হইবে না ।
আমিন ভাই আপনে কোনে ??