![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !
শব্দহীন সবুজ অন্ধকার ।
আকাশটাও সবুজ , বৃষ্টি নামে তেপান্তরের ওপাশে ।
আমার গরাদে ঝুলে থাকে সবুজ আকাশ , বৃষ্টিমগ্ন একাকী অন্ধকার ।
কেমন জানি ছায়ামগ্ন হয়ে পড়ি , বৃষ্টিছায়ায় স্তব্ধ হয়ে থাকি
কানে বাজে বিষাদগ্রস্থতার কুৎসিত সুর ।
একবার মনে হলো বৃষ্টির আবার ছায়া হয় কেমন করে ?
বৃষ্টি নাকি অচিন কোন উপত্যকার ডাক নাম, হিমশীতল রাতের বৃষ্টি সেই উপত্যকার প্রাচীনতম অহংকার ।
যুগপৎ শাদা ঘোড়াদের পিঠে ভর করে অজস্র নক্ষত্ররাজি পেরিয়ে শীতের রাতে বৃষ্টি নামে সবুজ আকাশ ভেদ করে ... বসন্ত আনবে বলে !
থমকে থাকি ঝুল বারান্দার সবুজ অহংকারে , আমাকে আঁকড়ে ধরে সবুজ , আমাকে গিলে ফেলতে চায় সবুজ ।
অন্ধকার নিকটে এলে ঘাসফুল হেসে উঠে , সে হাসি দেখে হাসতে হাসতে আমার চোখে জল আসে ,সেই জল আঙ্গুলে নিয়ে কবিতার খাতায় একে দেই অস্ফুট অন্ধকার । আমি অন্ধকার ভালোবাসি , অথচ এই বৃষ্টিমগ্ন রাতটাও কেমন ভেংচি কেটে অরণ্য সেজে বসে আছে ।
সমুদ্রস্নানে বিষন্ন হয়ে উঠা পাখিরা ঠোঁটে করে নিয়ে ফেরে ঘ্রাণলিপি , জলরঙে অংকিত সুর ।
তারপর সকাল আসে , সেই সকাল !
সকাল টা আর সবুজ থাকেনা । আমার বারান্দার আকাশটা এখন নীল , হলদে পাখিদের উড়াউড়ি , সাতরঙের পৃথিবী আমাকে মনে করিয়ে দেয় এই তো সেই সকাল ! বিদ্রোহ ঘোষণা করো নিজের বিরুদ্ধে , হারিয়ে যাও ...
আমি এবার হারিয়ে যাবো !!
** তোমার জন্যই লিখেছি ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০১
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ রাজপুত্র !
সুন্দর থাকুন !
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
সেলিম আনোয়ার বলেছেন: পুরো কবিতা জুড়ে সবুজের ছড়াছড়ি ।সুন্দর +
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩২
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই
দেশে ফিরেছেন শুনলাম !
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
বিদ্রোহী বাঙালি বলেছেন: সবুজের মেটাফোরিক ব্যবহার কবিতাকে বেশ অর্থবহ করে তুলেছে। কবিতার শেষ দিকে যখন দেখি বারান্দার আকাশ নীল হয়ে আসে, হলদে পাখিদের উড়াউড়ি শুরু হয়, তখন সহজেই অনুমেয় হয়ে উঠে উপভোগ্য সুখের সময়ে বিষাদ এসে ভর করেছে।
অনেক দিন পর আপনার পোস্ট পেলাম। স্বমহিমায় আপনার উপস্থিতি ভালো লাগলো অভি। কবিতা খুব ভালো লেগেছে। নিরন্তর শুভ কামনা রইলো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা বিদ্রোহী বাঙালী ভাই ।
এমন মন্তব্য খুব উপভোগ করি , সবুজে ঘোর , ভোর হতেই ঘোরগ্রস্থতার অবসান। আমাদের জাগতিক জীবনের আহবান , এর মাঝেই নিজেকে খুঁজে নিতে হয় !
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় বিস্বাদময় ভাল লাগা ।
++++
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩১
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা রইলো !
সুন্দর থাকুন ।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
পার্থ তালুকদার বলেছেন: সবুজে ঘেরা ভাললাগা ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩২
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা প্রিয় গল্পকার ।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
আমিনুর রহমান বলেছেন:
লেখালেখিটা ধরে রাখিস। মুক্ত গদ্য বরাবরের মতোই অসাধারণ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৯
স্বপ্নবাজ অভি বলেছেন: লেখালেখি থাকবে , কম আর বেশী এই আর কি !
ধন্যবাদ আমিনুর ভাই ।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪২
প্রোফেসর শঙ্কু বলেছেন: খুব ভাল লাগল।
৬ষ্ঠ প্লাস
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ
শুভেচ্ছা সব সময়ের ।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯
সুমন কর বলেছেন: অনেক দিন পর তোমার ধাঁচের লেখা পেলাম।
অসাধারণ হয়েছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুমন দা !
খুব দ্রুত নিয়মিত হবার ইচ্ছে আছে ।
সুন্দর থাকুন !
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫০
অরুদ্ধ সকাল বলেছেন:
শীতময় দিবস রজনীতে কবি সৃষ্টিয়াছেন বৃষ্টির কাব্য। কল্পনায় যেন উড়ে যাই শব্দনীড় গহীনে। ভাবিয়া উঠি আহা! বুঝি এই ঘটিল এমনই নিরুত্তাপ আন্দোলন শব্দে শব্দে...
অনেক মধুময় তবে সৃষ্টি
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪১
স্বপ্নবাজ অভি বলেছেন: এতো সুন্দর মন্তব্যে আপ্লুত কবি
সুন্দর থাকুন !
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২২
দীপংকর চন্দ বলেছেন: অসম্ভব ভালো লাগা!
ছবি সংযুক্তিও অসাধারণ!
আমার শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ৭নম্বর পিলাচ
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই
১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৫
মৃদুল শ্রাবন বলেছেন:
অথচ এই বৃষ্টিমগ্ন রাতটাও কেমন ভেংচি কেটে অরণ্য সেজে বসে আছে ।
মাঝে মাঝে এমন একটা বৃষ্টিময় রাতের অপেক্ষা করি। যখন গাছের লতায় পাতায় টুপ টুপ করে বৃষ্টি নামে কেমন যেন একটা অশরীরী ভাব চলে আসে। এই ইট পাথরের শহরে ঐ অরন্য এখন আর দেখা হয় না।
ভাল লাগা নিবেন অভি ভাই। কবিতায় অনুপ্রেরনা দাতার জন্য শুভচ্ছা রইলো।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ মৃদুল ভাই , শুভেচ্ছা পৌছে দিবো
সুন্দর থাকুন !
১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৯
আবু শাকিল বলেছেন: সবুজ নিয়ে শব্দের খেলা দেখলাম।
ভাল লাগল অভি ভাই ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০১
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই
১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সবুজ নিয়ে চমৎকার শব্দখেলা।+++
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা জানবেন
১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৯
বিদগ্ধ বলেছেন: দারুনসসস!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বিদগ্ধ !
আমার ব্লগে স্বাগতম
১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ৮ম ভাললাগাটা আমার
অসাধারণ লেখনী --- মুগ্ধ আমি
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৪
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু
১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৬
হাসান মাহবুব বলেছেন: সবুজের আকাঙ্খা অজস্র বিষাদ বুনে তৈরী হয়। কিন্তু কড়া রোদ আর তেল-জল-ঘাম-ভীড়ে কোথায় যে হারিয়ে যায় তা! সবুজের আবাহন অব্যাহত থাকুক। শুভকামনা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৬
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই
সবুজের আবাহন অব্যাহত থাকুক
সুন্দর থাকুক
১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৯
কাবিল বলেছেন: শব্দহীন সবুজ অন্ধকার
ভাল লাগা রইল ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৫
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা কাবিল
১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
মেহেদীর কি অবস্হা?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১০
স্বপ্নবাজ অভি বলেছেন: মেহেদো অনেক আগেই আমাদের ছেড়ে গেছে
২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৬
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার কবিতা অভি ভাই।
১০ নং ভালো লাগা।
অটঃ একটি ফেবু স্ট্যাটাস আর একটি কবিতা। প্রতিদিন একটা করে স্ট্যাটাস আসুক আর আমরা এমন কবিতা পাই।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১২
স্বপ্নবাজ অভি বলেছেন: হাহাহা ! শুভেচ্ছা পাঠক ভাই
২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭
সায়েম মুন বলেছেন: সবুজ কবিতায় ভাললাগা!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৫
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ কবি
২২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩০
আহসান জামান বলেছেন:
বাহ্! চমৎকার পড়তে, অনুভূতিময়। ভালো থাকবেন কবি।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৭
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা কবি , সুন্দর থাকুন ।
২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৬
জাফরুল মবীন বলেছেন: সবুজ মনের কবি’র চমৎকার কবিতা!
ধন্যবাদ ভাই স্বপ্নবাজ অভিকে।
শুভকামনা জানবেন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মবীন ভাই
সুন্দর থাকবেন ।
২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২১
সেলিম আনোয়ার বলেছেন: হ্যা আমি দেশে । আপনাকে ব্লগে আগের মত পাইনা । কর্মজীবনে ব্যস্ত সময় কাটাচ্ছেন বোধ হয় ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: দেখা হয়ে যাবে তাহলে
২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩
আলম দীপ্র বলেছেন: আমিনুর রহমান বলেছেন:
লেখালেখিটা ধরে রাখিস। মুক্ত গদ্য বরাবরের মতোই অসাধারণ।
অনেক ভালো লাগল প্রিয় অভি ভাই ।
অনেক দিন পরে পরে মনে পরে কবিতাকে ! ???
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৪
স্বপ্নবাজ অভি বলেছেন: মাঝে মাঝেই মনে পড়ে হে দীপ্র
ভালো থেকো
২৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪২
এহসান সাবির বলেছেন: হায়রে আড্ডা.......!!
পোস্টে ভালো লাগা.....
২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০১
স্বপ্নবাজ অভি বলেছেন:
কেমন আছেন সাবির ভাই ?
২৭| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১২
আরজু পনি বলেছেন:
বিষাদমাখা...
ভালো লাগা রইল, অভি।
ইদানিং ব্লগে খুব কম দেখি...
২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু !
একটু কম আসছি আজকাল , নিয়মিত হবো
২৮| ২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫৭
অর্বাচীন পথিক বলেছেন: চমৎকার কবিতা স্বপ্নবাজ অভি
ব্লগে অনেক দিন পায় না আপনাকে ?
২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু , কিছুদিন অনিয়মিত ছিলাম
এখন আছি
২৯| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০২
নক্ষত্রচারী বলেছেন: কবিতায় ভালো লাগা রইল
২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১১
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা নক্ষত্রচারী
৩০| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সমুদ্রস্নানে বিষন্ন হয়ে উঠা পাখিরা ঠোঁটে করে নিয়ে ফেরে ঘ্রাণলিপি, জলরঙে অংকিত সুর।
ভালো লাগলো অভি ভাই।
আরো ভালো লাগলো- ** তোমার জন্যই লিখেছি
শুভেচ্ছা থাকলো।
২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া !
৩১| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৫
আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি ,
অনেকদিন দেখা নেই !
এবার বিদ্রোহ ঘোষণা করে সবুজ অন্ধকার ঠেলে সাতরঙের পৃথিবীতে আসুন .......
২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২২
স্বপ্নবাজ অভি বলেছেন: শীঘ্রই বিদ্রোহ ঘোষণা করছি
৩২| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪২
এহসান সাবির বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল!!
২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
স্বপ্নবাজ অভি বলেছেন: নতুন বছর ভালো কাটছে নিশ্চই সাবির ভাই
৩৩| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৮
সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!
২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুমন দা
৩৪| ০৫ ই মে, ২০১৫ রাত ১১:২৬
একজন আরমান বলেছেন:
তারপর সকাল আসে , সেই সকাল !
সকাল টা আর সবুজ থাকেনা । আমার বারান্দার আকাশটা এখন নীল , হলদে পাখিদের উড়াউড়ি , সাতরঙের পৃথিবী আমাকে মনে করিয়ে দেয় এই তো সেই সকাল ! বিদ্রোহ ঘোষণা করো নিজের বিরুদ্ধে , হারিয়ে যাও ...
আমি এবার হারিয়ে যাবো !!
দারুন।
আমিনুর ভাই বলছেনঃ লেখালেখিটা ধরে রাখিস।
১৫ ই জুন, ২০১৫ রাত ২:৩২
স্বপ্নবাজ অভি বলেছেন: তুই ব্লগে নিয়মিত হলে আমিও নিয়মিত হবো! প্রমিজ, সেক্ষেত্রে লেখালেখি হবেই
৩৫| ২৪ শে মে, ২০১৫ দুপুর ১২:৩৪
মাহমুদ০০৭ বলেছেন: কই ? অভি ভাই কই ?
আসেন আসেন
ভালো লাগলো কবিতা
১৫ ই জুন, ২০১৫ রাত ২:৩৩
স্বপ্নবাজ অভি বলেছেন: আসলাম ভাই আপনারা ডাকলে না এসে পারি, সময় করে আপনার ব্লগেও আসছি!
৩৬| ১২ ই জুন, ২০১৫ রাত ১:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: আসছি
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় ভালো লাগা।
+++