![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !
মহাকালের শরীরজুড়ে তন্দ্রাহত অথচ দগ্ধ বাতাসের ঘ্রাণ উড়ে বেড়ায় ,
সুগন্ধী এক গাঙ্গচিলের ডানায় ভর করে রোজ তুমি আসতে , আসো ... সেই দৃষ্টিপাত !
সেই বিক্ষিপ্ত অথচ নিঃশব্দ-নিঝুম দৃষ্টিপাত ভর করে নিউরনের রন্ধ্রে রন্ধ্রে ।
এরমাঝে কতোশত বসন্ত কেটে যায় , বন্ধকপাট ভেঙ্গে মহুয়া বন ছেড়ে অজস্র মেঘছুঁয়ে বৃষ্টিবিলাস , কুয়াশায় মাতাল সন্ধ্যাফুল আর কৃষ্ণচূড়ার অভিসম্পাত পেরিয়ে , নৈবদ্য সাজাই সেই দৃষ্টিপাতে ! অনিঃশেষ স্মৃতিবিনাশী মেঘ-পরাগের দল - আহত নির্জনতায় কিংবা শীতের রাতে বৃষ্টির ঝিরি ঝিরি শব্দের মতো প্রবল উল্লাসেও কেন তবে পথ দেখায় ?
পথের শেষ প্রান্তে নয় , প্রতি পরতে পরতে কাজলদানীর মেঘাচ্ছন্ন আহবানে শ্রান্ত হয়ে আঁধার পাতায় তোমায় লিখি ।
তোমায় লিখি -
কেন জীবতত্ত্ব নিয়ে ভাবতে বসে , অন্ধ পাখির আর্তনাদ শুনে ভেবে বসি তুমি নিশ্চিতভাবে দুর্বোধ্য নও ।
অলৌকিক অন্ধকারে ছুড়ি গেঁথে , অদৃশ্য আততায়ী হয়ে ভেবে বসি তুমি নিশ্চিতভাবে নির্লিপ্ত নও ।
তোমার ঠোঁটের কোণে সমস্ত ব্রহ্মাণ্ডের অবহেলিত মেঘ অথবা জল এনে দিলেও কি দুর্বোধ্য থেকে যাবে ?
পাখিদের ডানায় সন্ধ্যা নামলে , ঝুরি ঝুরি জোছনায় ঘোর ভাঙ্গবে কি ?
অযাচিত দৃষ্টি সমীকরণ মিলাতে বসে ভাবি , এইসবের প্রয়োজনীয়তা কখনোই ছিলনা কিংবা কেউ কখনো অনুভব করেনি !
তবুও -
প্রবল বিক্রমে অগাহ্য করতে গিয়ে বারবার বিষাদগ্রস্থতায় থমকে দাঁড়িয়ে , বিচ্যুত জোছনাকালে , মৃত ধুলোবালি উড়িয়ে দিয়ে আমি হারাই দৃষ্টিপাতে ... এবং বারবার!
প্রিয় মেঘবতী ,
তুমি না হয় নাইবা জানলে , নাইবা অনুভব করলে ।
থাকুক না জীবন বিবর্ণ , থাকুক না বদ্ধ আলোকে বন্দী ধূসর কাঠবিড়ালী ।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই
২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৮
রুদ্র জাহেদ বলেছেন: প্রিয় মেঘবতী ,
তুমি না হয় নাইবা জানলে , নাইবা অনুভব
করলে।
থাকুক না জীবন বিবর্ণ , থাকুক না বদ্ধ
আলোকে বন্দী ধূসর কাঠবিড়ালী।
দারুণ কবিতা।খুব ভালো লাগলো...
১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা জানবেন রূদ্র জাহেদ
ভালো থাকুন !
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: বিস্তৃত লেখায় ভাল লেগেছে । বুঝতে একটু এলোমেলো লাগছে যদিও !!
১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , আমার ব্যার্থতা ভাই
পরের বার এমন হবেনা ইনশাল্লাহ !
আমার ব্লগে স্বাগতম !
৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অভি ভাইয়া... দারুণ!!!!
১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই
৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫২
নীলসাধু বলেছেন: প্রিয় মেঘবতী ,
তুমি না হয় নাইবা জানলে , নাইবা অনুভব করলে ।
থাকুক না জীবন বিবর্ণ , থাকুক না বদ্ধ আলোকে বন্দী ধূসর কাঠবিড়ালী ।
দারুণ সমাপ্তি।
পুরো কবিতাটি চমৎকার লাগলো। ধন্যবাদ সুপ্রিয় কবি!
১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নীলদা
৬| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৫
সুলতানা রহমান বলেছেন: শেষের দুইটা লাইন বেশি ভাল লেগেছে। পুরোটা বুঝতে একটু কঠিনই লেগেছে।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ !
আমার ব্লগে স্বাগতম !
৭| ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫
হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০০
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই !
৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭
আবু শাকিল বলেছেন: দারুন সব শব্দের খেলা।
ধন্য মেঘবতী
শুভেচ্ছা এবং ধন্যবাদ অভি ভাই।
ভাল থাকবেন।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০০
স্বপ্নবাজ অভি বলেছেন: মেঘবতীকে গিয়ে বলে আসেন না প্লিজ
ধন্যবাদ ভাই
সুন্দর থাকুন !
৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রতিবারের মতোই মুগ্ধ হলাম।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০১
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ
সুন্দর থাকুন !
১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮
অপর্ণা মম্ময় বলেছেন: এই কমেন্টের রিপ্লাই করো না ক্যান?
রন্ধ্রে রন্ধ্রে , সাজাই, অনিঃশেষ
লেখা ভালো হইছে
১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: করলাম তো
এতদিন পরে পোষ্ট দিলাম , শুরুতেই বকাঝকা করেন ক্যান !
বানান ও ঠিক করছি
১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯
নেক্সাস বলেছেন: মহাকালের শরীরজুড়ে তন্দ্রাহত অথচ দগ্ধ বাতাসের ঘ্রাণ উড়ে বেড়ায় ,
সুগন্ধী এক গাঙ্গচিলের ডানায় ভর করে রোজ তুমি আসতে , আসো ... সেই দৃষ্টিপাত !
সেই বিক্ষিপ্ত অথচ নিঃশব্দ-নিঝুম দৃষ্টিপাত ভর করে নিউরনের রন্দ্রে রন্দ্রে।
মাইরি চমৎকার
১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই
১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
সুমন কর বলেছেন: কেমন আছো? অনেক দিন পর, তোমার কবিতা পড়লাম।
ভালো হয়েছে।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২
স্বপ্নবাজ অভি বলেছেন: এইতো দাদা , আপনার কি খবর ।
অনেক দিন পরেই আসলে , নিয়মিত হবার চেষ্টায়
১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৬
আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি ,
মেঘবতী মেঘের আঁচল ছিঁড়ে বৃষ্টির ঝিরি ঝিরি শব্দের মতোন অনেকদিনের পরে এক শীতের রাতে এলেন, আহত নির্জনতা নিয়ে ।
প্রিয় মেঘবতী না হয় নাইবা জানলো , নাইবা অনুভব করলো ; আমরা তো জানলুম , আমরা তো অনুভব করলুম এক মেঘবতীর জন্যে এক চাতক পাখি কি চাওয়া রেখে গেছে তার দু'চোখ ভরে ।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাইয়া , সুন্দর মন্তব্যের জন্য !
১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: উপমাময় উচ্চমার্গের লেখনী, ভালো লেগেছে। যদিও বুঝতে একটু বেগ পেতে হয়েছে, বোকা মানুষ বলে হয়তো!
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮
স্বপ্নবাজ অভি বলেছেন:
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৩
ইমরাজ কবির মুন বলেছেন:
শেষের ২টা লাইন ভাল্লাগসে ||