![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !
ভেবেছিলাম, তোমাকে ভুলে যাবো।
প্রজাপতিদের ডানায় যে হাত ছুঁয়ে, সাথে সাথেই আমাকে ছুয়েছিলে আমি ভুলে যাবো ভেবেছিলাম!
ভেবে ভেবে, সেই কবে থেকে রোজ আটবার করে তোমাকে ভুলে যাই।
ভেবেছিলাম, হাঁসের ডানা থেকে জল ক্ষসে যাবার মতো করে ক্ষসে পড়বে শরীর জুড়ে তোমার মেখে দেওয়া মায়া।
ভেবে ভেবে, রোজ আটবার করে ভুলে যাই তোমাকে।
তারপর একদিন ভেবে বসলাম, এইতো তোমাকে ভুলে গেছি, সাধনায় দূরে ঠেলে দেয়া শিখে গেলাম।
সন্ধ্যে নামতেই, দুয়ারে শিউলি ফুটলো ...
শিমুলতলায় বৃষ্টিতে ভিজেছিলাম হাতে হাত রেখে, আমি ভুলতে পারিনা।
আরেকদিন ভাবলাম, এবার আমি সত্য সত্য ভুলে গেছি তোমার কথাসব!
চাদেঁর বুকের একাকীত্বের ছায়ায় তাকিয়ে একদিন তোমার গান শুনেছিলাম, সুরে সুরে হারিয়ে গিয়েছিলাম ছায়পথের পথে পথে। আমি ভুলতে পারিনা।
তোমাকে ভুলে যাবার যুদ্ধে শহীদ হয়েছি অজস্রবার।
তোমাকে ভুলে যাবার যুদ্ধে হার মানিনি কখনো, বেচেঁ থাকার জন্য।
তারপরও কেন জানি, তুমি এখনো বাস করো আমার শিরায় শিরায়। আমাদের যৌথ আকাশটার কথা মনে আছে তোমার? ঐ যে আমাদের যৌথ একলা একটা মেঘলা আকাশ টা?
তুমি হয়তো ভুলে গেছো, ঘুমচোখে তাকিয়ে ছিলাম তোমার ক্লান্তির বিষাদে। তুমি হয়তো ভুলে গেছো, শরতের মেঘের দিকে আর তাকাতে ইচ্ছে করেনি, তোমার রুদ্দুর হাসি দেখার পর ... আমি ভুলতে পারিনা।
তারপরও তোমাকে ভুলে যাবো ভেবে, জীবনটা বয়ে নিয়ে চলি অরণ্যের অবসাদে। তারপর ও তোমাকে ভুলে যাবো ভেবে, অন্ধ দোয়েলটিকে ছুটি দিয়েছি!
একদিন হয়তো, তোমাকে ভুলে যাবো!
ততোদিনে জীবিত থাকার বড্ড সাধ আমার।
তোমাকে ভালোবাসার ও অতোটা সাধ নেই ... একদিন ঠিক ভুলে যাবো, একদিন ঠিক ছুড়ে ফেলে দিবো। একদিন আমি রোজ বেচেঁ থাকবো।ভেবেছিলাম, তোমাকে ভুলে যাবো।
প্রজাপতিদের ডানায় যে হাত ছুঁয়ে, সাথে সাথেই আমাকে ছুয়েছিলে আমি ভুলে যাবো ভেবেছিলাম!
ভেবে ভেবে, সেই কবে থেকে রোজ আটবার করে তোমাকে ভুলে যাই।
ভেবেছিলাম, হাঁসের ডানা থেকে জল ক্ষসে যাবার মতো করে ক্ষসে পড়বে শরীর জুড়ে তোমার মেখে দেওয়া মায়া।
ভেবে ভেবে, রোজ আটবার করে ভুলে যাই তোমাকে।
তারপর একদিন ভেবে বসলাম, এইতো তোমাকে ভুলে গেছি, সাধনায় দূরে ঠেলে দেয়া শিখে গেলাম।
সন্ধ্যে নামতেই, দুয়ারে শিউলি ফুটলো ...
শিমুলতলায় বৃষ্টিতে ভিজেছিলাম হাতে হাত রেখে, আমি ভুলতে পারিনা।
আরেকদিন ভাবলাম, এবার আমি সত্য সত্য ভুলে গেছি তোমার কথাসব!
চাদেঁর বুকের একাকীত্বের ছায়ায় তাকিয়ে একদিন তোমার গান শুনেছিলাম, সুরে সুরে হারিয়ে গিয়েছিলাম ছায়পথের পথে পথে। আমি ভুলতে পারিনা।
তোমাকে ভুলে যাবার যুদ্ধে শহীদ হয়েছি অজস্রবার।
তোমাকে ভুলে যাবার যুদ্ধে হার মানিনি কখনো, বেচেঁ থাকার জন্য।
তারপরও কেন জানি, তুমি এখনো বাস করো আমার শিরায় শিরায়। আমাদের যৌথ আকাশটার কথা মনে আছে তোমার? ঐ যে আমাদের যৌথ একলা একটা মেঘলা আকাশ?
তুমি হয়তো ভুলে গেছো, ঘুমচোখে তাকিয়ে ছিলাম তোমার ক্লান্তির বিষাদে। তুমি হয়তো ভুলে গেছো, শরতের মেঘের দিকে আর তাকাতে ইচ্ছে করেনি, তোমার রুদ্দুর হাসি দেখার পর ... আমি ভুলতে পারিনা।
তারপরও তোমাকে ভুলে যাবো ভেবে, জীবনটা বয়ে নিয়ে চলি অরণ্যের অবসাদে। তারপর ও তোমাকে ভুলে যাবো ভেবে, অন্ধ দোয়েলটিকে ছুটি দিয়েছি!
একদিন হয়তো, তোমাকে ভুলে যাবো!
ততোদিনে জীবিত থাকার বড্ড সাধ আমার।
তোমাকে ভালোবাসার ও অতোটা সাধ নেই ... একদিন ঠিক ভুলে যাবো, একদিন ঠিক ছুড়ে ফেলে দিবো। একদিন আমি রোজ বেচেঁ থাকবো।
২| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৬
ডট কম ০০৯ বলেছেন: ভোলা যায় না। ভোলা উচিত ও না। মাঝে মাঝে বের করে দেখা উচিত।
৩| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা ভালো লেগেছে। হামা ভাই বলেছেন কিছুটা ক্লান্তিকর! আমারও টায়ার্ড লাগে। নতুন কবিতা চাই, আহবানের
৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভুলে গেছি বললেই তো ভোলা যায় না,
ভুলে থাকা এতো যে সহজ হয় না...
ক্ষসে < খসে পড়া হবে কি?
৫| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩
বিজন রয় বলেছেন: সুন্দর লেখা।
নতুন লেখা দিন।
৬| ০৬ ই মে, ২০১৬ রাত ১০:৩৬
মহিমা আজম হিমু বলেছেন: শুধু মন্ত্রমুগ্ধ হয়ে পড়লাম প্রতিটি লাইন, প্রতিটি শব্দ। শব্দের গাথুঁনি বেশ লেগেছে। (y)
৭| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৫১
ইখতামিন বলেছেন: অসাধারণ
৮| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৪
একজন আরমান বলেছেন:
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা ভালো লেগেছে। হামা ভাই বলেছেন কিছুটা ক্লান্তিকর! আমারও টায়ার্ড লাগে। নতুন কবিতা চাই, আহবানের
আমিও তাই চাই আহবানের।
মিস ইউ গেলু !
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০৫
হাসান মাহবুব বলেছেন: তুমিময় কবিতা। কিছুটা ক্লান্তিকর।