![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি উত্তরের বারান্দায় ঠায় দাঁড়িয়ে তুমি আসবে বলে। আমার যা আছে সব তোমার হলো। আমি আজ তোমার তরে বিলীন হবো।
ফেইসবুকের নিরাপত্তা বিষয়ক কিছু জিনিস জেনে রাখা ভালো। অপরিচিত কারো কাছ থেকে বন্ধুর অনুরোধ পেলে সাবধান হউন। কারন যাকে চেনেন না সে কেমন তা জানাটাও খুব কঠিন। আর যেহেতু কোন মানুষকে কয়েক দিনেই চেনা সম্ভব না তাই আরো বেশি সাবধান হওয়া বেশি জরুরি। এখন বাংলাদেশে নতুন নতুন ভাবে বিভিন্ন কৌশলে সামাজিক মাধ্যমগুলোতে প্রতারনা শুরু হয়েছে। যার বেশিরভাগ ক্ষেত্রেই শিকার হচ্ছে মেয়েরা। নানা ভাবে হেয় করা হচ্ছে প্রতিনিয়ত। বিভিন্ন ভাবে ট্র্যাপে ফেলা হচ্ছে। কয়েকটি জিনিস জেনে রাখুনঃ
১. আপনার প্রোফাইলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখুন আবার।
২. খুব ব্যক্তিগত ছবি পোষ্ট করবেন না, আর যদি করেনও প্রাইভেসি অপশন চেক করে কেবলমাত্র বন্ধুদের করে দিন।
৩. আপনাকে যাতে করে কেউ ফেইসবুকে নাম বা ইমেইল দিয়ে খুঁজে না পায় সেরকম সেটিংস করে রাখুন। এই অপশন চালু রাখার মানে হলো গুগলে যদি কেউ আপনাকে খুঁজে সেখানেও আপনার প্রোফাইলের লিঙ্ক চলে যাবে।
৪. ট্যাগ অপশন চেক করে দেখুন কেউ ট্যাগ করলেই আপনার ছবি ট্যাগ হয়ে যাচ্ছে না তো?
৫. এখন মেসেজে নতুন অপশন এসেছে, অপরিচিত কারো পাঠানো মেসেজ আপনার ইনবক্সে না এসে আসবে মেসেজ রিকোয়েস্ট নামক একটা নতুন ট্যাবে। কেবল আপনি অনুমতি দিলেই সে আপনাকে মেসেজ পাঠাতে পারবে।
৬. অপরিচিত কেউ অনুরোধ পাঠালে আগে তার প্রোফাইল চেক করুন, মিউচুয়াল কেউ আছে কিনা, কি ধরনের পোষ্ট সে করে, এ সব বিষয় থেকে একটা ভালো ধারনা পাবেন তার সম্পর্কে।
৭. যা দেখছেন তাই শেয়ার দিবেন না, তাতে করে শেয়ারের উৎস যেখানে, আপনি আদতে তার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন যা মুলত সবার জন্য উন্মুক্ত।
৮. পাবলিক কোন কিছুতে লাইক বা কমেন্টস করতে সচেতন থাকুন কারন আপনার করা কমেন্টস কিন্তু পাবলিক হয়ে গেলো আর সবাই আপনার প্রোফাইলের লিঙ্ক ও কিন্তু পেয়ে গেলো।
৯. সব কিছু জানার পরও যদি আপনি কারো সাথে বন্ধু হয়ে বিপদে পরেই যান তবে ভুলেও তার সাথে বিবাদে জরাবেন না, আস্তে করে যোগাযোগ কমিয়ে ফেলুন, আর সবচেয়ে মোক্ষম অস্ত্র তো আছেই ব্লক অপশনে চাপ দিন।
১০. আপনাকে ফলো করার অপশন বন্ধ করে রাখুন।
সচেতন হউন, হ্যাপি ফেইসবুকিং
০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
স্বপ্নবান বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১
অতঃপর হৃদয় বলেছেন: Good Facebooking